এইচ এস সি পর্দাথবিজ্ঞান – পরমানু

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – পরমানু ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – পরমানু


সূত্র
প্রতীক পরিচিতি ও একক

১. স্থায়ী কক্ষপথে ইলেকট্রনিক ভরবেগ,

                                     
m = ইলেকট্রনের ভর {কেজি (kg)}
v =  ইলেকট্রনের রৈখিক বেগ {মিটার/সে. (ms-1) }
r = কক্ষপথের ব্যাসার্ধ  ‍{মিটার (m)}
n = কোয়ান্টাম সংখ্যা




২. ইলেকট্রনের কক্ষ  স্থানান্তরের সময় নিঃসৃত শক্তি,
           E1 -  E2 = hυ

h = প্লাঙ্কের ধ্রুবক {জুল সেকেন্ড (js) }
E2 =  n2  কক্ষের ইলেকট্রনের শক্তি { ইলেকট্রন ভোল্ট (eV)}
E1 =  n1  কক্ষের ইলেকট্রনের শক্তি { ইলেকট্রন ভোল্ট (eV)}
υ = বিকিরণের কম্পাঙ্ক {হার্জ (Hz)}
৩. স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের আবর্তন বেগ,



৪.স্থায়ী  কক্ষপথের ব্যাসার্ধ,
e =  ইলেকট্রনের আধান {কুলম্ব (C)}
ε0 =  মাধ্যমের ভেদন যোগ্যতা {কুলম্ব/নিউটন-মিটার (c2N-1m-1)}
৫. স্থায়ী কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি,
E =  ইলেকট্রনের শক্তি ইলেকট্রন ভোল্ট (eV)}
Z = পরাবৈদ্যুতিক ধ্রুবক {নিউটরন মিটার/কুলম্ব(Nm2C-2)}
৬.কোন খোলকে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা,
2n2

৭.তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র ,
     N = N0e-λt
N = t সময় পর অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা
e = অমূলদ সংখ্যা = ২.৭৮২৮...
No =  গণনার শুরম্নতে তেজস্ক্রিয় পর্দাথের মোট অক্ষত পরমাণুর সংখ্যা

৮. T = 0.693 / λ
T = অর্ধ্যয়ু {সেকেন্ড (s) }
λ = তেজস্ক্রিয় পদার্থটির ক্ষয় ধ্রুবক {প্রতি সেকেন্ড (s-1)}


পরমাণু অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে 

১.রাদারফোর্ডের পরমাণুর মডেল
২.বোর পরমাণু মডেল
৩.পারমানবিক ভর একক
৪.তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য
৫.এর সংজ্ঞা
৬.এর সংজ্ঞা
৭.তেজস্ক্রিয় ধর্ম
৮.অর্ধায়ু
৯.গড় আয়ু
১০.আইসোটোপ
১১.আইসোবার
১২.আইসামার
১৩.আইসোটন
১৪.নিউক্লিয় ফিশন
১৫.নিউক্লীয় ফিউশন
১৬.নিউক্লিয় বল
১৭.ভর ক্রুটির বা ঘাটতি
১৮.বন্ধন শক্তি

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. হাইড্রোজেনের পরমাণুর অনুমোদিত প্রথম বোর (ⅰ) কক্ষের ব্যাসার্ধ,কক্ষে ইলেকট্রনের (ⅱ) কৌণিক ভরবেগ (ⅲ) রৈখিক দ্রুতি (ⅳ) কৌনিক বেগ (ⅴ) প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা (ⅵ) রৈখিক ভরবেগ (ⅶ) গতিশক্তি (ⅷ) স্থিতি শক্তি (ⅸ) মোট শক্তি (ⅹ) উপর ক্রিয়ারত বল ও ত্বরণ নির্ণয় কর ।
[Eo = 5.85×10-12C2N-1m-2 ; h = 6.63×10-34 kg ; m = 9.11×10-31kg ও  e = 1.6×10-19 c ]

সমাধানঃ

এখানে, n = 1 ; Z = 1  [H -এর পারমাণবিক সংখ্যা 1 ]
(ⅰ) আমরা জানি,rn = n2h2ϵo / πmZe2 = 0.532×10-10m = 0.532Å     Ans

(ⅱ) L = nh / 2π = 1.06×10-34 Js or, kgm2s-1                       Ans

(ⅲ)  আবার,mvnrn = L
⇨ vn = L / mrn = 2.18×106ms-1   Ans

(ⅳ) আমারাজানি,v = ωr        [ ω = কৌণিক বেগ ]
এক্ষেত্রে,vn = ωnrn
⇨ ωn = vn / rn = 4.1×1016 rads-1          Ans
(ⅴ)  প্রতি সেকেন্ডে ঘূর্ণনসংখ্যা = কম্পাঙ্ক = f = ωn / 2π = 6.5×1015 s-1    Ans

(ⅵ) mvnrn = L  ⇨ mvn = L / rn = 1.99×10-24 kgms-1

(ⅶ) Ek = Ze2 / 8πϵ0rn = ½ mvn2 = 2.16×10-18 J       Ans

(ⅷ) Ep = - Ze2 / 4πϵ0rn = 4.34×10-18 J      Ans

(ⅸ) En = - mZ2e4 / 8n2h2ϵo = Ek + Ep = -2.17×10-18 J    Ans

(ⅹ) Fn = - Ze2 / 4πϵorn2 = -8.1×10-8 N      Ans

(ⅹⅰ) an = Fn / m = 8.89×1022ms-2      Ans

2. এক খন্ড রেডনের 60%  ক্ষয় হতে কত সময় লাগবে ? রেডনের অর্ধায়ু 3.82  দিন

সমাধানঃ

এখানে,T1/2 = 3.82 days ;
N = (100-60)% of N0­ = 40% of N0 ;
t = ?
আমারা জানি, T1/2 = 0.693 / λ
∴ λ = 0.693 / T1/2 = 0.1814 d-1 
আবার, N = Noe-λt
⇨ 40 / 100 × N0 = N0e-λt
⇨ 2 / 5 = c-λt
⇨ ln (2/5) = λt
⇨ t = (ln (2/5) / -λ) = 0.05 days            Ans.

3. প্রারম্ভিক অবস্থায় কোন বস্তু খন্ডে যদি সংখ্যক 108 রেডন পরমাণু থাকে তাহলে একদিনে কত সংখ্যক পরমাণু ভেঙ্গে যাবে ? রেডনের অর্ধায়ু দিন ।

সমাধানঃ

এখানে, T1/2 = 4 days ;
N0 = 108 ;
t  = 1 ;
N0 – N = ?
∴ λ = 0.693 / T1/2 = 0.17325 day-1             
   আমারা জানি, N = N0e-λt = 84.09×106
∴ N0 –N = 15.9 × 106        Ans

4. 1 amu ভরের সমতুল্য শক্তি (ⅰ) eV এককে (ⅱ) MeV এককে প্রকাশ কর ।

সমাধানঃ

এখানে, m = 1amu ;
E = ?
আমরা জানি,E = mc2

(ⅰ) ∴ E = 1.66057×10-27 × (3×108)2    [ ∵ 1 amu = 1.6605×10-27 kg ]
= 1.4945×10-10 J
=  1.4945×10-10 / 1.6 × 10-19       [ ∵ 1eV = 1.6 × 10-19 ]
= 0.93407×109 ev                    Ans

(ⅱ) আবার, E = mc2
= 1.4945×10-10 J
= 1.4945×10-10 / 106 × 1.6 × 10-19   [ 1Mev = 106 ev  ]
= 934 Mev      Ans

5. রেডিয়ামের গড় আয়ু 2294  বছর ।এর অক্ষয় ধ্রুবকের মান ও অর্ধায়ু বের কর ।

সমাধানঃ

এখানে, τ = 2294 years ;
λ = ? ;
T1/2 = ?
আমরা জানি, λ = 1/τ = 4.359×10-4 year-1          Ans
এবং,   T1/2 = 0.693 / λ = 1590 years       Ans

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post