ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে আইডি সিলেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের কোড লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো :
কোড লেখার পদ্ধতি :
যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়। সি এস এস এর জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যাবে।
Selector অংশে ট্যাগ সিলেক্টর হিসেবে HTML ট্যাগ বা ক্লাস সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর ক্লাস এর নাম অথবা আইডি সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর আইডি এর নাম বসে।
প্রতিটা Declaration এর একটি property এবং একটি value থাকে
কোড লেখার পদ্ধতি :
যে কোন প্রোগ্রাম লেখার জন্যই কোন একটা এডিটর ব্যবহার করে কোডিং করতে হয়। সি এস এস এর জন্য প্রাথমিকভাবে এডিটর হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এডিটর notepad ব্যবহার করা যেতে পারে এবং বাড়তি সুবিধা পাবার জন্য এডভান্স এডিটর হিসেবে Dreamweaver ব্যবহার করলে কাজ অনেক সহজ হয়ে যাবে।
সি এস এস Syntax
সি এস এস syntax দুটি অংশে বিভক্ত ।যথা Selector এবং Declaration ।Selector অংশে ট্যাগ সিলেক্টর হিসেবে HTML ট্যাগ বা ক্লাস সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর ক্লাস এর নাম অথবা আইডি সিলেক্টর হিসেবে HTML ট্যাগ এর আইডি এর নাম বসে।
প্রতিটা Declaration এর একটি property এবং একটি value থাকে
অনুশীলন প্রজেক্ট
<html>
<head>
<title> Syntax</title>
<style>
body{background: #FFC}
#post1{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}
#mar{color: #C03;
font-size:36px}
</style>
</head>
<body >
<h1>www.webschoolbd.com</h1>
<p id="post1">
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" । গত ১ বসর ধরে সফল ভাবে অনলাইনে ফ্রীলেন্সিং এর উপর ট্রেনিং দিয়ে দক্ষ ফ্রিলেন্সার হিসেবে তৈরি করে আসছে! ওয়েব স্কুল বিডি এর মূল লক্ষ্য দেশের বেকারত্তের হার কমানো এবং দেশের রিজার্ভ বাড়ানো । সেই লক্ষেই ওয়েব স্কুল বিডি এর কার্যক্রম ।
ওয়েব স্কুল বিডি পেজঃ https://www.facebook.com/WebSchoolBDs/ </p>
<marquee>
<p id="mar">বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" ।</p>
</marquee> </body>
</html>
<head>
<title> Syntax</title>
<style>
body{background: #FFC}
#post1{color:#066;
font-family:Tahoma;
text-align:justify;}
#mar{color: #C03;
font-size:36px}
</style>
</head>
<body >
<h1>www.webschoolbd.com</h1>
<p id="post1">
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" । গত ১ বসর ধরে সফল ভাবে অনলাইনে ফ্রীলেন্সিং এর উপর ট্রেনিং দিয়ে দক্ষ ফ্রিলেন্সার হিসেবে তৈরি করে আসছে! ওয়েব স্কুল বিডি এর মূল লক্ষ্য দেশের বেকারত্তের হার কমানো এবং দেশের রিজার্ভ বাড়ানো । সেই লক্ষেই ওয়েব স্কুল বিডি এর কার্যক্রম ।
ওয়েব স্কুল বিডি পেজঃ https://www.facebook.com/WebSchoolBDs/ </p>
<marquee>
<p id="mar">বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD" ।</p>
</marquee> </body>
</html>
Tags
CSS