জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৪: তৈলচিত্রের ভূত(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৪: তৈলচিত্রের ভূত(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. ‘মরলে তো মানুষ সব জানতে পারে’-এটা কার উক্তি?
Ο ক) ডাক্তারের
Ο খ) মামার
Ο গ) নগেনের
Ο ঘ) দাদামশায়ের
সঠিক উত্তর: (গ)

৪২. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান?
Ο ক) পরাশরের
Ο খ) নগেনের
Ο গ) মেয়ের
Ο ঘ) স্ত্রীর
সঠিক উত্তর: (খ)

৪৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৪৪. ‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?
Ο ক) সুব্রত বড়ুয়ার
Ο খ) কাজী নজরুল ইসলামের
Ο গ) জীবনানন্দ দাশের
Ο ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের
সঠিক উত্তর: (ঘ)

৪৫. ‘তৈলচিত্রে ভর করে মামা নগেনকে ধাক্কা দিয়েছিলেন তার কী প্রমাণ আছে?’ নগেনের এমন মনে হয়েছিলো কারণ-
Ο ক) সাহস
Ο খ) সন্দেহ
Ο গ) ভয়
Ο ঘ) শ্রদ্ধা
সঠিক উত্তর: (খ)

৪৬. ‘দাদা মশায়ের আমল’ দ্বারা কী বোঝানো হয়েছে?
Ο ক) অনেক সমৃদ্ধ
Ο খ) অনেক পুরাতন
Ο গ) খুবই সুন্দর
Ο ঘ) খুবই নোংরা
সঠিক উত্তর: (খ)

৪৭. চোরের মতো নি:শব্দে পরাশর ডাক্তারের ঘরে ঢুকে কে?
Ο ক) পরেশ
Ο খ) খগেন
Ο গ) নগেন
Ο ঘ) নরেশ
সঠিক উত্তর: (গ)

৪৮. অন্ধকারে মামার তৈলচিত্র ছুঁলে সমস্ত শরীর ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ-
Ο ক) ভয় পাওয়া
Ο খ) বিদ্যুৎস্পৃষ্ট হওয়া
Ο গ) ভক্তি শ্রদ্ধার কারণে
Ο ঘ) ভূতের ঝাঁকুনি
সঠিক উত্তর: (খ)

৪৯. নগেন মামাকে কীভাবে ঠকিয়েছিল?
Ο ক) টাকা-পয়সা চুরি করে
Ο খ) ভক্তি-শ্রদ্ধার ভান করে
Ο গ) অহেতুক টাকা-পয়সা নিয়ে
Ο ঘ) পড়াশোনা না করে
সঠিক উত্তর: (খ)

৫০. ‘তৈলচিত্রে ভূত’ গল্পে ক্যালেন্ডারে বাংলা কোন মাসের উল্লেখ আছে?
Ο ক) জৈষ্ঠ্য
Ο খ) চৈত্র
Ο গ) বৈশাখ
Ο ঘ) ভাদ্র
সঠিক উত্তর: (খ)

৫১. মৃত্যুর পর মামাকে নগেন কেমন মানুষ মনে করেছে?
Ο ক) দানবের মতো
Ο খ) ঋষির মতো
Ο গ) দেবতার মতো
Ο ঘ) অমানুষের মতো
সঠিক উত্তর: (গ)

৫২. নগেন সম্বন্ধে পরাশর ডাক্তারের ধারণা কেমন?
Ο ক) খুব লোভী ছেলে
Ο খ) খুব চালাক ছেলে
Ο গ) একজন দক্ষ অভিনেতা
Ο ঘ) বানিয়ে গল্প বলার ছেলে নয়
সঠিক উত্তর: (ঘ)

৫৩. জীবিত থাকতে নগেন তার মামার কাছ থেকে লাভ করেছে-
Ο ক) আদর-আপ্যায়ন
Ο খ) স্নেহ-মমতা
Ο গ) অনাদর-অবহেলা
Ο ঘ) ভালোবাসা-আন্তরিকতা
সঠিক উত্তর: (গ)

৫৪. নগেন তৈলচিত্রে প্রণাম করতে যায়-
i. আত্মগ্লানি কমানোর আশায়
ii. মনকে শান্ত করার ইচ্ছায়
iii. লোকদেখানো শ্রদ্ধা প্রকাশ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫৫. চেয়ার টেবিলের পেনশন পাওয়া বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) অবসর নেওয়া
Ο খ) ফেলে দেওয়া
Ο গ) ব্যবহার অনুপযোগী হওয়া
Ο ঘ) সাজিয়ে রাখা
সঠিক উত্তর: (গ)

৫৬. লাইব্রেরি ঘরের দেয়ালে কয়টি বড় বড় তৈলচিত্র ছিল-
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

৫৭. কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধাভক্তি বেড়ে গিয়েছিল?
Ο ক) ডাক্তারের
Ο খ) মামার
Ο গ) মামির
Ο ঘ) কাকার
সঠিক উত্তর: (খ)

৫৮. “মামার তৈলচিত্রে অশরীবী আত্মা প্রবেশ করেছে”- নগেনের এমন ধারণার কারণ কী?
i. কুসংস্কারাচ্ছন্ন মন
ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা
iii. মামার প্রতি ভক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৫৯. মামা নগেনকে কী পরিমাণ টাকা দিয়ে গেছেন? নিজের ছেলেদের-
Ο ক) সমান
Ο খ) প্রায় সমান
Ο গ) চেয়ে বেশি
Ο ঘ) চেয়ে কম
সঠিক উত্তর: (খ)

৬০. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
Ο ক) মাসির
Ο খ) পিসির
Ο গ) মামার
Ο ঘ) দাদার
সঠিক উত্তর: (গ)

৬১. নগেন তার মামাবাড়িতে থেকে কী করে?
Ο ক) বিশ্ববিদ্যালয়ে পড়ে
Ο খ) স্কুলে পড়ে
Ο গ) কলেজে পড়ে
Ο ঘ) ডাক্তারি পড়ে
সঠিক উত্তর: (গ)

৬২. ‘আমি কী করব ডাক্তার কাক”? এ উক্তিতে প্রকাশ পেয়েছে নগেনের-
Ο ক) আকুতি
Ο খ) অসহায়ত্ব
Ο গ) ভীতি
Ο ঘ) অনুসন্ধিৎসা
সঠিক উত্তর: (খ)

৬৩. নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
Ο ক) অসাধু
Ο খ) কপট
Ο গ) লোভী
Ο ঘ) কৃপণ
সঠিক উত্তর: (ঘ)

৬৪. নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?
Ο ক) ২ মাস আগে
Ο খ) ৩ মাস আগে
Ο গ) ৪ মাস আগে
Ο ঘ) ৫ মাস আগে
সঠিক উত্তর: (ক)

৬৫. ‘পুতুলনাচের ইতিকথা’ একটি-
Ο ক) উপন্যাস
Ο খ) কাব্য
Ο গ) গল্প
Ο ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর: (ক)

৬৬. বিজ্ঞানভিত্তিক বিচারবুদ্ধি দিয়ে দূর করা যায়-
i. প্রচলিত কুসংস্কার
ii. আত্মগ্লানি ও অহমিকা
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৬৭. নগেনের চাউনি উদভ্রান্ত হয়েছিল কেন?
Ο ক) লজ্জায়
Ο খ) অসুখে
Ο গ) ভয়ে
Ο ঘ) মানসিক যন্ত্রণায়
সঠিক উত্তর: (গ)

৬৮. মানিক বন্দ্যোপাধ্যায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন-
Ο ক) বিক্রমপুরে
Ο খ) দুমকায়
Ο গ) ঢাকায়
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (ঘ)

৬৯. মামার ছবিটি কখন লাগানো হয়েছিল?
Ο ক) মামার মৃত্যুর আগে
Ο খ) মামার মৃত্যুর পর
Ο গ) দাদার মৃত্যুর আগে
Ο ঘ) নগেনের জানা ছিল না
সঠিক উত্তর: (ক)

৭০. রুপার ফ্রেমটা আগে কার ছবিতে ছিল?
Ο ক) মামার
Ο খ) দাদামশায়ের
Ο গ) দিদিমার
Ο ঘ) পরেশের
সঠিক উত্তর: (খ)

৭১. আত্মগ্লানির মর্মার্থ ফুটে উঠেছে-
i. নিজের ওপর ক্ষোভ ও ধিক্কার
ii. তিরস্কার ও নিন্দা
iii. অনুতাপ ও অনুশোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭২. লাইব্রেরির তৈলচিত্রগুলো-
i. নগেনের মামার
ii. নগেনের দিদিমার
iii. নগেনের দাদামশায়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৩. ক্যালেন্ডারের ছবিতে চৈত্র মাসের কত তারিখে লেখা ফলকের কাগজ ঝুলছিল?
Ο ক) বারো
Ο খ) তেরো
Ο গ) চৌদ্দ
Ο ঘ) পনের
সঠিক উত্তর: (ক)

৭৪. ‘পুতুলনাচের ইতিকথা’ কী ধরনের রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) গল্প
Ο গ) কাব্য
Ο ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর: (ক)

৭৫. নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
Ο ক) অসাধু
Ο খ) কপট
Ο গ) লোভী
Ο ঘ) কৃপণ
সঠিক উত্তর: (ঘ)

৭৬. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
Ο ক) মাসিক
Ο খ) পিসির
Ο গ) মামার
Ο ঘ) দাদার
সঠিক উত্তর: (গ)

৭৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাস কোনটি?
Ο ক) সরীসৃপ
Ο খ) প্রাগৈতিহাসিক
Ο গ) টিকটিকি
Ο ঘ) মাঝির ছেলে
সঠিক উত্তর: (ঘ)

৭৮. ‘উইল’ কী?
Ο ক) উলের চাদর
Ο খ) শেষ ইচ্ছেপত্র
Ο গ) জেতার উপায়
Ο ঘ) বুকের কাঁপুনি
সঠিক উত্তর: (খ)

৭৯. নগেনের মামার তৈলচিত্রটি ছিল-
Ο ক) লাইব্রেরি ঘরে
Ο খ) রসুই ঘরে
Ο গ) বড় ঘরে
Ο ঘ) ড্রয়িং রুমে
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। বিষয়টি সে কাউকে খুলে বলছে না। কিন্তু দনি দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্ত্য ও খারাপ হয়ে যাচ্ছে।

৮০. সাগরের ভয় পাওয়ার কারণ-
i. ভূতে তাড়া করা
ii. মানসিক অবস্থা
iii. অন্য কোনো ভয় মনে পোষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৮১. এ অবস্থার উত্তরণে সাগর যা করতে পারে তা হচ্ছে-
Ο ক) ভয় না পাওয়া
Ο খ) রাতে জেগে থাকা
Ο গ) দায়িত্বশীল কারোর সাহায্য নেওয়া
Ο ঘ) কাউকে না বলা
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post