সিএসএস টিউটোরিয়াল পর্ব - ২

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে  সিএসএস কি?  নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের সিলেক্টর নিয়ে আলোচনা করা হলো :

সিলেক্টর :
CSS এর মাধ্যমে HTML দ্বারা তৈরি করা ওয়েব পেজের বিভিন্ন অংশকে নির্দিষ্ট করে গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করা হয়। HTML দ্বারা তৈরি ওয়েব পেজের কোন অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য সিলেক্টর ব্যবহার করা হয়। CSS এ বেশ কয়েক ধরণের সিলেক্টর ব্যবহার করা হয় । এ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ....
  • ট্যাগ সিলেক্টর
  • ক্লাস সিলেক্টর
  • আইডি সিলেক্টর 
www.webschoolbd.com

ট্যাগ সিলেক্টর

CSS এ ওয়েব পেজের কোন অংশকে নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য যখন HTML ট্যাগ সমূহ ব্যবহার করা হয় তাকে ট্যাগ সিলেক্টর বলে। যেমন :
  • body{background: #FC9;
  • font-family: Tahoma;
  • color: #F60;}

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> Selectors</title>
<style>
body{background: #FC9;
font-family: Tahoma;
color: #F60;}
</style>


</head>
<body >
<marquee>
<h1>www.webschoolbd.com</h1>
</marquee>

</body>

</html>

body {background: #FC9; font-family: Tahoma; color: #F60;} এখানে body ট্যাগ সিলেক্টর।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post