জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৫: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৫: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. পরিবের যাতে কষ্ট না হয় এজন্যে হরতাল চলাকালীন যা চলবে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু-
i. রিকশা
ii. মিনিবাস
iii. গরুর গাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫২. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন ডেকেছিল-
Ο ক) প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
Ο খ) খাজা নাজিমুদ্দিন
Ο গ) জুলফিকার আলী ভুট্টো
Ο ঘ) ইস্কান্দার আলী মির্জা
সঠিক উত্তর: (ক)

৫৩. ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছরে বাঙালি ওপর শাসন করেছে?
Ο ক) ৬ বছর
Ο খ) ৮ বছর
Ο গ) ১০ বছর
Ο ঘ) ১১ বছর
সঠিক উত্তর: (গ)

৫৪. হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া কীসের আলামত?
Ο ক) আনন্দের
Ο খ) গণতান্ত্রিকতার
Ο গ) সম্পর্ক উন্নয়নের
Ο ঘ) গভীর ষড়যন্ত্রের
সঠিক উত্তর: (ঘ)

৫৫. কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল?
Ο ক) ২৫ তারিখে
Ο খ) ২৬ তারিখে
Ο গ) ২৭ তারিখে
Ο ঘ) ২৮ তারিখে
সঠিক উত্তর: (ক)

৫৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ছিল-
i. মুক্তি সংগ্রামের আহ্বান
ii. বৈষম্য থেকে মুক্তির আহ্বান
iii. সংগ্রাম পরিষদ গড়ার আহ্বান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. আইয়ুব খান মার্শাল-ল জারি করেন কত সালে?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৪
Ο গ) ১৯৫৬
Ο ঘ) ১৯৫৮
সঠিক উত্তর: (ঘ)

৫৮. ঊনসত্তরের গণঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হন-
Ο ক) ইয়াহিয়া খান
Ο খ) জুলফিকার আলী ভুট্টো
Ο গ) ইস্কান্দার মির্জা
Ο ঘ) আইয়ুব খান
সঠিক উত্তর: (ঘ)

৫৯. ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে কার পতন হয়েছিল?
Ο ক) আইয়ুব খানের
Ο খ) ইয়াহিয়া খানের
Ο গ) ইস্কান্দার মির্জার
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টোর
সঠিক উত্তর: (ক)

৬০. শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন?
Ο ক) ১৯৬৬
Ο খ) ১৯৬৮
Ο গ) ১৯৬৯
Ο ঘ) ১৯৭১
সঠিক উত্তর: (গ)

৬১. ৭ই মার্চের ভাষণটি মূলত কিসের দিকনির্দেশনা দেয়?
Ο ক) হরতাল পালনের
Ο খ) অবরোধ গড়ে তোলার
Ο গ) স্বায়ত্তশাসনের
Ο ঘ) স্বাধীনতা সংগ্রামের
সঠিক উত্তর: (ঘ)

৬২. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর: (খ)

৬৩. যুত্দফ্রন্ট ভেঙে গিয়ে কোন সরকার গড়ে ওঠে?
Ο ক) নির্বাচিত সরকার
Ο খ) তত্ত্বাবধায়ক সরকার
Ο গ) সামরিক সরকার
Ο ঘ) রাজতন্ত্র
সঠিক উত্তর: (গ)

৬৪. বঙ্গবন্ধু বাঙালিকে কী নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন?
Ο ক) বন্দুক নিয়ে
Ο খ) মনোবল নিয়ে
Ο গ) যার যা আছে তা নিয়ে
Ο ঘ) সময় নিয়ে
সঠিক উত্তর: (গ)

৬৫. বঙ্গবন্ধুর ভাষণটিকে অনবদ্য বলার কারণ-
i. বক্তব্যের গভীরতা
ii. জোরালো শব্দ প্রয়োগ
iii. সুস্পষ্ট নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৬. ‘হাইকোর্ট’ শব্দটি কোনটিকে নির্দেশ করে?
Ο ক) সর্বোচ্চ আদালত
Ο খ) জেলা আদালত
Ο গ) নিম্ন আদালত
Ο ঘ) উচ্চ আদালত
সঠিক উত্তর: (ঘ)

৬৭. বাঙালি প্রথম কোন নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারে নি?
Ο ক) বাহান্নর
Ο খ) চুয়ান্নর
Ο গ) ছাপ্পান্নর
Ο ঘ) সত্তরের
সঠিক উত্তর: (খ)

৬৮. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
Ο ক) শেখ মুজিবুর রহমান
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) মওলানা ভাসানী
Ο ঘ) জুলফিকার আলী ভুট্টো
সঠিক উত্তর: (খ)

৬৯. কে ভুট্টো সাহেবের কথা রাখলেন?
Ο ক) আইয়ুব খান
Ο খ) ইস্কান্দার মির্জা
Ο গ) জেনারেল ইয়াহিয়া খান
Ο ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
সঠিক উত্তর: (গ)

৭০. বঙ্গবন্ধু কী ধরনের হরতালের ডাক দিয়েছিলেন?
Ο ক) সহিংস
Ο খ) ধ্বংসাত্মক
Ο গ) শান্তিপূর্ণ
Ο ঘ) লাগাতার
সঠিক উত্তর: (গ)

৭১. ‘মার্শাল-ল’ বলতে কী বোঝায়?
Ο ক) গণতান্ত্রিক আইন
Ο খ) সামরিক আইন
Ο গ) একনায়কতন্ত্র
Ο ঘ) বিদেশিদের শাসন
সঠিক উত্তর: (খ)

৭২. ন্যাশনাল অ্যাসেম্বলি কী?
Ο ক) গণপরিষদ
Ο খ) জাতীয় পরিষদ
Ο গ) সচিবালয়
Ο ঘ) সংবিধান
সঠিক উত্তর: (খ)

৭৩. বাঙালিরা ছিল পাকিস্তানে-
Ο ক) সংখ্যালঘু
Ο খ) সংখ্যা নগণ্য
Ο গ) সংক্যাগুরু
Ο ঘ) সংখ্যা সহস্র
সঠিক উত্তর: (গ)

৭৪. মাইনে পত্র নেয়ার জন্য কয় ঘন্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু?
Ο ক) ১ ঘন্টা
Ο খ) ২ ঘন্টা
Ο গ) ৯ ঘন্টা
Ο ঘ) ২৪ ঘন্টা
সঠিক উত্তর: (খ)

৭৫. বঙ্গবন্ধু ভাষণটিকে অনবদ্য বলার কারণ-
i. বক্তব্যের গভীরতা
ii. জোরালো শব্দ প্রয়োগ
iii. সুষ্পষ্ট নির্দেশনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭৬. পাকিস্তান সরকার বাঙালিদের যে স্বাধীনতা হরণ করেছিল-
i. রাজনৈতিক
ii. সাংস্কৃতিক
iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৭. আইয়ুব খান ছিলেন-
Ο ক) জনগণের শাসক
Ο খ) সামরিক শাসক
Ο গ) সিভিল শাসক
Ο ঘ) গণতান্ত্রিক শাসক
সঠিক উত্তর: (খ)

৭৮. বঙ্গবন্ধুর ভাষণটিকে আমেরিকার কোন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণের সঙ্গে তুলনা করা হয়?
Ο ক) জর্জ ওয়াশিংটন
Ο খ) আব্রাহাম লিংকন
Ο গ) রোনাল্ড রিগান
Ο ঘ) র্জজ বুশ
সঠিক উত্তর: (খ)

৭৯. টুঙ্গিপাড়া গ্রামটি কোন জেলায় অবস্থিত?
Ο ক) মুন্সিগঞ্জ
Ο খ) বিক্রমপুর
Ο গ) গোপালগঞ্জ
Ο ঘ) মানিকঞ্জ
সঠিক উত্তর: (গ)

৮০. অ্যাসেম্বলিতে যোগ দিতে কতজন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন?
Ο ক) ২৫ জন
Ο খ) ৩৫ জন
Ο গ) ৪৫ জন
Ο ঘ) ৫৫ জন
সঠিক উত্তর: (খ)

৮১. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধানসমূহ লিপিবদ্ধ থাকে-
i. সংবিধানে
ii. শাসনতন্ত্রে
iii. স্মারকরিপিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৮২. বঙ্গবন্ধু তাঁর ভাষণে কয় কোটি বাঙালির কথা বলেছেন?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (ঘ)

৮৩. ‘ব্যারাক’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
Ο ক) সেনানিবাস
Ο খ) সেনা ছাউনি
Ο গ) সেনাবাহিনী
Ο ঘ) সেনাকুঞ্জ
সঠিক উত্তর: (খ)

৮৪. নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আকাঙ্কা ছিল-
i. শাসনতন্ত্র তৈরি
ii. দেশকে গড়ে তোলা
iii. দেশের মানুষের সাংস্কৃতিক মুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৮৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাংলায় যাদেরকে আমাদের ভাই বলেছেন-
i. হিন্দু-মুসলমান
ii. দেশি-বিদেশি
iii. বাঙালি-অবাঙালি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৮৬. বাঙালির প্রতি ভুট্টো সাহেবের আচরণ কেমন ছিল?
Ο ক) বন্ধু ভাবাপন্ন
Ο খ) তাৎপর্যহীন
Ο গ) নেতিবাচক
Ο ঘ) স্বাভাবিক
সঠিক উত্তর: (গ)

৮৭. বঙ্গবন্ধু কেমন মনর নিয়ে ৭ই মার্চ ভাষণ দিতে উপস্থিত হয়েছিলেন?
Ο ক) বিপ্লবী মন
Ο খ) দু:খ-ভারাক্রান্ত মন
Ο গ) আনন্দঘন মন
Ο ঘ) উত্তেজিত মন
সঠিক উত্তর: (খ)

৮৮. আইয়ুব খানের পর সরকারে আসেন কে?
Ο ক) ইস্কান্দর মির্জা
Ο খ) ইয়াহিয়া খান
Ο গ) জুলফিকার আলী ভুট্টো
Ο ঘ) শেখ মুজিবর রহমান
সঠিক উত্তর: (খ)

৮৯. শেখ মুজিব আমাদের কত বছরের করুণ ইতিহাসের কথা উল্লেখ করেছেন?
Ο ক) বিশ
Ο খ) একুশ
Ο গ) বাইশ
Ο ঘ) তেইশ
সঠিক উত্তর: (ঘ)

৯০. আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র ব্যবহৃত হয়োছে-
i. দেশ রক্ষার জন্যে
ii. নিরস্ত্র মানুষের ওপর
iii. সংগ্রামী জনতার ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: গণ-অভ্যুত্থানে সাফল্যের মাধ্যমে শেখ মুজিবুর রহমান জেল থেকে বেরিয়ে আসেন। আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে।

৯১. এখানে যে আন্দোলনের কথা বলা হয়েছে সেটি কবে সংঘটিত হয়েছিল?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৬৬
Ο গ) ১৯৬৯
Ο ঘ) ১৯৯১
সঠিক উত্তর: (গ)

৯২. উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
Ο ক) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
Ο খ) ৫২-র ভাষা আন্দোলন
Ο গ) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
Ο ঘ) ৯০-এর গণ-আন্দোলন
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post