ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত ক্লাসে প্রোগ্রাম লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের অপারেটর এবং অপারেন্ড নিয়ে আলোচনা করা হলো :
অপারেটর :
অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টেও লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক অপারেশন সমূহ সম্পাদনের মাধ্যমে বিশেষ বিশেষ কার্যাবলী সম্পাদনের জন্য প্রোগ্রাম তৈরি করা হয়। আর এই সকল লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক অপারেশন সমূহ সম্পাদনের জন্য বিশেষ কিছু চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা হয়। যেমন +,-,*,/,<,>,= ইত্যাদি; এসকল চিহ্ন সমূহকেই অপারেটর বলে।
অপারেন্ড :
শুধুমাত্র অপারেটর এর কোন মূল্য নেই। অপারেটর বিভিন্ন ধরণের ডাটা, ভেরিয়েবল, সংখ্যা ইত্যাদি নিয়ে কাজ করে। এ সকল ডাটা, ভেরিয়েবল, সংখ্যা সমূহকেই অপারেন্ড বলে। যেমন; যদি লেখা হয় x+y=55; এখানে x,y এবং 55 অপারেন্ড।
অনুশীলন প্রজেক্ট :
অপারেটরের প্রকারভেদ :
অপারেটর :
অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টেও লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক অপারেশন সমূহ সম্পাদনের মাধ্যমে বিশেষ বিশেষ কার্যাবলী সম্পাদনের জন্য প্রোগ্রাম তৈরি করা হয়। আর এই সকল লজিক্যাল, রিলেশনাল এবং গাণিতিক অপারেশন সমূহ সম্পাদনের জন্য বিশেষ কিছু চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা হয়। যেমন +,-,*,/,<,>,= ইত্যাদি; এসকল চিহ্ন সমূহকেই অপারেটর বলে।
অপারেন্ড :
শুধুমাত্র অপারেটর এর কোন মূল্য নেই। অপারেটর বিভিন্ন ধরণের ডাটা, ভেরিয়েবল, সংখ্যা ইত্যাদি নিয়ে কাজ করে। এ সকল ডাটা, ভেরিয়েবল, সংখ্যা সমূহকেই অপারেন্ড বলে। যেমন; যদি লেখা হয় x+y=55; এখানে x,y এবং 55 অপারেন্ড।
অনুশীলন প্রজেক্ট :
<html>
<head>
<title> www.webschoolbd.com.com</title>
<style>
body{background: #FFC;
font-size:20px;}
h2{color:#FF0066;}
</style>
</head>
<body>
<script type = "text/javascript">
var a = 30;
var b = 20;
var c = 5;
var d = ( a + b )* c;
document.write("<p>( A + B ) × C = "
+ d + ".</p>");
document.write("<p>A= "
+ a + ".</p>");
document.write("<p>B= "
+ b + ".</p>");
if( a>b ){
document.write("The largest value is A ");
}
else{
document.write("The largest value is B ");
}
</script>
</body>
</html>
<head>
<title> www.webschoolbd.com.com</title>
<style>
body{background: #FFC;
font-size:20px;}
h2{color:#FF0066;}
</style>
</head>
<body>
<script type = "text/javascript">
var a = 30;
var b = 20;
var c = 5;
var d = ( a + b )* c;
document.write("<p>( A + B ) × C = "
+ d + ".</p>");
document.write("<p>A= "
+ a + ".</p>");
document.write("<p>B= "
+ b + ".</p>");
if( a>b ){
document.write("The largest value is A ");
}
else{
document.write("The largest value is B ");
}
</script>
</body>
</html>
- এ্যারিথমেটিক অপারেটর
- এসাইনমেন্ট অপারেটর
- ইনক্রিমেন্ট/ডিক্রিমেন্ট অপারেটর
- লজিক্যাল অপারেটর
- কমপারিসন অপারেটর
- কনক্যাটেনেশন অপারেটর
- কন্ডিশনাল অপারেটর
Tags
Javascript