এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তড়িৎ চুম্বকীয় তরঙ্গ


সূত্র প্রতীক পরিচিতি ও একক
১. ফোটনের শক্তি,
E =h υ
h= প্রাঙ্কের ধ্রুবক {জুল-সেকেন্ড (js)}
υ = ফোটনের কম্পাঙ্ক {হার্জ ( Hz)}
২.তড়িচ্চুম্বকীয় তরঙ্গ বা বিকিরণের গতিবেগ,

m0= বস্তুর স্থির অবস্থার ভর {কি.গ্রা. (kg)}
ε0 = শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক
৩.প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পক,
bμb  =  ca / cb

ca = a মাধ্যমে আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
cb = b মাধ্যমে আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
৪.প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্য মধ্যে সম্পক,
aμb = λa / λb

λa = ‍a মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য  ‍{মিটার (m)}
λb = b মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য {মিটার (m)}
৫.রোমারের পদ্ধতিতে আলোর গতিবেগ,
c = 2d / (T1 – T2)

c = আলোর বেগ {মিটার/সেকেন্ডে (ms-1)}
d = চাকা ও দর্পনের মধ্যবর্তী দূরত্ব {মিটার (m)}
৬.ফিজোর পদ্ধতিতে আলোর গতিবেগ,
c = 4mnd

n= প্রতি সেকেন্ডে চাকার ঘূর্ণন সংখ্যা {বার/সেকেন্ড (bar/s-1)}
d= চাকা ও দর্পনের মধ্যবর্তী দূরত্ব  {মিটার (m)}
m = আপেক্ষিক গতিতে চলমান অবস্থায় বস্তুর ভর । {কি.গ্রা. (kg)}
৭.চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পক,
B0 = E0 / c


B0 = চৌম্বক ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান {টেসলা (T)}
E0 = তড়িৎ ক্ষেত্রের বিস্তার বা শীর্ষ মান {নিউটন/কুলম্ব(NC-1)}

 

তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

আলোর কণিকা তত্ত্ব
আলোর তরঙ্গ তত্ত্ব
তড়িৎ চুম্বকীয় তত্ত্ব
পয়েন্টিং ভেক্টর
কোয়ান্টাম তত্ত্ব
তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. পানি ও হীরকের প্রতিসারঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4 হলে হীরকে আলোর বেগ নির্ণয় কর ।পানিতে আলোর বেগ 2.28 × 108

সমাধানঃ

এখানে, 0μω =1.33 ; 1μd = 2.4 ; Cω = 2.28 × 108 ms-1; cd = ?

আমারা জানি,


2. বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গদৈর্ঘ্য ।যে কাচের প্রতিসারঙ্ক 1.52 তাতে আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর ।
এখানে, aμg = 1.52 ; λa = 5.89 × 10-7 m

সমাধানঃ

আমারা জানি,
aμg  = λa / λg => λg = λa / aμg = 3.875 × 10-7 m (ans)

3. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারঙ্ক 1.5 ।বায়ুতে এক আলোক বছর হলে কাচে এক আলোক বছর কত ?
এখান, aμg = 1.5

সমাধানঃ

∴ aμg =

⇨কাচে এক আলোকবর্ষ = বায়ুতে এক আলোকবর্ষ / aμg = 6.266 × 1012 km (ans)

4. ফিজোর একটি পরীক্ষায় আলোর বেগ 3× 108 ms-1 পাওয়া গেল ।চাকার দাঁত সংখ্যা ছিল 770 এবং এটি প্রতি সেকেন্ডে 12 বার ঘুরছিল ।চাকা ও দর্পণের মধ্যে দূরত্ব কত ?

সমাধানঃ

এখানে, C = 3× 108 ms-1 ; m = 770 ; n = 12s-1 ; d = ?
আমারা জানি, C = 4mnd
⇨d = C / 4mn = 8.12 km (ans)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post