জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ৩০: সাড়ে তিন হাত জমি(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ৩০: সাড়ে তিন হাত জমি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৬. পাখোমের জমির যে জমির যে জিনিসগুলো আলাদা-
i. জমির ফসলগুলেঅ
ii. জমির ঘাসগুলো
iii. জমির ফুলগুলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
Ο ক) পাখোমের স্ত্রী
Ο খ) স্ত্রীর বড় বোন
Ο গ) স্ত্রী ও তার বড় বোন
Ο ঘ) শয়তান
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮. ভলগা কী?
Ο ক) রাশিয়ার একটি বিখ্যাত নদী
Ο খ) যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত নদী
Ο গ) বাসকিরদের দেশের প্রধান নদী
Ο ঘ) একটি কৃত্রিম জলপথ
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. রুবল কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) ইতালি
Ο খ) ফ্রান্স
Ο গ) জার্মানি
Ο ঘ) রাশিয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে পাড়ি জমায়, কারণ-
i. বেশি জমি পাবার আশায়
ii. টাকার আশায়
iii. চাকরির আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

 ৫১. পাখোমকে জমি কিনতে শয়তান প্ররোচিত করে কেন?
Ο ক) তাকে ভালোবাসে বলে
Ο খ) পাখোমের অভাব দূর করার জন্র
Ο গ) তাকে নিয়ে মজার খেলা খেলবে বলে
Ο ঘ) তাকে জমির মালিক করার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৫২. পাখোম কোন পাহাড় থেকে যাত্রা শুরু করে?
Ο ক) গারো পাহাড়
Ο খ) শিকান নামে গোল পাহাড়
Ο গ) তার নিজ গ্রামের পাহাড় থেকে
Ο ঘ) ভলগার ওপারের পাহাড় থেকে
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. ‘সাড়ে তিন হাত জমি’ গল্পটির মূল রচয়িতা কে?
Ο ক) লেভ তলস্তয়
Ο খ) সরকার আব্দুল মান্নান
Ο গ) মার্ক টোয়েন
Ο ঘ) ড্যানিয়েল ডিফো
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে।
Ο ক) স্টার্শিনা
Ο খ) তার স্ত্রী
Ο গ) মহাজন
Ο ঘ) শয়তান
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. ভলগার ওপারের পত্তনিতে একগরিব চাষী ১০০ একর জমিতে শুধু গম ফলিয়ে কত রুবল আয় করেছে?
Ο ক) ৩০০০ রুবল
Ο খ) ৪০০০ রুবল
Ο গ) ৫০০০ রুবল
Ο ঘ) ৬০০০ রুবল
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. উল্লিখিত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো-
i. মূল বক্তব্য
ii. মর্মকথা
iii. পরিণতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. বাসকিরদের দেশে জমির দিনপ্রিতি দাম কত?
Ο ক) ১০০ রুবল
Ο খ) ১৫০ রুবল
Ο গ) ২০০ রুবল
Ο ঘ) ৫০০ রুবল
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. কৃষকরা দুশ্চিন্তায় পড়ে-
i. জমি কিনতে না পারায়
ii. ওভারশিয়ারের জমি কেনার সিদ্ধান্তে
iii. পাখোমের জমি কেনার সিদ্ধান্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. শিকান কিসের নাম?
Ο ক) বাসকিরদের
Ο খ) গোল পর্বতের
Ο গ) গোল পাহাড়ের
Ο ঘ) খরস্রোত নদীর
 সঠিক উত্তর: (গ)

 ৬০. পাখোমের বাড়িতে অতিথি চাষি কোথা তেকে এসেছিল?
Ο ক) বাসকিরদের দেশ থেকে
Ο খ) শহর থেকে
Ο গ) অজানা দেশ তেকে
Ο ঘ) ভলগার ওপার থেকে
 সঠিক উত্তর: (ক)

 ৬১. বাসকিরদের প্রিয় খাদ্য কী?
Ο ক) জবের রুটি
Ο খ) গমের রুটি
Ο গ) উটের দুধ
Ο ঘ) ঘোড়ার দুধ
 সঠিক উত্তর: (খ)

 ৬২. পাখোম কীভাবে পাহাড় ডিঙিয়ে টুপিটি স্পর্শ করল ?
Ο ক) বীরের মতো
Ο খ) পাখির মতো
Ο গ) মুমূর্ষ জন্তুর মতো
Ο ঘ) ভয়ঙ্কর জন্তুর মতো
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. ১৪০ একর জমির মালিক কে ছিলেন?
Ο ক) পাখোম
Ο খ) অতিথির চাষি
Ο গ) জনৈক মহিলা
Ο ঘ) সৈনিক
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. ভলগা নদীতে স্টীমারে চড়ে পাখোম কোথায় পৌঁছেল?
Ο ক) বাসকিরদের দেশে
Ο খ) সামারায়
Ο গ) মস্কোয়
Ο ঘ) নতুন পত্তনিতে
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. ‘দিনপ্রতি জমির দাম ১০০ রুবল’- এখানে দিনপ্রতি বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) ২৪ ঘন্টা
Ο খ) সূর্যোদয়-সূর্যাস্ত
Ο গ) ফজর-মাগরিব
Ο ঘ) ভোর ৫টা-সন্ধ্যা ৭টা
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. বাসকিররা বাস করত-
i. চামড়ার ছাউনি দেয়া গাড়িতে
ii. খোলা প্রান্তরে
iii. সুসজ্জিত ছাউনিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
Ο ক) কৃষক
Ο খ) জমিদার
Ο গ) মেষপালক
Ο ঘ) শয়তান
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. ‘সাড়ে তিন হাত জমি’ এর মূল লেখক কে?
Ο ক) লেভ তলস্তয়
Ο খ) বরিস পাস্তারকে
Ο গ) ম্যাক্সিম গোর্কি
Ο ঘ) নিকোলাই গোগল
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাটতে হলো-
Ο ক) ২৪০ মাইল
Ο খ) ২৭৪ মাইল
Ο গ) ৩৩২ মাইল
Ο ঘ) ৪০০ মাইল
 সঠিক উত্তর: (গ)

 ৭০. গ্রাম্য পঞ্চায়েতে নাম লেখালেই কত একর জমির মালিক হওয়া যায়?
Ο ক) ১০০ একর
Ο খ) ২০০ একর
Ο গ) ৩০০ একর
Ο ঘ) ৪০০ একর
 সঠিক উত্তর: (ক)

 ৭১. পাখোম তার বাড়ির পাশের মহিলার কাছ থেকে জায়গা কেনার জন্য-
i. একটি গাধার বাচ্চা বিক্রি করল
ii. অর্ধেক মৌমাছি বিক্রয় করল
iii. স্ত্রীর সমস্ত গয়না বিক্রয় করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: একটি কুনো ব্যাঙ মাঠে একটি গরু দেখে ভাবল, ‘আমিও গরুর মতো বড় হব।’ সে এবার পেট ফুলাতে থাকল। ফুলাতে ফুলাতে এক সময় পেট ফেটে মরে গেল।

৭২. উদ্দীপক কোন গল্প স্মরণ করিয়ে দেয়?
Ο ক) সাড়ে তিন হাত জমি
Ο খ) রামায়ণ কাহিনী
Ο গ) রিপভ্যান উইংকল
Ο ঘ) মার্চেন্ট অব ভেনিস
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. উদ্দীপক ও উদ্দিষ্ট গল্পে রয়েছে-
Ο ক) প্রতিহিংসা
Ο খ) বীরত্ব
Ο গ) অলৌকিকতা
Ο ঘ) লোভ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post