জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ২০: জাগো তবে অরণ্য কন্যারা(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ২০: জাগো তবে অরণ্য কন্যারা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. পল্লবের নিবিড় ছায়ায় কার স্নেহ ঝরে পড়ছে?
Ο ক) মাটির
Ο খ) সূর্যের
Ο গ) আলোর
Ο ঘ) রোদের
সঠিক উত্তর: (ক)

২. ‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
Ο ক) পানি
Ο খ) খাদ্য
Ο গ) ফলমূল
Ο ঘ) অমৃত
সঠিক উত্তর: (খ)

৩. বৃক্ষের বুকে বহ্নিজ্বালা-
i. বৃক্ষনিধনের কারণে
ii. বন উজাড় হয়ে যাওয়ার কারণে
iii. খরার প্রচন্ড দাবদাহের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪. সকলের ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
Ο ক) মৌসুমি ফুল ফোটে নি বলে
Ο খ) অস্তিত্ব হুমকির মুখে বলে
Ο গ) তারা অতি দরিদ্র বলে
Ο ঘ) আত্মার আনন্দ আর নেই বলে
সঠিক উত্তর: (খ)

৫. কবি সুফিয়া কামাল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
Ο ক) বাসন্ডা গ্রামে
Ο খ) তাম্বুলখানা গ্রামে
Ο গ) বাড়িয়াল গ্রামে
Ο ঘ) শায়েস্তাবাদ গ্রামে
সঠিক উত্তর: (ঘ)

৬. ফুলেরৈ ফসল নেই, নেই কারও কণ্ঠে আর-
Ο ক) প্রাণ
Ο খ) গান
Ο গ) দু:খ
Ο ঘ) হতাশা
সঠিক উত্তর: (খ)

৭. কারো কন্ঠে গান নেই-কবি কেন এ কথা বলেছেন?
Ο ক) প্রকৃতির বিপন্নতার জন্য
Ο খ) মানুষ এখন গান শোনে না
Ο গ) গান গাওয়অর মানুষ নেই বলে
Ο ঘ) কারো মানুষের খাবার নেই বলে
সঠিক উত্তর: (ক)

৮. কবি সুফিয়া কামাল পৃথিবীর জীবনকে কী বলেছেন?
Ο ক) ক্ষুধার্ত
Ο খ) ভয়ার্তে
Ο গ) ম্লান
Ο ঘ) মুমূর্ষু
সঠিক উত্তর: (ঘ)

৯. কোনটি সুফিয়া কামালের স্মৃতিমূলক গ্রন্থ?
Ο ক) আমি বিজয় দেখেছি
Ο খ) আমার ডায়েরী
Ο গ) সাঁজের মায়া
Ο ঘ) একাত্তরের ডায়েরী
সঠিক উত্তর: (ঘ)

১০. কবি কেন ব্যথিত হন?
Ο ক) ফুল-ফল না থাকায়
Ο খ) মৌসুমি গান শোনায়
Ο গ) অরণ্য-নিধন লক্ষ করে
Ο ঘ) বৃক্ষের বহ্নিজ্বালা দেখে
সঠিক উত্তর: (গ)

১১. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কবির কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
Ο ক) সাঁঝের মায়া
Ο খ) উদাত্ত পৃথিবী
Ο গ) মায়া কাজল
Ο ঘ) উতল বিতল
সঠিক উত্তর: (খ)

১২. কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন?
Ο ক) জাগরণের
Ο খ) মৃত্যুর
Ο গ) হারিয়ে যাওয়ার
Ο ঘ) বিলীন হয়ে যাওয়ার
সঠিক উত্তর: (ক)

১৩. কার বুকে বহ্নি জ্বালা?
Ο ক) ফুলের
Ο খ) ফলের
Ο গ) বৃক্ষের
Ο ঘ) সকলের
সঠিক উত্তর: (গ)

১৪. কবি অরণ্য কন্যাদের আত্মার জন্য কী আনতে বলেছেন?
Ο ক) খাদ্য
Ο খ) সুখ
Ο গ) পরিতৃপ্তি
Ο ঘ) আনন্দ
সঠিক উত্তর: (ঘ)

১৫. ‘তিমির’ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো-
Ο ক) আলোক
Ο খ) অন্ধকার
Ο গ) জ্যোৎস্না
Ο ঘ) আলো-ছায়া
সঠিক উত্তর: (খ)

১৬. ‘পল্লব’ শব্দের অর্থ কী?
Ο ক) গাছের নতুন পাতা
Ο খ) গাছের নতুন ফুল
Ο গ) গাছের নতুন ফল
Ο ঘ) গাছের নতুন শাখা
সঠিক উত্তর: (ক)

১৭. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতারয় পঙ্‌ক্তি সংখ্যা হলো-
Ο ক) বারো
Ο খ) চৌদ্দ
Ο গ) ষোলো
Ο ঘ) আঠারো
সঠিক উত্তর: (গ)

১৮. কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন-
i. আড়মোড়া ভেঙে
ii. লেলিহান শিখা মেলে
iii. আগুন রঙা ফুল ফুটিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. মৌসুমি ফুলের গান কার কন্ঠে আর জাগে না?
Ο ক) মানুষের
Ο খ) কবির
Ο গ) অরণ্যের
Ο ঘ) পাখির
সঠিক উত্তর: (খ)

২০. অরণ্যকন্যার কাছে কবির আহ্বানের বাণীরূপ কোনটি?
i. ফুলের ফসল আনো
ii. খাদ্য আনো ক্ষুধার্তের লাগি
iii. আনো বৃক্ষের বহ্নিজ্বালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২১. কঙ্কণে কিসের তান তোলা হয়?
Ο ক) কবিতার
Ο খ) বীণার
Ο গ) গাণের
Ο ঘ) ছন্দের
সঠিক উত্তর: (ঘ)

২২. কবি সুফিয়া কামাল আনতে বলেছেন-
i. ফুলের ফসল
ii. ক্ষুধার্তের খাদ্য
iii. আত্মার আনন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কোনটি সুফিয়া কামালের রচনা?
Ο ক) আকাত্তরের ডায়েরী
Ο খ) একাত্তরের দিনগুলি
Ο গ) একাত্তরের দিনলিপি
Ο ঘ) স্মৃতিময় একাত্তর
সঠিক উত্তর: (ক)

২৪. সুফিয়া কামাল কোন বয়সে কবিতাচর্চা শুরু করেছিলেন?
Ο ক) ছোটোবেলায়
Ο খ) যৌবনে
Ο গ) প্রৌঢ় বয়সে
Ο ঘ) বৃদ্ধ বয়সে
সঠিক উত্তর: (ক)

২৫. ‘ম্লান’ শব্দের অর্থ কী?
Ο ক) মলিন
Ο খ) মসলিন
Ο গ) ক্ষরা
Ο ঘ) মহান
সঠিক উত্তর: (ক)

২৬. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোথায় শুধু হাহাকার শোনা যায়?
Ο ক) উত্তর দিকে
Ο খ) দক্ষিণ দিকে
Ο গ) পশ্চিম দিকে
Ο ঘ) চারদিকে
সঠিক উত্তর: (ঘ)

২৭. কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
Ο ক) কান্না
Ο খ) খুশি
Ο গ) দু:খ
Ο ঘ) আনন্দ
সঠিক উত্তর: (ঘ)

২৮. কবি ফুলের ফসল আনতে বলেছেন-
i. ক্ষুধার্তের জন্য
ii. সৌন্দর্যপিপাসুদের জন্য
iii. যারা অন্ধকারে জেগে আছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯. কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন কোথায়?
Ο ক) কুমিল্লায়
Ο খ) বরিশালে
Ο গ) কলকাতায়
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (ঘ)

৩০. বৃক্ষের বুকে বহ্নিজ্বালা-
i. বৃক্ষনিধনের কারণে
ii. বন উজাড় হয়ে যাওয়ার কারণে
iii. খরার প্রচন্ড দাবদাহের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩১. কোনটি সুফিয়া কামালের স্মৃতিমূলক গ্রন্থ-
Ο ক) আমি বিজয় দেখেছি
Ο খ) আমার ডায়েরি
Ο গ) সাঁঝের মায়া
Ο ঘ) একাত্তরের ডাইরি
সঠিক উত্তর: (ঘ)

৩২. কবি সুফিয়া কামাল চারদিকে কী শোনেন?
Ο ক) কান্না
Ο খ) আর্তনাদ
Ο গ) হাহাকার
Ο ঘ) হাসি
সঠিক উত্তর: (গ)

৩৩. ‘মুমূর্ষু’ শব্দটি দ্বারা বোঝায়-
i. মৃতপ্রায়
ii. মরণাপন্ন
iii. মরে যাচ্ছে এমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কবি সুফিয়া কামালের কবিতার বৈশিষ্ট্য-
i. সহজ
ii. সুললিত ভাষা
iii. ছন্দ ব্যঞ্জনাময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. নিচের কোনটি ‘নয়ন’ শব্দটির অর্থ থেকে ভিন্নার্থক?
Ο ক) লোচন
Ο খ) নেত্র
Ο গ) আঁখি
Ο ঘ) কুন্তল
সঠিক উত্তর: (ঘ)

৩৬. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতা পাঠে শিক্ষার্থীরা কোনটির প্রতি সহানুভূতিশীল হবে?
Ο ক) স্বদেশের
Ο খ) মানুষের
Ο গ) প্রাণিকুলের
Ο ঘ) প্রকৃতিজগতের
সঠিক উত্তর: (ঘ)

৩৭. সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। এ থেকে বলা যায়-
i. তাঁর জন্ম উনিশ শতকে
ii. তাঁর জন্ম বিংশ শতাব্দীতে
iii. প্রাবন্ধিক ও কলামিস্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৮. কোন আলো মুঠি মুঠি ছড়াবো?
Ο ক) দুপুরের
Ο খ) সন্ধ্যার
Ο গ) প্রভাতের
Ο ঘ) রাতের
সঠিক উত্তর: (গ)

৩৯. কবির কল্পনায় মানুষের ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি কেমন?
Ο ক) নিষ্পলক
Ο খ) ভীত-সন্ত্রসস্ত
Ο গ) জড়তাগ্রস্ত
Ο ঘ) প্রাণহীন
সঠিক উত্তর: (ঘ)

৪০. সুফিয়া কামালের কবিতার ভাষা কেমন ছিল?
Ο ক) সাধারণ
Ο খ) সুললিত
Ο গ) ছান্দরিক
Ο ঘ) দোলায়িথ
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post