ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র আনন্দপাঠ অধ্যায় - ২৩: কিশোর কাজি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নাজিম আলী কোজাইয়ের ফিরে না আসার ব্যাপারে কী সন্দেহে প্রকাশ করল?
Ο ক) সে জীবিত আছে কিনা
Ο খ) সে ফিরে আসতে আগ্রহী কিনা
Ο গ) সে নিখোঁজ হয়েছে কিনা
Ο ঘ) সে পথ ভুল করছে কিনা
সঠিক উত্তর: (ক)
৫২. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) স্বল্পতা বুঝাতে
Ο খ) আধিক্য বুঝাতে
Ο গ) সোনার চাকচিক্য বুঝাতে
Ο ঘ) সৌন্দর্য বুঝাতে
সঠিক উত্তর: (খ)
৫৩. খলিফা হারুন-অর-রশিদ কার সাথে বেড়াতে বের হয়েছিলেন?
Ο ক) মন্ত্রির সাথে
Ο খ) উজিরের সাথে
Ο গ) কাজির সাথে
Ο ঘ) সেনাপতির সাথে
সঠিক উত্তর: (খ)
৫৪. খলিফা বালকের কীসের দায়িত্ব নিলেন?
Ο ক) হাত খরচের
Ο খ) চিকিৎসার
Ο গ) শিক্ষার
Ο ঘ) খাওয়া পড়ার
সঠিক উত্তর: (গ)
৫৫. বন্ধু মোহরগুলো রেখে দেওয়ার মধ্যে নাজিমের যে পরিচয় ফুটে ওঠে-
i. বিশ্বাসভঙ্গকারী
ii. লোভী
iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৬. নাজিম যে জলপাই দিয়ে কলস পূর্ণ করে তা বড়জোর কত দিন আগের?
Ο ক) এক মাস
Ο খ) দুই মাস
Ο গ) ছয় মাস
Ο ঘ) আট মাস
সঠিক উত্তর: (ক)
৫৭. আলী কোজাই কত বছর আগে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল?
Ο ক) এক বছর
Ο খ) দু বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) পাঁচ বছর
সঠিক উত্তর: (খ)
৫৮. আলী কলসিটি কী দিয়ে পূর্ণ করল?
Ο ক) জাম
Ο খ) বড়েই
Ο গ) লিচু
Ο ঘ) জলপাই
সঠিক উত্তর: (ঘ)
৫৯. হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছে হলো?
Ο ক) নাজিমের
Ο খ) আলী কোজাই-এর
Ο গ) খলিফা হারুন-অর-রশীদের
Ο ঘ) বালক কাজির
সঠিক উত্তর: (খ)
৬০. বিচারালয়ে বহু মানুষের ভিড় হওয়ার কারণ কী?
Ο ক) মানুষ বিচাকার্য দেখতে পছন্দ করে
Ο খ) একজন বালক বিচারকার্য পরিচালনা করছেন বলে
Ο গ) মানুষ আলী কোজাইকে ভালোবাসত বলে
Ο ঘ) সাক্ষীর জন্য বহু মানুষের প্রয়োজন বলে
সঠিক উত্তর: (খ)
৬১. নাজিম নতুন জলপাই কিনে তা দিয়ে কলসিটি পূর্ণ করল-
i. দোষ গোপন করার জন্য
ii. মোহর আত্মসাৎ করেছে বলে
iii. আলীকে উপহার দেবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)
৬২. ‘‘অন্যথায় তোমায় বন্দি করব।” কে কার উদ্দেশ্যে একথাটি বলেছে?
i. বালক কাজি, কোজাইয়ের
ii. বালক কাজি, নাজিমের
iii. হারুন-অর- রশীদ, নাজিমের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. নাজিম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৪. আলী কোজাই পেশায় কী ছিল?
Ο ক) কাজি
Ο খ) বণিক
Ο গ) কৃষক
Ο ঘ) তাঁতি
সঠিক উত্তর: (খ)
৬৫. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬. আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) বন্ধুত্বপূর্ণ
Ο খ) শত্রুতামূলক
Ο গ) প্রভু-ভৃতের
Ο ঘ) ভ্রাতৃত্বের
সঠিক উত্তর: (ক)
৬৭. নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
Ο ক) সোনার মোহর
Ο খ) রূপার গহনা
Ο গ) সোনার গহনা
Ο ঘ) রূপার মোহর
সঠিক উত্তর: (ক)
৬৮. আলী কতদিন আগে কলসীটি নাজিমের কাছে দিয়েছিল?
Ο ক) প্রায় ৬ মাস আগে
Ο খ) প্রায় ২ বছর আগে
Ο গ) প্রায় ১ বছর আগে
Ο ঘ) প্রায় দেড় বছর আগে
সঠিক উত্তর: (খ)
৬৯. বালকেরা আনন্দিত মনে কী করতে রাজি হলো?
Ο ক) খেলাধুলা করতে
Ο খ) খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο গ) খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο ঘ) ঘুরে বেড়াতে
সঠিক উত্তর: (খ)
৭০. খলিফা হারুন-অর-রশীদ কার সাথে বেড়াতে হয়েছিলেন?
Ο ক) সেনাপতি
Ο খ) মন্ত্রী
Ο গ) উজির
Ο ঘ) কোটাল
সঠিক উত্তর: (গ)
৭১. আলী কোজাইয়ের হজ করার ইচ্ছে হলো-
i. ধর্মীয় অনুভূতি থেকে
ii. প্রতিবেশীদের হজে যেতে দেখে
iii. বন্ধুদের অনুরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭২. নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছে হয়েছিল?
Ο ক) আপেল
Ο খ) জলপাই
Ο গ) খেজুর
Ο ঘ) কাঁঠাল
সঠিক উত্তর: (খ)
৭৩. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
Ο ক) কাজির দরবারে
Ο খ) ফৌজদারি আদালতে
Ο গ) খলিফার দরবারে
Ο ঘ) দেওয়ানি আদালতে
সঠিক উত্তর: (ক)
৭৪. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ঘ)
৭৫. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক) সোনার মোহরগুলো নিতে
Ο খ) জলপাই নিতে
Ο গ) কৌতূহলের বশবর্তী হয়ে
Ο ঘ) লোভের বশবর্তী হয়ে
সঠিক উত্তর: (খ)
৭৬. মক্কায় যাবার সময় আলী কোজাই তার সমস্ত অর্থ কার কাছে রেখে গিয়েছিল?
Ο ক) নাজিমের কাছে
Ο খ) নাজিমের স্ত্রীর কাছে
Ο গ) খলিফার কাছে
Ο ঘ) নিজের স্ত্রীর কাছে
সঠিক উত্তর: (ক)
৭৭. আলী নাজিমের কাছে মোহর ফেরত চাইলে নাজিম-
i. কিছু না জানার ভান করল
ii. বিস্ময়ের ভান করল
iii. মোহর ফিরিয়ে দিতে অসম্মত হলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বালকেরা কী করতে আনন্দিত মনে রাজি হলো?
Ο ক) পুরস্কার গ্রহণ করতে
Ο খ) খেলাধুলা করতে
Ο গ) আলী ও নাজিমের বিচার করতে
Ο ঘ) খলিফা হারুন-অর-রশীদের সাথে সাক্ষাৎ করতে
সঠিক উত্তর: (গ)
৭৯. আলী কোজাইয়ের বিশ্বস্ত বন্ধুর নাম কী?
Ο ক) নিজাম
Ο খ) হারুন
Ο গ) নাজিম
Ο ঘ) রশীদ
সঠিক উত্তর: (গ)
৮০. বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
Ο ক) জলপাই কেনার জন্য
Ο খ) জলপাই বিক্রয়ের জন্য
Ο গ) জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
Ο ঘ) জলপাই কতদিন ভালো থাকে জানার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৮১. হারুন-অর-রশীদের উপাধি কী ছিল?
Ο ক) বাদশাহ্
Ο খ) সম্রাট
Ο গ) রাজা
Ο ঘ) খলিফা
সঠিক উত্তর: (ঘ)
৮২. বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা কী করলেন?
Ο ক) পুরস্কার দিলেন
Ο খ) তিরস্কার করলেন
Ο গ) রাজ্য থেকে বের করে দিলেন
Ο ঘ) প্রশংসা করলেন
সঠিক উত্তর: (ক)
৮৩. কার শাসনকালে আলী কোজাই বাগদাদে বাস করত?
Ο ক) খলিফা আল মামুনের
Ο খ) খলিফা হারুন-অর-রশীদের
Ο গ) খলিফা আল মনুসুরের
Ο ঘ) কলিফা মুতাসসিমের
সঠিক উত্তর: (খ)
৮৪. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক) বাগদাদের
Ο খ) ইরানের
Ο গ) বাহরাইনের
Ο ঘ) সৌদি আরবের
সঠিক উত্তর: (ক)
৮৫. আলী কোজাই কত দিন পর ফিরে আসে?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
সঠিক উত্তর: (খ)
৮৬. ‘‘কিন্তু আমি তা ছুঁইনি।” উক্তিটি কার?
Ο ক) নাজিমের
Ο খ) আলী কোজাইয়ের
Ο গ) নাজিমের স্ত্রীর
Ο ঘ) উজিরের
সঠিক উত্তর: (ক)
৮৭. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক) সোনার মোহরগুলো নিতে
Ο খ) জলপাই নিতে
Ο গ) লোভের বশবর্তী হয়ে
Ο ঘ) কৌতূহলের বশবর্তী হয়ে
সঠিক উত্তর: (খ)
৮৮. যত্নে রাখলে জলপাই বড়জোর কত দিন টাটকা বা ভালো থাকে?
Ο ক) তিন মাস
Ο খ) ছয় মাস
Ο গ) নয় মাস
Ο ঘ) বারো মাস
সঠিক উত্তর: (খ)
৮৯. বন্ধু কোজাই-এর মোহরগুলো ফিরিয়ে না দিয়ে নাজিম কী করেছে?
Ο ক) বন্ধুত্বের অমর্যাদা
Ο খ) আমানতের খেয়ানত
Ο গ) কপটতা
Ο ঘ) সঠিক কাজ
সঠিক উত্তর: (খ)
৯০. ‘কিশোর কাজি’ গল্পে বণিক কে?
Ο ক) নাজিম
Ο খ) নিজাম
Ο গ) আজিম
Ο ঘ) আলী কোজাই
সঠিক উত্তর: (ঘ)
৯১. দরবার, নালিশ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) ফরাসি
Ο ঘ) হিন্দি
সঠিক উত্তর: (খ)
৯২. জলপাই খেতে ইচ্ছে হলো কার?
Ο ক) আলী কোজাইয়ের
Ο খ) নাজিমের
Ο গ) নাজিমের স্ত্রীর
Ο ঘ) হারুন-অর-রশীদের
সঠিক উত্তর: (গ)
৯৩. কখন সোনার টাকার প্রচলন ছিল?
Ο ক) প্রাচীনকালে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক কালে
Ο ঘ) বর্তমান কালে
সঠিক উত্তর: (ক)
৯৪. অনেক চিন্তাভাবনা করে আলী কী কিনল?
Ο ক) জমি
Ο খ) বাড়ি
Ο গ) কলসি
Ο ঘ) জলপাই
সঠিক উত্তর: (গ)
৯৫. জলপাইয়ের কলসিতে মোহর রাখার মাধ্যমে আলী কোজাইয়ের কোন মানসিকতা ধরা পড়ে?
Ο ক) সত্য গোপনে সুচতুর
Ο খ) সম্পদের প্রতি উদাসীন
Ο গ) রক্ষণাবেক্ষণে পারদর্শী
Ο ঘ) বন্ধুর প্রতি অবিশ্বাসী
সঠিক উত্তর: (গ)
৯৬. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক) বাগদাদের
Ο খ) ইরানের
Ο গ) বাহরাইনের
Ο ঘ) সৌদি আরবের
সঠিক উত্তর: (ক)
৯৭. মোহরগুলো ফিরে পাওয়ার জন্য আলী কোজাই-
i. বন্ধুকে অনুরোধ করল
ii. বন্ধুকে ভয় দেখাল
iii. কাজির দরবারে নালিশ করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মুরাদ তার বন্ধু আসাদকে কিছু টাকা ধার দিল। প্রয়োজন পড়ায় মুরাদ টাকাটা ফেরত চাইলে আসাদ টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করল।
৯৮. উদ্দীপকের আসাদের সাথে “কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
Ο ক) নাজিম
Ο খ) কাজি
Ο গ) আলী
Ο ঘ) হারুন-অর-রশীদ
সঠিক উত্তর: (ক)
৯৯. আসাদ ও উক্ত চরিত্রের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য উপস্থিত?
i. প্রতারণা
ii. চতুরতা
iii. মিথ্যাবদিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নাজিম আলী কোজাইয়ের ফিরে না আসার ব্যাপারে কী সন্দেহে প্রকাশ করল?
Ο ক) সে জীবিত আছে কিনা
Ο খ) সে ফিরে আসতে আগ্রহী কিনা
Ο গ) সে নিখোঁজ হয়েছে কিনা
Ο ঘ) সে পথ ভুল করছে কিনা
সঠিক উত্তর: (ক)
৫২. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) স্বল্পতা বুঝাতে
Ο খ) আধিক্য বুঝাতে
Ο গ) সোনার চাকচিক্য বুঝাতে
Ο ঘ) সৌন্দর্য বুঝাতে
সঠিক উত্তর: (খ)
৫৩. খলিফা হারুন-অর-রশিদ কার সাথে বেড়াতে বের হয়েছিলেন?
Ο ক) মন্ত্রির সাথে
Ο খ) উজিরের সাথে
Ο গ) কাজির সাথে
Ο ঘ) সেনাপতির সাথে
সঠিক উত্তর: (খ)
৫৪. খলিফা বালকের কীসের দায়িত্ব নিলেন?
Ο ক) হাত খরচের
Ο খ) চিকিৎসার
Ο গ) শিক্ষার
Ο ঘ) খাওয়া পড়ার
সঠিক উত্তর: (গ)
৫৫. বন্ধু মোহরগুলো রেখে দেওয়ার মধ্যে নাজিমের যে পরিচয় ফুটে ওঠে-
i. বিশ্বাসভঙ্গকারী
ii. লোভী
iii. প্রতারক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৬. নাজিম যে জলপাই দিয়ে কলস পূর্ণ করে তা বড়জোর কত দিন আগের?
Ο ক) এক মাস
Ο খ) দুই মাস
Ο গ) ছয় মাস
Ο ঘ) আট মাস
সঠিক উত্তর: (ক)
৫৭. আলী কোজাই কত বছর আগে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল?
Ο ক) এক বছর
Ο খ) দু বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) পাঁচ বছর
সঠিক উত্তর: (খ)
৫৮. আলী কলসিটি কী দিয়ে পূর্ণ করল?
Ο ক) জাম
Ο খ) বড়েই
Ο গ) লিচু
Ο ঘ) জলপাই
সঠিক উত্তর: (ঘ)
৫৯. হজব্রত পালনের জন্য কার মক্কা যাওয়ার খুব ইচ্ছে হলো?
Ο ক) নাজিমের
Ο খ) আলী কোজাই-এর
Ο গ) খলিফা হারুন-অর-রশীদের
Ο ঘ) বালক কাজির
সঠিক উত্তর: (খ)
৬০. বিচারালয়ে বহু মানুষের ভিড় হওয়ার কারণ কী?
Ο ক) মানুষ বিচাকার্য দেখতে পছন্দ করে
Ο খ) একজন বালক বিচারকার্য পরিচালনা করছেন বলে
Ο গ) মানুষ আলী কোজাইকে ভালোবাসত বলে
Ο ঘ) সাক্ষীর জন্য বহু মানুষের প্রয়োজন বলে
সঠিক উত্তর: (খ)
৬১. নাজিম নতুন জলপাই কিনে তা দিয়ে কলসিটি পূর্ণ করল-
i. দোষ গোপন করার জন্য
ii. মোহর আত্মসাৎ করেছে বলে
iii. আলীকে উপহার দেবার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)
৬২. ‘‘অন্যথায় তোমায় বন্দি করব।” কে কার উদ্দেশ্যে একথাটি বলেছে?
i. বালক কাজি, কোজাইয়ের
ii. বালক কাজি, নাজিমের
iii. হারুন-অর- রশীদ, নাজিমের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৩. নাজিম কী প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর
iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৪. আলী কোজাই পেশায় কী ছিল?
Ο ক) কাজি
Ο খ) বণিক
Ο গ) কৃষক
Ο ঘ) তাঁতি
সঠিক উত্তর: (খ)
৬৫. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬. আলী ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
Ο ক) বন্ধুত্বপূর্ণ
Ο খ) শত্রুতামূলক
Ο গ) প্রভু-ভৃতের
Ο ঘ) ভ্রাতৃত্বের
সঠিক উত্তর: (ক)
৬৭. নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেল?
Ο ক) সোনার মোহর
Ο খ) রূপার গহনা
Ο গ) সোনার গহনা
Ο ঘ) রূপার মোহর
সঠিক উত্তর: (ক)
৬৮. আলী কতদিন আগে কলসীটি নাজিমের কাছে দিয়েছিল?
Ο ক) প্রায় ৬ মাস আগে
Ο খ) প্রায় ২ বছর আগে
Ο গ) প্রায় ১ বছর আগে
Ο ঘ) প্রায় দেড় বছর আগে
সঠিক উত্তর: (খ)
৬৯. বালকেরা আনন্দিত মনে কী করতে রাজি হলো?
Ο ক) খেলাধুলা করতে
Ο খ) খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο গ) খলিফার দরবারে গিয়ে বিচার করতে
Ο ঘ) ঘুরে বেড়াতে
সঠিক উত্তর: (খ)
৭০. খলিফা হারুন-অর-রশীদ কার সাথে বেড়াতে হয়েছিলেন?
Ο ক) সেনাপতি
Ο খ) মন্ত্রী
Ο গ) উজির
Ο ঘ) কোটাল
সঠিক উত্তর: (গ)
৭১. আলী কোজাইয়ের হজ করার ইচ্ছে হলো-
i. ধর্মীয় অনুভূতি থেকে
ii. প্রতিবেশীদের হজে যেতে দেখে
iii. বন্ধুদের অনুরোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭২. নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছে হয়েছিল?
Ο ক) আপেল
Ο খ) জলপাই
Ο গ) খেজুর
Ο ঘ) কাঁঠাল
সঠিক উত্তর: (খ)
৭৩. নিরুপায় হয়ে আলী কোজাই কোথায় নালিশ করল?
Ο ক) কাজির দরবারে
Ο খ) ফৌজদারি আদালতে
Ο গ) খলিফার দরবারে
Ο ঘ) দেওয়ানি আদালতে
সঠিক উত্তর: (ক)
৭৪. যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস টাটকা থাকে?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ঘ)
৭৫. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক) সোনার মোহরগুলো নিতে
Ο খ) জলপাই নিতে
Ο গ) কৌতূহলের বশবর্তী হয়ে
Ο ঘ) লোভের বশবর্তী হয়ে
সঠিক উত্তর: (খ)
৭৬. মক্কায় যাবার সময় আলী কোজাই তার সমস্ত অর্থ কার কাছে রেখে গিয়েছিল?
Ο ক) নাজিমের কাছে
Ο খ) নাজিমের স্ত্রীর কাছে
Ο গ) খলিফার কাছে
Ο ঘ) নিজের স্ত্রীর কাছে
সঠিক উত্তর: (ক)
৭৭. আলী নাজিমের কাছে মোহর ফেরত চাইলে নাজিম-
i. কিছু না জানার ভান করল
ii. বিস্ময়ের ভান করল
iii. মোহর ফিরিয়ে দিতে অসম্মত হলো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বালকেরা কী করতে আনন্দিত মনে রাজি হলো?
Ο ক) পুরস্কার গ্রহণ করতে
Ο খ) খেলাধুলা করতে
Ο গ) আলী ও নাজিমের বিচার করতে
Ο ঘ) খলিফা হারুন-অর-রশীদের সাথে সাক্ষাৎ করতে
সঠিক উত্তর: (গ)
৭৯. আলী কোজাইয়ের বিশ্বস্ত বন্ধুর নাম কী?
Ο ক) নিজাম
Ο খ) হারুন
Ο গ) নাজিম
Ο ঘ) রশীদ
সঠিক উত্তর: (গ)
৮০. বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
Ο ক) জলপাই কেনার জন্য
Ο খ) জলপাই বিক্রয়ের জন্য
Ο গ) জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
Ο ঘ) জলপাই কতদিন ভালো থাকে জানার জন্য
সঠিক উত্তর: (ঘ)
৮১. হারুন-অর-রশীদের উপাধি কী ছিল?
Ο ক) বাদশাহ্
Ο খ) সম্রাট
Ο গ) রাজা
Ο ঘ) খলিফা
সঠিক উত্তর: (ঘ)
৮২. বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা কী করলেন?
Ο ক) পুরস্কার দিলেন
Ο খ) তিরস্কার করলেন
Ο গ) রাজ্য থেকে বের করে দিলেন
Ο ঘ) প্রশংসা করলেন
সঠিক উত্তর: (ক)
৮৩. কার শাসনকালে আলী কোজাই বাগদাদে বাস করত?
Ο ক) খলিফা আল মামুনের
Ο খ) খলিফা হারুন-অর-রশীদের
Ο গ) খলিফা আল মনুসুরের
Ο ঘ) কলিফা মুতাসসিমের
সঠিক উত্তর: (খ)
৮৪. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক) বাগদাদের
Ο খ) ইরানের
Ο গ) বাহরাইনের
Ο ঘ) সৌদি আরবের
সঠিক উত্তর: (ক)
৮৫. আলী কোজাই কত দিন পর ফিরে আসে?
Ο ক) এক বছর
Ο খ) দুই বছর
Ο গ) তিন বছর
Ο ঘ) চার বছর
সঠিক উত্তর: (খ)
৮৬. ‘‘কিন্তু আমি তা ছুঁইনি।” উক্তিটি কার?
Ο ক) নাজিমের
Ο খ) আলী কোজাইয়ের
Ο গ) নাজিমের স্ত্রীর
Ο ঘ) উজিরের
সঠিক উত্তর: (ক)
৮৭. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
Ο ক) সোনার মোহরগুলো নিতে
Ο খ) জলপাই নিতে
Ο গ) লোভের বশবর্তী হয়ে
Ο ঘ) কৌতূহলের বশবর্তী হয়ে
সঠিক উত্তর: (খ)
৮৮. যত্নে রাখলে জলপাই বড়জোর কত দিন টাটকা বা ভালো থাকে?
Ο ক) তিন মাস
Ο খ) ছয় মাস
Ο গ) নয় মাস
Ο ঘ) বারো মাস
সঠিক উত্তর: (খ)
৮৯. বন্ধু কোজাই-এর মোহরগুলো ফিরিয়ে না দিয়ে নাজিম কী করেছে?
Ο ক) বন্ধুত্বের অমর্যাদা
Ο খ) আমানতের খেয়ানত
Ο গ) কপটতা
Ο ঘ) সঠিক কাজ
সঠিক উত্তর: (খ)
৯০. ‘কিশোর কাজি’ গল্পে বণিক কে?
Ο ক) নাজিম
Ο খ) নিজাম
Ο গ) আজিম
Ο ঘ) আলী কোজাই
সঠিক উত্তর: (ঘ)
৯১. দরবার, নালিশ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) ফরাসি
Ο ঘ) হিন্দি
সঠিক উত্তর: (খ)
৯২. জলপাই খেতে ইচ্ছে হলো কার?
Ο ক) আলী কোজাইয়ের
Ο খ) নাজিমের
Ο গ) নাজিমের স্ত্রীর
Ο ঘ) হারুন-অর-রশীদের
সঠিক উত্তর: (গ)
৯৩. কখন সোনার টাকার প্রচলন ছিল?
Ο ক) প্রাচীনকালে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক কালে
Ο ঘ) বর্তমান কালে
সঠিক উত্তর: (ক)
৯৪. অনেক চিন্তাভাবনা করে আলী কী কিনল?
Ο ক) জমি
Ο খ) বাড়ি
Ο গ) কলসি
Ο ঘ) জলপাই
সঠিক উত্তর: (গ)
৯৫. জলপাইয়ের কলসিতে মোহর রাখার মাধ্যমে আলী কোজাইয়ের কোন মানসিকতা ধরা পড়ে?
Ο ক) সত্য গোপনে সুচতুর
Ο খ) সম্পদের প্রতি উদাসীন
Ο গ) রক্ষণাবেক্ষণে পারদর্শী
Ο ঘ) বন্ধুর প্রতি অবিশ্বাসী
সঠিক উত্তর: (গ)
৯৬. হারুন-অর-রশিদ কোথাকার শাসক ছিলেন?
Ο ক) বাগদাদের
Ο খ) ইরানের
Ο গ) বাহরাইনের
Ο ঘ) সৌদি আরবের
সঠিক উত্তর: (ক)
৯৭. মোহরগুলো ফিরে পাওয়ার জন্য আলী কোজাই-
i. বন্ধুকে অনুরোধ করল
ii. বন্ধুকে ভয় দেখাল
iii. কাজির দরবারে নালিশ করল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মুরাদ তার বন্ধু আসাদকে কিছু টাকা ধার দিল। প্রয়োজন পড়ায় মুরাদ টাকাটা ফেরত চাইলে আসাদ টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করল।
৯৮. উদ্দীপকের আসাদের সাথে “কিশোর কাজি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
Ο ক) নাজিম
Ο খ) কাজি
Ο গ) আলী
Ο ঘ) হারুন-অর-রশীদ
সঠিক উত্তর: (ক)
৯৯. আসাদ ও উক্ত চরিত্রের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্য উপস্থিত?
i. প্রতারণা
ii. চতুরতা
iii. মিথ্যাবদিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Bangla1st