জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৪: রাজকুমার ও ভিখারির ছেলে(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৪: রাজকুমার ও ভিখারির ছেলে(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল এবং নানা আনন্দ উৎসবের আয়োজন হলো?
Ο ক) টম ক্যান্টির
Ο খ) জন ক্যান্টির
Ο গ) এডওয়ার্ডের
Ο ঘ) লর্ড হার্ডফোর্ডের
সঠিক উত্তর: (গ)

২. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
Ο ক) উইলিয়াম মেক্সপিয়ার
Ο খ) ওয়াশিংটন আরভিং
Ο গ) মার্ক টোয়েন
Ο ঘ) লেভ তলস্তয়
সঠিক উত্তর: (গ)

৩. ‘হেনডেল হল’ কার বাড়ি ছির?
Ο ক) ডিউকের
Ο খ) সৈনিকের
Ο গ) সন্ন্যাসীর
Ο ঘ) ফাদারের
সঠিক উত্তর: (খ)

৪. রাজকুমারকে সাহায্য করেছিল-
i. ফাদার এন্ড্রু
ii. সৈনিক
iii. জন ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫. টম ক্যান্টির বাবার নাম কী?
Ο ক) ডেভিড ক্যান্টি
Ο খ) টমাস ক্যান্টি
Ο গ) জন ক্যান্টি
Ο ঘ) উইলিয়াম ক্যান্টি
সঠিক উত্তর: (গ)

৬. রাজকুমারের সঙ্গী ভিক্ষুক ছেলেটির নাম কী?
Ο ক) মিলস
Ο খ) হেনরি
Ο গ) হাটফার্ড
Ο ঘ) হিউগ্‌স
সঠিক উত্তর: (ঘ)

৭. রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
Ο ক) রাজকুমার পরিচয় দেওয়অয়
Ο খ) বাঁশি বাজাচ্ছিল বলে
Ο গ) ছেলেমেয়েদের মারতে আসায়
Ο ঘ) পোশাক বদল করেছিল বলে
সঠিক উত্তর: (ক)

৮. টমের মা রাত্রে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
Ο ক) দুইবার
Ο খ) তিনবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (খ)

৯. পোশাক বদলের পর রাজকুমার ও টম ক্যান্টিকে চিনতে সবার ভূল হলো কেন?
Ο ক) তাদের চেহারাও বদল হয়ে যায়
Ο খ) তাদের চেহারা একই রকম ছিল বলে
Ο গ) তারা অসংলগ্ন আচরণ করছিল বলে
Ο ঘ) পোশাক দ্বারাই তারা আলাদাভাবে পরিচিত ছিল
সঠিক উত্তর: (খ)

১০. টম ক্যান্টি কোথায় জন্মগ্রহণ করে?
Ο ক) লন্ডনের এক প্রাসাদে
Ο খ) লন্ডনের এক বস্তিতে
Ο গ) লন্ডনের বিখ্যাত হাসপাতালে
Ο ঘ) লন্ডনের রাজপরিবারে
সঠিক উত্তর: (খ)

১১. হোস্টেলের ছেলেমেরা রাজকুমারকে কী করল?
Ο ক) মাধর করল
Ο খ) পুকুরে ছুড়ে ফেলল
Ο গ) নদীতে ছুড়ে ফেলল
Ο ঘ) আপ্যায়ন করল
সঠিক উত্তর: (খ)

১২. ষোড়শ শতাব্দীতে একই সময়ে একই দিন জন্গ্রহণ করেন-
i. রাজকুমার এডওয়ার্ড
ii. ফাদার এন্ড্রু
iii. টম ক্যান্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১৩. টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক) বস্তিতে
Ο খ) শহরে
Ο গ) গ্রামে
Ο ঘ) পাহাড়ে
সঠিক উত্তর: (ক)

১৪. আলমারি, সরাইখানা যথাক্রমে কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি, ফারসি
Ο খ) ফরাসি, আরবি
Ο গ) আরবি, হিন্দি
Ο ঘ) আরবি, ফরাসি
সঠিক উত্তর: (ক)

১৫. রাজকুমার সৈনিককে ক খেতাবে ভূষিত করল?
Ο ক) নাইট
Ο খ) ডিউক
Ο গ) আরল
Ο ঘ) মাস্টার
সঠিক উত্তর: (গ)

১৬. চোরের আস্তানায় রাজকুমারের সঙ্গী ছেলেটির নাম কী?
Ο ক) রবিন
Ο খ) ফ্রাইডে
Ο গ) হিউগস
Ο ঘ) ব্যাসানিও
সঠিক উত্তর: (ক)

১৭. মাথার উপর হাত রেখে ঘুমানো কার অভ্যাস?
Ο ক) টম ক্যান্টির
Ο খ) জন ক্যান্টির
Ο গ) রাজকুমার এডওয়ার্ডের
Ο ঘ) রাজা এডওয়ার্ড টিউডরের
সঠিক উত্তর: (ক)

১৮. জন ক্যান্টি রাগের মাথায় কাকে এক ঘা বসিয়ে দিল?
Ο ক) টম ক্যান্টিকে
Ο খ) রাজকুমার এডওয়ার্ডকে
Ο গ) ফাদার এন্ড্রুকে
Ο ঘ) লর্ড হাটফোর্ডকে
সঠিক উত্তর: (গ)

১৯. টম-এর বাবা রাজকুমারকে ভিক্ষা করাতে রাজি করার জন্য কী করল?
Ο ক) মারধর করল
Ο খ) ভয় দেখাল
Ο গ) গুদাম ঘরে আটকিয়ে রাখল
Ο ঘ) চাবুক মারল
সঠিক উত্তর: (গ)

২০. টমের কীভাবে ঘুমানের অভ্যাস?
Ο ক) হাত মাথার উপর রেখে
Ο খ) পায়ের উপর পা রেখে
Ο গ) ডানদিকে কাত হয়ে
Ο ঘ) বাঁদিকে কাত হয়ে
সঠিক উত্তর: (ক)

২১. রাজার পরামর্শদাতা কে ছিলেন?
Ο ক) ডিউক অব নরফোক
Ο খ) লর্ড চেন্সেলর
Ο গ) লর্ড হাটফোর্ড
Ο ঘ) ফাদর এন্ড্রু
সঠিক উত্তর: (খ)

২২. সমবয়সী বন্ধুদের কাছ ক্যান্টি কী হিসেবে পরিচিত হতে চাইত?
Ο ক) সৈনিক
Ο খ) গায়ক
Ο গ) রাজকুমার
Ο ঘ) শিকারি
সঠিক উত্তর: (গ)

২৩. রাজকুমার বার বার সবার কাছে অপমানিত হচ্ছিল কেন?
Ο ক) দুর্ব্যবহার করায়
Ο খ) ভিক্ষুকের বেশে থাকায়
Ο গ) মূর্খ হওয়ায়
Ο ঘ) পাগলামি করায়
সঠিক উত্তর: (খ)

২৪. ক্যান্টির সাথ প্রাসাদের দারোয়ান যা করল-
i. ঘাড়ে পাদাঘাত করল
ii. সরে পড়তে বলল
iii. কশাঘাত করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. টম কী রকম ছেলে?
Ο ক) ভ্রমণ বিলাসী
Ο খ) কল্পনাবিলাসী
Ο গ) বিদ্যানুরাগী
Ο ঘ) দায়িত্বজ্ঞানহীন
সঠিক উত্তর: (খ)

২৬. চোরের আস্তানায় রাজকুমারকে কী নামকরণ করল?
Ο ক) রবিন
Ο খ) ফ্রাইডে
Ο গ) ফুফু ‍দি ফাস্ট
Ο ঘ) ব্যাসনিও
সঠিক উত্তর: (গ)

২৭. টমের বাবা পালানোর সময় টমের মাকে কোথায় এসে মিলিত হতে বলল?
Ο ক) লন্ডন বিজ্রের কাছে
Ο খ) ওয়েস্ট মিনিস্টারের পেছনে
Ο গ) বস্তির বাইরে
Ο ঘ) রেস্টেশনের ভেতরে
সঠিক উত্তর: (ক)

২৮. সন্ন্যাসী আসল রাজকুমারকে তাঁর কী পরিচয় দিলেন?
Ο ক) ভিক্ষুক
Ο খ) চোর
Ο গ) ডাকাত সর্দার
Ο ঘ) ফেরেস্তা
সঠিক উত্তর: (ঘ)

২৯. ছদ্মাবেশী রাজকুমারকে আনন্দিত রাখার জন্য কোথায় নিয়ে যাওয়া হলো?
Ο ক) রাজ্য ভ্রমণে
Ο খ) শিকারে
Ο গ) নৌবিহারে
Ο ঘ) সমুদ্র ভ্রমণে
সঠিক উত্তর: (গ)

৩০. আপনার জীবন কী সুখের? এখানে যার জীবনের কথা বলা হয়েছে-
i. টম ক্যান্টির
ii. সৈনিকের
iii. রাজকুমারের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)

৩১. রাজকুমার টমের বাবার কাছে নিজেকে কী বলে পরিচয় দিল?
Ο ক) প্রিন্স অব ওয়াশিংটন
Ο খ) প্রিন্স অব ব্রালস
Ο গ) প্রিন্স অব ওয়েলেস
Ο ঘ) প্রিন্স অব ওয়েলিংটন
সঠিক উত্তর: (গ)

৩২. টম কী রকম ছেলে?
Ο ক) ভ্রমণবিলাসী
Ο খ) কল্পনাবিলাসী
Ο গ) দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ) বিদ্যানুরাগী
সঠিক উত্তর: (খ)

৩৩. ক্যান্টি ফদারের কাছে কোন ভাষা শিখেছিল?
Ο ক) গ্রিক
Ο খ) ল্যাটিন
Ο গ) ফরাসি
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (খ)

৩৪. রাজকুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?
Ο ক) বন্ধুত্বের নিদর্শন স্বরূপ
Ο খ) একের পোশাক অন্যের ভালো লাগায়
Ο গ) একের জীবন অন্যের ভালো লাগায়
Ο ঘ) ছদ্মবেশ ধারণ করার জন্য
সঠিক উত্তর: (গ)

৩৫. নৈসিকটি আসল রাজকুমারকে কোথায় নিয়ে গেল?
Ο ক) পাজপ্রাসাদে
Ο খ) বস্তিতে
Ο গ) লন্ডন ব্রিজে
Ο ঘ) সরাইখানায়
সঠিক উত্তর: (ঘ)

৩৬. পুলিশ� এসে সৈনিক ও রাজকুমারকে কোথায় নিয়ে যায়?
Ο ক) হেনডন হলে
Ο খ) রাজপ্রাসাদে
Ο গ) জেলখানায়
Ο ঘ) বস্তিতে
সঠিক উত্তর: (গ)

৩৭. অনেক চড়াই উৎরাই পার হয়ে রাজকুমার ও টম ক্যান্টি কী বুঝতে পারল?
Ο ক) বস্তির জীবন ভালো
Ο খ) রাজপ্রাসাদের জীবন ভালো
Ο গ) নিজ নিজ জীবই ভালো
Ο ঘ) সৈনিকের জীবন ভালো
সঠিক উত্তর: (গ)

৩৮. বালকের ভাগ্যকে যুবক সৈনিক স্বেচ্ছায় বরণ করে নেওয়ার পর রাজকুমার যা বলেছিল-
i. তুমি সব লোক থেকে মহান
ii. আমি তোমাকে আর্‌ল্‌ খেতাবে ভূষিত করলাম
iii. তোমার কোনো তুলনা নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৯. টম কী রকম ছেলে?
Ο ক) ভ্রমণবিলাসী
Ο খ) কল্পনাবিলাসী
Ο গ) দায়িত্বজ্ঞানহীন
Ο ঘ) বিদ্যানুরাগী
সঠিক উত্তর: (খ)

৪০. টম ক্যান্টির জন্ম হয় কোথায়?
Ο ক) বস্তিতে
Ο খ) শহরে
Ο গ) গ্রামে
Ο ঘ) পাহাড়ে
সঠিক উত্তর: (ক)

৪১. টম ক্যান্টি নতুন রাজা হলে তার রাজ্য যেমন হবে বলে ঘোষণা করল-
i. দয়ার
ii. ক্ষমার
iii. রক্তপাতহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
Ο ক) মোকসভা
Ο খ) বিক্ষোভ মিছিল
Ο গ) সমাবেশ
Ο ঘ) উৎসব মিছিল
সঠিক উত্তর: (ঘ)

৪৩. রাজকুমার ও টম কী বদল করল?
Ο ক) বাঁশি
Ο খ) পোশাক
Ο গ) সরাইকানা
Ο ঘ) বিদ্যালয়
সঠিক উত্তর: (ক)

৪৪. ‘বন্যেরা বন্যে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- এই বিষয়টি ফুটে উঠেছে কোন গল্পে?
Ο ক) রিপভ্যান উইংকেল
Ο খ) সাড়ে তিন হাত জমি
Ο গ) মার্চেন্ট অব ভেনিস
Ο ঘ) রাজকুমার ও ভিখারির ছেলে
সঠিক উত্তর: (ঘ)

৪৫. রাজকুমারকে টম-এর বাবার মারধর থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে এলেন?
Ο ক) টম ক্যান্টি
Ο খ) ফাদার এন্ড্রু
Ο গ) টমের মা
Ο ঘ) সৈনিক
সঠিক উত্তর: (খ)

৪৬. বিচারে মিলের কয়দিনের জেল হবার আদেশ দেয়া হলো?
Ο ক) দুই দিন
Ο খ) তিন দিন
Ο গ) চার দিন
Ο ঘ) পাঁচ দিন
সঠিক উত্তর: (ক)

৪৭. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটিতে কোন শতাব্দীর কথা বলা হয়েছে?
Ο ক) পঞ্চদশ শতাব্দী
Ο খ) ষোড়শ শতাব্দী
Ο গ) সপ্তদশ শতাব্দী
Ο ঘ) অষ্টাদশ শতাব্দী
সঠিক উত্তর: (খ)

৪৮. সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন?
Ο ক) কৃতজ্ঞতার
Ο খ) অকৃতজ্ঞতার
Ο গ) বুদ্ধিমত্তার
Ο ঘ) বোকামির
সঠিক উত্তর: (ক)

৪৯. টম ক্যান্টির জন্মের পর তার বাবা-মা খুশি হলো না কেন?
Ο ক) পুত্র সন্তান জন্মের কারণে
Ο খ) অনেক সন্তান থাকার কারণে
Ο গ) রাজার ভয়ে
Ο ঘ) দরিদ্রতার কারণে
সঠিক উত্তর: (ঘ)

৫০. রাজকুমারের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছিল তাদেরকে তিনি কী করেছিলেন?
Ο ক) রাজ্য থেকে বের করে দিয়েছিলেন
Ο খ) ক্ষমা করে দিয়েছিলেন
Ο গ) পুস্কার দিয়েছেলেন
Ο ঘ) শাস্তি দিয়েছিলেন
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post