জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১২: মানবধর্ম(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র পদ্য অধ্যায় - ১২: মানবধর্ম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ‘জাত’ সম্পর্কে সব লোকে লালনকে জিজ্ঞাসা করার কারণ-
i. লালন অসাম্প্রদায়িকতার গান গাইতেন
ii. লালন ধর্মান্তরিত হন নি
iii. লালন ধর্মে বিশ্বাসী ছিলেন না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

২. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) মানুষের পরিচয়
Ο খ) জাতের পরিচয়
Ο গ) জাতের বড়াই
Ο ঘ) বংশ গৌরব
সঠিক উত্তর: (গ)

৩. লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?
Ο ক) হাট-বাজারে
Ο খ) সাত-বাজারে
Ο গ) জগ’-সংসারে
Ο ঘ) যাওয়া-আসায়
সঠিক উত্তর: (খ)

৪. ‘মানবধর্ম’ কবিতাটিতে লালন শাহ্‌ যার মূলে কুঠারাঘাত করেছেন-
i. লোকের বংশগৌরব
ii. মানুষের ধর্মীয় পরিচয়
iii. মানুষ হিসেবে ব্যক্তির আত্মপরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫. লালন সাত বাজারে জাতের ফাতা কী করেছেন?
Ο ক) বিকিয়েছেন
Ο খ) ক্রয় করেছেন
Ο গ) নিলাম করেছেন
Ο ঘ) দান করেছেন
সঠিক উত্তর: (ক)

৬. ‘জাত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
Ο ক) সনাতন ধর্ম
Ο খ) বাউল ধর্ম
Ο গ) মনুষ্যধর্ম
Ο ঘ) জৈন ধর্ম
সঠিক উত্তর: (গ)

৭. ‘বেড়ে’ বলতে কী বোঝানা হয়েছে?
Ο ক) বাড়ন্ত
Ο খ) ব্যাপ্ত
Ο গ) বাড়তি
Ο ঘ) বাঁধা
সঠিক উত্তর: (খ)

৮. ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) মানুষের পরিচয়
Ο খ) জাতের পরিচয়
Ο গ) জাতের বড়াই
Ο ঘ) বংশ গৌরব
সঠিক উত্তর: (খ)

৯. লালন শাহ্‌র যেসব শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল-
i. হিন্দু ধর্মের
ii. ইসলাম ধর্মের
iii. বৌদ্ধ ধর্মের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১০. ‘যথা-তথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) যেমন-তেমন
Ο খ) যখন-তখন
Ο গ) যেখানে-সেখানে
Ο ঘ) যত-তত
সঠিক উত্তর: (গ)

১১. কূপজল গঙ্গায় গেলে কী নামে অভিহিত হয়?
Ο ক) পবিত্র জল
Ο খ) গঙ্গা জল
Ο গ) পূজার জল
Ο ঘ) ঝর্ণাজল
সঠিক উত্তর: (খ)

১২. ‘মানবধর্ম’ কবিতাটির নামকরণ হয়েছে-
i. বিষয়ের ওপর ভিত্তি করে
ii. অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে
iii. মানবতাবোধের ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘জেতের ফাতা’ অর্থ কী?
Ο ক) ধর্মীয় আচার
Ο খ) জাতের নিশান
Ο গ) বর্ণ-সম্প্রদায়
Ο ঘ) পোশাক-আশাক
সঠিক উত্তর: (খ)

১৪. ‘গঙ্গাজল’ শব্দটি কী অর্থে ‘মানবধর্ম’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
Ο ক) স্বচ্ছ
Ο খ) পবিত্র
Ο গ) ঘোলা
Ο ঘ) সুপ্রেয়
সঠিক উত্তর: (খ)

১৫. লালন শাহ্‌ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Ο ক) ১৭৬২
Ο খ) ১৭৭২
Ο গ) ১৭৮২
Ο ঘ) ১৭৯২
সঠিক উত্তর: (খ)

১৬. জাতকে গুরুত্বপূর্ণ মনে করেন না কে?
Ο ক) লালন
Ο খ) পুরোহিত
Ο গ) ব্রাহ্মণ
Ο ঘ) হিন্দু শাস্ত্র
সঠিক উত্তর: (ক)

১৭. লালন শাহ্‌ কার শিষ্য ছিলেন?
Ο ক) ফকির সাঁইয়ের
Ο খ) সিরাজ সাঁইয়ের
Ο গ) সাধক সাঁইয়ের
Ο ঘ) মরমি সাঁইয়ের
সঠিক উত্তর: (খ)

১৮. লালন বিশ্বাস করেন না-
i. জাতের ভিন্নতা
ii. ধর্মভেদের ভিন্নতা
iii. ধর্মীয় শাস্ত্রের অনুশাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৯. ‘মানবধর্ম’ কবিতাটির মূলবক্তব্য কী?
Ο ক) ধর্মের গর্ব
Ο খ) জাত-বিচার
Ο গ) মনুষ্রধর্ম
Ο ঘ) জন্ম-মৃত্যু
সঠিক উত্তর: (গ)

২০. লালনের দর্শন কীসের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন?
Ο ক) সাধনার
Ο খ) কবিতার
Ο গ) মানবতার
Ο ঘ) গানের
সঠিক উত্তর: (গ)

২১. ‘মানবধর্ম’ কবিতায় মুসলমানদের গলায় কি পরার কথা উল্লেখ আছে?
Ο ক) হাজী গামছা
Ο খ) তসবি
Ο গ) জপমালা
Ο ঘ) মাফলার
সঠিক উত্তর: (খ)

২২. কীসের মধ্য দিয়ে লালন শাহের দর্শন প্রকাশ পেয়েছে?
Ο ক) নাটক
Ο খ) কবিতা
Ο গ) গান
Ο ঘ) উপন্যাস
সঠিক উত্তর: (গ)

২৩. মহা মনীষী লালন শাহ্‌ বিশ্বাস পোষণ করেন না-
i. মানুষের জাতভেদে পার্থক্য
ii. মানুষের ধর্মভেদের বিভেদ
iii. জাতি-ধর্মহীন অভিন্নতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৪. ‘কয়’ শব্দের অর্থ কী?
Ο ক) বলা
Ο খ) বলে
Ο গ) বলি
Ο ঘ) বলো
সঠিক উত্তর: (খ)

২৫. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
Ο ক) অভিজ্ঞতা
Ο খ) জ্ঞান
Ο গ) মানবতা
Ο ঘ) দর্শন
সঠিক উত্তর: (ঘ)

২৬. ‘মানবধর্ম’ কবিতাটিতে লালন যার মূলে কুঠারাঘাত করেছেন-
i. বংশগৌরব
ii. ধর্মীয় পরিচয়
iii. মানুষের আত্মপরিচয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২৭. লালনের দর্শন কীসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন?
Ο ক) সাধনার
Ο খ) কবিতার
Ο গ) মানবতার
Ο ঘ) গানের
সঠিক উত্তর: (ঘ)

২৮. লালন ‘জেতের ফাতা’ সাত বাজারে বিকিয়েছেন কেন?
Ο ক) প্রয়োজন নেই বলে
Ο খ) ক্ষতিকারক বলে
Ο গ) গুরুত্বহীন বলে
Ο ঘ) তুচ্ছতম বলে
সঠিক উত্তর: (গ)

২৯. মূল এক জল, সে যে ভিন্ন নয়-জল ভিন্ন হয় কীভাবে?
Ο ক) পাত্র-অনুসারে
Ο খ) রৌদ্রের তাপে
Ο গ) মানুষ ভিন্ন করে বলে
Ο ঘ) জোয়ার-ভাটার ফলে
সঠিক উত্তর: (ক)

৩০. লালন শাহ কুষ্টিয়ার কোথায় মৃত্যুবরণ করেন?
Ο ক) ছেউরিয়ায়
Ο খ) দেউরিয়ায়
Ο গ) মাঝআইলে
Ο ঘ) নিনোদপুর
সঠিক উত্তর: (ক)

৩১. সব লোকে লালনকে কিসের প্রশ্ন করে?
Ο ক) ধনী-গরিবের
Ο খ) জাত-ধর্মের
Ο গ) কর্ম-পেশার
Ο ঘ) বর্ণের
সঠিক উত্তর: (খ)

৩২. ‘নজর’ শব্দের অর্থ কী?
Ο ক) দৃষ্টি
Ο খ) বদান্যতা
Ο গ) লক্ষ করা
Ο ঘ) আকৃষ্ট হওয়া
সঠিক উত্তর: (ক)

৩৩. ‘মানব ধর্ম’ কবিতায় চরণ সংখ্যা কত?
Ο ক) দশটি
Ο খ) এগারোটি
Ο গ) তেরোটি
Ο ঘ) চৌদ্দটি
সঠিক উত্তর: (ঘ)

৩৪. কারা লালনের জাত-পাত খুঁজে বেড়ায়?
Ο ক) সব লোক
Ο খ) কিছু মানুষ
Ο গ) কিছু ধার্মিক
Ο ঘ) দায়িত্বশীল মানুষ
সঠিক উত্তর: (ক)

৩৫. ‘মানবধর্ম’ কবিতাটি আর কী হিসেবে প্রচলিত?
Ο ক) নাটকের সংলাপ
Ο খ) গান
Ο গ) কৌতুক
Ο ঘ) ধর্মীয় সংগীত
সঠিক উত্তর: (খ)

৩৬. মানবধর্ম কবিতার চরণ সংখ্যা কত?
Ο ক) দশটি
Ο খ) বারটি
Ο গ) চৌদ্দটি
Ο ঘ) পনেরটি
সঠিক উত্তর: (গ)

৩৭. মানুষ কেন সৃষ্টির সেরা জীব?
Ο ক) কথা বলতে পারে বলে
Ο খ) বুদ্ধি আছে বলে
Ο গ) মনুষ্যত্ব আছে বলে
Ο ঘ) সৃজনীশক্তি আছে বলে
সঠিক উত্তর: (গ)

৩৮. জলপাত্র অনুসারে ভিন্ন জানায় কেন?
Ο ক) জল বর্ণহীন
Ο খ) জল পবিত্র
Ο গ) জল কুয়োয় থাকে
Ο ঘ) জল নানা বর্ণের
সঠিক উত্তর: (ক)

৩৯. ‘মানবধর্ম’ কবিতাটি আর কী হিসেবে প্রচলিত?
Ο ক) সংলাপ
Ο খ) গান
Ο গ) স্তোত্র
Ο ঘ) বয়ান
সঠিক উত্তর: (খ)

৪০. কোথায় লালন শাহে্‌র মৃত্যু হয়?
Ο ক) ছেউরিয়ায়
Ο খ) আরশিনগরে
Ο গ) মেহেরপুরে
Ο ঘ) শিলাইদহে
সঠিক উত্তর: (ক)

৪১. ‘মানবধর্ম’ কবিতায় ব্যবহৃত শব্দের মধ্যে রয়েছে-
i. সংসারে
ii. কূপজল
iii. গৌরব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৪২. লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কীসের মাধ্যমে?
Ο ক) গানের মাধ্যমে
Ο খ) কবিতার মাধ্যমে
Ο গ) দর্শনের মাধ্যমে
Ο ঘ) প্রশ্ন করার মাধ্যমে
সঠিক উত্তর: (ক)

৪৩. গানের মধ্য দিয়ে লালনের কী প্রকাশ পেয়েছে?
Ο ক) অভিজ্ঞতা
Ο খ) জ্ঞান
Ο গ) দর্শন
Ο ঘ) রূপ
সঠিক উত্তর: (গ)

৪৪. ‘চিহ্ন’ শব্দের অর্থ নিচের কোনটি?
Ο ক) প্রতীক
Ο খ) নিদর্শন
Ο গ) চীন
Ο ঘ) চীনা
সঠিক উত্তর: (ক)

৪৫. ‘মানবধর্ম’ কবিতাটির নামকরণ হয়েছে-
i. মানবতাবোধের ওপর ভিত্তি করে
ii. বিষয়ের ওপর ভিত্তি করে
iii. অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. লালন শাহ্‌ কোন জিনিসটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না?
Ο ক) শিক্ষাকে
Ο খ) জাতকে
Ο গ) পেশাকে
Ο ঘ) কৌলীন্যকে
সঠিক উত্তর: (খ)

৪৭. লালন ‘জেতের ফাতা’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) জাতীয় ঐতিহ্য
Ο খ) জাতিভেদ প্রথা
Ο গ) জাতীয় চেতনা
Ο ঘ) জাতের মূল্য
সঠিক উত্তর: (খ)

৪৮. লোকে যথাতথা গৌরব করে কনে?
Ο ক) অজ্ঞানতাবশত
Ο খ) শক্তির দম্ভে
Ο গ) রক্তের জোরে
Ο ঘ) ধর্মের তেজে
সঠিক উত্তর: (ক)

৪৯. কোন সময়ে সবাই সমান?
Ο ক) নামাজের সময়ে
Ο খ) মন্দিরে প্রার্থনার সময়ে
Ο গ) জন্ম-মৃত্যুর সময়ে
Ο ঘ) জাতীয় চেতনার ক্ষেত্রে
সঠিক উত্তর: (গ)

৫০. ‘গৌরব’ শব্দটির অর্থ কী?
Ο ক) গুণগুণ
Ο খ) অহংকার
Ο গ) অবলম্বন
Ο ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post