পিএইচপি বাংলা টিউটোরিয়াল পর্ব -২

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের Bank Math এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

প্রথম টিউটোরিয়ালটি তো পড়েছেন তাহলে এটা বুঝতে আর সমস্যা হবেনা। ক্লাইন্ট সফটওয়ারগুলিতো সবার আছেই এখন শুধু ইনস্টল দিতে হবে ওয়েব সার্ভার যেমন apache এবং অবশ্যই পিএইচপি আর একটা ডেটাবেস সফটওয়ারও ইনস্টল দিয়ে নিন যেমন: MySQL, কি কাজে লাগবে তা পরে বলছি। এ সফটওয়ারগুলি সব ফ্রি পাওয়া যায়। নিশ্চয় এতক্ষনে গুগলে সার্চ দিয়ে সফটওয়ারগুলি খোজা শুরু করেছেন। একটা সহজ ঠিকানা দিচ্ছি এখানে এমন একটা সফটওয়ার পাবেন যেটা ইনস্টল দিলে সবগুলি একবারেই ইনস্টল হয়ে যাবে। আর আলাদা আলাদা ভাবে ইনস্টল দিতে হবেনা। সফটওয়ারটি হচ্ছে XAMPP. XAMPP এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন https://www.apachefriends.org/download.html অন্যান্য সফটওয়ার এর মত ইনস্টল দিন।
http://www.webschoolbd.com

ইন্সটল শেষে ডেস্কটপে XAMPP এর একটি আইকন দেখাবে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করুন অথবা অন্যভাবে করতে পারেন-যে ড্রাইভে ইনস্টল দিয়েছেন সেখানে গেলেই একটা XAMPP Control Panel নামে আইকন দেখতে পাবেন অর্থ্যাৎ আপনি যদি C ড্রাইভে ইনস্টল দেন তাহলে C:\Program Files\xampp বা C:\xampp এই লোকেশনে পাবেন। ব্যাস এখন শুধু start বাটনে click করুন (Apache এবং MySql)।

Apache ও MySql চালুর পর ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost ফলে নিচের মত একটা পেজ খুলবে। না আসলে English লিংকে ক্লিক করুন।

এই পেজটি আসলে বুঝবেন আপনার পিসিতে সার্ভার ইনস্টল সম্পন্ন হয়েছে অর্থ্যাৎ আপনার কম্পিউটারটি এখন সার্ভার হিসেবে কাজ করছে (লোকাল সার্ভার)। এখন xampp ডিরেক্টরির ভিতর htdocs নামে একটি ডিরেক্টরি পাবেন এখানেই প্রজেক্ট রাখতে হয়।

[WAMP, MAMP এসব কি?]
WAMP এটা একটা সফটওয়ার উইন্ডোজের জন্য। WAMP = Windows + Apache + MySQL + PHP. আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে  XAMPP ইনস্টল না দিয়ে WAMP দেন তবু পিএইচপির কাজ করতে পারবেন।
MAMP হচ্ছে ম্যাক পিসির জন্য। MAMP = Mac +  Apache + MySQL + PHP
LAMP  হল লিনাক্সের জন্য। LAMP =  Linux + Apache + MySQL + PHP
XAMPP = X(Cross Platform) +  Apache + MySQL + PHP + Perl

অর্থ্যাৎ XAMPP দিলে যেকোন প্লাটফর্মে পিএইচপি এনভায়ারোমেন্ট সেটাপ হয়ে গেল। সবগুলি দিয়েই একই কাজ। XAMPP একটু বেশি বিখ্যাত। লিনাক্স, ম্যাক, উইন্ডোজ এসবের জন্য XAMPP এর সংশ্লিষ্ট ভার্সন আছে। যেমন আমরা উইন্ডোজের জন্য যে XAMPP ব্যবহার হয়ে সেটা ডাউনলোড করে ইনস্টল দিয়েছি।
** আমাদের পিএইচপির সব টিউটোরিয়ালগুলি উইন্ডোজ এনভায়ারোমেন্ট এ দেখানো হয়েছে। সুতরাং এই ইনস্টল পদ্ধতিটিও উইন্ডোজে করা।

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – ০১৯১৫-৪২৭০৭০ (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post