এইচটিএমএল টিউটোরিয়াল পর্ব - ১০

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে এইচটিএমএল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের অডিও সংযোজন নিয়ে আলোচনা করা হলো :

অডিও সংযোজন:
কোন বিষয়কে উপস্থাপনার ক্ষেত্রে, টেক্সট এবং ছবির পাশাপাশি অডিও-ভিডিও ব্যবহার করলে বিষয়টি আরো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়েব মিডিয়ার মাধ্যমে এ কাজটি যতটা ভালোভাবে করা যায় আর অন্য কোনো মিডিয়ায় মাধ্যমে তা সম্ভব নয়। HTML দ্বারা তৈরি পেজে <embed> ট্যাগ ব্যবহার করে সহজেই অডিও ফাইল যুক্ত করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়।

পূর্ব প্রস্তুতি:

ডেক্সটপে একটা audio নামে folder নিতে হবে এর মধ্যে audio.mp3 নামে save করা একটা অডিও ফাইল রাখতে হবে।

অনুশীলন প্রজেক্ট:

<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
</head>
<body >
<p>
<center>
<embed src="audio.mp3" height="35" width="300"
controller="true" loop="false" autostart="false">
</embed>
<h3 style="color:#F00">Click play button and enjoy music.</h3>
</center>
</p>

</body>
</html>

প্রজেক্ট বিশ্লেষণ:

অডিও যুক্ত করার জন্য <embed> ট্যাগ ব্যবহার করা হয়।
<embed src="audio.mp3" height="35" width="300"
controller="true" loop="false" autostart="false">
</embed>


src="audio.mp3" এখানে src="…………." এর মধ্যে অডিও ফাইলের লিংক যুক্ত করা হয়।

height="35" width="300" এর মাধ্যমে ব্রাউজারে প্রদর্শিত অডিও প্লেয়ারের আকৃতি নির্ধারণ করা হয়।

controller="true" এর মাধ্যমে ওয়েব পেজে অডিও প্লেয়ার প্রদর্শন করা হবে কিনা তার নির্দেশ প্রদান করা হয়। যদি controller="……….." এর মধ্যে true লেখা হয় তাহলে অডিও প্লেয়ার প্রদর্শিত হবে আর false লেখা হলে অডিও প্লেয়ার প্রদর্শিত হবে না।

loop="false" এর মাধ্যমে audio ফাইলটি কি একবার প্লে হবে না লুপ আকারে বারবার প্লে হবে তার নির্দেশ প্রদান করা হয়। যেহেতু false লেখা আছে; সুতরাং একবার প্লে হবে।

autostart="false" এর মাধ্যমে audio ফাইলটি অটোপ্লে অর্থাৎ ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথেই প্লে হবে, না অডিও প্লেয়ারের প্লে বাটনে ক্লিক করার পর প্লে হবে তার নির্দেশ প্রদান করা হয়। যেহেতু false লেখা আছে; সুতরাং অটোপ্লে হবে না, অডিও প্লেয়ারের প্লে বাটনে ক্লিক করার পর প্লে হবে।


Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post