জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৯: রামায়ণ-কাহিনী(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৯: রামায়ণ-কাহিনী(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায় চলে গিয়েছিল?
Ο ক) কৈলাস পর্বতে
Ο খ) মানস সরোবরে
Ο গ) সিদ্ধাশ্রমে
Ο ঘ) বিশালা নগরে
 সঠিক উত্তর: (ক)

 ৪২. অহল্যাকে কেউ দেখতে পেত না, কারণ-
i. গৌতমের অভিশাপ
ii. অহল্যার প্রার্থনার তেজ
iii. অহল্যার মনোমুগ্ধকর রূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. অহল্যাকে অন্য কেউ দেখতে পায়নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিন তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. রামের পিতা কে?
Ο ক) মারীচ
Ο খ) দশ
Ο গ) জানকী
Ο ঘ) গৌতম মুনি
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. ‘ক্রোশ’ হলো-
i. দুই মাইলের কিছু বেশি পথ
ii. ৮০০ গজ
iii. ৮০০০ হাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কোন মুনি রাজা দশরথের পুত্র সন্তানদের নাম রাখলেন?
Ο ক) ঋষ্যশৃঙ্গ মুনি
Ο খ) বিশ্বামিত্র মুনি
Ο গ) বশিষ্ঠ মুনি
Ο ঘ) গৌতম মুনি
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. “তখন জনক বলিলেন, রামের গায়ে আশ্চর্য জো।” কারণ-
i. রাম বহু রাজাকে পরাজিত করেছেন
ii. রাম একাই গুণ টেনে এনেছেন
iii. রাম সহজেই ধনুকে গুণ চড়াতে পেরেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮. রাজা দশরথ পুত্রদের ইতবাচক বৈশিষ্ট্য হলো-
i. ভ্রাতৃত্ববোধ
ii. সুন্দর স্বভাব
iii. বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. সেকালের অযোধ্যা নগর ছিল-
i. আটচল্লিশ ক্রোশ লম্বা
ii. চব্বিশ ক্রোশ চওড়া
iii. ভয়ঙ্কর অস্ত্রসকল দ্বারা সুরক্ষিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫০. কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেন নাই?
Ο ক) কৌশল্যার
Ο খ) অহল্যা দেবীর
Ο গ) সীতার
Ο ঘ) সুমিত্রার
 সঠিক উত্তর: (খ)

 ৫১. অহল্যার দু:খ দূর হয় কার কারণে?
Ο ক) রামের
Ο খ) বিশ্বামিত্র মুনির
Ο গ) গৌতম মুনির
Ο ঘ) লক্ষ্মণের
 সঠিক উত্তর: (ক)

 ৫২. দশরথ কোন নগরে রাজত্ব করতেন?
Ο ক) অযোঘ্যা
Ο খ) কলকাতা
Ο গ) ছত্রিশগড়
Ο ঘ) সিন্ধু
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. অযোঘ্যা রাজ কোন দীর তীরে?
Ο ক) গঙ্গা
Ο খ) যমুনা
Ο গ) সরযু
Ο ঘ) ভাগীরথী
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. রাজা দশরথের প্রধান রানি ছিলেন কয়জন?
Ο ক) দুই জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
Ο ক) বায়বৎ
Ο খ) শতাগ্নী
Ο গ) শতাঘ্নী
Ο ঘ) মানবাস্ত্র
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. শিবের ধনুকটির বিশেষত্ব ছিল-
i. এটি আট চাকার গাড়ির উপরে ছিল
ii. লোহার সিন্দুকের মধ্যে ছিল
iii. এটি টানিতে পাঁচ হাজার লোক কাহিল হয়ে যেত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. নিচের কোন ব্যক্তি রাজা দশরথের� মন্ত্রী ছিলেন না?
Ο ক) ধর্মপাল
Ο খ) ধৃতরাষ্ট্র
Ο গ) সুরাষ্ট্র
Ο ঘ) জয়ন্ত
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. রাজা দশরথ যজ্ঞ করতে চাইলেন কেন?
Ο ক) রাজ্য বিস্তারের আশায়
Ο খ) পুত্র প্রত্যাশায়
Ο গ) যুদ্ধ জয়ের লোভে
Ο ঘ) দৈত্য নিধনের উদ্দেশ্যে
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. মারীচ ও সুবাহুকে ধ্বংস করতে ব্যবহৃত হয়-
i. আগ্নেয়াস্ত্র
ii. মানবস্ত্র
iii. বায়ব্য অস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬০. দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
Ο ক) রাম
Ο খ) লক্ষ্মণ
Ο গ) ভরত
Ο ঘ) শত্রুঘ্ন
 সঠিক উত্তর: (গ)

 ৬১. সুবাহুকে মরার জন্য রাম কী ছুড়েছিলেন?
Ο ক) মানবাস্ত্র
Ο খ) আগ্নেয়াস্ত্র
Ο গ) ব্রহ্মাস্ত্র
Ο ঘ) শতঘ্নী অস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ৬২. সীতাকে পাওয়ার জন্য রামকে প্রমাণ করতে হয়েছে তার-
Ο ক) শক্তিমত্তা
Ο খ) যুদ্ধনৈপুণ্য
Ο গ) উদারতা
Ο ঘ) ধৈর্য্যশীলতা
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. গৌতমের স্ত্রীর নাম কী?
Ο ক) সুমিতা
Ο খ) অহল্যা
Ο গ) কৌশল্যা
Ο ঘ) কৈকেয়ী
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. মহারাজ দশরথের রাজত্ব কীরীপ ছিল?
Ο ক) অশান্তি
Ο খ) সুখ-সমৃদ্ধির
Ο গ) যুদ্ধের জন্য বিখ্যাত
Ο ঘ) রাক্ষসদের আবাসস্থল
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. মহারাজ দশরথ যজ্ঞ করার জন্য কাকে নিয়ে আসেন?
Ο ক) জনক
Ο খ) বিশ্বামিত্র
Ο গ) গৌতম
Ο ঘ) ঋষাশৃঙ্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. মারীচ এবং সুবাহুর আক্রমণ প্রতিহত করার জন্য রাম-লক্ষণ কয়রাত্রি তপোবন পাহারা দিয়ে রেখেছিল?
Ο ক) পাঁচ রাত্রি
Ο খ) ছয় রাত্রি
Ο গ) সাত রাত্রি
Ο ঘ) আট রাত্রি
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
Ο ক) গঙ্গা
Ο খ) ভগিরথী
Ο গ) সরযু
Ο ঘ) যমুনা
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. রাজা দশরথের মন্ত্রীগণ ছিলেন-
i. বিদ্বান
ii. বুদ্ধিমান
iii. ধার্মিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. মহামুনি বিশ্বামিত্র রামকে নিতে এসেছিল কেন?
Ο ক) তাড়কা রাক্ষসীকে হত্যা করতে
Ο খ) যজ্ঞ নষ্টকারী রাক্ষসদের হত্যা করতে
Ο গ) অহল্যাকে সাহায্য করতে
Ο ঘ) সীতার সঙ্গে বিবাহ দিতে
 সঠিক উত্তর: (খ)

 ৭০. রাজা দশরথ রামকে বিশ্বামিত্র মুনির সাথে যেতে না দিতে চাওয়ার কারণ-
i. পুত্রস্নেহ
ii. অবজ্ঞা
iii. পুত্রের বীরত্ব সম্পর্কে ধারণার অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭১. সুবাহুকে মারার জন্র রাম কী ছুড়েছিল:
Ο ক) মানবাস্ত্র
Ο খ) আগ্নেয়াস্ত্র
Ο গ) ব্রহ্মাস্ত্র
Ο ঘ) শতঘ্নী অস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ৭২. কোন রাণীর পুত্র সন্তানের নাম রাম রাখা হলো?
Ο ক) কৌশল্যার
Ο খ) কৈকয়ীর
Ο গ) সুমিত্রার
Ο ঘ) পার্বতীর
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. ‘রামায়ণ-কাহিনী’ গল্পে রামের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ী বীর
ii. দেবতাদের প্রিয়পাত্র
iii. বিশ্বামিত্রের পুত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. রাম কার আশ্রমে গিযে অহল্যাকে শাপমুক্ত করেন?
Ο ক) গৌতম মুনির
Ο খ) বিশ্বামিত্রের
Ο গ) জনকের
Ο ঘ) দশরথের
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. সুবাহুকে মারার জন্য রাম ছুড়েছিলেন-
Ο ক) মানবাস্ত্র
Ο খ) আগ্নেয়াস্ত্র
Ο গ) ব্রহ্মাস্ত্র
Ο ঘ) শতঘ্নী অস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. “দশরথের কী আনন্দ”- এই আনন্দের কারণ-
Ο ক) পুত্র লাভের আশা
Ο খ) পুত্র লাভ
Ο গ) পুত্রের বিবাহ
Ο ঘ) পুত্রের বীরত্ব
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও: জলিল আর দলিল দুই ভাই। বিলের পাশে মাছ ধরার জন্য চার করে। চারে মাছ এলে দুই ভাই মাছ ধরে, বিক্রি করে আর সংসার চালায়। কিন্তু পূর্ব পাড়ার ভোম্বল প্রতিদিন চার নষ্ট করে। জলিল আর দলিল ভোম্বলকে খব ভয় পায়। শেষে একদিন তারা আমজাদের শরণাপন্ন হলো। আমজাদ ইয়া মোটা আর শক্তিশালী। তার এ থাপ্পড় খেয়ে ভোম্বল জ্ঞান হারাল।

৭৭. উদ্দীপকের ভোম্বলের সাথে ‘রামায়ণ-কাহিনী’র কোন চরিত্রের মিল রয়েছে?
Ο ক) দশরথ
Ο খ) মুনিঠাকুর
Ο গ) তড়কা
Ο ঘ) মারীচ ও সুবাহু
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. উদ্দীপকের জলিল আর দলিলের সাথে ‘রামায়ণ-কাহিনী’র কার সাদৃশ্য রয়েছে?
Ο ক) গৌতম মুনি
Ο খ) বিশ্বামিত্র মুনি
Ο গ) শতানন্দ মুনি
Ο ঘ) রাজা জনক
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. উদ্দীপকের ভোম্বল ও ‘রামায়ণ-কাহিনী’র মারীচ ও সুবাহু এরা-
i. খারাপ
ii. শক্তিশালী
iii. অন্যায়কারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. উদ্দীপকের আমজাদ ও ‘রামায়ণ-কাহিনী’র রাম দুজনেই-
i. শক্তিশালী
ii. প্রতিবাদী
iii. বদরাগী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post