এইচটিএমএল টিউটোরিয়াল পর্ব -৫

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে ছবি সংযোজন নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের এইচটিএমএল লিষ্ট  নিয়ে আলোচনা করা হলো :

 এইচটিএমএল লিষ্ট :
একটা ওয়েব পেজকে সুন্দর করে সাজানো এবং তথ্য উপস্থাপনার অন্যতম পদ্ধতি লিষ্ট । HTML এর মাধ্যমে দুই ধরণের লিষ্ট তৈরি করা যায়, একটি হচ্ছে অর্ডার লিষ্ট এবং অপরটি হচ্ছে আনঅর্ডার লিষ্ট । অর্ডার লিষ্টে বিভিন্ন তথ্যকে পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে উপস্থাপন করা হয় এবং প্রতিটা লাইনের শুরুতে ক্রমিক সংখ্যা থাকে। অন্যদিকে আন অর্ডার লিষ্টে প্রতিটা লাইনের সামনে ছোট বৃত্তাকার বা বর্গাকার চিহ্ন থাকে। HTML এর মাধ্যমে আন অর্ডার লিষ্ট তৈরি করার জন্য <ul></ul> এবং অর্ডার লিষ্ট তৈরি করার জন্য <ol></ol> ট্যাগ ব্যবহার করা হয়।


উদাহরণ প্রোগ্রাম: আন অর্ডার লিষ্ট তৈরি করার জন্য


<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
</head>
<body>
<h4>Disc Type list</h4>
<ul type="disc">
<li>Home</li>
<li>About Us</li>
<li>Contact Us</li>
</ul>
<h4>Circle Type list</h4>
<ul type="circle">
<li>HTML</li>
<li>CSS</li>
<li>PHP</li>
</ul><h4>Square Type list</h4>
<ul type="square">
<li>Pragaph</li>
<li>Table</li>
<li>List</li>
</ul>

</body>
</html> 


উদাহরণ প্রোগ্রাম: অর্ডার লিষ্ট তৈরি করার জন্য


<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
</head>
<body>
<h3>Alphabet Type list</h3>
<ol type="A">
<li>Home</li>
<li>About Us</li>
<li>Contact Us</li>
</ol>
<h3>Number Type list</h3>
<ol type="1">
<li>HTML</li>
<li>CSS</li>
<li>PHP</li>
</ol>
<h3>Roman Number Type list</h3>
<ol type="I">
<li>Pragaph</li>
<li>Table</li>
<li>List</li>
</ol>
</body>
</html>

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post