জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৯: মংড়ুর পথে(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৯: মংড়ুর পথে(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বর্তমানে ‘ব্যান্ডেল রোড’ নামক স্থানটির অস্তিত্ব যে শহরে-
Ο ক) কুমিল্লা
Ο খ) ঢাকা
Ο গ) চট্টগ্রাম
Ο ঘ) কক্সবাজার
সঠিক উত্তর: (গ)

৫২. মায়ানমার আমাদের পূর্ব দিকের-
Ο ক) অনুন্নত দেশ
Ο খ) সন্ত্রাসপ্রবণ রাষ্ট্র
Ο গ) ডপ্রতিবেশী দেশ
Ο ঘ) শত্রু ভূমি
সঠিক উত্তর: (গ)

৫৩. ইউনাইটেড হোটেলে জায়গা না পেয়ে লেখক ফিরে এলেন কার মতো?
Ο ক) অনাথের
Ο খ) মুসাফিরের
Ο গ) পর্যটকের
Ο ঘ) ভিক্ষুর
সঠিক উত্তর: (ক)

৫৪. মংড়ুতে লেখকের হাতে ও কাঁধে কী ছিল?
Ο ক) ব্রিফকেল
Ο খ) বিছানাপত্র
Ο গ) আসবাবপত্র
Ο ঘ) ঝোলাঝুলি
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কোথায় রঙিন ও সাদা ফুল দেখা যায়?
Ο ক) সেন্নায়
Ο খ) অর্কিতে
Ο গ) সোনালুতে
Ο ঘ) পদাউকে
সঠিক উত্তর: (খ)

৫৬. ছাবাইক মানে কী?
Ο ক) পানীয়
Ο খ) লুঙ্গি
Ο গ) ভিক্ষাপাত্র
Ο ঘ) স্যান্ডেল
সঠিক উত্তর: (গ)

৫৭. সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-
i. পোশাক-পরিচ্ছদ দেখে
ii. চালচলন দেখে
iii. খাবার-দাবার দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫৮. মংড়ু বার্মার কোন সীমান্তে অবস্থিত?
Ο ক) উত্তর
Ο খ) পূর্ব
Ο গ) দক্ষিণ
Ο ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (ঘ)

৫৯. মংড়ুর ব্যবসায়ীরা কোথা থেকে এসেছে?
Ο ক) সিলেট
Ο খ) আরাকান
Ο গ) টেকনাফ
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ঘ)

৬০. একসময় আরাকান নামের স্বাধীন দেশ শাসন করতেন কার?
Ο ক) হিন্দু শাসকরা
Ο খ) খ্রিস্টান শাসকরা
Ο গ) বৌদ্ধ শাসকরা
Ο ঘ) মুসলমান শাসকরা
সঠিক উত্তর: (ঘ)

৬১. বিপ্রদাশ বড়ুয়া কোন প্রতিষ্ঠানে চাকরি করতন?
Ο ক) শিশু একাডেমী
Ο খ) বাংলা িএকাডেমী
Ο গ) শিল্পকলা একাডেমী
Ο ঘ) নজহরুল একাডেমী
সঠিক উত্তর: (ক)

৬২. মংড়ুর সর্বত্র কোন ফল দেখা যায়?
Ο ক) নারিকেল
Ο খ) ডালিম
Ο গ) আতাফল
Ο ঘ) আঙুর
সঠিক উত্তর: (ক)

৬৩. মিয়ানমারের পথে পথে রঙিলা তরুণীরা কলহাস্যে মুখর কেন?
Ο ক) আনন্দের আতিশয্যে
Ο খ) জীবনের প্রয়োজনে
Ο গ) সুখের অতিমাত্রায়
Ο ঘ) দু:খের অভাবে
সঠিক উত্তর: (খ)

৬৪. ‘বিকিকিনি শেষ’ কথাটি কার?
Ο ক) হোটেল মারিকের
Ο খ) তরুণীর
Ο গ) মহাথেরোর
Ο ঘ) গৌতমের
সঠিক উত্তর: (খ)

৬৫. ধাতব নতুন টাকার মতো চকচক করছিল কোনটি?
Ο ক) হাঁড়ি-পাতিল
Ο খ) আসবাবপত্র
Ο গ) পিতলের কলসি
Ο ঘ) গাছপালার পাতা
সঠিক উত্তর: (ঘ)

৬৬. নিচের কানটি বিপ্রদাশ বড়ুয়ার উপন্যাস গ্রন্থ?
Ο ক) কুমড়োলতা ও পাখি
Ο খ) মুক্তিযোদ্ধারা
Ο গ) বিদ্যাসাগর
Ο ঘ) যুদ্ধজয়ের গল্প
সঠিক উত্তর: (খ)

৬৭. পর্তুগিজরা নিজেদের বসতির জায়গাকে বলত-
Ο ক) ফানেল
Ο খ) ব্যান্ডেল
Ο গ) পুরিয়া
Ο ঘ) বাবেল
সঠিক উত্তর: (খ)

৬৮. পর্তুগীজরা কোথায় বসতি স্থাপন করেন?
Ο ক) চট্টগ্রামে
Ο খ) কুমিল্লায়
Ο গ) পাবনায়
Ο ঘ) বরিশালে
সঠিক উত্তর: (ক)

৬৯. মিয়ানমার কুমারীর পানীয়ের পসার নিয়ে বসা দোকানটি ছিল-
Ο ক) ঝুপড়ি জাতীয়
Ο খ) টং জাতীয়
Ο গ) আলিশান আকারের
Ο ঘ) ছিমছাম গোছের
সঠিক উত্তর: (ক)

৭০. লেখকের কয়টা রাত কেট গেল কুশ্রী হোটেলে?
Ο ক) একটা
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটা
সঠিক উত্তর: (ক)

৭১. লেখকের দেখা পাইক্যার মহিলাটির সম্পর্কে প্রযোজ্য, সে ছিল-
i. বোরকা পরা
ii. মাথায় ছাতা
iii. ছবি তুলতে আগ্রহী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭২. মিয়ানমারে পদাউকের নাম কী?
Ο ক) সেন্না
Ο খ) শিরীষ
Ο গ) সোনালু
Ο ঘ) সেগুন
সঠিক উত্তর: (ক)

৭৩. মিয়ানমারের অন্য নাম কী?
Ο ক) বার্মা
Ο খ) মংড়ু
Ο গ) আরাকান
Ο ঘ) ভুটান
সঠিক উত্তর: (ক)

৭৪. সাধারণ বর্মি রেস্তোরা বৈশিষ্ট্য-
i. নিচু টেবিল থাকে
ii. টুল থাকে
iii. মাঝারি টেবিল ও টুল থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭৫. কোন দেশের পূর্ব নাম ছিল বার্মা?
Ο ক) থাইল্যান্ড
Ο খ) ভার
Ο গ) রেঙ্গুন
Ο ঘ) মায়ানমার
সঠিক উত্তর: (ঘ)

৭৬. ফুঙ্গিরা কখন খারি পায়ে ভিক্ষে করতে বের হয়?
Ο ক) সকালে
Ο খ) দুপুরে
Ο গ) বিকেলে
Ο ঘ) রাতে
সঠিক উত্তর: (ক)

৭৭. পর্তুগিজরা চট্টগ্রামে নিজেদের বসতির জায়গাকে কী বলত?
Ο ক) পাহাড়তলী
Ο খ) বাটালি রোড
Ο গ) ব্যান্ডেল
Ο ঘ) চৌমুহনি
সঠিক উত্তর: (গ)

৭৮. রয়েল রেস্তোরাঁয় লেখক কীসের ভর্তা খেলেন?
Ο ক) আলুর
Ο খ) পোড়া লঙ্কার
Ο গ) টাকি মাছের
Ο ঘ) বেগুনের
সঠিক উত্তর: (খ)

৭৯. বর্মী রমনীদের সেলাইবিহীন লুঙ্গিকে কী বলা হয়?
Ο ক) চীবর
Ο খ) ফুঙ্গি
Ο গ) থামি
Ο ঘ) লুঙ্গি
সঠিক উত্তর: (গ)

৮০. মিয়ানমারে কোন ধর্মাবলম্বীদের প্রাধান্য?
Ο ক) হিন্দু
Ο খ) মুসলিম
Ο গ) বৌদ্ধ
Ο ঘ) খ্রিষ্টান
সঠিক উত্তর: (গ)

৮১. ফুঙ্গিরা ভিক্ষা করে কোন অবস্থায়?
Ο ক) চীবর গায়ে
Ο খ) জামা গায়ে
Ο গ) খালি গায়ে
Ο ঘ) চাদর গায়ে
সঠিক উত্তর: (গ)

৮২. মহিলা মালিক বা মালিকের স্ত্রীকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) মালকিন
Ο খ) রাখাইন
Ο গ) সাহেবান
Ο ঘ) ম্যাডাম
সঠিক উত্তর: (ক)

৮৩. কোন গাছের নিচে মিয়ানমারে তরুণী নুডলস বিক্রি করছিল?
Ο ক) খেজুর
Ο খ) শিরীষ
Ο গ) গর্জন
Ο ঘ) গরান
সঠিক উত্তর: (খ)

৮৪. লেখক মংড়ুতে কোন রেস্তোরাঁয় রাতের খাবার খান?
Ο ক) পাইক্যা
Ο খ) রয়েল
Ο গ) ইম্পেরিয়াল
Ο ঘ) ইউনাইটেড
সঠিক উত্তর: (খ)

৮৫. মিয়ানমারের সীমান্ত শহর মংড়ুর পথে নেমে অচেনা আবেগে উপচে পড়ল লেখকের-
i. মুখ, চোখ
ii. ঠোঁট, ভ্রু
iii. কান, হৃদয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৮৬. শহরের পুব দিকে যে সেতুর কথা বলা হয়েছে তা কোনটি?
Ο ক) ঝুরন্ত সেতু
Ο খ) শেউইজার সেতু
Ο গ) গোমতী সেতু
Ο ঘ) মুড়ং সেতু
সঠিক উত্তর: (খ)

৮৭. ভিক্ষুদের পরিধেয় বৈচিত্রপূর্ণ পাশাককে কী বলে?
Ο ক) থামি
Ο খ) ত্রিচীবর
Ο গ) ছাবােইক
Ο ঘ) লাক্ষা
সঠিক উত্তর: (খ)

৮৮. শিরীষ গাছের নিচে পলিথিন টাঙ্গানো দোকানে ছিল-
i. বিস্কুট ও রুটি
ii. দুধ চিনির চা
iii. চিনি পয়সার চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৮৯. টেকনাফ ও মংড়ুর মাঝখানে কোন নদী বিদ্যমান?
Ο ক) কর্ণফুলী
Ο খ) নাফ
Ο গ) ফেনী নদী
Ο ঘ) মাতামুহুরী
সঠিক উত্তর: (খ)

৯০. দৌলত কাজী কোন রাজসভার সভাকবি ছিলেন?
Ο ক) আরাকান
Ο খ) মংড়ু
Ο গ) রেঙ্গুন
Ο ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর: (ক)

৯১. বার্মার মহিলারা-
i. চিরস্বাধীন
ii. দোকানের মালিক
iii. দোকানের কর্মচারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯২. কোন গাছে সোনারঙ ফুল ফোটে?
Ο ক) শিরীষ
Ο খ) কৃষ্ণচূড়া
Ο গ) পদাউক
Ο ঘ) তেঁতুল
সঠিক উত্তর: (গ)

৯৩. বিপ্রদাশ বড়ুয়া রচনা করেছেন-
i. গল্প
ii. উপন্যাস
iii. প্রবন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯৪. রয়েল রেস্তোরাঁর মালকিন কোন সম্প্রদায়ের?
Ο ক) আদিবাসী
Ο খ) রাখাইন
Ο গ) রোয়াইংগা
Ο ঘ) বর্মি
সঠিক উত্তর: (খ)

৯৫. বাংলা ভাষায় রেস্তোরাাঁ শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
Ο ক) ফারসি
Ο খ) ফরাসি
Ο গ) আরবি
Ο ঘ) জাপানি
সঠিক উত্তর: (খ)

৯৬. ‘ঝরনা’ কে?
Ο ক) বাঙালি রাঁধুনী
Ο খ) মিয়ানমারের অধিবাসী
Ο গ) পাদরি ধর্মযাযক
Ο ঘ) রয়েল রেস্তোরাঁর মালিক
সঠিক উত্তর: (ক)

৯৭. অজস্র জাতিসত্তার অন্র্তমুখী জাতি বলতে লেখক কাদের বুঝিয়েছেন?
Ο ক) ফুঙ্গিদের
Ο খ) বর্মীদের
Ο গ) রোয়াইংগাদের
Ο ঘ) রাখাইনদের
সঠিক উত্তর: (খ)

৯৮. দোকানের ভেতরে আরেক মহিলা বেচতে বসেছে-
i. চুরুট সিগারেট
ii. পান
iii. চা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: চট্টগ্রামের যারা প্রকৃত অধিবাসী দাতের সবচেয়ে পছন্দের খাবার উপাদান হলো শুটকি মাছ্ এ শুটকি ছাড়া প্রতিদিনের খাবার দাবার যেন চলে না। আর শুটকির মধ্যে চিংড়ি শুটকি সর্বাগ্রে পছন্দনীয়। সেটি তরকারি সঙ্গে হোক কিম্বা ভর্তা হোক চিংড়ি মাছের শুটকি থাকবেই।

৯৯. উদ্দীপকের আলোকে ‘মংড়ুর পথ’ প্রবন্ধের মিয়ানমার বাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে-
i. ভোজন বিলাসিতা
ii. আঞ্চলিক বৈশিষ্ট্য
iii. ভূষণ বিলাসিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১০০. উদ্দীপক অনুসারে চট্টগ্রামের অধিবাসীদের সঙ্গে খাবারের সাদৃশ্য রয়েছে তোমর পঠিত গল্পের কোন অধিবাসির সঙ্গে?
Ο ক) মংড়ুর
Ο খ) চাকমা
Ο গ) গারো
Ο ঘ) সাঁওয়াত
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post