জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৯: রামায়ণ-কাহিনী(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৯: রামায়ণ-কাহিনী(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. অযোধ্যা দেখতে খুব সুন্দর ছিল, কারণ-
i. এটি ছিল ছায়ায় ঢাকা পরিষ্কৃত
ii. এটিতে ছিল ফুলে ভরা সুন্দর বাগান
iii. এটিতে ছিল দামি পাথরের সুসজ্জিত সাততলা আটতলা বাড়ি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২. মহারাজ দশরথের কনিষ্ঠ স্ত্রীর নাম কী?
Ο ক) কৌশলা
Ο খ) সুমিত্রা
Ο গ) কৈকেয়ী
Ο ঘ) সুবাহ্‌
 সঠিক উত্তর: (খ)

 ৩. ‘দশরথের কী আনন্দ’- এই আনন্দের কারণ-
Ο ক) পুত্রলাভের আশা
Ο খ) পুত্র লাব
Ο গ) পুত্রের বিবাহ
Ο ঘ) পুত্রের বীরত্ব
 সঠিক উত্তর: (ক)

 ৪. জনকের কাছে রক্ষিত ধনুকের প্যথম মালিক কে ছিলেন?
Ο ক) রাম
Ο খ) বিশ্বামিত্র
Ο গ) দশরথ
Ο ঘ) শিব
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. ‘পরমা’ শব্দের অর্থ-
i. অরূপ
ii. অপরূপ
iii. শ্রেষ্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬. লাঙলের মুখের আঁচড়ে মাটিতে যে দাগ পড়ে তার নাম কী?
Ο ক) মিথিলা
Ο খ) সীতা
Ο গ) বিশাখা
Ο ঘ) অহল্যা
 সঠিক উত্তর: (খ)

 ৭. দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
Ο ক) ভরত
Ο খ) লক্ষ্মণ
Ο গ) রাম
Ο ঘ) সুবাহু
 সঠিক উত্তর: (ক)

 ৮. গৌতমের স্ত্রীর নাম কী?
Ο ক) সুমিতা
Ο খ) অহল্যা
Ο গ) কৌশল্যা
Ο ঘ) কৈকেয়ী
 সঠিক উত্তর: (খ)

 ৯. রাম মারীচের বুকে কোন বাণ ছুড়ে মারেন?
Ο ক) শতঘ্নী
Ο খ) মানবাস্ত্র
Ο গ) আগ্নেয়াস্ত্র
Ο ঘ) শিবের ধনুক
 সঠিক উত্তর: (খ)

 ১০. সরয়ু নদী গঙ্গার সাথে কোথায় মিলেছে?
Ο ক) অযোধ্যায়
Ο খ) অঙ্গদেশে
Ο গ) মিথিলায়
Ο ঘ) অযোধ্যায়
 সঠিক উত্তর: (খ)

 ১১. দশরথ কোন নদীর ধারে রাজত্ব করতেন?
Ο ক) সরযু
Ο খ) মরযু
Ο গ) হাডসন
Ο ঘ) ভলগা
 সঠিক উত্তর: (ক)

 ১২. দশরথ কে ছিলেন?
Ο ক) অযোধ্যার রাজা
Ο খ) রামের পিতা
Ο গ) মিথিলার রাজা
Ο ঘ) দেশহিতৈষী
 সঠিক উত্তর: (ক)

 ১৩. জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
Ο ক) রাম
Ο খ) বিশ্বামিত্র
Ο গ) দশরথ
Ο ঘ) শিব
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪. মহারাজ দশরথ কোথায় বসে রাজ্যে কাজ দেখতেন?
Ο ক) প্রাসাদের মধ্যে বসে
Ο খ) হাতির উপর বসে
Ο গ) সাদ্য ছাতার নিচে বসে
Ο ঘ) দরবারে বসে
 সঠিক উত্তর: (গ)

 ১৫. মিথিলার রাজা মেয়েটির নাম সীো রেখেছিলেন কেন?
Ο ক) পরমা সুন্দরী বলে
Ο খ) তার একমাত্র মেয়ে বলে
Ο গ) লাঙলের মুখে উঠেছিল বলে
Ο ঘ) দেবতাদের আদেশে
 সঠিক উত্তর: (গ)

 ১৬. লোমপদ রাজার বাড়ি� কোথায়?
Ο ক) অঙ্গদেশে
Ο খ) বঙ্গদেশে
Ο গ) সিন্ধু প্রদেশে
Ο ঘ) পাঞ্জাবে
 সঠিক উত্তর: (ক)

 ১৭. পুত্র সন্তান লাভের জন্য রাজা দশরথ কাকে দিয়ে যজ্ঞ করালেন?
Ο ক) ঋবাশৃঙ্গ মুনি
Ο খ) বিশ্বমিত্র মুনি
Ο গ) বশিষ্ঠ মুনি
Ο ঘ) গৌতম মুনি
 সঠিক উত্তর: (ক)

 ১৮. অহল্যাকে অন্য কেউ দেখতে পায় নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিনি তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯. মহারাজ দশরথ যজ্ঞের আয়োজন করলেন কেন?
Ο ক) রাজ্যের শান্তি বজায় রাখতে
Ο খ) পুত্র লাভের আশায়
Ο গ) কন্যা লাভের আশায়
Ο ঘ) দেবতাদের খুশ করতে
 সঠিক উত্তর: (খ)

 ২০. ‘রামায়ণ-কাহিনী’ গল্পের সীতার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. লাঙলের মুখ থেকে উঠেছে
ii. রাজা জনকের ঘরে বড় হয়
iii. রাম সীতাকে শাপমুক্ত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. কশ্যপ মুনি ও অদিতি দেবীর পুত্র-
i. ব্রহ্মা
ii. বিষ্ণু
iii. বামন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২২. রাজা দশরথের চারটি ছেলেই অতুলনীয় ছিল-
i. লেখাপড়ায়
ii. যুদ্ধে
iii. শিকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. মারীচ আর সুবাহু কী ঢেলে বিশ্বামিত্র মুনির যজ্ঞ নষ্ট করে দিয়েছিল?
Ο ক) পানি
Ο খ) রং
Ο গ) আগুন
Ο ঘ) মাংস
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. রামকে বিশ্বামিত্র মুনি কয় দিনের জন্য নিতে চান?
Ο ক) আট দিন
Ο খ) নয় দিন
Ο গ) দশ দিন
Ο ঘ) এগার দিন
 সঠিক উত্তর: (গ)

 ২৫. রাজা দশরথের প্রধান প্রধান রানি ছিলেন কয়জন?
Ο ক) দুইজন
Ο খ) তিনজন
Ο গ) চারজন
Ο ঘ) পাঁচজন
 সঠিক উত্তর: (খ)

 ২৬. কার গায়ে হাজার হাতির জোর?
Ο ক) সুবাহু
Ο খ) তাড়কা
Ο গ) রাম
Ο ঘ) মারীচ
 সঠিক উত্তর: (খ)

 ২৭. কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেন নাই?
Ο ক) কৌশল্য
Ο খ) সীতা
Ο গ) অহল্যা দেবী
Ο ঘ) সুমিত্রা
 সঠিক উত্তর: (গ)

 ২৮. অহল্যার দু:খের সমাপ্তি হলো যেভাবে-
i. গৌতম মুনির উপস্থিতিতে
ii. স্বাভাবিক জীবন ফিরে পেয়ে
iii. দেবতার সাক্ষাৎ পেয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২৯. মহারাজ দশরথ ছিলেন-
i. অযোধ্যার রাজা
ii. রামের পিতা
iii. মিথিলার রাজা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩০. মহারাজ দশরথের প্রধানা রানী কতজন?
Ο ক) তিনজন
Ο খ) চারজন
Ο গ) পাঁচজন
Ο ঘ) ছয়জন
 সঠিক উত্তর: (ক)

 ৩১. রাজা ধশরথের যজ্ঞে খুশি হয়ে দেবতারা কী বর দিয়েছিল?
Ο ক) ধনুক
Ο খ) পুত্র
Ο গ) ত্রিশূল
Ο ঘ) প্রসাদ
 সঠিক উত্তর: (খ)

 ৩২. জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
Ο ক) রাম
Ο খ) শিব
Ο গ) দশরথ
Ο ঘ) বিশ্বামিত্র
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. মহারাজ দশরথ পুত্রলাভের জন্য-
i. অশ্বমেধ যজ্ঞ করেছিলেন
ii. ব্রাহ্মণদেরকে টাকাকড়ি দিয়েছিলেন
iii. পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. বিশ্বামিত্র মুনির কথা শুনে রাজা দশরথ অজ্ঞান হয়ে গেলেন, কারণ-
i. রামকে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে
ii. মুনির প্রস্তাব না মেনে নিলে, খুনি ক্রুদ্ধ হবেন বলে
iii. রামকে ঘুব ভালোবাসতেন বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. ‘অজ্ঞান’ শব্দটি-
Ο ক) উপসর্গজাত
Ο খ) অনুসর্গজাত
Ο গ) সমাসবদ্ধ
Ο ঘ) সন্ধিজাত
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. শিবের ধনুকটি কত জন জোয়ান টেনে বাইরে আনে?
Ο ক) তিন হাজার
Ο খ) চার হাজার
Ο গ) পাঁচ হাজার
Ο ঘ) সাত হাজার
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. একবারে একশত লোক মারা পড়ত কোন অস্ত্রের আঘাতে?
Ο ক) বায়বৎ
Ο খ) শতাগ্নী
Ο গ) শতঘ্নী
Ο ঘ) মানবাস্ত্র
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. মহারাজ দশরথের কয়জন মন্ত্রী ছিল?
Ο ক) ৬ জন
Ο খ) ৮ জন
Ο গ) ১০ জন
Ο ঘ) ১২ জন
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. রানীদেরকে কী খেতে দিলে তার পুত্র লাভ করল?
Ο ক) পায়েস
Ο খ) পিঠা
Ο গ) মিষ্টি
Ο ঘ) প্রসাদ
 সঠিক উত্তর: (ক)

 ৪০. অহল্যাকে অন্য কেউ দেখতে পায় নি, কারণ-
i. গৌতম তাকে শাপ দিয়েছিলেন
ii. তিনি তপস্যার মাধ্যমে নিজেকে আড়াল করে রেখেছিলেন
iii. তিনি রামের জন্য অপেক্ষা করছিলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post