সিএসএস টিউটোরিয়াল পর্ব - ১১

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত পর্বে লিস্ট (List) নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের লিস্টে ইমেজের ব্যবহার নিয়ে আলোচনা করা হলো :

লিস্টে ইমেজের ব্যবহার :
লিস্টে যেকোন সিম্বলের পরিবর্তে ছোট আকারের ইমেজ ব্যবহার করা যায়।নেভিগেশন বারে লিস্টের ব্যবহার খুবই জনপ্রিয়। সাধারণত সাইডবার নেভিগেশনে ব্যবহৃত লিস্টে লিস্ট স্টাইল হিসেবে ইমেজের ব্যবহার বেশি দেখা যায়।লিস্ট স্টাইল হিসেবে ইমেজ ব্যবহারের জন্য Declaration  করতে হবে list-style-image:url(images/b.png)।


অনুশীলন প্রজেক্ট :
<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
<style>
body{background:#c9f3fa; margin-left:120px;}
h1{color:#F00;}
ul{list-style-image:url(images/b.png)}

</style>

</head>
<body >
<h1>List Style Image</h1>
<ul id="disc">
<li><a href="www.webschoolbd.com">Home</a></li>
<li><a href="www.webschoolbd.com">About Us</a></li>
<li><a href="www.webschoolbd.com">HTML</a></li>
<li><a href="www.webschoolbd.com">CSS</a></li>
<li><a href="www.webschoolbd.com">PHP</a></li>
<li><a href="www.webschoolbd.com">Contact Us</a></li>
</ul>
</body>
</html>

কার্যপ্রণালী :
images নামে নতুন একটা folder তৈরি করতে হবে। images folder এর মধ্যে যে ইমেজটি লিস্টে প্রদর্শন করা হবে তা রাখতে হবে।এই প্রজেক্টটিতে b.png নামে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post