পর্দাথবিজ্ঞান – আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা


সূত্র প্রতীক পরিচিতি ও একক
.
1.

I = পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য {মিটার (m)}
Io = ঐ পযবেক্ষকের ঘড়িতে ঐ ঘনটার সময় {মিটার (m)}

2.

to= গতিশীলপর্যবেক্ষকের ঘড়িতে কোন ঘটনার সময় {সেকেন্ড (s)}
t = স্থির পর্যবেক্ষকের ঘড়িতে ঐ ঘটনার সময় {সেকেন্ড (s)}

3.

m = বস্তুর চলমান অবস্থার ভর {কি.গ্রা.(kg)}
mo = বস্তুর নিশ্চল অবস্থার ভর {কি.গ্রা.(kg)}

4. E = mc2


5.


6.
Rs = সংকট ব্যাসার্ধ {মিটার (m)}
G = মহাকর্ষ ধ্রুবক {নিউটন মিটার /কেজি (Nm2kg-2)}
M = গোলকীয় বস্তুর ভর {কি.গ্রা (kg)}

7.
v = ‍S কাঠামো সাপেক্ষে ‍S’ কাঠামো x-অক্ষ বরাবর বেগ {মিটার/সে. (ms-1)}
c = আলোর বেগ
t = S কাঠামোতে কোন ঘটনার পযবেক্ষণের সময় {সেকেন্ড (s)}
X’ = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}
X = ঘটনা বিন্দু হতে কাঠামোর সমতলের লম্ব দূরত্ব {মিটার (m)}

8. E = k+moc2

E = মোট শক্তি {ইলেকট্রন ভোল্ট (eV)}
K = গতি শক্তি


আপেক্ষিক তত্ত্ব ও জ্যোতিপর্দাথবিদ্যা অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে

1.জড় প্রসঙ্গ কাঠামো
2.আপেক্ষিতা
3.আপেক্ষিক তত্ত্বের প্রকারভেদ
4.আপেক্ষিকতার বিশেষ ত্ত্ত্ব
5.লরেনজ রূপান্তরন
6.তারকার মৃত্যুর ধাপ
7.নিউট্রন তারকা
8.কৃষ্ণবিবর

 

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি রকেট কত বেগে চললে এর দৈর্ঘ্য সংকুচিত হয়ে নিশ্চল দৈর্ঘ্যর অর্ধেক হবে ?

সমাধানঃ

এখানে, L = ½ L0
আমরা জানি, L = L0 √ (1-v2/c2)
⇨ ½ L0 = L0 √ (1-v2/c2)
⇨ ½ = √ (1-v2/c2)
⇨ ¼ = 1-v2/c2
⇨ v2/c2 = 1- ¼ = ¾
⇨ v /c = √ (3/4)
⇨ v = {√(3/4)} × c = 2.598×108 ms-1    Ans.

2. একটি ইলেকট্রন 0.99c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত ?

সমাধানঃ

এখানে,m0 = 9.1×10-31 kg  [ ইলেকট্রনের ভর ]
v = 0.99c
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
m = m0 / {√ (1-v2/c2)}
= 9.1× 10-31 / {√1-(0.99)2}
= 6.45× 10-30 kg             Ans.

3. একটি মেসন কণার গড় আয়ু 3×10-8 s ।যদি কণাটি 0.85c বেগে গতিশীল হয়,তবে এর গড় আয়ু বের কর ।

সমাধানঃ

এখানে,t0 = 3×10-8 s ;
v = 0.85c ;
v/c = 0.85 ;
t = ?
আমরা জানি, t0 = t√ (1-v2/c2)
⇨ t = t0 /  √ (1-v2/c2) = 5.69×10-8 s      Ans.

4. এতটি গতিশীল কণার মোট শক্তি এর স্থিরাবস্থান শক্তির 2.5গুণ হলে বস্তুটির দ্রুতি কত ?

সমাধানঃ

এখানে, mc2 = 2.5m0c2  ⇨  m = 2.5m0 ;
v = ?        
আমরা জানি,m0 = m √ (1-v2/c2)
⇨ m0 = 2.5m0 √ (1-v2/c2)
⇨ 1-v2/c2 = 1 / 6.25
⇨ v2/c2 = 1 – 1 / 6.25 = 0.84
⇨ v / c = 0.9165
⇨ v = 0.9165×c
= 2.75× 108 ms-1     Ans.

5. 2.5×106 eV গতি সম্পন্ন ইলেকট্রনের ভর ও দ্রুতি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বের কর ।

সমাধানঃ

এখানে, Ek = 1.5×106 × 1.6×10-19 J    [1eV = 1.6×10-19 J]
= 2.4 × 10-13 J
m0 = 9.1×10-31 kg ;
m = ? ;
v =?
আমারা জানি, Ek = mc2 – m0c2
⇨ m – m0 = Ek / c2
⇨ m = Ek / c2 + m0 = 3.58×10-30 kg      Ans.
আবার, m0 = m √ (1-v2/c2)
⇨ 1-v2/c2 = (m0 / m)2
⇨ v / c = √ {1-(m0 / m)2}
⇨ v = c × √ {1-(m0 / m)2}
= 2.59×108 ms-1       Ans.
 
6. 10 a.m.u ভরের সমতুল্য শক্তি ev-এ প্রকাশ কর ।

সমাধানঃ

এখানে, m = 10 amu = 10×1.66057×10-27 kg               [ 1 amu (atomic mass unit)
= 1.66057×10-26 kg      Ans             = 1.66057×10-27 kg ]
∴ E = mc2 = 4.4945×10-9 J  = 1.4945×10-9 / 1.6×10-19 eV     [ 1ev = 1.6×10-9 kg]
= 9.34×109 ev                       Ans.

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post