জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৩: বঙ্গভূমির প্রতি(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১৩: বঙ্গভূমির প্রতি(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ‘শমন’ শব্দটির অর্থ কী?
Ο ক) মৃত্যুর দেবতা
Ο খ) মৃত্যুর আদেশ
Ο গ) মৃত্যু ভয়
Ο ঘ) মৃত্যু কামনা
সঠিক উত্তর: (ক)

২. ‘তবে যদি দয়া কর’-এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে?
Ο ক) মক্ষিকা
Ο খ) অমৃত-হ্রদ
Ο গ) বঙ্গভূমি
Ο ঘ) বিদেশ
সঠিক উত্তর: (গ)

৩. নরকুলে ধন্য কে?
Ο ক) ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) দীর্ঘজীবী মানুষ
Ο গ) যিনি কীর্তিমান
Ο ঘ) মন্দিরের সেবক
সঠিক উত্তর: (গ)

৪. কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মাইকেল মধুসূদন দ্ত্ত মনে করেছিলেন?
Ο ক) বিলেত
Ο খ) লন্ডন
Ο গ) ভার্সাই
Ο ঘ) জার্মান
সঠিক উত্তর: (ক)

৫. ‘একেই কি বলে সভ্যতা’ মাইকেলের কী জাতীয় রচনা?
Ο ক) নাটক
Ο খ) কাব্যগ্রন্থ
Ο গ) প্রহসন
Ο ঘ) মহাকাব্য
সঠিক উত্তর: (গ)

৬. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি নিজেকে মনে করেছেন বঙ্গভূমির-
Ο ক) জনক
Ο খ) সন্তান
Ο গ) অভিভাবক
Ο ঘ) সেবক
সঠিক উত্তর: (খ)

৭. পরদেশে গেলে মানুষের মাঝে দেখা যায়-
i. স্বদেশ প্রীতি
ii. স্মৃতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. ‘বর’ শব্দের অর্থ কী?
Ο ক) বরষ্য
Ο খ) আশীর্বাদ
Ο গ) বৃষ্টি
Ο ঘ) বাদল
সঠিক উত্তর: (খ)

৯. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১০. ‘প্রবাসে দৈবর বশে, জীব-তারা যদি খসে’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. পরবাসে খ্যাতি অর্জন করা
ii. প্রবাসে মৃত্যুবরণ করা
iii. বিদেশে আয়ু শেষ হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১১. “সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ।” এ অংশে ‘সাধিতে’ বলতে বোঝানো হয়েছে-
Ο ক) সাধনা করতে
Ο খ) ইচ্ছা করতে
Ο গ) ধর্‌না দিতে
Ο ঘ) সাহায্য করতে
সঠিক উত্তর: (ক)

১২. ‘পরমাদ’ বলতে বোঝানো হয়েছে-
i. আত্মপ্রসাদ
ii. প্রসাদ
iii. ভুল-ভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘বুড় শালিকের ঢ়াড়ে বোঁ’ মাইকেলের কী জাতীয় রচনা?
Ο ক) নাটক
Ο খ) কাব্যগ্রন্থ
Ο গ) প্রহসন
Ο ঘ) মহাকাব্য
সঠিক উত্তর: (গ)

১৪. দেহকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?
Ο ক) আকাশ
Ο খ) বাতাস
Ο গ) পাহাড়
Ο ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (ক)

১৫. ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি?
Ο ক) মৃত
Ο খ) গরল
Ο গ) জহর
Ο ঘ) বিষ
সঠিক উত্তর: (খ)

১৬. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় রূপকাশ্রিত পদ হলো-
i. জীবন-নদ
ii. অমৃত-হ্রদ
iii. দেহ-আকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. মাইকেল মধুসূদন দত্ত কেমন লেখক?
Ο ক) প্রথাবিরোধী
Ο খ) গতানুগতিক
Ο গ) বিপ্লবী
Ο ঘ) মার্কস বাদী
সঠিক উত্তর: (ক)

১৮. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় খুঁজে পাওয়া যায় কবি মধুসূদনের-
i. বিদ্রোহী স্বরূপ
ii. বিনয়ী রূপ
iii. শ্রদ্ধাশীল স্বরূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৯. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
Ο ক) পদ্মাবতী
Ο খ) কৃষ্ণকুমারী
Ο গ) বীরাঙ্গনা
Ο ঘ) মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর: (ঘ)

২০. ‘রেখো মা দাসেরে মনে’-এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
Ο ক) নিজেকে
Ο খ) চাকরকে
Ο গ) জন্মভূমিকে
Ο ঘ) সেবককে
সঠিক উত্তর: (ক)

২১. ‘রেখো, মা, দাসেরে মনে’- এ ইক্তিতে প্রকাশ পেয়েছে-
i. স্বদেশের প্রতি কবির শ্রদধা
ii. স্বদেশের প্রতি কবির অহমিকা
iii. স্বদেশের প্রতি কবির বিনয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২২. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মধ্যে নিচের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
Ο ক) স্নেহশীলতা
Ο খ) বিনয়
Ο গ) শ্রদ্ধাশীলতা
Ο ঘ) সততা
সঠিক উত্তর: (খ)

২৩. যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?
Ο ক) আহসান হাবীব
Ο খ) শামসুর রাহমান
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) জসীমউদ্‌দীন
সঠিক উত্তর: (গ)

২৪. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
i. বসন্তে
ii. শরতে
iii. হেমন্তে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল?
Ο ক) শৈশব
Ο খ) কৈশোর
Ο গ) যৌবন
Ο ঘ) বার্ধক্য
সঠিক উত্তর: (ক)

২৬. কোন বানানটি সঠিক?
Ο ক) মনকোকনদ
Ο খ) মন:কোকনদ
Ο গ) মনকোনদ
Ο ঘ) মন:ককনদ
সঠিক উত্তর: (খ)

২৭. ‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে?’-এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা যশস্বী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৮. ‘বর’ শব্দের অর্থ কী?
Ο ক) বিশাল
Ο খ) আশীর্বাদ
Ο গ) বৃষ্টি
Ο ঘ) বাদল
সঠিক উত্তর: (খ)

২৯. ‘নরকুল’ -এর আশ্রয় কোনটি বলে তুমি মনে কর?
Ο ক) জীবলোক
Ο খ) পৃথিবী
Ο গ) বেহেশত
Ο ঘ) নরক
সঠিক উত্তর: (খ)

৩০. ‘বীরাঙ্গনা’ মাইকেল মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
Ο ক) পত্রকাব্য
Ο খ) মহাকাব্য
Ο গ) প্রহসন
Ο ঘ) নাটক
সঠিক উত্তর: (ক)

৩১. পরদেশে গেলে মানুষের মাঝে দেকা যায়-
i. স্বদেশপ্রীতি
ii. স্মৃুতিকাতরতা
iii. মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
Ο ক) প্রবাসে
Ο খ) মন্দিরে
Ο গ) চরণে
Ο ঘ) বসন্তে
সঠিক উত্তর: (খ)

৩৩. অমৃত হ্রদে পড়লে কী গলে না?
Ο ক) মূষিক
Ο খ) ইঁদুর
Ο গ) মক্ষিকা
Ο ঘ) মাকড়সা
সঠিক উত্তর: (গ)

৩৪. ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
Ο ক) লাল পদ্ম
Ο খ) নীলপদ্ম
Ο গ) শ্বেতপদ্ম
Ο ঘ) জলপদ্ম
সঠিক উত্তর: (ক)

৩৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হলো-
Ο ক) শর্মিষ্ঠা
Ο খ) পদ্মাবতী
Ο গ) কৃষ্ণকুমারী
Ο ঘ) বীরাঙ্গনা
সঠিক উত্তর: (গ)

৩৬. ‘যাচিব যে তব কাছে।’ এখানে যাচিব বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) যাচাই করব
Ο খ) উপস্থাপন করব
Ο গ) প্রার্থনা করব
Ο ঘ) জোর করব
সঠিক উত্তর: (গ)

৩৭. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
Ο ক) সাজাহান
Ο খ) রক্তকরবী
Ο গ) শর্মিষ্ঠা
Ο ঘ) জমিদার দর্পণ
সঠিক উত্তর: (গ)

৩৮. “জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে?” এ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i. মানুষ মরণশীল
ii. জীবন ক্ষণস্থায়ী
iii. প্রবাসীরা হয় যশস্বী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
Ο ক) পদ্মাবতী
Ο খ) কৃষ্ণকুমারী
Ο গ) বীরাঙ্গনা
Ο ঘ) মেঘনাদবধ কাব্য
সঠিক উত্তর: (ঘ)

৪০. আধুনিক বাংলা কবিতার জনক কে?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) মাইকেল মধুসূদন দত্ত
Ο ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: (গ)

৪১. ‘মানস’ শব্দের অর্থ কী?
Ο ক) সরোবর
Ο খ) মন
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) মধু
সঠিক উত্তর: (খ)

৪২. ‘পরমাদ’ শব্দটির অর্থ কী?
Ο ক) পরমানন্দ
Ο খ) ভুল-ভ্রান্তি
Ο গ) পরমায়ু
Ο ঘ) লালপদ্ম
সঠিক উত্তর: (খ)

৪৩. নরকুলে ধন্য কে?
Ο ক) ক্ষমতাবান ব্যক্তি
Ο খ) দীর্ঘজীবী মানুষ
Ο গ) যিনি কীর্তিমান
Ο ঘ) মন্দিরের সেবক
সঠিক উত্তর: (গ)

৪৪. ‘রেখো মা দাসেরে মনে’- এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
Ο ক) নিজেকে
Ο খ) চাকরকে
Ο গ) জন্মভূমিকে
Ο ঘ) সেবককে
সঠিক উত্তর: (ক)

৪৫. ‘চিরস্থির কবে’ ক্ষুদ্র চরণটির শেষ শব্দ হলো-
Ο ক) পীর
Ο খ) বীর
Ο গ) নীর
Ο ঘ) তীর
সঠিক উত্তর: (গ)

৪৬. শৈশব থেকে মধুসূদনের মনে কী হওয়ার তীব্র বাসনা ছিল?
Ο ক) ব্যবসায়ী
Ο খ) শিক্ষক
Ο গ) কবি
Ο ঘ) লেখক
সঠিক উত্তর: (গ)

৪৭. কবি জন্মভূমির নিকট তাঁর যা নেই বলে অকপটে প্রকাশ করেছেন-
Ο ক) জ্ঞান
Ο খ) গুণ
Ο গ) মেধা
Ο ঘ) প্রতিভা
সঠিক উত্তর: (খ)

৪৮. দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কিসে ভয় পান না?
Ο ক) প্রবাসে
Ο খ) শমনে
Ο গ) শরদে
Ο ঘ) মানসে
সঠিক উত্তর: (খ)

৪৯. জীবন রক্রষা করে এমন বস্তুকে বলা হয় নিচের কোনটি?
Ο ক) অমৃত
Ο খ) গরল
Ο গ) জহর
Ο ঘ) বিষ
সঠিক উত্তর: (ক)

৫০. কবি মাতৃভূমির স্মৃতিপটে কেমন করে ফুটে থাকতে চান?
Ο ক) পদ্মফুলের মতো
Ο খ) গোলাপের মতো
Ο গ) দেশপ্রেমিকের মতো
Ο ঘ) যোদ্ধার মতো
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post