জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২: অতিথির স্মৃতি(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২: অতিথির স্মৃতি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ‘অতিথির স্মৃতি’ গল্পে কে উপবাস থাকে?
Ο ক) চাকর
Ο খ) মালী
Ο গ) মালিনী
Ο ঘ) কুকুর
সঠিক উত্তর: (ঘ)

৫২. লেখককে ট্রেনে তুলে দিতে যাওয়া সবাই বকশিশ পেলেও বাকি রইল কে?
Ο ক) মালিনী
Ο খ) চাকর
Ο গ) কুলি
Ο ঘ) অতিথি
সঠিক উত্তর: (ঘ)

৫৩. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
Ο ক) সন্ধ্যার পূর্বে
Ο খ) সন্ধ্যার পরে
Ο গ) বিকেল বেলা
Ο ঘ) গোধূলি বেলা
সঠিক উত্তর: (ক)

৫৪. লেখকের মালপত্র সাবধানে দেখে রাখার জন্য কার উৎসাহ সবচেয়ে বেশি ছিল?
Ο ক) অতিথির
Ο খ) বামুনঠাকুরের
Ο গ) চাকরের
Ο ঘ) কুলিদের
সঠিক উত্তর: (ক)

৫৫. লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন?
Ο ক) চিকিৎসকের
Ο খ) অতিথির
Ο গ) বামুনঠাকুরের
Ο ঘ) চাকরদের
সঠিক উত্তর: (ক)

৫৬. ‘পল্লীসমাজ’ উপন্যাসটি কার লেখা?
Ο ক) কাজী নজরুল ইসলামের
Ο খ) জসীমউদ্দীনের
Ο গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
Ο ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের
সঠিক উত্তর: (গ)

৫৭. একটু দেরি করে আসতো কোন পাখি?
Ο ক) বুলবুলি
Ο খ) টুনটুনি
Ο গ) মালি
Ο ঘ) বেনে-বৌ
সঠিক উত্তর: (ঘ)

৫৮. ‘বেরিবেরি’ রোগ হলো-
i. হাত-পা ফুলে যাওয়া
ii. শোথজাতীয় রোগ
iii. হাত-পা সাদা মতো হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

৫৯. চিকিৎসকের পরামর্শে লেখক কোথায় গিয়েছিলেন?
Ο ক) হাওড়ায়
Ο খ) আমডোবে
Ο গ) রাঁচিতে
Ο ঘ) দেওঘরে
সঠিক উত্তর: (ঘ)

৬০. লেখকের বাড়িতে দু দিন খাবার জোটেনি কার?
Ο ক) লেখকের
Ο খ) চাকরের
Ο গ) পথযাত্রীর
Ο ঘ) অতিথির
সঠিক উত্তর: (ঘ)

৬১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ-শিক্ষা অসমাপ্ত তাকে কী কারণে?
Ο ক) লেখালেখির কারণে
Ο খ) রাজনীতির কারণে
Ο গ) অবহেলার কারণে
Ο ঘ) দারিদ্র্যের কারণে
সঠিক উত্তর: (ঘ)

৬২. রাত তিনটায় অচেনা লোকটি ভাঙা গলায় কোন গান গাইত?
Ο ক) গম্ভীরা
Ο খ) নইলা
Ο গ) ভজন
Ο ঘ) মুর্শিদি
সঠিক উত্তর: (গ)

৬৩. কুকুরটির আতিথ্যে কার ঘোরতর আপত্তি ছিল?
Ο ক) বামুনঠাকুরের
Ο খ) বাগানের মালীর
Ο গ) চাকরদের
Ο ঘ) বাগানের মালিনীর
সঠিক উত্তর: (ঘ)

৬৪. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা?
Ο ক) ব্যথার দান
Ο খ) শেষের কবিতা
Ο গ) চাঁদের পাহাড়
Ο ঘ) পথের দাবী
সঠিক উত্তর: (ঘ)

৬৫. ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক প্রদত্ত নাম হলো-
Ο ক) ভ্রমনের স্মৃতি
Ο খ) দেওঘরের স্মৃতি
Ο গ) কুকুরের স্মৃতি
Ο ঘ) আনন্দের স্মৃতি
সঠিক উত্তর: (খ)

৬৬. ‘ভজন’ বলতে বোঝায়-
Ο ক) ভোজন করা
Ο খ) উপবাস থাকা
Ο গ) প্রার্থনামূলক গান
Ο ঘ) ঘরের দরজা
সঠিক উত্তর: (গ)

৬৭. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?
Ο ক) কুকুরের
Ο খ) মালিনীর
Ο গ) চাকরের
Ο ঘ) চিকিৎসকের
সঠিক উত্তর: (ক)

৬৮. মালি বলতে বোঝানো হয়েছে-
i. মালা রচনাকারী
ii. মালাকর
iii. বাগান পরিচর্যাকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনাবসান ঘটে?
Ο ক) ঢাকায়
Ο খ) দেওঘরে
Ο গ) ভাগলপুরে
Ο ঘ) কলকাতায়
সঠিক উত্তর: (ঘ)

৭০. হিমালয়ের গভীর হৃদয়ে গুহার আনন্দ স্নেহধারা কী?
Ο ক) বাংলার নদী
Ο খ) ঝরনা
Ο গ) সমুদ্র
Ο ঘ) মহাসমুদ্র
সঠিক উত্তর: (ক)

৭১. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
Ο ক) সন্ধ্যার পূর্বে
Ο খ) সন্ধ্যার পরে
Ο গ) বিকেল বেলা
Ο ঘ) গোধূলি বেলা
সঠিক উত্তর: (ক)

৭২. লেখক কেন দেওঘরে এসেছিলেন?
Ο ক) গল্প লেখার জন্যে
Ο খ) বায়ু পরিবর্তনের জন্যে
Ο গ) তীর্থ ভ্রমনের জন্যে
Ο ঘ) সুচিকিৎসার জন্যে
সঠিক উত্তর: (খ)

৭৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠার কথা উল্লেখ রয়েছে?
Ο ক) দোয়েল
Ο খ) শ্যামা
Ο গ) বুলবুলি
Ο ঘ) শালিক
সঠিক উত্তর: (ক)

৭৪. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল?
Ο ক) পীড়িদ মেয়েরা
Ο খ) মধ্যবিত্তের বউরা
Ο গ) বেরিবেরির রোগীরা
Ο ঘ) বাতব্যাধিগ্রস্তরা
সঠিক উত্তর: (গ)

৭৫. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল?
Ο ক) অতিথি
Ο খ) চাকর
Ο গ) মালিনী
Ο ঘ) বামুন
সঠিক উত্তর: (খ)

৭৬. অতিথি আগে থেকেই কোথা বসে ছিল
Ο ক) বেঞ্চে
Ο খ) পিঁড়িতে
Ο গ) গাছের ডালে
Ο ঘ) ধুলোয়
সঠিক উত্তর: (ঘ)

৭৭. বাইরের বারান্দায় কুকুরটির বসে থাকার কথা কে লেখককে জানাল?
Ο ক) বামুন
Ο খ) মালি
Ο গ) চাকর
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (গ)

৭৮. মালিনী সম্পর্কে প্রযোজ্য-
i. অল্পবয়স্কা
ii. দেখতে ভালো
iii. খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৯. শরীর খারাপ হলে লেখক কয়দিন নিচে নামতে পারলেন না?
Ο ক) এক দিন
Ο খ) দুই দিন
Ο গ) তিন দিন
Ο ঘ) চার দিন
সঠিক উত্তর: (খ)

৮০. লেখক কাকে ডেকে কুকুরটিকে পেট ভরে খেতে দিতে বললেন?
Ο ক) পুরোহিতকে
Ο খ) কর্তামশাইকে
Ο গ) চাকরকে
Ο ঘ) বামুনঠাকুরকে
সঠিক উত্তর: (ঘ)

৮১. ‘শ্রীকান্ত’ কোন জাতীয় রচনা?
Ο ক) উপন্যাস
Ο খ) প্রবন্ধ
Ο গ) ছোটগল্প
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (ক)

৮২. পান্ডুর শব্দটির অর্থ কী?
Ο ক) ফ্যাকাশে
Ο খ) অমলিন
Ο গ) উজ্জ্বল
Ο ঘ) বিবর্ণ
সঠিক উত্তর: (ক)

৮৩. ‘বড়দিদি’ সাহিত্যিক শরৎচন্দ্রের একটি-
Ο ক) উপন্যাস
Ο খ) নাটক
Ο গ) কবিতা
Ο ঘ) ছোটগল্প
সঠিক উত্তর: (ক)

৮৪. “কিন্তু যৌবনে একদিন শক্তিসামর্থ্য ছিল।” যার কথা বলা হয়েছে-
i. লেখকের
ii. কুকুরটির
iii. অতিথির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৫. বেরিবেরি একটি-
i. পা ফোলা রোগ
ii. শোথ জাতীয় রোগ
iii. মানসিক বৈকল্যের রোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৮৬. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
Ο ক) শেষ লেখা
Ο খ) শেষ প্রশ্ন
Ο গ) শেষের কবিতা
Ο ঘ) শেষ সপ্তক
সঠিক উত্তর: (খ)

৮৭. রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যেত কেন?
Ο ক) ভজনের কারণে
Ο খ) চিৎকারের কারণে
Ο গ) ভূতের ভয়ে
Ο ঘ) ডাকাতের ভয়ে
সঠিক উত্তর: (ক)

৮৮. আলো নিয়ে কে এসে গেট বন্ধ করে দিতে চাইল?
Ο ক) বামুনঠাকুর
Ο খ) চাকর
Ο গ) মালী
Ο ঘ) মালিনী
সঠিক উত্তর: (খ)

৮৯. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস?
Ο ক) শেষ প্রশ্ন
Ο খ) অতিথির স্মৃতি
Ο গ) শেষ রক্ষা
Ο ঘ) দেওঘরের স্মৃতি
সঠিক উত্তর: (ক)

৯০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৮৭৬
Ο খ) ১৮৭৭
Ο গ) ১৮৭৮
Ο ঘ) ১৮৭৯১
সঠিক উত্তর: (ক)

৯১. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
i. কোনো তিথি না মেনে কারোর আগমনকে
ii. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
iii. অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯২. লেখক কুকুরটিকে খাবার দেওয়ার জন্য কাকে নির্দেশ দিলেন?
Ο ক) ব্যাধিগ্রস্তকে
Ο খ) মালি বৌকে
Ο গ) বামুন ঠাকুরকে
Ο ঘ) মালিকে
সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: বিকাশ ব্যানার্জী ভাবজগতের মানুষ। দশ বছর কোনো এক মন্দিরের আস্তানায় ছিল। প্রতিদিন রাত ৮টা থেকে সে ভজন গাইতে থাকে। পাশের ঘরের স্কুল পড়ুয়া ছেলেটির পাঠে বিঘ্ন ঘটে।

৯৩. উদ্দীপকের বিকাশ ব্যানার্জী চরিত্রটি গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়?
Ο ক) বাতব্যাধিগ্রস্ত লোক
Ο খ) বামুন ঠাপকুর
Ο গ) গলাভাঙা ভজন গায়ক
Ο ঘ) মালি-বৌ
সঠিক উত্তর: (গ)

৯৪. ‘ভজন’ বলতে বোঝায়-
i. ঈশ্বরের মহিমাকীর্তন
ii. দেব-দেবীর স্তুতি
iii. প্রার্থনামূলক গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post