জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৫: পাছে লোকে কিছু বলে(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৫: পাছে লোকে কিছু বলে(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ভালো কাজ করতে গেলে মানুষের মন যা দ্বারা প্রায়শই আক্রান্ত হয়ে?
i. পারলৌকিকতা
ii. দ্বিধাগ্রস্থতা
iii. সংশয়াচ্ছন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২. হৃদয়ে কিসের মতো শুভ্র চিন্তা ওঠে?
Ο ক) ফেনার
Ο খ) বুদবুদের
Ο গ) অশ্রুর
Ο ঘ) স্নেহের
সঠিক উত্তর: (খ)

৩. কামিনী রায় কোন বিষয়ে বি. এ. পাস করেন?
Ο ক) দর্শনে
Ο খ) বাংলায়
Ο গ) সংস্কৃতিতে
Ο ঘ) ইতিহাসে
সঠিক উত্তর: (গ)

৪. কারও ব্যথায় কিবর কান্না পায় তখন তিনি কী করন?
Ο ক) চোখ শুষ্ক রাখেন
Ο খ) আড়ালে আড়ালে থাকেন
Ο গ) উপেক্ষার ছলে চলেন
Ο ঘ) নীরবে আপনা ঢাকেন
সঠিক উত্তর: (ক)

৫. কামিনী রায়ের ছোটদের কবিতা সংগ্রহের নাম-
Ο ক) নির্মাল্য
Ο খ) গুঞ্জন
Ο গ) ইতল বিতল
Ο ঘ) আঙুর
সঠিক উত্তর: (খ)

৬. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বল’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
i. সাদা
ii. পরিষ্কার
iii. উদাসীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?
Ο ক) আড়ালে আড়ালে থাকি
Ο খ) করিতে পারি না কাজ
Ο গ) পাছে লোকে কিছু বলে
Ο ঘ) নীরবে আপনা ঢাকি
সঠিক উত্তর: (খ)

৮. কামিনী রায়ের কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) ছাড়পত্র
Ο খ) গুঞ্জন
Ο গ) সোনার তরী
Ο ঘ) অশোক-সংগীত
সঠিক উত্তর: (খ)

৯. ভীতির কবলে শক্তি মরে কেন?
Ο ক) উচ্ছল বলে
Ο খ) শুভ্র বলে
Ο গ) সদাভয় বলে
Ο ঘ) ম্রিয়মাণ বলে
সঠিক উত্তর: (ঘ)

১০. মানুষ উপলব্ধি করে ‘পাছে লোকে কিছু বলে’-
i. যখন দ্বিধা দ্বারা আক্রান্ত হয়
ii. যখন মনে সংশয় ও সন্দেহ ভিড় করে
iii. যখন মানুষকে পেছনে কিচু বলতে শোনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১১. ‘সংশয়’ শব্দটি দ্বার বোঝায়-
i. সন্দেহ
ii. অজানা
iii. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১২. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?
Ο ক) হাওড়া
Ο খ) বেথুন
Ο গ) হুগলি
Ο ঘ) লেডি ব্রেবোর্ন
সঠিক উত্তর: (খ)

১৩. হৃদয়ে বুদবুদের মতো কীসের চিন্তা উদয় হয়?
Ο ক) মন্দ চিন্তা
Ο খ) শুভ্র চিন্তা
Ο গ) সাদা চিন্তা
Ο ঘ) সত্য চিন্তা
সঠিক উত্তর: (খ)

১৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছে-
Ο ক) সাধু
Ο খ) চলতি
Ο গ) আঞ্চলিক
Ο ঘ) সাধু ও চলিত
সঠিক উত্তর: (ঘ)

১৫. ‘পাছে লোকে কিচু বলে’ কবিতায় কয়টি অনুচ্ছেদ বা স্তবক রয়েছে?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (গ)

১৬. নিচের কোনটাকে বুদবুদের সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) চিন্তা
Ο খ) সংশয়
Ο গ) ভয়
Ο ঘ) লজ্জা
সঠিক উত্তর: (ক)

১৭. বিধাতা আমাদের কী দিয়েছেন বলে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় উল্লেখ করা হয়েছে?
Ο ক) শক্তি
Ο খ) ভয়
Ο গ) প্রাণ
Ο ঘ) চিন্তা
সঠিক উত্তর: (গ)

১৮. বরিশালের কোন গ্রামে কামিনী রায় জন্মগ্রহণ করেন?
Ο ক) নিমতা
Ο খ) আমতলী
Ο গ) বাসন্ডা
Ο ঘ) বাসন্তী
সঠিক উত্তর: (গ)

১৯. কবি কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?
Ο ক) ভালো
Ο খ) মহৎ
Ο গ) শুভ্র
Ο ঘ) মন্দ
সঠিক উত্তর: (খ)

২০. যন্ত্রণার উপশম ঘটাতে পারে কোনটি?
Ο ক) একটি স্নেহের কথা
Ο খ) একজন ভালো নেতা
Ο গ) একটি ভালো ঘুম
Ο ঘ) একটি সুন্দ র স্বপ্ন
সঠিক উত্তর: (ক)

২১. মানুষের প্রাণ বা জীবনীশখক্তির মৃত্যু হয় যে দশায় উপনীত হলে-
Ο ক) ভয়-ভীতি
Ο খ) মান-সম্মান
Ο গ) ভোগ-বিলাসিতা
Ο ঘ) প্রভাব-প্রতিপত্তি
সঠিক উত্তর: (ক)

২২. অনেকেরই কাজ করার শক্তি মরে যায় কীসের কবলে পড়ে?
Ο ক) লজ্জার
Ο খ) ভীতির
Ο গ) দ্বিধার
Ο ঘ) সংকটের
সঠিক উত্তর: (গ)

২৩. নিচের কোনটি কামিনী রায়ের রচনা বলয়ের বাইরে?
Ο ক) আলো ও ছায়া
Ο খ) দীপ ও ধূপ
Ο গ) নির্মাল্য
Ο ঘ) সংগীত শতক
সঠিক উত্তর: (ঘ)

২৪. ভয়-বিহ্বলতার নেতিবাচক দিক হলো-
i. প্রাণ ভয়ে ম্রিয়মাণ করে রাখে
ii. জীবনীশক্তি নাশ করে দেয়
iii. নিজেকে আড়ালে থাকতে দেয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৫. কামিনিী রায় কোন কলেজে পড়াশোনা করে সেই কলেজেই অধ্যাপনা করেন?
Ο ক) ঢাকা কলেজ
Ο খ) বেথুন কলেজ
Ο গ) সিটি কলেজ
Ο ঘ) হিন্দু কলেজ
সঠিক উত্তর: (খ)

২৬. কামিনী রায়ের ছোটদের কবিতাসংগ্রহের নাম-
Ο ক) নির্মাল্য
Ο খ) গুঞ্জন
Ο গ) ইতল-বিতল
Ο ঘ) আঙুর
সঠিক উত্তর: (খ)

২৭. মানুষের সম্মুখে চরণ চলা বন্ধ হয় কেন?
Ο ক) পা ভেঙে গেলে
Ο খ) পায়ে তীব্র ব্যথা হলে
Ο গ) অলসতায় আক্রান্ত হলে
Ο ঘ) দ্বিধা-দ্বন্দ্বে আক্রান্ত হলে
সঠিক উত্তর: (ঘ)

২৮. ‘প্রশমিতে’ কথাটি দ্বারা বোঝানো হয়েছে-
i. বিষাদিত হতে
ii. উপশম ঘটাতে
iii. নিবারণ করতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

২৯. কী রূপ নয়নের জলকে লোকে সমালোচনা করতে পারে?
Ο ক) শুষ্ক
Ο খ) নির্মল
Ο গ) শুভ্র
Ο ঘ) ম্রিয়মাণ
সঠিক উত্তর: (খ)

৩০. ‘সংকল্প’ বলতে কী বোঝায়?
Ο ক) মনের কথা
Ο খ) মনের দৃঢ় ইচ্ছা
Ο গ) স্বপ্ন
Ο ঘ) সৎ চিন্তা
সঠিক উত্তর: (খ)

৩১. আড়ালে থাকা’ কথাটি কী অর্থে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) ভীরুতা
Ο খ) সংশয়
Ο গ) হতাশা
Ο ঘ) দুর্বলতা
সঠিক উত্তর: (ক)

৩২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন চোখের কথা বলা হয়েছে?
Ο ক) নিরমল
Ο খ) সজল
Ο গ) উজ্জ্বল
Ο ঘ) স্বজ্জ্বল
সঠিক উত্তর: (ক)

৩৩. সংশয় সদা সংকল্প কী হয়ে?
Ο ক) টলে
Ο খ) কাঁদে
Ο গ) জলে
Ο ঘ) মিলে
সঠিক উত্তর: (ক)

৩৪. ‘দীপ ও ধূপ’ কবি কামিনী রায় রচিত একটি-
Ο ক) ভ্রমণকাপহিনি
Ο খ) কাব্যগ্রন্থ
Ο গ) জীবনীগ্রন্থ
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (খ)

৩৫. কেউ কেউ হৃদয়ের মহৎ চিন্তাগুলো প্রকাশ করতে পারে না কেন?
Ο ক) সংশয়ে
Ο খ) সংকোচে
Ο গ) অর্থাভাবে
Ο ঘ) দ্বিধাহীনতায়
সঠিক উত্তর: (খ)

৩৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা মতে, মানুষের কাজ না করতে পারার কারণ কী?
Ο ক) কর্মদক্ষতার অভাব
Ο খ) প্রশিক্ষণের অভাব
Ο গ) লাজ-ভয়ের তাড়না
Ο ঘ) যোগ্যতার অভাব
সঠিক উত্তর: (গ)

৩৭. মানুষের উদ্যম ও কাজে বিঘ্ন ঘটে যার শক্তিশালী প্রভাবে-
i. ভয়-বিহ্বলতার জন্য
ii. লাজ-লজ্জার কারণে
iii. লোভ-লালসার জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৩৮. বিধাতার দেওয়া প্রাণ ভীতির কবলে পড়ে কেমন হয়ে যায়?
Ο ক) বিবর্ণ
Ο খ) কাতর
Ο গ) শুষ্ক
Ο ঘ) করুণ
সঠিক উত্তর: (খ)

৩৯. ‘যবে’ শব্দের অর্থ কী?
Ο ক) যথা-তথা
Ο খ) যখন
Ο গ) যেমন
Ο ঘ) যদি
সঠিক উত্তর: (খ)

৪০. কিসে সবসমসয় সংকল্প টলে?
Ο ক) সংশয়ে
Ο খ) ভয়ে
Ο গ) লাজে
Ο ঘ) ভীতিতে
সঠিক উত্তর: (ক)

৪১. আমরা কাজ করতে পারি না কেন?
Ο ক) সংকল্প সাধনে
Ο খ) লোকের নিরুৎসাহে
Ο গ) ভয় আর লজ্জায়
Ο ঘ) বাধা পাওয়ায়
সঠিক উত্তর: (গ)

৪২. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিচু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
i. সাদা
ii. পরিষ্কাল
iii. অমলিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪৩. মানুষ কখন আড়ালে আড়ালে থাকে?
Ο ক) যখন সংশয়তাড়িত হয়
Ο খ) যখন একা থাকতে ভালো লাগে
Ο গ) যখন সুখের সময় আসে
Ο ঘ) যখন দু:খ গ্রাস করে
সঠিক উত্তর: (ক)

৪৪. মানুষের সংকল্প টলে যায় কীসের অমোঘ প্রভাবে?
Ο ক) বিশ্বাসের
Ο খ) নিয়তির
Ο গ) ভাগ্যের
Ο ঘ) সংশয়ের
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কামিনী রায়ের কবিতায় কীসের সহজ-সরল প্রকাশ লক্ষ করা যায়?
Ο ক) নাগরিক জীবনের
Ο খ) গ্রাম্য জীবনের
Ο গ) আশা-নিরাশার
Ο ঘ) আনন্দ-বেদনার
সঠিক উত্তর: (ঘ)

৪৬. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
Ο ক) সংকোচ
Ο খ) সংশয়
Ο গ) সংকল্প
Ο ঘ) বাধা
সঠিক উত্তর: (খ)

৪৭. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
Ο ক) বিষাদগ্রস্ততার জন্য
Ο খ) সংশয়ের কারণে
Ο গ) উপেক্ষা করায়
Ο ঘ) বাধা প্রাপ্তিতে
সঠিক উত্তর: (খ)

৪৮. ব্যক্তিমানুষের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা লক্ষ কারা যায়-
i. আড়ালে-আবডালে থাকে
ii. নীরবে-গোপনে থাকে
iii. জীবন স্থবির করে রাখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৯. বিধাতা প্রাণ দিয়েছেনর কেন?
Ο ক) ম্রিয়মাণ থাকার জন্যে
Ο খ) প্রাণহীন থাকার জন্যে
Ο গ) হতাশাগ্রস্ত হওয়ার জন্যে
Ο ঘ) উচ্ছল থাকার জন্যে
সঠিক উত্তর: (ঘ)

৫০. নিচের কোনটাকে বুদবুদের সাথে তুলনা করা হয়েছে?
Ο ক) চিন্তা
Ο খ) সংশয়
Ο গ) ভয়
Ο ঘ) লজ্জা
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post