জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল পর্ব-৪

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত ক্লাসে অপারেটর এবং অপারেন্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের এ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করা হলো  :

এ্যারিথমেটিক অপারেটর : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন ধরণের গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পাদনের জন্য এ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়। উদাহরণ স্বরূপ -a দ্বারা a এর ঋণাত্নকীকরণ(Negation), a + b দ্বারা যোগকরণ(Addition), a - b দ্বারা বিয়োগকরণ(Subtraction), a * b দ্বারা গুণকরণ(Multiplication), a / b দ্বারা ভাগকরণ(Division), a % b দ্বারা মডুলাস(Modulus) প্রকাশ করা হয় ।

অনুশীলন প্রজেক্ট :

<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
</head>
<body>
<script type = "text/javascript">
var a = 20;
var b = 10;
var c = a+b;
var d = a-b;
var e = a*b;
var f = a/b;
var x = -a;
document.write("<p> A = "
+ a + ".</p>");
document.write("<p> B = "
+ b + ".</p>");
document.write("<p>( A + B ) = C = "
+ c + ".</p>");
document.write("<p>( A - B ) = D = "
+ d + ".</p>");
document.write("<p>( A * B ) = E = "
+ e + ".</p>");
document.write("<p>( A / B ) = F = "
+ f + ".</p>");
document.write("<p>X = -a = "
+ x + ".</p>");
var p =25;
var q =10;
var r =p%q;
document.write("<p>p % Q = R = "
+ r + ".</p>");

</script>
 </body>
  • উপরের প্রোগ্রামটিতে var c = a+b; এর মাধ্যমে যোগকরণ বা Addition দেখানো হয়েছে।
  • প্রোগ্রামটিতে var d = a-b; এর মাধ্যমে বিয়োগকরণ বা Subtraction দেখানো হয়েছে।
  • প্রোগ্রামটিতে var e = a*b; এর মাধ্যমে গুণকরণ বা Multiplication দেখানো হয়েছে।
  • প্রোগ্রামটিতে var f = a/b; এর মাধ্যমে ভাগকরণ বা Division দেখানো হয়েছে।
  • প্রোগ্রামটিতে var x = -a; এর মাধ্যমে ঋণাত্নকীকরণ বা Negation দেখানো হয়েছে।
  • প্রোগ্রামটিতে var r =p%q; এর মাধ্যমে মডুলাস Modulus দেখানো হয়েছে।
    পি এইচ পি তে ভাগশেষ পাওয়ার জন্য মডুলাস করা হয়। এখানে var p=25 এবং var q=10 সুতরাং ভাগশেষ হবে 5 ।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post