জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৫: রবিনসন ক্রুশো(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৫: রবিনসন ক্রুশো(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. রবিনসনের সেই নিঝুম দ্বীপে মোট কয়বার মানুষের আগমন হয়েছিল?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (গ)

২. লন্ডনে আসার পর রবিনসনের কার সাথে পরিচয় হয়?
Ο ক) জাহাজ-মালিক
Ο খ) জলদস্যু
Ο গ) অস্ত্র ব্যবসায়ী
Ο ঘ) ফল-বিক্রেতা
সঠিক উত্তর: (ক)

৩. খাড়া পাহাড় থাকায় রবিনসনের যে সুবিধা হলো-
i. রোদ থেকে রক্ষা পেল
ii. বন্য জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা পেল
iii. নিরাপত্তা বৃদ্ধি পেল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪. ইয়র্ক থেকে লন্ডনে আসার জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
Ο ক) গিনি উপকূলে
Ο খ) ব্রাজিল বন্দরে
Ο গ) ইয়ারমাউথে
Ο ঘ) ভেনিসে
সঠিক উত্তর: (গ)

৫. বিপদাপন্ন লোকটি রবিনসনকে কৃতজ্ঞতা জানাল কেন?
Ο ক) প্রাণে বাঁচানের জন্য
Ο খ) কাবার দেয়ার জন্য
Ο গ) থাকতে দেয়ার জন্য
Ο ঘ) জাহাজে নেয়ার জন্য
সঠিক উত্তর: (ক)

৬. রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী দৈরি করল?
Ο ক) পোশাক
Ο খ) জুতা
Ο গ) বিছানা
Ο ঘ) পতাকা
সঠিক উত্তর: (ক)

৭. ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
Ο ক) তেরো
Ο খ) চৌদ্দ
Ο গ) পনেরো
Ο ঘ) ষোলো
সঠিক উত্তর: (খ)

৮. রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
Ο ক) বাসানিও
Ο খ) ফ্রাইডে
Ο গ) লরেঞ্জো
Ο ঘ) পাখোম
সঠিক উত্তর: (খ)

৯. নিম্নোক্ত শব্দগুলো ‘রবিনসন ক্রুশো’ গল্পে পাওয়া যায়-
i. পরিষ্কার, আবিষ্কার
ii. ঈশ্বর, কোদাল
iii. অর্ধমৃত, ডেটকার্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)

১০. সামুদ্রিক ঝড়ের কবলে পড়ার পর রবিনের যা হলো-
i. নৌকায় করে কূলে পৌছেল
ii. ভেসে উঠল
iii. সাঁতার কেটে কূলে পৌঁছল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১১. রবিনসন যে ব্যবসা করতে গিনি উপকূলে গেল-
i. প্লাস্টিকের খেলনা
ii. পুঁতির মালা
iii. ফুলের মালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১২. ‘পাউন্ড’ কোন দেশের মুদ্রা?
Ο ক) ব্রিটেন
Ο খ) আমেরিকা
Ο গ) ব্রাজিল
Ο ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (ক)

১৩. রবিনসনের মতে, বনের পশু উত্তম কেন?
Ο ক) শান্ত স্বভাবের হওয়ায়
Ο খ) কৃতঘ্ন হওয়ায়
Ο গ) লোভী না হওয়ায়
Ο ঘ) ভয়শূন্য হওয়ায়
সঠিক উত্তর: (খ)

১৪. রবিনসন ক্রুশোর ঝোঁপ ছিল-
i. পড়ালেখার
ii. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো
iii. সমুদ্র যাত্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৫. ‘চাঁই’ বলতে কাকে বুঝানো হয়?
Ο ক) জাহাজের ক্যাপ্টেন
Ο খ) খালাসিদের ক্যাপ্টেন
Ο গ) দুষ্টু দলের ক্যাপ্টেন
Ο ঘ) জাহাজের মেট
সঠিক উত্তর: (গ)

১৬. রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিলেন?
Ο ক) ২৮
Ο খ) ৩০
Ο গ) ২৭
Ο ঘ) ৩৫
সঠিক উত্তর: (ঘ)

১৭. ফ্রাইডে কে ছিল?
Ο ক) রবিনসনের ভৃত্য
Ο খ) রবিনসনের বন্ধু
Ο গ) মুর ভদ্রলোক
Ο ঘ) পর্তুগিজ ভদ্রলোক
সঠিক উত্তর: (ক)

১৮. রবিনসনের ঝোঁক ছিল কীসে?
Ο ক) খেলাধূলায়
Ο খ) লেখাপড়ায়
Ο গ) মাছ ধরায়
Ο ঘ) দেশে-বিদেশে ঘুরে বেড়ানোয়
সঠিক উত্তর: (ঘ)

১৯. ছোটবেলা থেকেই রবিনসন কেমন ছিলেন?
Ο ক) স্থির
Ο খ) অস্থির
Ο গ) শান্ত
Ο ঘ) বদরাগী
সঠিক উত্তর: (খ)

২০. ‘পাউন্ড’ কোন দেশের মুদ্রার নাম?
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) যুক্তরাজ্য
Ο গ) ফ্রান্স
Ο ঘ) ইটালি
সঠিক উত্তর: (খ)

২১. ‘মনিহারি’ কী ধরনের মালামাল?
Ο ক) নিত্যপ্রয়োজনীয় মালামাল
Ο খ) খাদ্যদ্রব্য
Ο গ) শৌখিন মালামাল
Ο ঘ) পোশাক পরিচ্ছদ
সঠিক উত্তর: (গ)

২২. রবিনসন দ্বীপোর মধ্যে রাত কাটানোর জন্য কী তৈরি করল?
Ο ক) ঘর
Ο খ) মাচা
Ο গ) বিছানা
Ο ঘ) তাবু
সঠিক উত্তর: (খ)

২৩. রবিনসন দ্বীপে পৌছার পর প্রথম রাত কোথায় কাটিয়েছিল?
Ο ক) গাছের উপর
Ο খ) মাটির উপর
Ο গ) পাহাড়ের উপর
Ο ঘ) মাচার উপর
সঠিক উত্তর: (ঘ)

২৪. রবিনসন দ্বীপ ছেড়ে আসার সময় সঙ্গে করে কাকে নিয়ে এল?
Ο ক) ক্যাপ্টেনকে
Ο খ) ফ্রাইডেকে
Ο গ) মেটদেরকে
Ο ঘ) জলদস্যুদের
সঠিক উত্তর: (খ)

২৫. দূরের জিনিস কাছে দেখার যন্ত্রকে কী বলে?
Ο ক) অণুবীক্ষণ
Ο খ) দূরবীন
Ο গ) মাইক্রোস্কোপ
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (গ)

২৬. ব্রাজিলে পৌঁছে রবিনসন কী ধরনের কাজ করতো?
Ο ক) মাছ ধরত
Ο খ) কৃষি কাজ করত
Ο গ) শ্রমিকের কাজ করত
Ο ঘ) জাহাজ চালাত
সঠিক উত্তর: (খ)

২৭. বর্বরদের হাতে বন্দি থাকা ফ্রাইডের স্বজাতীয় লোকটি আসলে কে?
Ο ক) ফ্রাইডের বাবা
Ο খ) ফ্রাইডের বন্ধু
Ο গ) ফ্রাইডের ভাই
Ο ঘ) ফ্রাইডের চাচা
সঠিক উত্তর: (ক)

২৮. দ্বীপবাসী রবিনসনের জীবনে কিছু মজার ঘটনা ঘটনা ঘটেছিল-
i. ধান ও যবের চাষ করা
ii. ফ্রাইডেকে উদ্ধার করা
iii. দিন ও তারিখের হিসাব রাখতে পারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৯. রবিনসন বালির উপর কী দেখতে পেল?
Ο ক) তূষ
Ο খ) পায়ের ছাপ
Ο গ) ঝিনুক
Ο ঘ) মই
সঠিক উত্তর: (খ)

৩০. মুর-জলদস্যুরা রবিনসনকে কী করল?
Ο ক) ক্রীতদাসরূপে বিক্রি করল
Ο খ) সাহায্য করল
Ο গ) পানিতে ফেলে দিল
Ο ঘ) আঘাত করল
সঠিক উত্তর: (ক)

৩১. ফ্রাইডেকে রবিনসন যে দিন উদ্ধার করেছিল সেদিন কী বার ছিল?
Ο ক) বৃহস্পতিবার
Ο খ) শুক্রবার
Ο গ) শনিবার
Ο ঘ) সোমবার
সঠিক উত্তর: (খ)

৩২. মানুষকে কর্মঠ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে কোনটি?
Ο ক) ইচ্ছাশক্তি
Ο খ) প্রকৃতিপ্রেম
Ο গ) সৌন্দর্যচেতনা
Ο ঘ) সাহিত্রিক মনোভাব
সঠিক উত্তর: (ক)

৩৩. রবিনসন জাহাজডুবির মানুষজনকে দ্বীপে আনার ব্যবস্থা করতে শর্ত দিল কেন?
Ο ক) রবিনসনের বশত্যতা স্বীকার করতে
Ο খ) রবিনের কাজে সহযোগিতা করতে
Ο গ) দ্বীপে শস্য ফলাতে
Ο ঘ) উপকূলে জাহাজ চালাতে
সঠিক উত্তর: (ক)

৩৪. পালানোর সময় রবিনসন সমুদ্রে কিসের দেখা পেল?
Ο ক) পর্তুগিজ জাহাজের
Ο খ) স্প্যানিশ জাহাজের
Ο গ) দস্যু জাহাজের
Ο ঘ) ভারতীয় জাহাজের
সঠিক উত্তর: (ক)

৩৫. গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
Ο ক) স্প্যানিশ জলদস্যু
Ο খ) ইংরেজ জলদস্যু
Ο গ) পর্তুগিজ জলদস্যু
Ο ঘ) মরু জলদস্যু
সঠিক উত্তর: (ঘ)

৩৬. রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
Ο ক) ডাকাতের
Ο খ) বর্বর লোকদের
Ο গ) ঝড়ের
Ο ঘ) হিংস্র জন্তুর
সঠিক উত্তর: (গ)

৩৭. রবিনসন কোন শহরের ছেলে ছিল?
Ο ক) নিউইয়র্ক
Ο খ) ইয়র্ক
Ο গ) উনার্ক
Ο ঘ) উইয়র্ক
সঠিক উত্তর: (খ)

৩৮. দ্বীপে রবিনসনের সবচেয়ে বেশি অভাব হয়েছিল কীসের?
Ο ক) খাবারের
Ο খ) সঙ্গীসাথির
Ο গ) ভালো পানির
Ο ঘ) বস্ত্রের
সঠিক উত্তর: (ঘ)

৩৯. রবিন শক্ত জংলাগাছের কাঠ দিয়ে কী তৈরি করল?
Ο ক) টেবিল
Ο খ) শেলফ
Ο গ) কোদাল
Ο ঘ) কুড়াল
সঠিক উত্তর: (গ)

৪০. রবিনসন ছোট থলেটি খুলে তাতে কী দেখতে পেল?
Ο ক) মুদ্রা
Ο খ) সোনা
Ο গ) রূপা
Ο ঘ) তূষ
সঠিক উত্তর: (ঘ)

৪১. ‘রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজা’-এখানে ওরা কারা?
Ο ক) কুকুর-বেড়াল
Ο খ) হাঁস-মুরগি
Ο গ) ময়না-শালিক
Ο ঘ) গরু-ছাগল
সঠিক উত্তর: (ক)

৪২. সর্বশেষ দ্বীপে আসা জাহাজের মানুষের দেখে রবিনসনের মনে হলো তারা-
i. শ্বেতাঙ্গ
ii. ইংরেজ
iii. স্বজাতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. রবিনসন ফ্রাইডের প্রতি খুবই মুগ্ধ ছিল-
i. ভক্তির কারণে
ii. ভালোবাসার কারণে
iii. বিশ্বাসের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৪. ৫ পাউন্ডের জিনিস রবিনসন কত পাউন্ডে বিক্রি করল?
Ο ক) ১৫
Ο খ) ২০
Ο গ) ২৫
Ο ঘ) ৩০
সঠিক উত্তর: (খ)

৪৫. রবিনসন ঐ দ্বীপের ‘মুকুটহীন রাজা’ বলতে কী বোঝানো হয়েছে?
i. দ্বীপের নির্বাচিত অধিপতি
ii. দ্বীপের মালিক
iii. দ্বীপের একচ্ছত্র অধিপতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (গ)

৪৬. ‘ছুতার’ কাদের বলা হয়?
Ο ক) কাঠমিস্ত্রি
Ο খ) রাজমিস্ত্রি
Ο গ) মুচি
Ο ঘ) কুমোর
সঠিক উত্তর: (ক)

৪৭. রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
Ο ক) বালিতে পায়েল ছাপ দেখে
Ο খ) দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
Ο গ) জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
Ο ঘ) সাপের উপদ্রব হওয়ায়
সঠিক উত্তর: (ক)

৪৮. রবিনসন ছোট থলেটিতে দেখতে পেল?
Ο ক) মুদ্রা
Ο খ) সোনা
Ο গ) রুপা
Ο ঘ) তূষ
সঠিক উত্তর: (ঘ)

৪৯. প্রায় কয় বছর পরে রবিনসন মনিবের কাছ থেকে পালানোর সুযোগ পেল?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
সঠিক উত্তর: (খ)

৫০. শেতাঙ্গরা কীভাবে রবিনসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল?
Ο ক) অনেক অর্থসম্পদ দিয়ে
Ο খ) রবিনসনের বশ্যতা স্বীকার করে
Ο গ) রবিনকে তার দেশে ফিরিয়ে নিয়ে
Ο ঘ) দ্বীপে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post