এইচ এস সি পর্দাথবিজ্ঞান – আলোর প্রতিফলন

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – আলোর প্রতিফলন ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – আলোর প্রতিফলন


সূত্র প্রতীক পরিচিতি ও একক

১.ফোকাস দূরত্ব , f = r / 2


f = ফোকাস দূরত্ব
v = প্রতিবিম্বের দূরত্ব
u = বস্তুর দূরত্ব
r = বক্রতার ব্যাসার্ধ
I ’= প্রতিবিম্বের দৈর্ঘ্য
I = বস্তুর দৈর্ঘ্য

m = বিবর্ধন
২.দর্পণের সমীকরণ,




৩.ফোকাস দূরত্বের সমীকরণ,



৪.বিবর্ধন,


৫.| m | > 1 হলে বিবর্ধিত বিম্ব
| m | < 1 হলে খর্বিত বিম্ব


আলোর প্রতিফলন অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে
 
১.দর্পণ
২.প্রতিফলন
৩.দর্পনের প্রকারভেদ
৪.গোলকীয় দর্পণের
  • মেরুবিন্দু
  • বক্রতার কেন্দ্র
  • প্রধান অক্ষ
  • বক্রতার ব্যাসার্ধ
  • প্রধান ফোকাস ও মুখ্য ফোকাস
  • ফোকাস দূরত্ব
  • ফোকাস তল
  • প্রধান ছেদ
  • প্রধান তল
  • উন্মেস
  • গৌণ ফোকাস
  • গৌণ অক্ষ
৫.প্রতিবিম্ব
৬.বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য
৭.চিমের রীতি
৮.অনুকরী ফোকাস
৯.রৈখিক বিবর্ধন
১০.গোলীয় দর্পণের সম্মুখে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবসথান । প্রকৃতি ও আকার
১১.দর্পণের সনাক্তকরণ

সে সব বিষয়গুলো খুব ভালো ভাবে মনে রাখতে হবে
  • লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত বিম্ব সে পাশে হলে বিম্ব বাস্তব অর্থাৎ ধনাত্মক এবং বিপরীত পাশে হলে বিম্ব অবাস্তব অর্থাৎ ঋনাত্মক
  • অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক,উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক
  • উত্তল দর্পণ দ্বারা সৃষ্ট বিম্ব সর্বদাই অবাস্তব ও সোজা

 

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি গোলীয় দর্পণ থেকে 0.10 m দূরে একটি বস্তু রাখা হল এবং এর প্রতিবিম্ব দর্পণের একই পার্শ্বে 0.30 m দূরে গঠিত হল।দর্পণটি অবতল না উত্তল ? এর ফোকাস দূরত্ব কত ?

সমাধানঃ

যেহেতু লক্ষবস্তু যে পাশে অবস্থিত বিম্ব সে পাশে সেহেতু বিম্ব বাস্তব ।উত্তল দর্পণে সৃষ্ট বিম্ব সর্বদাই অবাস্তব ∴ এক্ষেত্রে দর্পণটি অবতল ।
এখানে, μ = 0.20 m ; v= 0.30 m  f = ?
 আমরা জানি,

2. 0.10 m ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল দর্পণ থেকে 0.15 m দূরে লক্ষবস্তু স্থাপন করলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ?

সমাধানঃ

এখানে, f  = - 0.10 m [ ∵ উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
u = 0.15 m ;   v = ?

আমরা জানি,

v ঋনাত্মক অর্থাৎ প্রতিবিম্ব অবাস্তব ।
∴ বিম্ব,লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত সে পাশে দর্পণ থেকে 0.06 m দূরত্বে গঠিত হবে ।(ans)

3. 12 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের (ⅰ) 4× 10-2 m ,  (ⅱ)30×10-2 m দূরে লক্ষবস্তু স্থাপন করলে প্রত্যেক ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি,অবসথান ও বিবধর্ন নির্ণয় কর

সমাধানঃ

এখানে, f = 12 × 10-2 m [∵ অবতল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
(ⅰ) u = 4× 10-2 m

আমরা জানি,
∴ বিম্ব অবাস্তব ।সোজা এবং লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে গঠিত হবে ।

(ⅱ) u = 30×10-2 m
আমরা জানি,
∴ বিম্ব বাস্তব,উল্টো এবং লক্ষবস্তু দর্পণের যে পাশে অবস্থিত সেই পাশে গঠিত হবে ।

4. 0.10 m ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে লক্ষবস্তু স্থাপন করলে তিনগুণ বিবর্ধিত প্রতিবিম্বের সৃষ্টি হবে ?

সমাধানঃ

এখানে, f = 0.10 m
[∵ অবতল দর্পণের ফোকাস দূরত্ব ঋনাত্মক ]
| m | = v/u = 3         ⇒ v = 3u
বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব যথাক্রমে v = 3u  ও v = - 3u  হবে ।
বাস্তব বিম্বের ক্ষেত্রে ,

অবাস্তব বিম্বের ক্ষেত্রে ,

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post