সিএসএস টিউটোরিয়াল পর্ব - ৫

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে আইডি সিলেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের কোড লেখার পদ্ধতি  নিয়ে আলোচনা করা হলো :

কোড লেখার পদ্ধতি :
যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়। সি এস এস এর  জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যাবে।

সি এস এস Syntax

সি এস এস syntax দুটি অংশে বিভক্ত ।যথা Selector  এবং Declaration ।
www.webschoolbd.com
Selector অংশে ট্যাগ সিলেক্টর হিসেবে HTML ট্যাগ বা ক্লাস সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর ক্লাস এর নাম অথবা আইডি সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর আইডি এর নাম বসে।
প্রতিটা Declaration এর একটি property  এবং  একটি value থাকেwww.webschoolbd.com

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> Syntax</title>
<style>
body{background: #FFC}
#post1{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}

 #mar{color: #C03;
font-size:36px}
</style>

</head>
<body >
<h1>www.webschoolbd.com</h1>
<p id="post1">

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" । গত ১ বসর ধরে সফল ভাবে অনলাইনে ফ্রীলেন্সিং এর উপর ট্রেনিং দিয়ে দক্ষ ফ্রিলেন্সার হিসেবে তৈরি করে আসছে! ওয়েব স্কুল বিডি এর মূল লক্ষ্য দেশের বেকারত্তের হার কমানো এবং দেশের রিজার্ভ বাড়ানো । সেই লক্ষেই ওয়েব স্কুল বিডি এর কার্যক্রম ।
ওয়েব স্কুল বিডি পেজঃ     https://www.facebook.com/WebSchoolBDs/  
</p>
<marquee>
<p id="mar">
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" ।</p>
</marquee>
</body>
</html>

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post