জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ২০: জাগো তবে অরণ্য কন্যারা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ২০: জাগো তবে অরণ্য কন্যারা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. “ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ-”
Ο ক) ম্লান
Ο খ) গান
Ο গ) অম্লান
Ο ঘ) প্রাণ
সঠিক উত্তর: (ক)

৪২. কোথায় ছন্দ তান তুলে মুমূর্ষ ধরা-প্রাণ বাঁচাতে বলা হয়েছে?
Ο ক) কঙ্কণে
Ο খ) অলকে
Ο গ) বাজুতে
Ο ঘ) কর্ণ-দুলে
সঠিক উত্তর: (ক)

৪৩. মৌসুমি ফুলের গান আর কবির কণ্ঠে জাগে না কেন?
i. অরণ্য নিধনে তিনি ব্যথিত বলে
ii. চারিদেকে হাহাকার শুনে
iii. স্বামী বিয়োগে ব্যথিত বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৪. কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন যেভাবে-
i. আড়মোড়া ভেঙে
ii. লেলিহান শিখা মেলে
iii. আগুন রঙা ফুল ফুটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৫. কবি সুফিয়া কামাল পৃথিবীর জীবনকে কী বলেছেন?
Ο ক) ক্ষুধার্ত
Ο খ) ভয়ার্ত
Ο গ) ম্লান
Ο ঘ) মুমূর্ষু
সঠিক উত্তর: (ঘ)

৪৬. শিশুদের জন্য কবি সুফিয়া কামাল লিখেছেন-
i. ইতল বিতল
ii. মোর যাদুদের সমাধি পরে
iii. নওল কিশোরের দরবারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৪৭. সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন?
Ο ক) ভািইয়ের সহযোগিতায়
Ο খ) নিজের চেষ্টায়
Ο গ) বাবার তত্ত্বাবধানে
Ο ঘ) স্বামীর পৃষ্টপোষকতায়
সঠিক উত্তর: (খ)

৪৮. সুফিয়া কামাল কখন থেকে কবিতাচর্চা শুরু করেন?
Ο ক) ছোটবেলা থেকে
Ο খ) কলেজজীবন থেকে
Ο গ) বিয়ের পর
Ο ঘ) বিশ্ববিদ্যালয় থেকে
সঠিক উত্তর: (ক)

৪৯. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় চারিদিকে কবি কী শোনেন?
Ο ক) আনন্দধ্বনি
Ο খ) চিৎকার
Ο গ) ক্রন্দন
Ο ঘ) হাহাকার
সঠিক উত্তর: (ঘ)

৫০. মাটি কার পানে চায়?
Ο ক) অরণ্যের
Ο খ) মৌসুমি ফুলের
Ο গ) ক্ষুধার্ত মানুষের
Ο ঘ) ম্লান মুখের
সঠিক উত্তর: (ক)

৫১. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার মাটি কার পানে চায়?
Ο ক) আকামের
Ο খ) পাহাড়ের
Ο গ) নক্ষত্রের
Ο ঘ) অরণ্যের
সঠিক উত্তর: (ঘ)

৫২. নিজের কোন বানানটি সঠিক?
Ο ক) মুমুর্ষ
Ο খ) মূমূর্ষ
Ο গ) মুমূর্ষু
Ο ঘ) মমুর্ষূ
সঠিক উত্তর: (গ)

৫৩. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় ‘নিবিড় ছায়া’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
Ο ক) গাঢ় ছায়া
Ο খ) মেঘের ছায়া
Ο গ) হালকা ছায়া
Ο ঘ) রাতের ছায়া
সঠিক উত্তর: (ক)

৫৪. মানুষের দৃষ্টি ক্ষুধার্ত ভয়ার্ত-
i. মাটির মমতারস পেয়ে
ii. সূর্যের আলোয় সিক্ত হয়ে
iii. জোছনার নরম আলোয় ভিজে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫৫. ধরা-প্রাণ কী?
Ο ক) পৃথিবীর জীবন
Ο খ) মৃত্যুর জন্যে গান
Ο গ) আখেরাতের জীবন
Ο ঘ) অস্তিত্ব রক্ষার গান
সঠিক উত্তর: (ক)

৫৬. কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস ছিল-
Ο ক) বরিশাল
Ο খ) কুমিল্লা
Ο গ) মুন্সিগঞ্জ
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (খ)

৫৭. মুমূর্ষ ধরা-প্রাণ জেগে উঠতে পারে-
i. সবুজ বৃক্ষের সমারোহে
ii. অরণ্য কন্যার জাগরণে
iii. প্রচুর বৃষ্টিপাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫৮. সব মুখ ম্লান কেন?
Ο ক) বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
Ο খ) প্রকৃতিতে মৌসুমি ফুল নেই বলে
Ο গ) কবি অভিমানে নীরব বলে
Ο ঘ) মানুষ মুমূর্ষু বলে
সঠিক উত্তর: (ক)

৫৯. ‘তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন’-অতন্দ্র নয়ন বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) তন্দ্রাহীন নয়ন
Ο খ) তন্দ্রাচ্ছন্ন নয়ন
Ο গ) ঘুমকাতুরে
Ο ঘ) নিদ্রাচ্ছন্ন নয়ন
সঠিক উত্তর: (ক)

৬০. ‘ম্লান’ বলতে বোঝানো হয়েছে নিচের কোনটি?
Ο ক) ময়লা
Ο খ) মলিন
Ο গ) অসুন্দর
Ο ঘ) অমলিন
সঠিক উত্তর: (খ)

৬১. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
Ο ক) গোলাপ
Ο খ) শাপলা
Ο গ) মৌসুমী ফুল
Ο ঘ) অরণ্য ফুল
সঠিক উত্তর: (গ)

৬২. কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন
i. চারিদিকে সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টির জন্য
ii. ফুলে ও ফসলে পৃথিবী ভরে তোলার জন্য
iii. মানুষের বিপন্ন অস্তিত্ব রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৩. মানুষের দৃষ্টি ভয়ার্ত হওয়ার কারণ-
i. প্রকৃতিতে ফৃুল ফসল কমে যাওয়ায়
ii. বিদেশি অর্থ সাহায্য বন্ধ হওয়ায়
iii. সবুজ প্রকৃতি বিলীন হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬৪. কবি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন-
Ο ক) মামার বাড়িতে
Ο খ) খালার বাড়িতে
Ο গ) বাপের বাড়িতে
Ο ঘ) ফুফুর বাড়িতে
সঠিক উত্তর: (ক)

৬৫. সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
Ο ক) বরিশাল
Ο খ) চট্টগ্রাম
Ο গ) কুমিল্লা
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (ক)

৬৬. পল্লবের নিবিড় ছায়ায় কার স্নেহ ঝরে পড়ছে?
Ο ক) মাটির
Ο খ) আলোর
Ο গ) রোদের
Ο ঘ) সূর্সের
সঠিক উত্তর: (গ)

৬৭. প্রকৃতির বিলীনতায় কবি মানুষের মাঝে যে পরিবর্তন লক্ষ করেছেন তা হলো-
i. ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি
ii. সব ম্লান মুখ
iii. জীর্ণ-শীর্ণ চেহারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬৮. কবি সুফিয়া কামাল কিছুকাল কোথায় শিক্ষকতা করেন?
Ο ক) ঢাকায়
Ο খ) কলকাতায়
Ο গ) বরিশালে
Ο ঘ) চট্টগ্রামে
সঠিক উত্তর: (খ)

৬৯. কোথায় স্নেহ চুয়ে পড়ছে?
Ο ক) মৌসুমি ফুলে
Ο খ) ম্লান মুখে
Ο গ) পল্লবের নিবিড় ছায়ায়
Ο ঘ) কবির স্নিগ্ধ দৃষ্টিতে
সঠিক উত্তর: (গ)

৭০. কোথায় স্নেহ চুয়ে পড়েছে?
Ο ক) মৌসুমি ফুলে
Ο খ) ম্লান মুখে
Ο গ) পল্লবের নিবিড় ছায়ায়
Ο ঘ) কবির স্নিগ্ধ দৃষ্টিতে
সঠিক উত্তর: (গ)

৭১. বহ্নিজ্বালা কোাথায় বাজে?
Ο ক) মর্মরে
Ο খ) হৃদয়ে
Ο গ) বক্ষে
Ο ঘ) বৃক্ষে
সঠিক উত্তর: (গ)

৭২. কোনটি সুফিয়অ কামালের কাব্যগ্রন্থ?
Ο ক) বনফুল
Ο খ) বনলতা সেন
Ο গ) সাঁঝের মায়া
Ο ঘ) চক্রবাক
সঠিক উত্তর: (গ)

৭৩. মুমূর্ষু ধারা-প্রাণ জেগে উঠতে পারে-
i. সবুজ বৃক্ষের সমারোহে
ii. অরণ্য কন্যার জাগরণে
iii. প্রচুর বৃষ্টিপাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭৪. কবি চারিদিকে হাহাকার শোনেন, কেননা-
i. নেই কারও কন্ঠে আর গান
ii. প্রাণহীন সব মুখ ম্লান
iii. ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৭৫. কবি কীসের আনন্দ আনার আহ্বান জানিয়েছেন-
Ο ক) দেহের
Ο খ) আত্মার
Ο গ) জীবনের
Ο ঘ) পৃথিবীর
সঠিক উত্তর: (খ)

৭৬. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ছিল?
Ο ক) বরিশাল
Ο খ) কুমিল্লা
Ο গ) সিরাজগঞ্জ
Ο ঘ) পাবনা
সঠিক উত্তর: (খ)

৭৭. মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
Ο ক) সাধারণ মানুষের
Ο খ) সুফিয়া কামালের
Ο গ) অরণ্যের
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)

৭৮. ‘নয়ন’ শব্দটির অর্থ কী?
Ο ক) চোখ
Ο খ) নাক
Ο গ) মুখ
Ο ঘ) কপাল
সঠিক উত্তর: (ক)

৭৯. ‘ক্ষরিছে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) খনন করছে
Ο খ) চুয়ে চুয়ে পড়ছে
Ο গ) খর খর শব্দ করছে
Ο ঘ) রক্তক্ষরণ হচ্ছে
সঠিক উত্তর: (খ)

৮০. কবি ফুলের ফসল আনতে বলেছেন-
i. ক্ষুধার্তের জন্য
ii. সৌন্দর্যপিপাসুদের জন্য
iii. যারা অন্ধকারে জেগে আছে তাদের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: শুভ গ্রামে বেড়াতে গিয়ে এ হাটের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্য হয়ে দেখল এক বৃদ্ধ চিৎকার করে বলছে- ‘তোমরা আমার কাছে ঔষধ চেয়ো না বরং এক একটি বৃক্ষ নিয়ে যাও। ঔষধ আমি কোথা তেকে দেব? ঔষধের গাছ তো নেই।’ শুভ চিন্তা করে দেখল, ভভিষ্যতে আমরা ঔষধ কোথায় পাব?

৮১. উদ্দীপকে বর্ণিত বৃদ্ধের চিৎকার ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন দিক নির্দেশ করে?
Ο ক) গাছ লাগাও পরিবেশ বাঁচাও
Ο খ) গাছ কাটো পরিবেশ নষ্ট করো
Ο গ) গাছ কাটে ইটের ভাটা দাও
Ο ঘ) গাছ কাটো দালান কোঠা করো
সঠিক উত্তর: (ক)

৮২. ‘ঔষধ আমি কোথা থেকে দেব? ঔষধের গাছ তো নেই?’- ‘জাগো তবে অরণ্য কন্যার’ কবিতার কবির মনোভাব ও বৃদ্ধের মনোভাব একই দিকে প্রতিফলিত হচেছ। তা হলো-
i. গাছ লাগাও পরিবেশ বাঁচাও
ii. ভভিষ্যতের জন্যে বৃক্ষরোপণ প্রয়োজনীয়
iii. শহর রক্ষায় গাছ কাটো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post