পিএইচপি বাংলা টিউটোরিয়াল পর্ব -১১

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আমরা গত ক্লাসে স্টেটমেন্ট এর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা হলো :

কন্ডিশনাল স্টেটমেন্ট (Conditional Statement) 
পি এইচপি তে যুক্তিমূলক কাজ করার জন্য কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ ব্যবহার করা হয়। যুক্তিমূলক কাজ বলতে কোন বিশেষ শর্তের উপর এবং শর্তের ফলাফলের উপর ভিত্তি করে কাজ করাকে বোঝানো হয়। বিভিন্ন ধরণের কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, একজন দক্ষ পি এইচ পি প্রোগ্রামার হওয়ার জন্য এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা খুবই জরুরী।
http://www.webschoolbd.com

কন্ডিশনাল স্টেটমেন্ট সমূহ
  • if স্টেটমেন্ট - কোন বিশেষ  একটা শর্ত সত্য হলে তার ভিত্তিতে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়।
  •  
    if স্টেটমেন্ট এর  উদাহরণ : 
    <?php
    echo "<h2>Example of if statement</h2>";
    $a=5;
    $b=10;
    echo "A = ".$a;
    echo "<br />";
    echo "B = ".$b;
    echo"<br />";
    if($a<$b)
    { echo "B is greater than from A."; }
    ?> 
  • if-else স্টেটমেন্ট - কোন বিশেষ একটা শর্ত সত্য হলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট একটা বিশেষ কার্য  আর মিথ্যা হলে অপর একটা কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়।

  • if-else স্টেটমেন্ট এর  উদাহরণ : 
     <?php
    echo "<h2>Example of if-else statement</h2>";
    $c=25;
    $d=20;
    echo "C = ".$c;
    echo "<br />";
    echo "D = ".$d;
    echo"<br />";
    if($c<$d)
    { echo "D is greater than from C.";
    echo"<br />";}
    else{ echo "C is greater than from D.";
    echo"<br />";}
    echo"<br />";
    ?> 
  • elseif স্টেটমেন্ট - কোন বিশেষ একটা শর্ত সত্য হলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট একটা বিশেষ কার্য আর মিথ্যা হলে অপর এক বা একাধিক শর্ত বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়।

  • elseif স্টেটমেন্ট এর  উদাহরণ :  
    <?php
    echo "<h2>Example of elseif statement</h2>";
    $x=10;
    $y=20;
    $z=30;
    echo "X = ".$x;
    echo "<br />";
    echo "Y = ".$y;
    echo"<br />";
    echo "Z = ".$z;
    echo"<br />";
    if($x>$y)
    { echo "X is greater than from Y & Z.";
    echo"<br />";}
    elseif($y>$z){ echo "Y is greater than from X & Z.";
    echo"<br />";}
    else
    { echo "Z is greater than from X & Y.";
    echo"<br />";}
    echo"<br />";
    ?>
  • switch স্টেটমেন্ট – কোন একটা শর্তের বিভিন্ন ইনপুট এর উপর ভিত্তি করে এক সেট কার্যের মধ্যে থেকে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়।

  • elseif স্টেটমেন্ট এর  উদাহরণ : 
    <?php
    echo "<h2>Example of switch statement</h2>";
    $time=3;
    switch($time){
    case 1: echo " It is 1.00 PM.You should take lunch.<br />";
    break;
    case 2: echo "It is 2.00 PM.You should take rest.<br />";
    break;
    case 3: echo "It is 3.00 PM.You can enjoy Move.<br />";
    break;
    case 4: echo "It is 4 PM. You should go to play ground.<br />";
    break;
    case 5: echo "It is 5 PM.You should back home.<br />";
    break;
    default:echo "You should do something because it is".$time."PM <br />";
    }
    ?>  
    অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
    প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
    Skype id - wschoolbd


    বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – ০১৯১৫-৪২৭০৭০ (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post