পিএইচপি বাংলা টিউটোরিয়াল পর্ব -১৫

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত ক্লাসে কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের এরে নিয়ে আলোচনা করা হলো :

এরে :
সহজ ভাষায় এরে (Array) হচ্ছে তালিকাযুক্ত ভেরিয়েবল বা ভেরিয়েবলের সারণী। ভেরিয়েবল হচ্ছে ডাটা জমা রাখার জন্য সংরক্ষিত স্থান। কিন্তু সাধারণ ভেরিয়েবলের মাধ্যমে শুধুমাত্র একটা ডাটা জমা রাখা যায়। কিন্তু একই ধরণের অসংখ্য ভেরিয়েবলকে আলাদা আলাদা নামে ডিক্লেয়ার করা একটা জটিল প্রক্রিয়া। এই সমস্যা এরে ব্যবহার করে দূর করা যায়। যেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল নামই যথেষ্ঠ। উদাহরণ হিসেবে $name0="Afnan"; $name1="Arian"; $name2="Akib"; $name="Saiful"; এর পরিবর্তে $name = array("Afnan","Arian","Akib","Saiful"); ব্যবহার করলে একই কাজ হবে।
http://www.webschoolbd.com

অনুশীলন প্রজেক্ট :

<html>
<head>
<title> www.webschoolbd.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
</style>

</head>
<body>
<?php
echo "<h2> Example of manual variable </h2>";
$name0 = "Rahim";
$name1 = "Karim";
$name2 = "Abdulla";
$name3 = "Manik";
echo $name0;
echo "<br />";
echo $name1;
echo "<br />";
echo $name2;
echo "<br />";
echo $name3;
echo "<br />";
?>
<?php
echo "<h2> Example of Array </h2>";
$name = array("Rahim","Karim","Abdulla","Manik");
echo $name[0];
echo "<br />";
echo $name[1];
echo "<br />";
echo $name[2];
echo "<br />";
echo $name[3];
echo "<br />";
?>

</body>

</html>

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – ০১৯১৫-৪২৭০৭০ (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post