জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৭: সুখী মানুষ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৭: সুখী মানুষ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৬. কবিরাজের কাছে মোড়ল আর যা করবে না বলে কথা দিয়েছে-
i. মিথ্যা উচ্চারণ করবে না
ii. লোভ-লালসা করবে না
iii. মানুষের ওপর জবরদস্তি করবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৭. সারাদিন বনে কাঠ কাটলেও লোকটি সুখী মানুষ কেন?
Ο ক) জামা নেই বলে
Ο খ) ঘরে কিছু নেই বলে
Ο গ) বনের মধ্যে একলা থাকে বলে
Ο ঘ) এক ঘুমেই রাত কাবার বলে
সঠিক উত্তর: (ঘ)

৪৮. লোকটিকে জামা এনে দেওয়ার জন্য শেষে রহমত কত টাকা দেবে বলেছে?
Ο ক) একশ
Ο খ) তিনশ
Ο গ) চারশ
Ο ঘ) পাঁচশ
সঠিক উত্তর: (ঘ)

৪৯. সুখ আসরে কেমন?
Ο ক) সাপেক্ষ
Ο খ) আপেক্ষিক
Ο গ) নিরপেক্ষ
Ο ঘ) অর্জিত
সঠিক উত্তর: (খ)

৫০. সুখী মানুষ গান গায় কেন?
Ο ক) মনের দু:খে
Ο খ) গান গাইতে ভালো লাগে বরে
Ο গ) মনের সুখে
Ο ঘ) অন্যকে শোনাতে
সঠিক উত্তর: (গ)

৫১. রহমত মোড়লকে কী খেতে দেয়?
Ο ক) ঘোল
Ο খ) মাংস
Ο গ) দুধ
Ο ঘ) শরবত
সঠিক উত্তর: (ঘ)

৫২. মনের মধ্যে কোনটি থাকলে ওষুধে কাজ হয় না?
Ο ক) অভাব
Ο খ) অশান্তি
Ο গ) ন্যায়ভাব
Ο ঘ) কুবুদ্ধি
সঠিক উত্তর: (খ)

৫৩. ‘সুখী মানুষ’ নাটিকায় কবিরাজ চরিত্রটি পালন করেছেন-
i. অভিভাবকের ভূমিকা
ii. নির্দেশকের ভূমিকা
iii. নেতৃত্বের ভূমিকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৪. ‘সুখী মানুষ’ নাটিকায় হাসু মিয়ার গ্রামের নাম কী?
Ο ক) সুবর্ণপুর
Ο খ) মালদহ
Ο গ) রহমতপুর
Ο ঘ) নিশ্চিন্তপুর
সঠিক উত্তর: (ক)

৫৫. সুখী মানুষটি কী করে?
Ο ক) গ্রামে ভিক্ষা করে
Ο খ) গার্মেন্টসে কাজ করে
Ο গ) রাজমিস্ত্রির কাজ করে
Ο ঘ) বনে বনে কাঠ কাটে
সঠিক উত্তর: (ঘ)

৫৬. মোড়লের মুখে শরবত ঢেলে দিয়েছে কে?
Ο ক) কবিরাজ
Ο খ) হাসু মিয়া
Ο গ) রহমত
Ο ঘ) অচেনা লোক
সঠিক উত্তর: (গ)

৫৭. হাসু মোড়লের কেমন আত্মীয় ছিল?
Ο ক) চাচাতো ভাই
Ο খ) খালাতো ভাই
Ο গ) ফুপাত ভাই
Ο ঘ) মামাতো ভাই
সঠিক উত্তর: (গ)

৫৮. মানুষের গরু কেড়ে নিত কে?
Ο ক) হাসু মিয়া
Ο খ) মোড়ল
Ο গ) রহমত চাকর
Ο ঘ) গরিব লোকটি
সঠিক উত্তর: (খ)

৫৯. কবিরাজ সুখি মানুষের জামা সংগ্রহের জন্য সময় দিয়েছিল-
Ο ক) এক রাত
Ο খ) দুই রাত
Ο গ) তিন রাত
Ο ঘ) চার রাত
সঠিক উত্তর: (ক)

৬০. মোড়লের জন্য কার জামার প্রয়োজন?
Ο ক) দু:খী মানুষের
Ο খ) সুখী মানুষের
Ο গ) মন্দ মানুষের
Ο ঘ) সাধু মানুষের
সঠিক উত্তর: (খ)

৬১. সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে জীবনে কোনটি আসে?
Ο ক) শান্তি
Ο খ) অশান্তি
Ο গ) দু:খ
Ο ঘ) ধনসম্পদ
সঠিক উত্তর: (ক)

৬২. ‘সুখী’ মানুষ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৬৩. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে ক’টি দৃশ্য রয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (গ)

৬৪. ‘শ্রবণ’ শব্দটির অর্থ কোনটি?
Ο ক) শ্রাবণ মাস
Ο খ) বক্তা
Ο গ) কানে শোনা
Ο ঘ) দর্শন
সঠিক উত্তর: (গ)

৬৫. ‘নিস্তাব’ শব্দটির আভিধানিক অর্থ হলো-
Ο ক) অব্যাহতি
Ο খ) নীরবতা
Ο গ) নিরাকার
Ο ঘ) বিনাশ
সঠিক উত্তর: (ক)

৬৬. কার কোনো জামা নেই?
Ο ক) মোড়লের
Ο খ) কবিরাজের
Ο গ) চোরের
Ο ঘ) জনৈক সুখী মানুষের
সঠিক উত্তর: (ঘ)

৬৭. মোড়ল হাসুর কী জবাই করে খেয়েছে?
Ο ক) ছাগল
Ο খ) মুরগি
Ο গ) বলদ
Ο ঘ) মহিষ
সঠিক উত্তর: (খ)

৬৮. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের উক্তি-
i. জ্বলে গেল
ii. হাড় ভেঙে গেল
iii. আমাকে শান্তি এনে দাও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i,ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্যসংখ্যা কত?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (খ)

৭০. কয় গ্রামে খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ঘ)

৭১. ‘মোড়ল যে অত্যাচারী, পাপী’-উক্তিটি কার?
Ο ক) কবিরাজের
Ο খ) হাসুর
Ο গ) রহমত আলীর
Ο ঘ) লোকটির
সঠিক উত্তর: (খ)

৭২. ‘তাজ্জব’ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে-
i. জোরাজুরি
ii. অদ্ভুত
iii. বিস্ময়কর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭৩. কে ধরতে পারলে মাছ-ভাজা করে খাবে?
Ο ক) মোড়ল
Ο খ) কবিরাজ
Ο গ) ভূত
Ο ঘ) রাক্ষস
সঠিক উত্তর: (গ)

৭৪. মানুষ সুখী নয় কেন?
Ο ক) মানুষ কম আয়ু পায়
Ο খ) মানুষের চাহিদার শেষে নেই
Ο গ) মানুষ রোগ-শোক ভোগে
Ο ঘ) মানুষ শত্রুর চক্রান্তে পড়ে
সঠিক উত্তর: (খ)

৭৫. ‘সুখী মানুষ’ মমতাজ উদ্‌দীন আহমদের কী জাতীয় রচনা?
Ο ক) ছোটগল্প
Ο খ) উপন্যাস
Ο গ) নাটিকা
Ο ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর: (গ)

৭৬. মমতাজ উদ্‌দীন আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) পশ্চিমবঙ্গের মালদহ
Ο খ) চব্বিশ পরগনা
Ο গ) উত্তরবঙ্গের দিনাজপুর
Ο ঘ) পশ্চিম পরগনা
সঠিক উত্তর: (ক)

৭৭. মানুষ সুখী নয় কেন?
Ο ক) মানুষ কম আয়ু পায়
Ο খ) মানুসের চাহিদার শেষ নেই
Ο গ) মানুষে রোগ শোকে ভোগে
Ο ঘ) মানুষ শত্রুর চক্রান্তে পড়ে
সঠিক উত্তর: (খ)

৭৮. মমতাজ উদ্‌দীন আহমদ হরেন-
i. নাট্যকার
ii. নাট্যাভিনেতা
iii. সাংবাদিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭৯. ‘সুখী মানুষ’ নাটকে সবচেয়ে বেশি বয়স কার?
Ο ক) মোড়লের
Ο খ) হাসুর
Ο গ) রহমতের
Ο ঘ) কবিরাজের
সঠিক উত্তর: (ঘ)

৮০. ‘ব্যারাম’ শব্দের অর্থ কী?
Ο ক) ব্যায়াম
Ο খ) অদ্ভুত
Ο গ) শ্রবণ
Ο ঘ) অসুখ
সঠিক উত্তর: (ঘ)

৮১. কোনো ওষুধেই মোড়লের অসুখ না সারার কারণ-
i. ওষুধ আবিষ্কৃত হয়নি বলে
ii. মনের অশান্তির কারণে
iii. ‍ওষুধ নিয়মিত খায় না বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৮২. ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?
Ο ক) পাঁচ
Ο খ) ছয়
Ο গ) সাত
Ο ঘ) আট
সঠিক উত্তর: (ক)

৮৩. মোড়ল তাকে কী এনে দিতে অনুরোধ করেছে?
Ο ক) টাকাপয়সা
Ο খ) সম্পত্তি
Ο গ) ওষুধ
Ο ঘ) শান্তি
সঠিক উত্তর: (ঘ)

৮৪. কোনটি বড় কঠিন জিনিস?
Ο ক) অর্থ
Ο খ) সম্পত্তি
Ο গ) লোভ
Ο ঘ) সুখ
সঠিক উত্তর: (ঘ)

৮৫. হাসু মিয়া সম্পর্কে মোড়লের কেমন আত্মীয়?
Ο ক) মামাতো ভাই
Ο খ) চাচাতো ভাই
Ο গ) খালাতো ভাই
Ο ঘ) ফুফাতো ভাই
সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: পলাশপুরের চেয়ারম্যান কঠিন রোগে আক্রান্ত। এক সময় সে ছিল অত্যাচারী ও নিষ্ঠুর। সে জোর করে গরিবদের ঘরবাড়ি, জমিজমা আত্মসাৎ করত। এভাবে সে সম্বপরে পাহাড় গড়ে তোলে। কিন্তু তার মনে কোনো সুখ নেই কারণ সে মরণরোগে আক্রান্ত।

৮৬. অনুচ্ছেদটি কোন রচনাকে নির্দেশ করে?
Ο ক) সুখী মানুষ
Ο খ) বাঙালির বাংলা
Ο গ) তৈলচিত্রের ভূত
Ο ঘ) মংড়ুর পথে
সঠিক উত্তর: (ক)

৮৭. মোড়লের মতো উদ্দীপকের চেয়ারম্যান যে প্রকৃতির মানুষ-
i. অত্যাচারী
ii. দয়ালু
iii. নিষ্ঠুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post