জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৪: রাজকুমার ও ভিখারির ছেলে(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৪: রাজকুমার ও ভিখারির ছেলে(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট


http://www.webschoolbd.com/
৫১. চোরের দলের মাতব্বর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক) টম ক্যান্টি
Ο খ) ফুফু দি ফাস্ট
Ο গ) হিউগস
Ο ঘ) এডওয়ার্ড
সঠিক উত্তর: (খ)

৫২. টম ক্যান্টি ফাদার এন্ড্রুর কাছে কী শিখছিল?
Ο ক) ইংরেজি
Ο খ) গ্রিক
Ο গ) ল্যাটিন
Ο ঘ) হিব্রু
সঠিক উত্তর: (গ)

৫৩. পুলিশ এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক) হেনডন হলে
Ο খ) রাজপ্রাসাদে
Ο গ) জেলখানায়
Ο ঘ) বস্তিতে
সঠিক উত্তর: (গ)

৫৪. সৈনিককে কয় ঘা বেত লাগানো হলো?
Ο ক) ১১
Ο খ) ১২
Ο গ) ১৩
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (খ)

৫৫. হেনডেন কী?
Ο ক) সৈনিকের নাম
Ο খ) শহরের নাম
Ο গ) সৈনিকের বাবার নাম
Ο ঘ) সৈনিকের বাড়ির নাম
সঠিক উত্তর: (ঘ)

৫৬. ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী শিক্ষা নিল?
Ο ক) চুরি করা
Ο খ) ভিক্ষা করা
Ο গ) মারামারি
Ο ঘ) খেলাধুলা
সঠিক উত্তর: (খ)

৫৭. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক) রাজা
Ο খ) যাযাবর
Ο গ) শিকারি
Ο ঘ) রাজকুমার
সঠিক উত্তর: (ঘ)

৫৮. টমকে ল্যাটিন ভাষায় প্রশ্ন করা হয়েছিল কেন?
Ο ক) ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য
Ο খ) স্মৃতিশক্তি পরীক্ষার উদ্দেশ্যে
Ο গ) সত্যিকার পরিচয় পাওয়া জন্য
Ο ঘ) অন্য ভাষায় দক্ষতা না থাকায়
সঠিক উত্তর: (গ)

৫৯. টম ক্যান্টি কী হবার স্বপ্নে বিভোর থাকত?
Ο ক) রাজা
Ο খ) যাযাবর
Ο গ) শিকারী
Ο ঘ) রাজকুমার
সঠিক উত্তর: (ঘ)

৬০. রাজকুমার যে প্রাসাদে বাস করত তার নামক কী?
Ο ক) ওয়েস্ট মিনিস্টার প্যালেস
Ο খ) হোয়াইট হাউস
Ο গ) বাকিংহাম প্যালেস
Ο ঘ) গভর্নমেন্ট হাউস
সঠিক উত্তর: (ক)

৬১. রাজকুমার কার কাছে বিদ্যা শিক্ষা নিতে লাগলেন?
Ο ক) পন্ডিতের
Ο খ) রাজার
Ο গ) মন্ত্রীর
Ο ঘ) যাজকের
সঠিক উত্তর: (ক)

৬২. টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক) লন্ডন বিজ্রের কাছে
Ο খ) ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ) বস্তির বাইরে
Ο ঘ) রেলস্টেশনের ভেতরে
সঠিক উত্তর: (ক)

৬৩. কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
Ο ক) টম ক্যান্টি
Ο খ) ফাদার এন্ড্রু
Ο গ) জন ক্যান্টি
Ο ঘ) রাজকুমার এডওয়ার্ড
সঠিক উত্তর: (ঘ)

৬৪. ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে কী করার শিক্ষা নিল?
Ο ক) যুদ্ধ
Ο খ) গান
Ο গ) চুরি
Ο ঘ) ভিক্ষা
সঠিক উত্তর: (ঘ)

৬৫. সৈনিকের নাম কী ছিল?
Ο ক) মিলস
Ο খ) টমাস
Ο গ) ডেভিস
Ο ঘ) জেমস
সঠিক উত্তর: (ক)

৬৬. রাজকুমারকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছিল কে?
Ο ক) ফাদার এন্ড্রু
Ο খ) সৈনিক
Ο গ) সন্ন্যাসী
Ο ঘ) টম ক্যান্টি
সঠিক উত্তর: (খ)

৬৭. ক্যান্টি বস্তির লোকদের কাছে কী শিক্ষা নিল?
Ο ক) চুরি করা
Ο খ) ভিক্ষা করা
Ο গ) মারামারি
Ο ঘ) খেলাধুলা
সঠিক উত্তর: (খ)

৬৮. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক) উইলিয়াম শেকসপিয়র
Ο খ) ওয়াশিংটন আরভিং
Ο গ) মার্ক টোয়েন
Ο ঘ) লেভ তলস্তয়
সঠিক উত্তর: (গ)

৬৯. সৈনিকের নাম কী ছিল?
Ο ক) মিলস
Ο খ) টমাস
Ο গ) ডেভিস
Ο ঘ) জেমস
সঠিক উত্তর: (ক)

৭০. টম হাঁটতে হাঁটতে সুন্দর অট্টালিকার সামনে এসে পড়লে গেটের দারোয়ান তাকে কী করল?
Ο ক) পদাঘাত করল
Ο খ) কষে চড় দিল
Ο গ) সম্মান প্রদর্শন করল
Ο ঘ) তাড়িয়ে দিল
সঠিক উত্তর: (ক)

৭১. গভীর রাতে টমের বাবা কিসের খবর পেলেন?
Ο ক) টম ক্যান্টির পালানোর
Ο খ) দেশের রাজার মৃত্যুর
Ο গ) ফাদার এন্ড্রুর অসুস্থতার
Ο ঘ) রাজকুমারের অভিষেকের
সঠিক উত্তর: (গ)

৭২. রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
Ο ক) খড়ের বিছানায়
Ο খ) গাছের নিচে
Ο গ) গোয়াল ঘরে
Ο ঘ) বাড়ির ছাদে
সঠিক উত্তর: (ক)

৭৩. টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক) দুইবার
Ο খ) তিনবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (খ)

৭৪. রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
Ο ক) লর্ড হার্টফোর্ড
Ο খ) ফাদার এন্ড্রু
Ο গ) নরফোকের ডিউক
Ο ঘ) লর্ড চেন্সেলের
সঠিক উত্তর: (গ)

৭৫. চোরের দলের মাতবর রাজকুমারকে কী নামে নামকরণ করল?
Ο ক) টম ক্যান্টি
Ο খ) হিউগস
Ο গ) ফুফু দি ফাস্ট
Ο ঘ) রাজকুমার এডওয়ার্ড
সঠিক উত্তর: (গ)

৭৬. েএডওয়ার্ড টিউডর কোন দেশের রাজা ছিলেন?
Ο ক) ভুটান
Ο খ) ফ্রান্স
Ο গ) ইংল্যান্ড
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (গ)

৭৭. রাজকুমার কাকে তার পাশে বসালেন?
Ο ক) টম ক্যান্টি
Ο খ) ফাদার এন্ড্রু
Ο গ) মিলস হেনডেন
Ο ঘ) হাটফোর্ড
সঠিক উত্তর: (গ)

৭৮. টমের মা টমের বেশে থাকা রাজকুমারের আচরণের জন্য কাকে দায়ী করল?
Ο ক) পড়াশুনাকে
Ο খ) ঘোরাঘুরিকে
Ο গ) খেলাধুলাক
Ο ঘ) নাচ-গানকে
সঠিক উত্তর: (ক)

৭৯. রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক) শোকসভা
Ο খ) বিক্ষোভ মিছিল
Ο গ) সমাবেশ
Ο ঘ) উৎসব মিছিল
সঠিক উত্তর: (ঘ)

৮০. ‘‘সেখানকার ছেলেমেয়েরা বেশ মজা পেল।”- এখানে কোন ছেলেমেয়েদের কথা বলা হয়েছে?
Ο ক) হোস্টেলের
Ο খ) স্কূলের
Ο গ) বস্তির
Ο ঘ) রাজপ্রাসাদের
সঠিক উত্তর: (ক)

৮১. নদীর এপারে কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস। উদ্ধৃতাংশের সাথে কোন চরিত্রের মনোভাবর মিল রয়েছে?
Ο ক) এডওয়ার্ড
Ο খ) হাটফোর্ড
Ο গ) এন্ড্রু
Ο ঘ) টম ক্যান্টি
সঠিক উত্তর: (ঘ)

৮২. নিচের কোন বানানটি সঠিক?
Ο ক) সন্নাসী
Ο খ) সন্যাসী
Ο গ) সন্ন্যাসী
Ο ঘ) সন্নাসি
সঠিক উত্তর: (গ)

৮৩. কোন শতকে টম ক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করে?
Ο ক) চতুর্দশ
Ο খ) পঞ্চদশ
Ο গ) ষোড়শ
Ο ঘ) সপ্তদশ
সঠিক উত্তর: (গ)

৮৪. রাজকুমার বারবার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক) দুর্ব্যবহার করায়
Ο খ) ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ) মূর্খ হওয়ায়
Ο ঘ) পাগলামি করায়
সঠিক উত্তর: (খ)

৮৫. ক্যান্টি কার কাছ থেকে কিছু লেখাপড়া শিখেছিল?
Ο ক) ফাদার এন্ড্রু
Ο খ) ফাদার চার্লস
Ο গ) ফাদার উইলিয়াম
Ο ঘ) ফাদার ডেভিস
সঠিক উত্তর: (ক)

৮৬. টম সবসময় কীসের স্বপ্নে বিভোর হয়ে থাকত?
Ο ক) রাজা আর রাজকুমারের
Ο খ) পরীদের
Ο গ) পাতালপুরীর
Ο ঘ) রাজপ্রাসাদের
সঠিক উত্তর: (ক)

৮৭. ‘‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে নির্দয় প্রকৃতির লোক কারা?
Ο ক) রাজকুমার ও টম ক্যান্টি
Ο খ) টম ক্যান্টি ও সৈনিক
Ο গ) দারোয়ান ও টমের বাবা
Ο ঘ) ফাদার এন্ড্রু ও টম ক্যান্টি
সঠিক উত্তর: (গ)

৮৮. কয় বছল পর সৈনিকের সাথে তার ভাইয়ের দেখা হলো?
Ο ক) পায় পাঁচ বছর
Ο খ) প্রায় ছয় বছর
Ο গ) প্রায় সাত বছল
Ο ঘ) প্রয় আট বছর
সঠিক উত্তর: (গ)

৮৯. রাজকুমারের জন্মে রাজ্যময় আনন্দ কেন?
Ο ক) রাজার উত্তরসূরির আগমন
Ο খ) সুন্দর সন্তান
Ο গ) নতুন সন্তান
Ο ঘ) প্রথম সন্তান
সঠিক উত্তর: (ক)

৯০. টম ক্যান্টির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i. সে ছিল কল্পনাবিলাসী
ii. সে কিছুদিন রাজকুমারের মর্যাদা পেয়েছিল
iii. নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯১. সৈনিকের বাগদত্তার নাম কী?
Ο ক) লেডি এডিথ
Ο খ) লেডি এলিনা
Ο গ) লেডি এরিনা
Ο ঘ) লেডি এডেন
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: বাগদাদের খলিফা হারুন অর রশিদের খেয়ালে আবু হোসেন একদিনের খলিফা হয়েই রীতিমতো খলিফার ন্যায় আচরণ করা শুরু করল। সে প্রথমেই তার মাকে খাজাঞ্চিখানা থেকে এক থলে মোহর ইনাম হিসেবে পাঠিয়ে দিল। তারপরে মহল্লার মসজিদের দুষ্ট কাদেমকে ধরে এনে পঞ্চাশ ঘা চাবুক মারার নির্দেশ দিল। �

৯২. উদ্দীপকের আবু হোসেনের সমর্থন পাওয়া যায় ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের-
i. রাজকুমারের মধ্যে
ii. টম ক্যান্টির মধ্যে
iii. রাজা এডওয়ার্ডের মধ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

৯৩. উদ্দীপকের আবু হোসেন তোমার পঠিত কোন চরিত্রের প্রতিচ্ছবি?
Ο ক) লর্ড হাটফোর্ড
Ο খ) লর্ড চেন্সেলর
Ο গ) টম ক্যান্টি
Ο ঘ) রাজকুমার এডওয়ার্ড
সঠিক উত্তর: (গ)

৯৪. উদ্দীপকের খাদেমের মধ্যে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কাকে মনে পড়ে?
Ο ক) সৈনিকটিকে
Ο খ) এন্ড্রুকে
Ο গ) জন ক্যান্টিকে
Ο ঘ) হিউজ হেনডেনকে
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post