জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১১: বাংলা ভাষার জন্মকথা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১১: বাংলা ভাষার জন্মকথা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৬. যিশুর জন্মের আগে ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

৪৭. ‘শ্লোকি’ শব্দের অর্থ কী?
Ο ক) মন্ত্র
Ο খ) গদ্য
Ο গ) কবিতাঙ্ক
Ο ঘ) গান
সঠিক উত্তর: (গ)

৪৮. কোন ভাষার শব্দ বাংলা ভাষায় সর্বাধিক ব্যবহৃত হয়?
Ο ক) সংস্কৃত
Ο খ) বৈদিক
Ο গ) মৈথিলি
Ο ঘ) প্রাকৃত
সঠিক উত্তর: (ক)

৪৯. যিশুর জন্মের আগে ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ছিল?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

৫০. ‘দুর্বোধ্য’ অর্থ কী?
Ο ক) বহু দূর বিস্তৃত
Ο খ) যা বোঝা কঠিন
Ο গ) কঠিন পদার্থ
Ο ঘ) সহজবোধ্য
সঠিক উত্তর: (খ)

৫১. দিন দিন ভাষার পরিবর্তন হয়- i. শব্দের ii. অর্থের iii. ধ্বনির নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫২. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
Ο ক) বৈদিক
Ο খ) সংস্কৃত
Ο গ) মাগধী
Ο ঘ) অপভ্রংশ
সঠিক উত্তর: (ঘ)

৫৩. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
Ο ক) সংস্কৃত
Ο খ) প্রাকৃত
Ο গ) শৈথিলি
Ο ঘ) বৈদিক
সঠিক উত্তর: (খ)

৫৪. ‘তা কথ্য ছিল না’-কথাটি প্রযোজ্য সম্পর্কে প্রযোজ্য?
Ο ক) প্রাকৃত
Ο খ) সংস্কৃত
Ο গ) বাংলা
Ο ঘ) অসামিয়া
সঠিক উত্তর: (ঘ)

৫৫. ভারতীয় আর্যভাষা কোন ভাষাবংশের অন্তর্ভুক্ত?
Ο ক) ইন্দো ইউরোপীয়
Ο খ) ইউরোপীয়
Ο গ) চৈনিক
Ο ঘ) ভারতীয়
সঠিক উত্তর: (ক)

৫৬. মায়ের কথামতো কোন দুষ্টু মেয়েটি চলে নি?
Ο ক) সংস্কৃত
Ο খ) বাংলা
Ο গ) প্রাকৃত
Ο ঘ) মারাঠি
সঠিক উত্তর: (খ)

৫৭. মধ্য ভারতীয় আর্যভাষার দ্বিতীয় স্তর কোনটি?
Ο ক) পালি
Ο খ) মাগধী
Ο গ) প্রাকৃত
Ο ঘ) বাংলা
সঠিক উত্তর: (গ)

৫৮. জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
Ο ক) গৌড়ী প্রাকৃত
Ο খ) মাগধী প্রাকৃত
Ο গ) শৌরসেনী প্রাকৃত
Ο ঘ) সংস্কৃত
সঠিক উত্তর: (খ)

৫৯. বাক্যতত্ত্ব কার লেখা?
Ο ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
Ο খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Ο গ) হুমায়ুন আজাদ
Ο ঘ) মুহাম্মদ আব্দুল হাই
সঠিক উত্তর: (গ)

৬০. আধুনিক ভারতীয় আর্যভাষার শেষে রক্ষণ কোনটি?
Ο ক) আরবি
Ο খ) বাংলা
Ο গ) রোমানীয়
Ο ঘ) হিব্রু
সঠিক উত্তর: (খ)

৬১. ‘বাংলা ভাষার জন্মকথা’ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) বাক্যতত্ত্ব
Ο খ) কতো নদী সরোবর
Ο গ) লাল নীল দীপাবলী
Ο ঘ) বাংলা সাহিত্যের ইতিহাস
সঠিক উত্তর: (খ)

৬২. বহু প্রাকৃতের মধ্যে একটি হলো-
Ο ক) অপ্রভ্রংশ
Ο খ) মাগধী প্রাকৃত
Ο গ) বিহারী প্রাকৃত
Ο ঘ) হিন্দিপ্রাকৃত
সঠিক উত্তর: (খ)

৬৩. ভারতীয় আর্যভাষার দ্বিতীয় স্তর কোনটি?
Ο ক) পালি
Ο খ) মাগধী
Ο গ) প্রাকৃত
Ο ঘ) বাংলা
সঠিক উত্তর: (গ)

৬৪. প্রাকৃতের পরবর্তী রূপকে কী বলে?
Ο ক) আর্যভাষা
Ο খ) অপভ্রংশ
Ο গ) ওড়িয়া
Ο ঘ) মাগধী
সঠিক উত্তর: (খ)

৬৫. হুমায়ুন আজাদ য়াকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করেছেন?
Ο ক) বাংলা বিভাগ
Ο খ) ইংরেজি বিভাগ
Ο গ) দর্শন বিভাগ
Ο ঘ) ইতিহাস বিভাগ
সঠিক উত্তর: (খ)

৬৬. ভাষা সম্পর্কে সর্বদা সত্য-
i. ভাষার ধর্মই বদলে যাওয়া
ii. ভাষা অনড়
iii. ভাষা গতিশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৭. ভাষার বদল ঘটে কী হয়?
Ο ক) নতুন ভাষার জন্ম হয়
Ο খ) বাংলা ভাষার জন্ম হয়
Ο গ) মৈথিলী ভাষার জন্ম হয়
Ο ঘ) প্রাকৃত ভাষার জন্ম হয়
সঠিক উত্তর: (ক)

৬৮. প্রাচীন ভারতীয় আর্যভাষার শেষ স্তরটির নাম কী?
Ο ক) বাংলা
Ο খ) মারাঠি
Ο গ) অপভ্রংশ
Ο ঘ) পাঞ্জাবি
সঠিক উত্তর: (গ)

৬৯. হিন্দুদের মতে, বেদ-এর শ্লোকগুলো-
Ο ক) গ্রহণযোগ্য নয়
Ο খ) পবিত্র
Ο গ) সারগর্ভ
Ο ঘ) অপবিত্র
সঠিক উত্তর: (খ)

৭০. ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটির লেখকের গ্রামের নাম কী?
Ο ক) শ্রীনগর
Ο খ) বাড়িখাল
Ο গ) মুন্সিগঞ্জ
Ο ঘ) পাড়াতলী
সঠিক উত্তর: (খ)

৭১. ‘সংস্কৃতের দুষ্টু মেয়ে’ বলতে কোনটি বোঝানো হয়েছে?
Ο ক) বাংলা
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (ক)

৭২. মধ্য ভারতীয় আর্যভাষার সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায় যে ভাষাটির-
Ο ক) সংস্কৃত
Ο খ) বৈদিক
Ο গ) প্রাকৃত
Ο ঘ) শ্লোক জাতীয় ভাষা
সঠিক উত্তর: (গ)

৭৩. মানুষের মুখে মুখে ভাষা বদল হয় কীভাবে?
Ο ক) আঞ্চলিকতার প্রভাবে
Ο খ) শব্দের রূপ ও অর্থের পরিবর্তন ঘটে
Ο গ) বিকৃত উচ্চারণের মাধ্যমে
Ο ঘ) ব্যাকরণবিদদের দিকনির্দেশনায়
সঠিক উত্তর: (খ)

৭৪. এশিয়া ও ইউরোপ অঞ্চলের ভাষার যেসব মিল লক্ষ করে এগুলোকে ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষা মনে করা হয়-
i. ধ্বনির
ii. বাক্যের
iii. শব্দের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৭৫. মায়ের কথামতো কোন দুষ্টু মেয়েটি চলে নি?
Ο ক) সংস্কৃত
Ο খ) বাংলা
Ο গ) প্রাকৃত
Ο ঘ) মারাঠি
সঠিক উত্তর: (খ)

৭৬. হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) মুন্সিগঞ্জ
Ο খ) সাভারে
Ο গ) মানিকগঞ্জে
Ο ঘ) ঢাকায়
সঠিক উত্তর: (ক)

৭৭. বাংলা ভাষার জন্ম হয়েছে-
Ο ক) বদলাতে বদলাতে
Ο খ) কোনো এক শুভ সময়ে
Ο গ) আকস্মিকভাবে
Ο ঘ) পন্ডিতদের চেষ্টায়
সঠিক উত্তর: (ক)

৭৮. অপভ্রংশ তেকে যে ভাষার উৎপত্তি হয়েছে-
Ο ক) গুজরাটি
Ο খ) বাংলা
Ο গ) মারাঠি
Ο ঘ) সবকটি
সঠিক উত্তর: (ঘ)

৭৯. সংস্কৃত শব্দ কীরূপ?
i. বিধিবদ্ধ
ii. পরিশীলিত
iii. শুদ্ধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮০. প্রাচীন ভারতীয় আর্যভাষা কোনগুলো?
Ο ক) বৈদিক সংস্কৃত
Ο খ) বাংলা ও সংস্কৃত
Ο গ) প্রাকৃত ও অবহট্ট
Ο ঘ) হিন্দি ও গুজরাটি
সঠিক উত্তর: (ক)

৮১. ‘বাংলা ভাষার জন্মকথা’ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) বাক্যতত্ত্ব
Ο খ) কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবণী
Ο গ) লালনীল দীপাবলি
Ο ঘ) বাক্যতত্ত্ব
সঠিক উত্তর: (খ)

৮২. কত বছর আগে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে মানুষের ধারণা ছিল না?
Ο ক) এক শ
Ο খ) দুই শ
Ο গ) তিন শ
Ο ঘ) চার শ
সঠিক উত্তর: (ক)

৮৩. জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়-এর মধ্যে যে বিষয়ে মিল লক্ষ করা যায়-
i. দুজনেই ভাষাবিদ
ii. দুজন একই দেশের অধিবাসী
iii. দুজনেই বাংলা ভাষার গবেষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সুনীতি কুমারের মতে, পূর্ব মাগধী অপভ্রংশ থেকে সৃষ্টি হয়েছে- বাংলা, আসামি ও ওড়িয়া ভাষা। তাই বাংলার সাথে আসামি ও ওড়িয়া ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আরও কয়েকটি ভাষার আত্মীয়তা রয়েছে বাংলার। কারণ সেগুলোর জন্ম হয়েছে মাগধী অপভ্রংশের শাখা থেকে।

৮৪. বাংলার সাথে আসামি ও ওড়িয়া ভাষার মিলের কারণ-
Ο ক) একই ভাষাগোষ্ঠীর সদস্য
Ο খ) উচ্চারণ ও ধ্বনিরূপ এক
Ο গ) ব্যাকরণের নিয়মগুলো এক
Ο ঘ) একই ভাষার ভিন্ন ভিন্ন পরিবর্তিত রূপ
সঠিক উত্তর: (ক)

৮৫. অপভ্রংশ বলতে বোঝায়-
i. প্রাকৃত ভাষার পরিণত অবস্থা
ii. যা বিকৃত হয়ে গেছে
iii. নতুন ভাষারূপ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post