ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৭: মার্চেন্ট অব ভেনিস(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পোর্শিয়া বিয়েল জন্য প্রাথমিকভাবে বাছাই করেছিল-
i. মরক্কোর যুবরাজকে
ii. মিশরের ডিউককে
iii. বাসানিওকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. লরেঞ্জো কে?
Ο ক) অ্যান্টনিওর বন্ধুপুত্র
Ο খ) পোর্শিয়ার ভাই
Ο গ) শাইলকের পুত্র
Ο ঘ) বাসানিওর চাকর
সঠিক উত্তর: (ক)
৫৩. বাসানিওকে টাকার ব্যবস্থা করে দেয়ায় প্রকাশিত হয়-
i. বন্ধুর প্রতি অ্যান্টনিওর কৃতজ্ঞতা
ii. অ্যান্টনিওর উদারতা
iii. অ্যান্টনিও বন্ধুবাৎসল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫৪. বিচারকের রায়ে শেষ পর্যন্ত শাইলক হেরে গেল-
i. আইনের প্যাঁচে পড়ে
ii. শর্তে রক্ত ঝরার কথা না থাকায়
iii. শর্তের দুর্বলতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. বাসানিওর টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জামিন থাকে কে?
Ο ক) পোর্শিয়া
Ο খ) অ্যান্টনিও
Ο গ) শাইলক
Ο ঘ) গ্রাসিয়ানো
সঠিক উত্তর: (খ)
৫৬. সীসার পেটিকাটি বাছাই করার মাধ্যমে বাসানিওর কোন গুণটির প্রকাশ ঘটেছে?
Ο ক) বিচার ক্ষমতা
Ο খ) বুদ্ধিমত্তা
Ο গ) নিলোভ
Ο ঘ) বিচক্ষণতা
সঠিক উত্তর: (গ)
৫৭. ‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) ফ্রান্সের
Ο খ) ইতালির
Ο গ) জার্মানির
Ο ঘ) সুইডেনের
সঠিক উত্তর: (খ)
৫৮. বিয়ের শর্তানুযায়ী পোর্শিয়া কতজন যুবককে বাছাই করেছিল?
Ο ক) একজন
Ο খ) দুইজন
Ο গ) তিনজন
Ο ঘ) চারজন
সঠিক উত্তর: (গ)
৫৯. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প তেকে আমরা বিষয়টি অর্জন করতে পারি-
i. মানবিকতার জয়
ii. হিংসার পরাজয়
iii. স্বজাতি প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) দানশীল
Ο খ) বন্ধুবৎসল
Ο গ) সৎ
Ο ঘ) সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (ঘ)
৬১. শাইলক বাসানিওকে টাকা ধার দিতে চায় কেন?
Ο ক) বেশি সুদের জন্য
Ο খ) পরিচিতি বলে
Ο গ) অ্যান্টনিওকে জামিনদার পেয়ে
Ο ঘ) ভালোবাসে বরে
সঠিক উত্তর: (গ)
৬২. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর-
Ο ক) বন্ধু
Ο খ) বন্ধুপুত্র
Ο গ) পুত্র
Ο ঘ) পুত্রের বন্ধু
সঠিক উত্তর: (খ)
৬৩. মরক্কোর রাজপুত্র কোন পেটিকাটি বাছাই করেছিলেন?
Ο ক) স্বর্ণের পেটিকা
Ο খ) রৌপ্যের পেটিকা
Ο গ) সিসার পেটিকা
Ο ঘ) তামার পেটিকা
সঠিক উত্তর: (ক)
৬৪. বাসানিও এর ঋণের জামিনদার কে?
Ο ক) অ্যান্টনিও
Ο খ) রেঞ্জে
Ο গ) পোর্শিয়া
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (ক)
৬৫. অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধুর নাম কী?
Ο ক) পোর্শিয়া
Ο খ) শাইলক
Ο গ) বাসানিও
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (গ)
৬৬. তরুণ উকিল পারিশ্রমিক স্বরূপ কী চেয়েছিল?
Ο ক) স্বর্ণালঙ্কার
Ο খ) বাসানিওর আংটি
Ο গ) তিনহাজার ড্যাকেট
Ο ঘ) জাহাজ
সঠিক উত্তর: (খ)
৬৭. শাইলক ছিল-
Ο ক) ধর্মবিদ্বেষী
Ο খ) বর্ণবিদ্বেষী
Ο গ) মানেইবদ্বেষী
Ο ঘ) জাতিবিদ্বেষী
সঠিক উত্তর: (গ)
৬৮. সোন, রূপা� আর সীসার পোটিকায় কোন নীতিবাক্যের উল্লেখ ছিল না?
Ο ক) বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ক্ব হয়
Ο খ) চকচক করলেই সোন হয় না
Ο গ) বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
Ο ঘ) অতি লোভে তাঁতী নষ্ট
সঠিক উত্তর: (ঘ)
৬৯. অ্যান্টনিওর প্রতি পোর্শিয়া যে দায়িত্ব পালন করেছে তাকে আমরা কী বলতে পারি?
Ο ক) বন্ধুবৎসলতা
Ο খ) কর্তব্য
Ο গ) কৃতজ্ঞতা
Ο ঘ) মহানুভবতা
সঠিক উত্তর: (গ)
৭০. অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে-
Ο ক) পোর্শিয়া
Ο খ) লরেঞ্জো
Ο গ) ম্যালারিও
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (ক)
৭১. ‘বরদাস্ত’ শব্দের অর্থ কী?
Ο ক) বর কামনা
Ο খ) অসহ্য
Ο গ) সহ্য
Ο ঘ) বর যাচাই
সঠিক উত্তর: (গ)
৭২. শাইলকের কাছ থেকে বাসানিও ধার করে-
Ο ক) এক হাজার ড্যাকাট
Ο খ) দুই হাজার ড্যাকাট
Ο গ) তিন হাজার ড্যাকাট
Ο ঘ) চার হাজার ড্যাকাট
সঠিক উত্তর: (গ)
৭৩. অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার-
i. বুদ্ধিমত্তা
ii. আনুগত্য
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৪. ‘মাচেন্ট অব ভেনিস’ -এর অর্থ ভেনিসের-
Ο ক) রাজপুত্র
Ο খ) সওদাগর
Ο গ) প্রেমিক
Ο ঘ) নাবিক
সঠিক উত্তর: (খ)
৭৫. আদালতে আইনের যথাযথ বাস্তাবায়ন করার দায়িত্ব কার?
Ο ক) তিন হাজার ড্যাকাট
Ο খ) প্রচুর পরিমাণে স্বর্ণ
Ο গ) নিজের গলার স্বর্ণের হার
Ο ঘ) বাসানিওর হাতের আংটি
সঠিক উত্তর: (ঘ)
৭৬. শাইলক কোন ধর্মের লোক ছিল?
Ο ক) ইসলাম
Ο খ) ইহুদি
Ο গ) খ্রিস্টান
Ο ঘ) হিন্দু
সঠিক উত্তর: (খ)
৭৭. অ্যান্টনিও শাইলককে ঘৃণার চোখে দেখত-
Ο ক) শাইলক বিধর্মী ছিল বলে
Ο খ) শাইলক নীতিহীন সুদের ব্যবসা করত বলে
Ο গ) শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না বলে
Ο ঘ) শাইলক সৎ ছিল বলে
সঠিক উত্তর: (খ)
৭৮. শাইলক খ্রিস্টান জাতির উপর বীতশ্রদ্ধ ছিল, কেননা-
i. লরেঞ্জো ছিল খ্রিষ্টান
ii. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর বন্ধুপুত্র
iii. জেসিকা উহুদিধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৯. বন্ধুমহলের মধ্যে কার সাথে অ্যান্টনিওর বেশি অন্তরঙ্হতা ছিল?
Ο ক) সেন্ডিস
Ο খ) বাসানিও
Ο গ) শােইলক
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (খ)
৮০. পোর্শিয়া বহু ডিউক ও রাপপুত্রদের নজরে পড়ার কারণ-
i. পিতার ধনসম্পদের কারণে
ii. রূপলাবণ্যের কারণে
iii. পোর্শিয়ার গুণের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮১. চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) বন্ধুবৎসল বলে
Ο খ) মুক্তহস্ত বলে
Ο গ) হাশিখুশি বলে
Ο ঘ) ধার্মিক ব্যবসায়ী বলে
সঠিক উত্তর: (খ)
৮২. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) দানমীল
Ο খ) বন্ধুবৎসল
Ο গ) সৎ
Ο ঘ) সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (খ)
৮৩. শাইলক চরিত্রেইবশ্লেষণে বলা যায়-
i. শাইলক ক্রুর স্বভাবের লোক ও অমানবিক
ii. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল
iii. শাইলক প্রতিশোধপরায়ণ, জাতিবিদ্বেষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৪. শাইলক ছিল-
Ο ক) ধর্ম বিদ্বেষী
Ο খ) বর্ণবিদ্বেষী
Ο গ) মানববিদ্বেষী
Ο ঘ) জাতিবিদ্বেষী
সঠিক উত্তর: (গ)
৮৫. জাহাজডুবির খবর বাসানিওকে দেয়-
i. গ্রাসিয়ানো
ii. লরেঞ্জো
iii. সালারিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৬. মরক্কোর রাজকুমার পোর্শিয়াকে বিবাহ করতে না পারার কারণ নিচের কোনটি?
Ο ক) স্বর্ণের পেটিকাটি বাছাই করায়
Ο খ) পোর্শিয়ার বাবার সাথে বিরোধ থাকায়
Ο গ) পোর্শিয়ার ছবি না পাওয়ায়
Ο ঘ) পোর্শিয়া তাকে পছন্দ করত না
সঠিক উত্তর: (ক)
৮৭. আইনের অপমৃত্যু ঘটে কখন?
Ο ক) আসামির মুক্তি পাওয়ায়
Ο খ) বিচারকের ভুল রায়ে
Ο গ) আইন বাতিল হলে
Ο ঘ) বিচারকের পক্ষপাতে
সঠিক উত্তর: (ঘ)
৮৮. শাইলক জাতে কী ছিল?
Ο ক) খ্রিষ্টান
Ο খ) ইহুদি
Ο গ) ব্রাহ্মণ
Ο ঘ) বৈশ্য
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: দুর্ঘটনার হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় সাগর। সাগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় বন্ধুৃ সৈকতের মন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সাগরের অর্থের প্রয়োজন হয়। সৈকত তার বাবার কাছে এজন্য টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
৮৯. উদ্দীপকের চরিত্রগুলোর সাথে সাদৃশ্য রয়েছে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের-
i. অ্যান্টনিওর
ii. পোর্শিয়ার
iii. বাসানিওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯০. উদ্দীপকের সৈকতের বাবা-
Ο ক) পোর্শিয়ার মতোই বিচক্ষণ
Ο খ) অ্যান্টনিওর মতোই উদারমনা
Ο গ) শাইলকের মতোই সংকীর্ণমনা
Ο ঘ) বাসানিওর মতোই কৃতজ্ঞচিত্ত
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. পোর্শিয়া বিয়েল জন্য প্রাথমিকভাবে বাছাই করেছিল-
i. মরক্কোর যুবরাজকে
ii. মিশরের ডিউককে
iii. বাসানিওকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. লরেঞ্জো কে?
Ο ক) অ্যান্টনিওর বন্ধুপুত্র
Ο খ) পোর্শিয়ার ভাই
Ο গ) শাইলকের পুত্র
Ο ঘ) বাসানিওর চাকর
সঠিক উত্তর: (ক)
৫৩. বাসানিওকে টাকার ব্যবস্থা করে দেয়ায় প্রকাশিত হয়-
i. বন্ধুর প্রতি অ্যান্টনিওর কৃতজ্ঞতা
ii. অ্যান্টনিওর উদারতা
iii. অ্যান্টনিও বন্ধুবাৎসল্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫৪. বিচারকের রায়ে শেষ পর্যন্ত শাইলক হেরে গেল-
i. আইনের প্যাঁচে পড়ে
ii. শর্তে রক্ত ঝরার কথা না থাকায়
iii. শর্তের দুর্বলতার কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৫. বাসানিওর টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জামিন থাকে কে?
Ο ক) পোর্শিয়া
Ο খ) অ্যান্টনিও
Ο গ) শাইলক
Ο ঘ) গ্রাসিয়ানো
সঠিক উত্তর: (খ)
৫৬. সীসার পেটিকাটি বাছাই করার মাধ্যমে বাসানিওর কোন গুণটির প্রকাশ ঘটেছে?
Ο ক) বিচার ক্ষমতা
Ο খ) বুদ্ধিমত্তা
Ο গ) নিলোভ
Ο ঘ) বিচক্ষণতা
সঠিক উত্তর: (গ)
৫৭. ‘ড্যাকাট’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) ফ্রান্সের
Ο খ) ইতালির
Ο গ) জার্মানির
Ο ঘ) সুইডেনের
সঠিক উত্তর: (খ)
৫৮. বিয়ের শর্তানুযায়ী পোর্শিয়া কতজন যুবককে বাছাই করেছিল?
Ο ক) একজন
Ο খ) দুইজন
Ο গ) তিনজন
Ο ঘ) চারজন
সঠিক উত্তর: (গ)
৫৯. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প তেকে আমরা বিষয়টি অর্জন করতে পারি-
i. মানবিকতার জয়
ii. হিংসার পরাজয়
iii. স্বজাতি প্রীতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬০. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) দানশীল
Ο খ) বন্ধুবৎসল
Ο গ) সৎ
Ο ঘ) সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (ঘ)
৬১. শাইলক বাসানিওকে টাকা ধার দিতে চায় কেন?
Ο ক) বেশি সুদের জন্য
Ο খ) পরিচিতি বলে
Ο গ) অ্যান্টনিওকে জামিনদার পেয়ে
Ο ঘ) ভালোবাসে বরে
সঠিক উত্তর: (গ)
৬২. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর-
Ο ক) বন্ধু
Ο খ) বন্ধুপুত্র
Ο গ) পুত্র
Ο ঘ) পুত্রের বন্ধু
সঠিক উত্তর: (খ)
৬৩. মরক্কোর রাজপুত্র কোন পেটিকাটি বাছাই করেছিলেন?
Ο ক) স্বর্ণের পেটিকা
Ο খ) রৌপ্যের পেটিকা
Ο গ) সিসার পেটিকা
Ο ঘ) তামার পেটিকা
সঠিক উত্তর: (ক)
৬৪. বাসানিও এর ঋণের জামিনদার কে?
Ο ক) অ্যান্টনিও
Ο খ) রেঞ্জে
Ο গ) পোর্শিয়া
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (ক)
৬৫. অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধুর নাম কী?
Ο ক) পোর্শিয়া
Ο খ) শাইলক
Ο গ) বাসানিও
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (গ)
৬৬. তরুণ উকিল পারিশ্রমিক স্বরূপ কী চেয়েছিল?
Ο ক) স্বর্ণালঙ্কার
Ο খ) বাসানিওর আংটি
Ο গ) তিনহাজার ড্যাকেট
Ο ঘ) জাহাজ
সঠিক উত্তর: (খ)
৬৭. শাইলক ছিল-
Ο ক) ধর্মবিদ্বেষী
Ο খ) বর্ণবিদ্বেষী
Ο গ) মানেইবদ্বেষী
Ο ঘ) জাতিবিদ্বেষী
সঠিক উত্তর: (গ)
৬৮. সোন, রূপা� আর সীসার পোটিকায় কোন নীতিবাক্যের উল্লেখ ছিল না?
Ο ক) বারবার পোড় খেলে বুদ্ধি পরিপক্ক্ব হয়
Ο খ) চকচক করলেই সোন হয় না
Ο গ) বাইরের চাকচিক্যের লোভে জীবনের ক্ষয় হয়
Ο ঘ) অতি লোভে তাঁতী নষ্ট
সঠিক উত্তর: (ঘ)
৬৯. অ্যান্টনিওর প্রতি পোর্শিয়া যে দায়িত্ব পালন করেছে তাকে আমরা কী বলতে পারি?
Ο ক) বন্ধুবৎসলতা
Ο খ) কর্তব্য
Ο গ) কৃতজ্ঞতা
Ο ঘ) মহানুভবতা
সঠিক উত্তর: (গ)
৭০. অ্যান্টনিও-এর পক্ষের ছদ্মবেশী তরুণ উকিল ছিলেন প্রকৃতপক্ষে-
Ο ক) পোর্শিয়া
Ο খ) লরেঞ্জো
Ο গ) ম্যালারিও
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (ক)
৭১. ‘বরদাস্ত’ শব্দের অর্থ কী?
Ο ক) বর কামনা
Ο খ) অসহ্য
Ο গ) সহ্য
Ο ঘ) বর যাচাই
সঠিক উত্তর: (গ)
৭২. শাইলকের কাছ থেকে বাসানিও ধার করে-
Ο ক) এক হাজার ড্যাকাট
Ο খ) দুই হাজার ড্যাকাট
Ο গ) তিন হাজার ড্যাকাট
Ο ঘ) চার হাজার ড্যাকাট
সঠিক উত্তর: (গ)
৭৩. অ্যান্টনিওর জীবন রক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পোর্শিয়ার-
i. বুদ্ধিমত্তা
ii. আনুগত্য
iii. বিচক্ষণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৪. ‘মাচেন্ট অব ভেনিস’ -এর অর্থ ভেনিসের-
Ο ক) রাজপুত্র
Ο খ) সওদাগর
Ο গ) প্রেমিক
Ο ঘ) নাবিক
সঠিক উত্তর: (খ)
৭৫. আদালতে আইনের যথাযথ বাস্তাবায়ন করার দায়িত্ব কার?
Ο ক) তিন হাজার ড্যাকাট
Ο খ) প্রচুর পরিমাণে স্বর্ণ
Ο গ) নিজের গলার স্বর্ণের হার
Ο ঘ) বাসানিওর হাতের আংটি
সঠিক উত্তর: (ঘ)
৭৬. শাইলক কোন ধর্মের লোক ছিল?
Ο ক) ইসলাম
Ο খ) ইহুদি
Ο গ) খ্রিস্টান
Ο ঘ) হিন্দু
সঠিক উত্তর: (খ)
৭৭. অ্যান্টনিও শাইলককে ঘৃণার চোখে দেখত-
Ο ক) শাইলক বিধর্মী ছিল বলে
Ο খ) শাইলক নীতিহীন সুদের ব্যবসা করত বলে
Ο গ) শাইলক অ্যান্টনিওকে পছন্দ করত না বলে
Ο ঘ) শাইলক সৎ ছিল বলে
সঠিক উত্তর: (খ)
৭৮. শাইলক খ্রিস্টান জাতির উপর বীতশ্রদ্ধ ছিল, কেননা-
i. লরেঞ্জো ছিল খ্রিষ্টান
ii. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর বন্ধুপুত্র
iii. জেসিকা উহুদিধর্ম ত্যাগ করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৯. বন্ধুমহলের মধ্যে কার সাথে অ্যান্টনিওর বেশি অন্তরঙ্হতা ছিল?
Ο ক) সেন্ডিস
Ο খ) বাসানিও
Ο গ) শােইলক
Ο ঘ) নেরিসা
সঠিক উত্তর: (খ)
৮০. পোর্শিয়া বহু ডিউক ও রাপপুত্রদের নজরে পড়ার কারণ-
i. পিতার ধনসম্পদের কারণে
ii. রূপলাবণ্যের কারণে
iii. পোর্শিয়ার গুণের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮১. চারদিকে অ্যান্টনিওর প্রশংসা ছড়িয়ে পড়ে কেন?
Ο ক) বন্ধুবৎসল বলে
Ο খ) মুক্তহস্ত বলে
Ο গ) হাশিখুশি বলে
Ο ঘ) ধার্মিক ব্যবসায়ী বলে
সঠিক উত্তর: (খ)
৮২. ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্প অবলম্বনে অ্যান্টনিওকে বলা যায় কোনটি?
Ο ক) দানমীল
Ο খ) বন্ধুবৎসল
Ο গ) সৎ
Ο ঘ) সাম্প্রদায়িক
সঠিক উত্তর: (খ)
৮৩. শাইলক চরিত্রেইবশ্লেষণে বলা যায়-
i. শাইলক ক্রুর স্বভাবের লোক ও অমানবিক
ii. শাইলক আইনের প্রতি শ্রদ্ধাশীল
iii. শাইলক প্রতিশোধপরায়ণ, জাতিবিদ্বেষী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৪. শাইলক ছিল-
Ο ক) ধর্ম বিদ্বেষী
Ο খ) বর্ণবিদ্বেষী
Ο গ) মানববিদ্বেষী
Ο ঘ) জাতিবিদ্বেষী
সঠিক উত্তর: (গ)
৮৫. জাহাজডুবির খবর বাসানিওকে দেয়-
i. গ্রাসিয়ানো
ii. লরেঞ্জো
iii. সালারিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
৮৬. মরক্কোর রাজকুমার পোর্শিয়াকে বিবাহ করতে না পারার কারণ নিচের কোনটি?
Ο ক) স্বর্ণের পেটিকাটি বাছাই করায়
Ο খ) পোর্শিয়ার বাবার সাথে বিরোধ থাকায়
Ο গ) পোর্শিয়ার ছবি না পাওয়ায়
Ο ঘ) পোর্শিয়া তাকে পছন্দ করত না
সঠিক উত্তর: (ক)
৮৭. আইনের অপমৃত্যু ঘটে কখন?
Ο ক) আসামির মুক্তি পাওয়ায়
Ο খ) বিচারকের ভুল রায়ে
Ο গ) আইন বাতিল হলে
Ο ঘ) বিচারকের পক্ষপাতে
সঠিক উত্তর: (ঘ)
৮৮. শাইলক জাতে কী ছিল?
Ο ক) খ্রিষ্টান
Ο খ) ইহুদি
Ο গ) ব্রাহ্মণ
Ο ঘ) বৈশ্য
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: দুর্ঘটনার হাত থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় সাগর। সাগরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যায় বন্ধুৃ সৈকতের মন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সাগরের অর্থের প্রয়োজন হয়। সৈকত তার বাবার কাছে এজন্য টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
৮৯. উদ্দীপকের চরিত্রগুলোর সাথে সাদৃশ্য রয়েছে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের-
i. অ্যান্টনিওর
ii. পোর্শিয়ার
iii. বাসানিওর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯০. উদ্দীপকের সৈকতের বাবা-
Ο ক) পোর্শিয়ার মতোই বিচক্ষণ
Ο খ) অ্যান্টনিওর মতোই উদারমনা
Ο গ) শাইলকের মতোই সংকীর্ণমনা
Ο ঘ) বাসানিওর মতোই কৃতজ্ঞচিত্ত
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Bangla1st