এইচটিএমএল টিউটোরিয়াল পর্ব - ৮

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে HTML এ সিএসএস এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের টেবিল সংযোজন নিয়ে আলোচনা করা হলো :
টেবিল সংযোজন:
দিনে দিনে ইন্টারনেট আজ সবচেয়ে বড় তথ্য ভান্ডারে পরিণত হয়েছে। তথ্য উপাত্ত পরিসংখ্যান চিত্র ভিডিও ইত্যাদির সংমিশ্রণে একটা ওয়েবপেজে কোন বিষয়বস্তুকে যতটা আকর্ষণীয় এবং পরিপূর্ণভাবে উপস্থাপন করা যায়, অন্যান্য মিডিয়ায় তা সম্ভব হয় না। ওয়েব পেজে তথ্য উপাত্ত পরিসংখ্যান উপস্থাপন করার একটি অন্যতম পন্থা হচ্ছে টেবিল ব্যবহার করা। টেবিল তৈরির জন্য টেবিল ট্যাগ <table> ব্যবহার করা হয়।


প্রোগ্রাম:

<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
</head>
<body bgcolor=" #00CC99" style="text-align:center">
<table border="1">
<tr>
<th>SL</th>
<th>Book</th>
<th>Pen</th>
<th>Box</th>
</tr>
<tr>
<td>01</td>
<td>100</td>
<td>200</td>
<td>400</td>
</tr> <tr>
<td>02</td>
<td>300</td>
<td>600</td>
<td>300</td>
</tr> <tr>
<td>03</td>
<td>500</td>
<td>800</td>
<td>200</td>
</tr>
</table>

</body>
</html>

প্রোগ্রাম আলোচনা:

<table border="1"> এখানে border="1" এর মাধ্যমে টেবিলের জন্য সিঙ্গেল বর্ডার ব্যবহার করা হয়েছে , প্রয়োজন অনুসারে 1 এর স্থানে 2,3,4 ইত্যাদি ব্যবহার করা যাবে।
টেবিলের প্রতিটা সারি তৈরির জন্য <tr></tr> ব্যবহার করা হয়, এবং প্রতিটা সেল তৈরির জন্য <td></td>ব্যবহার করা হয়।
<th></th> এর মাধ্যমে টেবিল হেডার তৈরি করা হয়েছে।<th>Book</th> এর মধ্যের Book লেখাটি একটু মোটা দেখাবে।
টেবিলের মধ্যে কোন সেল খালি রাখার জন্য <td></td> এর মাঝে কিছু না লেখলেই হবে। শুধুমাত্র <td></td> ব্যবহার করতে হবে।
সাইটের নেভিগেশন বার তৈরির জন্য টেবিল ব্যবহার করা যেতে পারে, এক্ষেত্রে প্রতিটা সেলের লেখার সাথে লিংক তৈরি করে দিলেই হবে যেমন <td><a href="www.webschoolbd.com"> WebschoolBD</a></td> অথবা <th><a href="www.webschoolbd.com"> WebschoolBD</a></th>

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post