ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৮: শিল্পকলার নানা দিক এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নন্দনতত্ত্বে সুন্দরকে কী করা হয়?
Ο ক) বিশ্লেষণ
Ο খ) উপলব্ধি
Ο গ) বিশ্লেষণ ও উপিলব্ধি
Ο ঘ) ধ্বংস
সঠিক উত্তর: (গ)
২. স্বাধীনতার অপর নাম-
Ο ক) যা খুশি তাই করা
Ο খ) অন্যের ইচ্ছামতো কাজ করা
Ο গ) বাধ্য হয়ে কাজ করা
Ο ঘ) ইচ্ছার বিরুদ্ধে কাজ
সঠিক উত্তর: (ক)
৩. প্রয়োজন আর অপ্রায়োজন মিলিয়েই মানুসের কিসের আশা পূরণ হয়?
Ο ক) মনের
Ο খ) শিল্পকলার
Ο গ) সৌন্দর্যের
Ο ঘ) আনন্দের
সঠিক উত্তর: (গ)
৪. প্রয়োজন পূরণের সাথে কোনটির যোগসূত্র বেশ ঘনিষ্ঠ?
Ο ক) শরীরকে
Ο খ) বাহিরকে
Ο গ) সুন্দরকে
Ο ঘ) মনকে
সঠিক উত্তর: (ঘ)
৫. ছবি আঁকার ক্ষেত্রে ছোটদের উপযোগী মাধ্যম কোনটি?
Ο ক) প্যাস্টেল রং
Ο খ) তেল রং
Ο গ) ভূষা কালি
Ο ঘ) কালি-কলম
সঠিক উত্তর: (ক)
৬. আর্কিটেক্চারের বাংলা কী?
Ο ক) ভাস্কর্য
Ο খ) স্থাপত্য
Ο গ) স্তম্ভ
Ο ঘ) গম্বুজ
সঠিক উত্তর: (খ)
৭. ‘হাসিয়া’ শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত?
Ο ক) কাঠশিল্প
Ο খ) মৃৎশিল্প
Ο গ) বেত শিল্প
Ο ঘ) তাঁত শিল্প
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটি শুদ্ধ বানান?
Ο ক) প্যান্ডেল
Ο খ) ভাস্কর্য
Ο গ) স্থাপত্ব
Ο ঘ) সৌন্দর্য
সঠিক উত্তর: (খ)
৯. আনন্দকে আমরা যার সাহায্যে উপভোগ করি-
i রূপ-রস
ii. শব্দ-স্পর্শ
iii. রুপ-গন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০. বিশ্বের সকল দেশেই কারা ছবি আঁকে?
Ο ক) শিশুরা
Ο খ) কিশোররা
Ο গ) যুবকরা
Ο ঘ) বৃদ্ধরা
সঠিক উত্তর: (ক)
১১. ‘জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ’ কোনটি?
Ο ক) আনন্দের প্রকাশ
Ο খ) বেদনার প্রকাশ
Ο গ) ভাবের প্রকাশ
Ο ঘ) ক্ষোবের প্রকাশ
সঠিক উত্তর: (ক)
১২. ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
Ο ক) পরিশীলিত
Ο খ) উজ্জীবিত
Ο গ) উচ্ছৃসিত
Ο ঘ) আনন্দিত
সঠিক উত্তর: (ক)
১৩. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) সংস্কৃতি
Ο খ) ব্যবসা
Ο গ) ভাষা
Ο ঘ) ভাস্কর্য
সঠিক উত্তর: (ক)
১৪. সকল শিল্পকলার আছে-
i রূপ ও রস
ii. সুর ও ছন্দ
iii. রং ও গড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) উপজাত দ্রব্য
Ο খ) সার অংশ
Ο গ) আবশ্যক পদার্থ
Ο ঘ) মূল বস্তু
সঠিক উত্তর: (ঘ)
১৬. রবীন্দ্রনাথের গানটিতে ভুবনে কী বইছে?
Ο ক) জীবনধারা
Ο খ) অশ্রুধারা
Ο গ) আনন্দধারা
Ο ঘ) ফল্গুধারা
সঠিক উত্তর: (গ)
১৭. বাংলাদেশে পুরাকালে শিল্পীরা কোন মাধ্যমে ছবি আঁকত?
Ο ক) প্যাস্টেল রং
Ο খ) জল রং
Ο গ) কালি কলম
Ο ঘ) কাঠ কয়লা
সঠিক উত্তর: (খ)
১৮. আনন্দকে আমরা বুুঝি-
i রূপ-রস শব্দের সাহায্যে
ii. স্পর্শ-গন্ধের সাহায্যে
iii. ইন্দ্রিয় সকলের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. নকশিকাঁথা দেখলেই-
i. সুন্দর লাগে
ii. প্রয়োজনের কথা মনে পড়ে
iii. প্রয়োজনের কথা মনে পড়ে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২০. গৃহ বা ভবন নিমার্ণের শিল্পকর্মকে কী বলে?
Ο ক) ভাস্ককর্য
Ο খ) স্ট্রাকচার
Ο গ) নিদানশিল্প
Ο ঘ) স্থাপত্য
সঠিক উত্তর: (ঘ)
২১. নন্দনতত্ত্ব মানে কী?
Ο ক) সুন্দরকে উপভোগ
Ο খ) সুন্দরকে বিশ্লেষণ
Ο গ) সুন্দরের নিয়ম
Ο ঘ) সুন্দরের সাধনা
সঠিক উত্তর: (খ)
২২. সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে তাক কী বলা হয়?
Ο ক) রূপ
Ο খ) রস
Ο গ) শিল্প
Ο ঘ) প্রেম
সঠিক উত্তর: (খ)
২৩. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটির রচয়িতার নাম কী?
Ο ক) মুস্তাফা মনোয়ার
Ο খ) বিপ্রদাশ বড়ুয়া
Ο গ) মমতাজ উদ্দীন আহমদ
Ο ঘ) শামসুজ্জামান খান
সঠিক উত্তর: (ক)
২৪. শুদ্ধ বাবান চিহ্নিত করো-
Ο ক) ইন্দ্রীয়
Ο খ) স্পর্শ
Ο গ) সংগিত
Ο ঘ) ভূবন
সঠিক উত্তর: (খ)
২৫. সব সুন্দর সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম কী?
Ο ক) স্বাধীনতা
Ο খ) পরাধীনতা
Ο গ) সৌন্দর্য
Ο ঘ) ঐতিহ্য
সঠিক উত্তর: (ক)
২৬. আমাদের দেশের প্রাচীন পোড়ামাটির ভাস্কর্ষ ছিল-
Ο ক) নিম্নমানের
Ο খ) কর্দম রুচির
Ο গ) বেশ বিখ্যাত
Ο ঘ) চলনসই মাপের
সঠিক উত্তর: (গ)
২৭. সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) উপজাত দ্রব্য
Ο খ) সার অংশ
Ο গ) আবশ্যক পদার্থ
Ο ঘ) মূলবস্তু
সঠিক উত্তর: (ঘ)
২৮. সকলের পক্ষে অপরিহার্য কোনটি?
Ο ক) শিল্পকলা চর্চা
Ο খ) স্থাপত্য বিদ্যা চর্চা
Ο গ) ভাস্কর্য নির্মাণ কলা শিক্ষা
Ο ঘ) ছবি আঁকা অনুশীলন
সঠিক উত্তর: (ক)
২৯. বর্তমানে জলরঙের ছবি অঙ্কিত হয়-
Ο ক) কাপড়ে
Ο খ) খেজুর পাতায়
Ο গ) কলাপাতায়
Ο ঘ) কাগজে
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক উপস্থাপন করেছেন-
i সৃষ্টি শীলতা
ii. সৌন্দর্যবোধ
iii. মৌলিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩১. ছবি আঁকার মাধ্যমে হিসেবে শিশুদের জন্য সহজ হয়-
i. তেলমিশ্রিত রং
ii. প্যাস্টেল রং
iii. জল রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩২. গতি বা ছন্দ, রঙ, রেখা ইত্যাদির মিলনে হয়-
Ο ক) দালানকোঠা
Ο খ) ছবি বা ভাস্কর্য
Ο গ) সংগীতের সুর
Ο ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী হবে-
i চিত্রকলা
ii. খেলাধুলা
iii. ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)
৩৪. শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি?
Ο ক) কাগজ ও কালি
Ο খ) কালি ও কলম
Ο গ) জল রঙ ও কাগজ
Ο ঘ) প্যাস্টেল রঙ ও কাগজ
সঠিক উত্তর: (খ)
৩৫. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে কোনটি সৃষ্টি হবে?
Ο ক) সৌন্দর্যবোধ
Ο খ) রুচিবোধ
Ο গ) অনুপ্রেরণা
Ο ঘ) রসবোধ
সঠিক উত্তর: (ক)
৩৬. বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকত?
Ο ক) চক
Ο খ) পেন্সিল
Ο গ) কলম
Ο ঘ) জল রঙ
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ঘরে অসংগত আগুন লাগালে কী হবে?
Ο ক) ঘর আলোকিত হবে
Ο খ) ঘরের মশা মাছি দূর হবে
Ο গ) ঘরের অলক্ষ্মী যাবে
Ο ঘ) ঘর পুড়ে ছারখার হবে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. গৃহ বা ভবনাদি নির্মাণের কাজকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) স্থাপতি
Ο খ) স্থাপত্য
Ο গ) ভাস্কর্য
Ο ঘ) ভাস্কর
সঠিক উত্তর: (খ)
৩৯. শিল্পকলার কোন অর্থ আমরা বুঝতে সমর্থ হই?
Ο ক) পূর্ণাঙ্গ
Ο খ) অস্পস্ট
Ο গ) রূপক
Ο ঘ) স্পষ্ট
সঠিক উত্তর: (খ)
৪০. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) সংস্কৃতি
Ο খ) ব্যবসা
Ο গ) ভাষা
Ο ঘ) ভাস্কর্য
সঠিক উত্তর: (ক)
৪১. মুস্তাফা মনোয়ারের জন্মতারিখ কোনটি?
Ο ক) ১লা সেপ্টেম্বর
Ο খ) ১লা অক্টোবর
Ο গ) ১লা নভেম্বর
Ο ঘ) ১লা ডিসেম্বর
সঠিক উত্তর: (ক)
৪২. নিচের কোনটি পরিবেশনা শিল্পকলা?
Ο ক) স্থাপত্য
Ο খ) সাহিত্য
Ο গ) সংগীত
Ο ঘ) চিত্র
সঠিক উত্তর: (গ)
৪৩. শিল্পকলাকে সাজাবার জন্য কী রয়েছে?
Ο ক) নির্দিষ্ট বই
Ο খ) সুবিন্যস্ত নিয়ম
Ο গ) সরকারি আইন
Ο ঘ) দক্ষ প্রশিক্ষক
সঠিক উত্তর: (খ)
৪৪. ছবি আঁকা মানে-
Ο ক) লেখা শেখা
Ο খ) পড়া শেখা
Ο গ) দেখা শেখা
Ο ঘ) শেখা দেখা
সঠিক উত্তর: (গ)
৪৫. মানুসের মনের আনন্দের ফলে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) শিল্পকর্ম
Ο খ) স্বাধীনতা
Ο গ) সৌন্দর্য
Ο ঘ) বুদ্ধি
সঠিক উত্তর: (ক)
৪৬. শিল্পকলা চর্চা সকলের পক্ষে কী?
Ο ক) গুরুত্বপূর্ণ
Ο খ) তাৎপর্যপূর্ণ
Ο গ) কর্তব্য
Ο ঘ) অপরিহার্য
সঠিক উত্তর: (ঘ)
৪৭. তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন কোথায় আছে?
Ο ক) চিত্রকলায়
Ο খ) আলো-ছায়ায়
Ο গ) পুরাতন পুঁথিতে
Ο ঘ) মাটির ভাস্কর্যে
সঠিক উত্তর: (গ)
৪৮. মুস্তাফা মনোয়ারের সম্পর্কে বলা যায়-
i. বিশিষ্ট নৃত্য পরিকল্পনাকারী
ii. সংগীত পরিচালক
iii. বিশিষ্ট অভিনেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘আনন্দধারা বহিছে ভুবনে’-গানটি কার রচনা?
Ο ক) লালন শাহ
Ο খ) গোলাম মেস্তাফা
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) মুস্তফা মনোয়ার
সঠিক উত্তর: (গ)
৫০. প্রয়োজন মিটানোর পাশাপাপশি বস্তুকে হতে হয়-
Ο ক) আধুনিক
Ο খ) টেকসই
Ο গ) সুন্দর
Ο ঘ) হালকা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. নন্দনতত্ত্বে সুন্দরকে কী করা হয়?
Ο ক) বিশ্লেষণ
Ο খ) উপলব্ধি
Ο গ) বিশ্লেষণ ও উপিলব্ধি
Ο ঘ) ধ্বংস
সঠিক উত্তর: (গ)
২. স্বাধীনতার অপর নাম-
Ο ক) যা খুশি তাই করা
Ο খ) অন্যের ইচ্ছামতো কাজ করা
Ο গ) বাধ্য হয়ে কাজ করা
Ο ঘ) ইচ্ছার বিরুদ্ধে কাজ
সঠিক উত্তর: (ক)
৩. প্রয়োজন আর অপ্রায়োজন মিলিয়েই মানুসের কিসের আশা পূরণ হয়?
Ο ক) মনের
Ο খ) শিল্পকলার
Ο গ) সৌন্দর্যের
Ο ঘ) আনন্দের
সঠিক উত্তর: (গ)
৪. প্রয়োজন পূরণের সাথে কোনটির যোগসূত্র বেশ ঘনিষ্ঠ?
Ο ক) শরীরকে
Ο খ) বাহিরকে
Ο গ) সুন্দরকে
Ο ঘ) মনকে
সঠিক উত্তর: (ঘ)
৫. ছবি আঁকার ক্ষেত্রে ছোটদের উপযোগী মাধ্যম কোনটি?
Ο ক) প্যাস্টেল রং
Ο খ) তেল রং
Ο গ) ভূষা কালি
Ο ঘ) কালি-কলম
সঠিক উত্তর: (ক)
৬. আর্কিটেক্চারের বাংলা কী?
Ο ক) ভাস্কর্য
Ο খ) স্থাপত্য
Ο গ) স্তম্ভ
Ο ঘ) গম্বুজ
সঠিক উত্তর: (খ)
৭. ‘হাসিয়া’ শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত?
Ο ক) কাঠশিল্প
Ο খ) মৃৎশিল্প
Ο গ) বেত শিল্প
Ο ঘ) তাঁত শিল্প
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোনটি শুদ্ধ বানান?
Ο ক) প্যান্ডেল
Ο খ) ভাস্কর্য
Ο গ) স্থাপত্ব
Ο ঘ) সৌন্দর্য
সঠিক উত্তর: (খ)
৯. আনন্দকে আমরা যার সাহায্যে উপভোগ করি-
i রূপ-রস
ii. শব্দ-স্পর্শ
iii. রুপ-গন্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০. বিশ্বের সকল দেশেই কারা ছবি আঁকে?
Ο ক) শিশুরা
Ο খ) কিশোররা
Ο গ) যুবকরা
Ο ঘ) বৃদ্ধরা
সঠিক উত্তর: (ক)
১১. ‘জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ’ কোনটি?
Ο ক) আনন্দের প্রকাশ
Ο খ) বেদনার প্রকাশ
Ο গ) ভাবের প্রকাশ
Ο ঘ) ক্ষোবের প্রকাশ
সঠিক উত্তর: (ক)
১২. ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
Ο ক) পরিশীলিত
Ο খ) উজ্জীবিত
Ο গ) উচ্ছৃসিত
Ο ঘ) আনন্দিত
সঠিক উত্তর: (ক)
১৩. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) সংস্কৃতি
Ο খ) ব্যবসা
Ο গ) ভাষা
Ο ঘ) ভাস্কর্য
সঠিক উত্তর: (ক)
১৪. সকল শিল্পকলার আছে-
i রূপ ও রস
ii. সুর ও ছন্দ
iii. রং ও গড়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) উপজাত দ্রব্য
Ο খ) সার অংশ
Ο গ) আবশ্যক পদার্থ
Ο ঘ) মূল বস্তু
সঠিক উত্তর: (ঘ)
১৬. রবীন্দ্রনাথের গানটিতে ভুবনে কী বইছে?
Ο ক) জীবনধারা
Ο খ) অশ্রুধারা
Ο গ) আনন্দধারা
Ο ঘ) ফল্গুধারা
সঠিক উত্তর: (গ)
১৭. বাংলাদেশে পুরাকালে শিল্পীরা কোন মাধ্যমে ছবি আঁকত?
Ο ক) প্যাস্টেল রং
Ο খ) জল রং
Ο গ) কালি কলম
Ο ঘ) কাঠ কয়লা
সঠিক উত্তর: (খ)
১৮. আনন্দকে আমরা বুুঝি-
i রূপ-রস শব্দের সাহায্যে
ii. স্পর্শ-গন্ধের সাহায্যে
iii. ইন্দ্রিয় সকলের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. নকশিকাঁথা দেখলেই-
i. সুন্দর লাগে
ii. প্রয়োজনের কথা মনে পড়ে
iii. প্রয়োজনের কথা মনে পড়ে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২০. গৃহ বা ভবন নিমার্ণের শিল্পকর্মকে কী বলে?
Ο ক) ভাস্ককর্য
Ο খ) স্ট্রাকচার
Ο গ) নিদানশিল্প
Ο ঘ) স্থাপত্য
সঠিক উত্তর: (ঘ)
২১. নন্দনতত্ত্ব মানে কী?
Ο ক) সুন্দরকে উপভোগ
Ο খ) সুন্দরকে বিশ্লেষণ
Ο গ) সুন্দরের নিয়ম
Ο ঘ) সুন্দরের সাধনা
সঠিক উত্তর: (খ)
২২. সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে তাক কী বলা হয়?
Ο ক) রূপ
Ο খ) রস
Ο গ) শিল্প
Ο ঘ) প্রেম
সঠিক উত্তর: (খ)
২৩. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটির রচয়িতার নাম কী?
Ο ক) মুস্তাফা মনোয়ার
Ο খ) বিপ্রদাশ বড়ুয়া
Ο গ) মমতাজ উদ্দীন আহমদ
Ο ঘ) শামসুজ্জামান খান
সঠিক উত্তর: (ক)
২৪. শুদ্ধ বাবান চিহ্নিত করো-
Ο ক) ইন্দ্রীয়
Ο খ) স্পর্শ
Ο গ) সংগিত
Ο ঘ) ভূবন
সঠিক উত্তর: (খ)
২৫. সব সুন্দর সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, তার নাম কী?
Ο ক) স্বাধীনতা
Ο খ) পরাধীনতা
Ο গ) সৌন্দর্য
Ο ঘ) ঐতিহ্য
সঠিক উত্তর: (ক)
২৬. আমাদের দেশের প্রাচীন পোড়ামাটির ভাস্কর্ষ ছিল-
Ο ক) নিম্নমানের
Ο খ) কর্দম রুচির
Ο গ) বেশ বিখ্যাত
Ο ঘ) চলনসই মাপের
সঠিক উত্তর: (গ)
২৭. সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো-
Ο ক) উপজাত দ্রব্য
Ο খ) সার অংশ
Ο গ) আবশ্যক পদার্থ
Ο ঘ) মূলবস্তু
সঠিক উত্তর: (ঘ)
২৮. সকলের পক্ষে অপরিহার্য কোনটি?
Ο ক) শিল্পকলা চর্চা
Ο খ) স্থাপত্য বিদ্যা চর্চা
Ο গ) ভাস্কর্য নির্মাণ কলা শিক্ষা
Ο ঘ) ছবি আঁকা অনুশীলন
সঠিক উত্তর: (ক)
২৯. বর্তমানে জলরঙের ছবি অঙ্কিত হয়-
Ο ক) কাপড়ে
Ο খ) খেজুর পাতায়
Ο গ) কলাপাতায়
Ο ঘ) কাগজে
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধে লেখক উপস্থাপন করেছেন-
i সৃষ্টি শীলতা
ii. সৌন্দর্যবোধ
iii. মৌলিকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩১. ছবি আঁকার মাধ্যমে হিসেবে শিশুদের জন্য সহজ হয়-
i. তেলমিশ্রিত রং
ii. প্যাস্টেল রং
iii. জল রং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩২. গতি বা ছন্দ, রঙ, রেখা ইত্যাদির মিলনে হয়-
Ο ক) দালানকোঠা
Ο খ) ছবি বা ভাস্কর্য
Ο গ) সংগীতের সুর
Ο ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী হবে-
i চিত্রকলা
ii. খেলাধুলা
iii. ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)
৩৪. শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি?
Ο ক) কাগজ ও কালি
Ο খ) কালি ও কলম
Ο গ) জল রঙ ও কাগজ
Ο ঘ) প্যাস্টেল রঙ ও কাগজ
সঠিক উত্তর: (খ)
৩৫. ‘শিল্পকলার নানা দিক’ রচনাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে কোনটি সৃষ্টি হবে?
Ο ক) সৌন্দর্যবোধ
Ο খ) রুচিবোধ
Ο গ) অনুপ্রেরণা
Ο ঘ) রসবোধ
সঠিক উত্তর: (ক)
৩৬. বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকত?
Ο ক) চক
Ο খ) পেন্সিল
Ο গ) কলম
Ο ঘ) জল রঙ
সঠিক উত্তর: (ঘ)
৩৭. ঘরে অসংগত আগুন লাগালে কী হবে?
Ο ক) ঘর আলোকিত হবে
Ο খ) ঘরের মশা মাছি দূর হবে
Ο গ) ঘরের অলক্ষ্মী যাবে
Ο ঘ) ঘর পুড়ে ছারখার হবে
সঠিক উত্তর: (ঘ)
৩৮. গৃহ বা ভবনাদি নির্মাণের কাজকে কী বলে অভিহিত করা হয়?
Ο ক) স্থাপতি
Ο খ) স্থাপত্য
Ο গ) ভাস্কর্য
Ο ঘ) ভাস্কর
সঠিক উত্তর: (খ)
৩৯. শিল্পকলার কোন অর্থ আমরা বুঝতে সমর্থ হই?
Ο ক) পূর্ণাঙ্গ
Ο খ) অস্পস্ট
Ο গ) রূপক
Ο ঘ) স্পষ্ট
সঠিক উত্তর: (খ)
৪০. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-
Ο ক) সংস্কৃতি
Ο খ) ব্যবসা
Ο গ) ভাষা
Ο ঘ) ভাস্কর্য
সঠিক উত্তর: (ক)
৪১. মুস্তাফা মনোয়ারের জন্মতারিখ কোনটি?
Ο ক) ১লা সেপ্টেম্বর
Ο খ) ১লা অক্টোবর
Ο গ) ১লা নভেম্বর
Ο ঘ) ১লা ডিসেম্বর
সঠিক উত্তর: (ক)
৪২. নিচের কোনটি পরিবেশনা শিল্পকলা?
Ο ক) স্থাপত্য
Ο খ) সাহিত্য
Ο গ) সংগীত
Ο ঘ) চিত্র
সঠিক উত্তর: (গ)
৪৩. শিল্পকলাকে সাজাবার জন্য কী রয়েছে?
Ο ক) নির্দিষ্ট বই
Ο খ) সুবিন্যস্ত নিয়ম
Ο গ) সরকারি আইন
Ο ঘ) দক্ষ প্রশিক্ষক
সঠিক উত্তর: (খ)
৪৪. ছবি আঁকা মানে-
Ο ক) লেখা শেখা
Ο খ) পড়া শেখা
Ο গ) দেখা শেখা
Ο ঘ) শেখা দেখা
সঠিক উত্তর: (গ)
৪৫. মানুসের মনের আনন্দের ফলে কোনটি সৃষ্টি হয়?
Ο ক) শিল্পকর্ম
Ο খ) স্বাধীনতা
Ο গ) সৌন্দর্য
Ο ঘ) বুদ্ধি
সঠিক উত্তর: (ক)
৪৬. শিল্পকলা চর্চা সকলের পক্ষে কী?
Ο ক) গুরুত্বপূর্ণ
Ο খ) তাৎপর্যপূর্ণ
Ο গ) কর্তব্য
Ο ঘ) অপরিহার্য
সঠিক উত্তর: (ঘ)
৪৭. তালপাতায় আঁকা ছবির বহু নিদর্শন কোথায় আছে?
Ο ক) চিত্রকলায়
Ο খ) আলো-ছায়ায়
Ο গ) পুরাতন পুঁথিতে
Ο ঘ) মাটির ভাস্কর্যে
সঠিক উত্তর: (গ)
৪৮. মুস্তাফা মনোয়ারের সম্পর্কে বলা যায়-
i. বিশিষ্ট নৃত্য পরিকল্পনাকারী
ii. সংগীত পরিচালক
iii. বিশিষ্ট অভিনেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘আনন্দধারা বহিছে ভুবনে’-গানটি কার রচনা?
Ο ক) লালন শাহ
Ο খ) গোলাম মেস্তাফা
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) মুস্তফা মনোয়ার
সঠিক উত্তর: (গ)
৫০. প্রয়োজন মিটানোর পাশাপাপশি বস্তুকে হতে হয়-
Ο ক) আধুনিক
Ο খ) টেকসই
Ο গ) সুন্দর
Ο ঘ) হালকা
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Bangla1st