ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত ক্লাসে পি এইচ পি কোডিং এর জন্য প্রয়োজনীয় এডিটর এবং কম্পাইলার নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের পিএইচপি ফাইল প্রদর্শন নিয়ে আলোচনা করা হলো :
পিএইচপি ফাইল প্রদর্শন :
পি এইচ পি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পি এইচ পি তে লেখা যেকোন প্রোগ্রাম তথা স্ক্রিপ্ট index.php এর অনুরূপ (.php) ডট পি এইচ পি এক্সটেনশন দ্বারা save করা হয়। পি এইচ পি তে লেখা স্ক্রিপ্ট সমূহ ব্রাউজারে প্রদর্শণের পূর্বে C:\xampp\htdocs লোকেশনে অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যদি পি এইচ পি স্ক্রিপ্ট বা ফাইলটি index.php হয় তাহলে ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করার জন্য index.php ফাইলটিকে htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। ব্রাউজারে ফাইলটি প্রদর্শণের জন্য ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আবার যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php ।
পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম
উপরে প্রদর্শিত নিয়ম অনুসরণ করে ব্রাউজারে প্রদর্শন করলে প্রোগ্রামটি নিচের ছবির মত দেখাবে।
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – ০১৯১৫-৪২৭০৭০ (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
PHP