জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১০: বাংলা নববর্ষ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১০: বাংলা নববর্ষ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪৬. সবচেয়ে প্রাচীন বৈশাখী মেলা কোথায় বসে?
Ο ক) ঠাকুরগাঁও জেলায়
Ο খ) দিনাজপুর জেলায়
Ο গ) ঢাকা জেলায়
Ο ঘ) ময়মনসিংহ জেলায়
সঠিক উত্তর: (ক)

৪৭. ছায়ানট কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৫২
Ο খ) ১৯৫৪
Ο গ) ১৯৬১
Ο ঘ) ১৯৬৭
সঠিক উত্তর: (গ)

৪৮. নবান্ন উৎসব বাংলা কোন মাসে হয়ে থাকে?
Ο ক) বৈশাখ
Ο খ) আশ্বিন
Ο গ) কার্তিক
Ο ঘ) ফাল্গুন
সঠিক উত্তর: (গ)

৪৯. বাংলাদেশে বাংলা নববর্ষের উৎসবে অংশগ্রহণের অধিকার আছে-
Ο ক) বাঙালি হিন্দুর
Ο খ) বাঙালি মুসলমানের
Ο গ) মধ্যবিত্ত বাঙালির
Ο ঘ) সমস্ত বাঙালির
সঠিক উত্তর: (ঘ)

৫০. সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) আরবি
Ο খ) বাংলা
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (গ)

৫১. হালখাতা অনুষ্ঠানে মিষ্টি মুখ করানো হতো কাদের?
Ο ক) প্রজাদের
Ο খ) মহাজনদের
Ο গ) দেনাদারদের
Ο ঘ) খরিদ্দারদের
সঠিক উত্তর: (ঘ)

৫২. কোনটি নববর্ষের একটি প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠান?
Ο ক) আমানি
Ο খ) পুণ্যাহ
Ο গ) ঘোড়দৌড়
Ο ঘ) বলী খেলা
সঠিক উত্তর: (ক)

৫৩. নববর্ষের প্রাচীন মাঙ্গলিক অনুষ্ঠান কোনটি?
Ο ক) কীর্তন
Ο খ) আমানি
Ο গ) হালখাতা
Ο ঘ) মঙ্গল শোভাযাত্রা
সঠিক উত্তর: (খ)

৫৪. চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত খেলাটির নাম কী?
Ο ক) বলীখেলা
Ο খ) হা-ডু-ডু
Ο গ) গরুর দৌড়
Ο ঘ) ষাঁড়ের লড়াই
সঠিক উত্তর: (ক)

৫৫. মহামুনির বৌদ্ধপুর্ণিমা মেলঅ কোথায় বসে?
Ο ক) চট্টগ্রামে
Ο খ) সিলেটে
Ο গ) বরিশালে
Ο ঘ) কুড়িগ্রামে
সঠিক উত্তর: (ক)

৫৬. চট্টগ্রাম ছাড়াও আর কোথায় বলী খেলার প্রচলন দেখা যায়?
Ο ক) সিলেট
Ο খ) কক্সবাজার
Ο গ) কুমিল্লা
Ο ঘ) টেকনাফ
সঠিক উত্তর: (খ)

৫৭. নববর্ষ উৎসব কাদের জন্য?
Ο ক) বাঙালিদের
Ο খ) ভারতীয়দের
Ο গ) সংখ্যাগরিষ্ঠদের
Ο ঘ) সকল মানুষের
সঠিক উত্তর: (ঘ)

৫৮. শামসুজ্জামান খান পেশাগত জীবনে কী কাজ করেন?
Ο ক) শিক্ষকতা
Ο খ) সাংবাদিকত
Ο গ) আইন ব্যবসা
Ο ঘ) চিকিৎসা সেবা
সঠিক উত্তর: (ক)

৫৯. শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
Ο ক) মানিকগঞ্জ
Ο খ) কিশোরগঞ্জ
Ο গ) সিরাজগঞ্জ
Ο ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর: (ক)

৬০. পয়লা বৈশাখে উৎসবকারীদের পোশাক হচ্ছে-
i. নতুন পাজামা-পাঞ্জাবি
ii. নানা রঙের শাড়ি
iii. লুঙ্গি, ধূতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬১. আদুনিককালের বর্ষবরণ উৎসবের যেখানে সূচনা হয়-
i. কলকাতায়
ii. বর্ধমানে
iii. শান্তিনিকেতনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬২. কোন অনুষ্ঠানে ধূপের ধুনা জ্বালানোর রেওয়াজ ছিল?
Ο ক) পুণ্যাহ
Ο খ) হালখাতা
Ο গ) আমানি
Ο ঘ) কবিগান
সঠিক উত্তর: (খ)

৬৩. নিচের যে বক্তব্য কবিগানের ধারণাকে স্পষ্ট ও পূর্ণাঙ্গ করে-
i. বাংলা গানের বিশেষ ধারা
ii. দেব-দেবীর যশ প্রচারমূলক সংগীত
iii. দুজন গায়কের পালা করে যুক্তি খন্ডনমূলক গান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬৪. ‘সন’ কথাটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) সংস্কৃত
Ο খ) ফরাসি
Ο গ) আরবি
Ο ঘ) উর্দু
সঠিক উত্তর: (ঘ)

৬৫. আধুনিককালে নব আঙ্গিকে বর্ষবরণে উৎসবের উদ্যোক্তা কে?
Ο ক) মহেন্দ্রনাথ ঠাকুর
Ο খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
Ο গ) সত্যেন্দ্রনাথ দত্ত
Ο ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (ঘ)

৬৬. সুপরি ও মিষ্টিমুখ করানো হয় কোন অনুষ্ঠানে?
Ο ক) পুণ্যাহর সময়
Ο খ) বৈশাখী মেলায়
Ο গ) পুতুল নাচের সময়
Ο ঘ) বাউল গানের অনুষ্ঠানে
সঠিক উত্তর: (ক)

৬৭. শামসুজ্জামান খান দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন-
i. লেখক হিসেবে
ii. গণিতবিদ হিসেবে
iii. ফোকালোরবিদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬৮. বৈসাবী যে বর্ণগুলোর সমাহার, তা হচ্ছে-
i. বৈসুব
ii. সাংগ্রাই
iii. বিজু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬৯. চট্টগ্রামের বিখ্যাত বলী খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) বৌদ্ধ মাঠে
Ο খ) টাউন হল মাঠে
Ο গ) চট্টগ্রাম কলেজ মাঠে
Ο ঘ) লালদিঘি ময়দানে
সঠিক উত্তর: (ঘ)

৭০. বাংলা নববর্ষ কোন দিন?
Ο ক) পয়লা ফাল্গুন
Ο খ) পয়লা চৈত্র
Ο গ) পয়লা বৈশাখ
Ο ঘ) পয়লা ভাদ্র
সঠিক উত্তর: (গ)

৭১. ‘লোভী ব্রাহ্ম ও তেনালীরাম’ কী ধরনের গ্রন্থ?
Ο ক) শিশুতোষ
Ο খ) গবেষণাধর্মী
Ο গ) নাটক
Ο ঘ) কাব্য-উপন্যাস
সঠিক উত্তর: (ক)

৭২. বাংলা নববর্ষ উৎসব উদ্‌যাপিত হয়-
i. দু:খভারাক্রান্ত হৃদয়ে
ii. অনেক প্রাণের আবেগে
iii. গভীর ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭৩. কোন অনুষ্ঠানে মুখোশ ব্যবহৃত হয়?
Ο ক) মঙ্গল শোভাযাত্রা
Ο খ) হালখাতা
Ο গ) বলী খেলা
Ο ঘ) আমানি
সঠিক উত্তর: (ক)

৭৪. পেশাগত জীবনে শামসুজ্জামান খান মহাপরিচালক ছিলেন-
i. বাংলা একাডেমির
ii. শিল্পকলা একাডেমির
iii. জাতীয় জাদুঘরের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৫. ‘গণসংগীত’ গ্রন্থটির লেখক কে?
Ο ক) শামসুজ্জামান খান
Ο খ) আবুল মনসুর আহমদ
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর: (ক)

৭৬. বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত। কারণ-
i. এ উৎসব আমাদের সংস্কৃতির অংশ
ii. এ সময় আমরা নতুন কাপড় পরে আনন্দ করি
iii. এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭৭. বাংলাদেশে প্রাচীনকালের গ্রাম বাংলার যে মেলাগুলোর অনেক গুরুত্ব ছিল-
i. বৈশাখী মেলা
ii. নেকমরদের মেলা
iii. বার্ষিক মেলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. কোনটির সুস্পষ্ট ইতিহাস এখনও জানা যায় নি?
Ο ক) বাংলা সনের
Ο খ) বাংলা গদ্যের
Ο গ) বাংলা লোকসংগীতের
Ο ঘ) বাংলা ভাষার
সঠিক উত্তর: (ক)

৭৯. গ্রাম বাংলায় নববর্ষে নানা খেলাধুলার মধ্যে মোরগ লড়াই কোথায় হতো?
Ο ক) নড়াইলে
Ο খ) ব্রাহ্মণবাড়িয়ায়
Ο গ) মানিকগঞ্জে
Ο ঘ) কিশোরগঞ্জে
সঠিক উত্তর: (খ)

৮০. বাঙালি নববর্ষে একে অন্যকে কী বলে?
Ο ক) পয়লা বৈশাখ
Ο খ) শুভ হালখাতা
Ο গ) বাংলা নববর্ষ
Ο ঘ) শুভ নববর্ষ
সঠিক উত্তর: (ঘ)

৮১. নড়ােইলে নববর্ষে কোন খেলাটি আয়োজিত হয়?
Ο ক) গরুর দৌড়
Ο খ) ষাঁড়ের লড়াই
Ο গ) রিলে দৌড়
Ο ঘ) মোরগের লড়াই
সঠিক উত্তর: (খ)

৮২. ‘যাত্রা’ শব্দটি দ্বারা বোঝায়-
i. দৃশ্য কাব্য
ii. মঞ্চে নাট্যাভিনয়
iii. গুণকীর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: কবিগান বাংলা সাহিত্যের একটি ক্ষীণ ধারা। কিছু স্বাশিক্ষিত বা অল্পশিক্ষিত সৃষ্টিশীল মানুষের হাতে এই ধারা সৃষ্টি হয়েছে। পয়লা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানে আগে প্রচুর কবিগানের আসর বসত। এতে থাকত কবিদের দুটি দল। একদল প্রশ্ন ছুঁড়ে দিলে, প্রতিপক্ষ কবিতা ও গানের ঢঙে তার জবাব দিত।

৮৩. উদ্দীপকে বর্শিত কবিগানের শিল্প আসরের সন্ধান বর্তমানে কোন জেলায় পাওয়া যায়?
Ο ক) কুমিল্লা
Ο খ) মানিকগঞ্জ
Ο গ) ফেনী
Ο ঘ) শেরপুর
সঠিক উত্তর: (খ)

৮৪. কবিগানের ধারাটিকে সাহিত্যের ক্ষীণ ধারা বলা হয়েছে। কারণ-
i. এতে ছন্দমিল অনিয়মিত
ii. এটি খিস্তি-খেউড়যুক্ত
iii. এটি উচ্চতর জীবনবোধসম্পন্ন নয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৫. নববর্ষের বা অন্যান্য আয়োজন উৎসবের দিন মানুষ কবিগান শুনতে আসে-
i. কোনো কারণ ছাড়াই
ii. বিনোদন তৃষ্ণা মিটানোর জন্য
iii. নিজেদের লৌকিক জ্ঞান বাড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post