জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৪: দুই বিঘা জমি(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৪: দুই বিঘা জমি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ‘লক্ষ্মীছাড়া’ শব্দের ব্যবহারিক অর্থ কোনটি?
Ο ক) ধর্মহীন
Ο খ) বেয়াদব
Ο গ) দুর্ভাগা
Ο ঘ) ভাগ্যবান
সঠিক উত্তর: (গ)

৫২. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘পারিষদ’ বলতে বোঝানো হয়েছে-
i. মোসাহেব
ii. পার্শ্বচর
iii. কার্যালয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫৩. উপেন কত বছর পর নিজ গ্রামে প্রবেশ করে?
Ο ক) দশ-পনেরো
Ο খ) চৌদ্দ-পনেরো
Ο গ) পনেরো-ষোল
Ο ঘ) পনেরো-বিশ
সঠিক উত্তর: (গ)

৫৪. উপেনের জমি কীভাবে হাতছাড়া হলো?
Ο ক) অভাবের কারণে
Ο খ) দারিদ্র্যের কারণে
Ο গ) অনাবাদের কারণে
Ο ঘ) মিথ্যা দেনার কারণে
সঠিক উত্তর: (ঘ)

৫৫. ‘মরিবার মতো ঠাঁই বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) দয়া
Ο খ) নিজের শেষ অবস্থা
Ο গ) মরার স্থান
Ο ঘ) বিস্তার জায়গা
সঠিক উত্তর: (গ)

৫৬. ‘উড়ে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) উড়ু উড়ু স্বভাবের
Ο খ) ঝুলন্ত থাকে এমন
Ο গ) উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক
Ο ঘ) উড়ো খবর বা চিঠি
সঠিক উত্তর: (গ)

৫৭. উপেনের পরিচয় কী?
Ο ক) ক্ষুদ্র জোতদার
Ο খ) প্রান্তিক নাগরিক
Ο গ) দরিদ্র কৃষক
Ο ঘ) গ্রামের জমিদার
সঠিক উত্তর: (গ)

৫৮. জমি হারিয়ে উপেন কোনটি হলো?
Ο ক) চোর
Ο খ) সন্ন্যাসী
Ο গ) সাধু
Ο ঘ) ভৃত্য
সঠিক উত্তর: (খ)

৫৯. ‘দুই বিঘা’ কোন ধরনের কবিতা?
Ο ক) কাহিনী-কবিতা
Ο খ) গীতিকবিতা
Ο গ) চতুর্দশপদী কবিতা
Ο ঘ) স্বদেশপ্রেমের কবিাত
সঠিক উত্তর: (ক)

৬০. এ জগতে কে সবচেয়ে বেশি চায়?
Ο ক) রাজা
Ο খ) জমিদার
Ο গ) ক্ষমতাবান লোক
Ο ঘ) যার অনেক আছে
সঠিক উত্তর: (ঘ)

৬১. এক বিঘা বলতে বোঝায়-
i. কুড়ি কাঠা
ii. ১৩৩৪ বর্গমিটার
iii. ১৪৪০ বর্গফুট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬২. আদালত উপেনের বিরুদ্ধে কোন যুক্তিতে ডিক্রি জারি করেছে?
Ο ক) অন্যের সম্পদ হরণ করায়
Ο খ) মিথ্যা দেনার খতে
Ο গ) অন্যের জিনিস চুরি করায়
Ο ঘ) গুরুতর ফৌজদারি অপরাধে
সঠিক উত্তর: (খ)

৬৩. দুই বিঘা জমি কবিতায় যে ঋড়ের কথা বলা হয়েছে-
Ο ক) বৈশাখী ঝড়
Ο খ) জ্যৈষ্ঠের ঝড়
Ο গ) মৌসুমি ঝড়
Ο ঘ) আশ্বিনী ঝড়
সঠিক উত্তর: (খ)

৬৪. ‘খত’ বলতে কী বোঝায়?
Ο ক) ঋণপত্র
Ο খ) সাক্ষর
Ο গ) ঋণ
Ο ঘ) উৎস
সঠিক উত্তর: (ক)

৬৫. শস্য রাখার আড়তকে কী বলে?
Ο ক) ধাম
Ο খ) গোলা
Ο গ) খত
Ο ঘ) সমীর
সঠিক উত্তর: (খ)

৬৬. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?
Ο ক) গদ্য-কবিতা
Ο খ) কাব্য-কবিতা
Ο গ) কাহিনি-কবিতা
Ο ঘ) নাট্য-কবিতা
সঠিক উত্তর: (গ)

৬৭. গ্রামে ফেরার সময় উপেন রথতলাকে রেখেছিল-
Ο ক) বামে
Ο খ) ডানে
Ο গ) ঈষাণে
Ο ঘ) নৈঋতে
সঠিক উত্তর: (ক)

৬৮. রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন-
i. কবি ও দার্শনিক
ii. গীতিকার, সুরকার ও শিক্ষাবিদ
iii. চিত্রশিল্পী, নাট্য প্রয়োজক ও অভিনেতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. কয়টি পাকা ফল উপেনের কোলের কাছে পড়ল?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ)

৭০. ভূস্বামী চরিত্রে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?
Ο ক) সাম্যবাদী
Ο খ) সামন্তবাদী
Ο গ) শ্রেণিবাদী
Ο ঘ) নীতিবাদী
সঠিক উত্তর: (খ)

৭১. রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনার জন্য ভর্তি হয়েছিলেন-
i. নর্মাল স্কুলে
ii. ওরিয়েন্টাল সেমিনারিতে
iii. বেঙ্গল একাডেমিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭২. দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়?
Ο ক) চার রঙা
Ο খ) তিন রঙা
Ο গ) পাঁচ রঙা
Ο ঘ) সাত রঙা
সঠিক উত্তর: (গ)

৭৩. এ জগতে কে বেশি চায়?
Ο ক) যার বিশেষ কিছু নেই
Ο খ) যার সামান্যই আছে
Ο গ) যার ভূরি ভূরি আছে
Ο ঘ) যার সহায়-সম্পদ নেই
সঠিক উত্তর: (গ)

৭৪. দুই বিঘার পরিবর্তে উপেন কী পেয়েছে?
Ο ক) বিশ্বনিখিল
Ο খ) সন্ন্যাসীবেশ
Ο গ) দুইটি আম
Ο ঘ) জন্মভূমিকে
সঠিক উত্তর: (ক)

৭৫. ‘দুই বিঘা জমি’ কবিতায় বিভিন্ন জনের বক্তব্য বিষয়ে উপেনের যে পরিচয় পাওয়া যায়-
i. সাধু মানুষ
ii. দরিদ্র কৃষক
iii. সাধুবেশী চোর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৬. সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল?
Ο ক) পনেরো-ষোলো
Ο খ) সতেরো-আঠারো
Ο গ) উনিশ-বিশ
Ο ঘ) বারো-তেরো
সঠিক উত্তর: (ক)

৭৭. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
Ο ক) গঙ্গা
Ο খ) পদ্মা
Ο গ) যমুনা
Ο ঘ) মেঘনা
সঠিক উত্তর: (ক)

৭৮. নিজের জমি উপেন বিক্রি করতে রাজী হয়নি কারণ-
i. জমিটি সাতপুরুষের ইতিহাসের সাক্ষী
ii. জমিটি তার একমাত্র আশ্রয়স্থল
iii. জমিটি অত্যন্ত উর্বর ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

৭৯. ভিটেমাটি ছাড়ার পর উপেনের সময় কেটেছে-
i. মনোহর তীর্থস্থান দেখে
ii. পথে বিবর্ণ-বিশীর্ণ বাস্তবতা দেখে
iii. মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৮০. উপেন কীভাবে তার সমস্ত জমি হারিয়েছে?
Ο ক) মহাজনী শোষণে
Ο খ) ঋণের দায়ে
Ο গ) বিলাসিতা করে
Ο ঘ) সরকারি দখলে
সঠিক উত্তর: (খ)

৮১. ‘দুই বিঘা জমি’ কবিতায় বঙ্গের বধূর কোন রূপটি ফুটে উঠেছে?
Ο ক) বিলাসিনী
Ο খ) কুলটা
Ο গ) স্নেহময়ী
Ο ঘ) নিলাজ
সঠিক উত্তর: (গ)

৮২. উপেন তার পূর্বের দুই বিঘা জমি বা বঙ্গভূমিকে কী আখ্যা দিয়েছে?
Ο ক) ছিনালি
Ο খ) রাক্ষসী
Ο গ) ডাইনি
Ο ঘ) সর্বগ্রাসিনী
সঠিক উত্তর: (খ)

৮৩. উপেন দুই বিঘা জমি হাতছাড়া করবে না জানিয়ে দিলে রাজা যা করেন-
i. চোখ রক্তবর্ণ করেন
ii. পাগলামি শুরু করেন
iii. কিছুক্ষণ মৌনভাবে থাকেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৮৪. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
Ο ক) ঢাকা
Ο খ) কুমিল্লা
Ο গ) বর্ধমান
Ο ঘ) কলকাতা
সঠিক উত্তর: (ঘ)

৮৫. উপেন কীভাবে তার সমস্ত জমি হারিয়েছে?
Ο ক) মহাজনী শোষণে
Ο খ) ঋণের দায়ে
Ο গ) বিলাসিতা করের
Ο ঘ) সরকারি দখলে
সঠিক উত্তর: (খ)

৮৬. “দুই বিঘা জমি” কবিতায় কোন শব্দ ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) খতে
Ο খ) ললাটে
Ο গ) ধামে
Ο ঘ) ঘটে
সঠিক উত্তর: (ঘ)

৮৭. উপেনকে ধরে নিয়ে গেল?
Ο ক) পেয়াদা
Ο খ) মালি
Ο গ) ভূস্বামী
Ο ঘ) পাহারাদার
সঠিক উত্তর: (খ)

৮৮. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকৃত অপরাধী কে?
Ο ক) মালি
Ο খ) উপেন
Ο গ) জমিদার
Ο ঘ) পেয়াদা
সঠিক উত্তর: (গ)

৮৯. একজন ভূস্বামীর পারিষদ হলেন তাঁর-
i. পার্শ্বচরেরা
ii. মোসাহেবেরা
iii. কর্মচারীরা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৯০. কোন কবি বিশ্বকবি হিসেবে খ্যাত?
Ο ক) উইলিয়াম শেক্সপিয়ার
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) লর্ড বায়রন
সঠিক উত্তর: (গ)

৯১. বাবু ছিপ হাতে কার সাথে মাছ ধরছিলেন?
Ο ক) রাজার সাথে
Ο খ) প্রতিবেশীর সাথে
Ο গ) উকিলের সাথে
Ο ঘ) পারিষদের সাথে
সঠিক উত্তর: (ঘ)

৯২. রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। এ থেকে বোঝা যায়-
i. তাঁর জন্ম আধুনিক যুগে
ii. তাঁর জন্ম আঠারো শতকে
iii. তাঁর জন্ম উনিশ শতকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দা: ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।

৯৩. উদ্দীপকের কবিতাংশের সাথে ‘দুই বিঘা জমি’ কবিতার ভাবগত মিল কোথায়?
Ο ক) মর্ত্যপ্রীতিতে
Ο খ) স্বজাত্যপ্রীতিতে
Ο গ) স্বদেশপ্রীতিতে
Ο ঘ) স্বজনপ্রীতিতে
সঠিক উত্তর: (গ)

৯৪. উদ্দীপকের কবি ও ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন উভয়ই-
i. প্রকৃতির দানে পরিতৃপ্ত
ii. প্রকৃতির সৌন্দর্যে অভিভূত
iii. স্বদেশপ্রেমে উদ্দীপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post