জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৬: সোহরাব রোস্তম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৬: সোহরাব রোস্তম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. জালকে তার পিতা কোন পর্বতে ফেলে এসেছিলেন?
Ο ক) আলককস পর্বত
Ο খ) আল বুরুজ পর্বত
Ο গ) আল দিনার পর্বত
Ο ঘ) আলপস পর্বত
সঠিক উত্তর: (খ)

৫২. ‘সোহরাব রোস্তম’ গল্পটিতে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
i. নৈশভোজ, আশঙ্কা
ii. বিলাপ, গ্লানি
iii. বিভ্রান্ত, নিষ্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)

৫৩. রোস্তম ও সোহরাবের যুদ্ধ কোথায় হয়েছিল?
Ο ক) পাহাড়ে
Ο খ) সমতলভূমিতে
Ο গ) নদীর পাড়ে
Ο ঘ) গিরিপথে
সঠিক উত্তর: (ঘ)

৫৪. ‘সোহরাব রোস্তম’ গল্পে ইরানের কিছু রাজার উল্লেখ আছে-
i. শাম-জাল-রোস্তম
ii. মনুচেহ-কায়কোবাদ-কায়কোউস
iii. ফেরিদুর-ইরিজি-সোহরাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৫৫. রাজা ফেরিদুর কনিষ্ঠ পুত্রের নাম কী?
Ο ক) ইরিজি
Ο খ) মনুচেহের
Ο গ) কায়কাউস
Ο ঘ) আফরাসিয়াব
সঠিক উত্তর: (ক)

৫৬. রোস্তম চরিত্রে নিম্নলিখিত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে?
i. বীরত্ব ও কৌশলী
ii. মনোবল ও প্রতিহিংসাপরায়ণ
iii. দেশপ্রেমিক ও ধৈর্যশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)

৫৭. ‘সোহরাব ও রোস্তম’ কাহিনির মূল লেখক কে?
Ο ক) মালিক মুহম্মদ জায়সী
Ο খ) ওমর খৈয়াম
Ο গ) ইমরুল কায়েস
Ο ঘ) আবুল কাসেম ফেরদৌসী
সঠিক উত্তর: (ঘ)

৫৮. ‘রখ্‌শ’ কার নাম ছিল?
Ο ক) একটি ঘোড়ার নাম
Ο খ) একজন দেবতার নম
Ο গ) একজন সেনাপতির নাম
Ο ঘ) একটি পাখির নাম
সঠিক উত্তর: (ক)

৫৯. হ্রেষা ধ্বনি কোন প্রাণীর ডাক?
Ο ক) হরিণ
Ο খ) বাঘ
Ο গ) ঘোড়া
Ο ঘ) হাতি
সঠিক উত্তর: (গ)

৬০. কিশোর রোস্তম গদার এক আঘাতে কাকে ধরাশায়ী করল?
Ο ক) হাতিকে
Ο খ) সিংহকে
Ο গ) ভালুককে
Ο ঘ) বাঘকে
সঠিক উত্তর: (ক)

৬১. রোস্তম-তহমিনার ছেলের নাম কী?
Ο ক) সোহরাব
Ο খ) সিদ্দীক
Ο গ) কায়কোবাদ
Ο ঘ) আফরাসিয়ার
সঠিক উত্তর: (ক)

৬২. সোহরাবের পিতামহের নাম কী?
Ο ক) কায়কাউস
Ο খ) মনুচেহ
Ο গ) শাম
Ο ঘ) জাল
সঠিক উত্তর: (গ)

৬৩. রাজা নওদরকে হত্যা করলেন কে?
Ο ক) মেহেরাব
Ο খ) কায়কাউস
Ο গ) আফরাসিয়ার
Ο ঘ) হামাউন
সঠিক উত্তর: (গ)

৬৪. ‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের?
Ο ক) করুণ কাহিনীমূলক
Ο খ) বীরত্বমূলক
Ο গ) ঐতিহাসিক
Ο ঘ) অবাস্তব
সঠিক উত্তর: (খ)

৬৫. তহমিনার সাথে বিয়ের পর রোস্তম ইরানে চলে গিয়েছিল-
Ο ক) পরদিন সর্কালে
Ο খ) দুদিন পরে
Ο গ) মধ্যরাতে
Ο ঘ) নিশাবসানের পূর্বে
সঠিক উত্তর: (ঘ)

৬৬. রোস্তম কোন পর্বত ডিঙিয়ে মাজেন্দ্রানে এলেন?
Ο ক) অলিম্পাস
Ο খ) আন্দিজ
Ο গ) আলবুরুজ
Ο ঘ) আল্পস
সঠিক উত্তর: (গ)

৬৭. ‘সোহরাব রোস্তম’ গল্পটি কী ধরনের কাহিনী?
Ο ক) হাস্যরসাত্মক
Ο খ) বীরত্বমূলক
Ο গ) করুণকাহিনী
Ο ঘ) সামজিক কাহিনী
সঠিক উত্তর: (গ)

৬৮. বীর রোস্তম কোন দূর্গ আক্রমণ করে পিতামহের হত্যার প্রতিশোধ নেন?
Ο ক) মাজেন্দ্র দূর্গ
Ο খ) আল বুরুজ দুর্গ
Ο গ) সফেদ দেও-এর দূর্গ
Ο ঘ) সোপান্দী দূগৃ
সঠিক উত্তর: (ঘ)

৬৯. বাজুলিস্তাানের শাসক ছিলেন নিচের কারা?
i. ফেরিদুর, মনুচেহের
ii. শাম, জাল
iii. রোস্তম, সোহরাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৭০. কারা ইরানের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল?
Ο ক) মাজেন্দ্রানিরা
Ο খ) তুরানিরা
Ο গ) সফেদ দেওয়েরা
Ο ঘ) আরবীয়রা
সঠিক উত্তর: (খ)

৭১. মহাবীর রোস্তম সফেদ দৈত্যের-
i. পা ভেঙে দিলেন
ii. কোমর ভেঙে দিলেন
iii. গলা দ্বিখন্ডিত করলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭২. তিনি আবার দেবতার মন্তিরে মাথা ঠুকতে লাগলেন? এখানে কার কথা বলা হয়েছে-
Ο ক) রোস্তমের কথা
Ο খ) তহমিনার কথা
Ο গ) শামের কথা
Ο ঘ) রুদাবার কথা
সঠিক উত্তর: (গ)

৭৩. রাজা মেহেরাবের কন্যা রুদাবার সঙ্গে জালের-
i. কলহ হয়
ii. প্রণয় হয়
iii. বিবাহ হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭৪. সত্যিই এক অপরূপ সুন্দরী কন্যা তার শিয়রের প্রান্তে দন্ডমান-এখানে কার কথা বলা হয়েছে?
Ο ক) রুদাবা
Ο খ) তহমিনা
Ο গ) পরীচেহ
Ο ঘ) ফেরিদূর
সঠিক উত্তর: (খ)

৭৫. তহমিনা রোস্তমের কাছে মিথ্যা সংবাদ পাঠাল কেন?
Ο ক) পিতার আদেশে
Ο খ) রোস্তম চলে আসবে এই ভেবে
Ο গ) ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে
Ο ঘ) ছেলেকে হারানোর ভয়ে
সঠিক উত্তর: (ঘ)

৭৬. সবচেয়ে দুরন্ত ও অবাধ্য ঘোড়ার নাম কী ছিল?
Ο ক) বখরা
Ο খ) রুয়াত
Ο গ) নিকরা
Ο ঘ) রখ্‌শ
সঠিক উত্তর: (ঘ)

৭৭. জাল ছিল-
i. বলিষ্ঠ দেহের অধিকারী
ii. দেখতে সুন্দর
iii. ধবধবে সাদা চুলের অধিকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. আলবুরুজ পর্বত থেকে শিশু জালকে কে উদ্ধার করে নিয়ে যায়?
Ο ক) ঈগল পাখি
Ο খ) সিংহ
Ο গ) সি-মোরগ
Ο ঘ) বানর
সঠিক উত্তর: (গ)

৭৯. রোস্তম কোথাকার শাসক ছিলেন?
Ο ক) ইরানের
Ο খ) জাবুলিস্তানের
Ο গ) কাবুলের
Ο ঘ) সামেনগানের
সঠিক উত্তর: (খ)

৮০. ‘আস্তাবলে’ কী রাখা হয়?
Ο ক) গরু
Ο খ) হাতি
Ο গ) ভেড়া
Ο ঘ) ঘোড়া
সঠিক উত্তর: (ঘ)

৮১. ‘মুষিক’ শব্দের অর্থ কী?
Ο ক) বিড়াল
Ο খ) ইঁদুর
Ο গ) ঘরগোশ
Ο ঘ) সাপ
সঠিক উত্তর: (খ)

৮২. তুরানের সেনাপতি কে ছিলেন?
Ο ক) নওদর
Ο খ) কায়কাউস
Ο গ) কায়কোবাদ
Ο ঘ) আফরাসিয়াব
সঠিক উত্তর: (ঘ)

৮৩. রোস্তমের ঘোড়ার নাম কী?
Ο ক) রকি
Ο খ) রখ্‌শ
Ο গ) রাঘব
Ο ঘ) রশ্মি
সঠিক উত্তর: (খ)

৮৪. আজও দেবতারা তার কান্না শুনতে পায়- এটি কী?
Ο ক) ধর্মীয় বিশ্বাস
Ο খ) অন্ধবিশ্বাস
Ο গ) লোক বিশ্বাস
Ο ঘ) ব্যক্তিগত বিশ্বাস
সঠিক উত্তর: (ক)

৮৫. ‘সোহরাব রোস্তম’-গল্পের উৎস কী?
Ο ক) আলিফ লায়লা
Ο খ) তুরানের রূপকথা
Ο গ) ইরানের রূপকতা
Ο ঘ) শাহনামা
সঠিক উত্তর: (ঘ)

৮৬. আস্তাবলে কী রাখা হয়?
Ο ক) হাতি
Ο খ) ঘোড়া
Ο গ) গরু
Ο ঘ) ভেড়া
সঠিক উত্তর: (খ)

৮৭. আফরাসিয়া কোন দেশের সেনাপতি ছিলেন?
Ο ক) ইরানের
Ο খ) তুরানের
Ο গ) জাবুলিস্তানের
Ο ঘ) সামেনগানের
সঠিক উত্তর: (খ)

৮৮. ‘সোহরাব রোস্তম’ গল্পে নিম্নলিখিত শব্দগুলো পাওয়া যায়-
i. ভ্রূক্ষেপ, সন্ধি
ii. দুগ্ধপোষ্য, ক্রোধাবহ্নি
iii. বাতায়ন, স্বামিত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৮৯. কায়কাউস কার কন্যাকে বিয়ে করলেন?
Ο ক) আফরাসিয়াবের
Ο খ) মেহেরাবের
Ο গ) হামাউনের
Ο ঘ) নওদরের
সঠিক উত্তর: (গ)

৯০. রোস্তমকে দেখে সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে কেন?
Ο ক) সুন্দর চেহারার জন্য
Ο খ) বুকে ও বাহুতে লোহার বর্ম নেই বলে
Ο গ) ঘৃণাবশত
Ο ঘ) কদর্ম চেহারার জন্য
সঠিক উত্তর: (খ)

৯১. নিচে গল্প থেকে কিছু নাম উল্লেখ করা হলো-
i. শাম, জাল, রোস্তম, সোহরাব
ii. জাল, সোহরাব, রোস্তম, শাম
iii. সোহরাব রোস্তম, শাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

৯২. রুদাবা কার কন্যা ছিলেন?
Ο ক) রাজা পরীচেহের কন্যা
Ο খ) মাজেন্দ্রান রাজের কন্যা
Ο গ) রাজা কায়কাউসের কন্যা
Ο ঘ) রাজা মেহেরাবের কন্যা
সঠিক উত্তর: (ঘ)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: সাদা রঙের চুলওয়ালা ছেলে অভিশাপ ডেকে আনতে পারে। এই রকম নানা আশঙ্কার কথা শুনে শাম নিজের হাতে নিজের পুত্রকে ফেলে এলেন আল বুরুজ পর্বতে। কিন্তু দেবতারা ছিলেন শিশু জালের প্রতি দয়াশীল। ঈগল পাখির মতো ঠোঁট এবং সিংহের মতো পা বিশিষ্ট সিমোরগ পাখি উড়ে ঠোঁটে ঝুলিয়ে জালকে নিয়ে গেল। জাল পাখির বাসায় বড় হতে লাগল।

৯৩. উদ্ধৃত অংশটি একটি-
Ο ক) রূপকথার অংশ
Ο খ) উপকথার অংশ
Ο গ) জনশ্রুতিমূলক গল্পাংশ
Ο ঘ) ঐতিহাসিক গল্পাংশ
সঠিক উত্তর: (খ)

৯৪. উদ্ধৃতাংশে আছে-
Ο ক) সাধারণ মানুষের কথা
Ο খ) রাজরাজাদের কথা
Ο গ) সৈন্যসামন্তদের কথা
Ο ঘ) দেবতাদের কথা
সঠিক উত্তর: (ঘ)

৯৫. উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে সে সময়কার-
i. অন্ধ কুসংস্কার
ii. ধর্মীয় বিশ্বাস
iii. সামাজিক প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post