এইচ এস সি পর্দাথবিজ্ঞান – ইলেকট্রন ও ফোটন

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – ইলেকট্রন ও ফোটন ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – ইলেকট্রন ও ফোটন


সূত্র
প্রতীক পরিচিতি ও একক
১. বিভক পার্থক্যে ইলেকট্রনের বেগ,

e = ইলেকট্রনের আধান {কুলম্ব (C )}
m = ইলেকট্রনের ভর {কেজি (kg)}
২. ফোটনের শক্তি ,

৩. নূন্যতম তরঙ্গ দৈর্ঘ্য,

υ = কম্পাঙ্ক {হার্জ (hz)}
৪. ফোটেনের ভরবেগ,

c = আলোর বেগ {মিটার/সেকেন্ড (ms-1)}
λ = আলোর তরঙ্গদৈর্ঘ্য {মিটার (m )}
৫. ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি,

υo = সূচন কম্পাঙ্ক {হার্জ (Hz)}
h = প্লাঙ্কের ধ্রুবক {জুল-সেকেন্ড(Js)}   
৬. সূচন কম্পাঙ্ক,

৭. সূচন তরঙ্গ দৈর্ঘ্য,



Wo = কার্য- অপেক্ষক  {ইলেকট্রন-ভোল্ট (eV)}
৮. নিবৃত্তি বিভব()ও ইলেকট্রনের সর্বোচ্চ বেগের মধ্যে সর্ম্পক,

৯. এক রশ্মি বিকিরণে একক ফোটনের শক্তি,



ইলেকট্রণ ও ফোটন অধ্যায়ে যে সব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে
 
১.গ্যাসের বিদ্যুৎ পরিবাহিতা
২.ক্ষরণ নল বা ক্ষারক নল
৩.ক্যাথোড রশ্মি
৪.ক্যাথোড রশ্মির ধর্ম
৫.1eV এর সংজ্ঞা
৬.এক্সরে – এর ধর্ম
৭.ফোটন
৮.ফোটনের বৈশিষ্ট্য
৯.প্লাজমা
১০.প্লাজমার ধর্মাবলি
১১.আলোক – তড়িৎ ক্রিয়া
১২.নিবৃত্তি ‍বিভব
১৩.সূচন কম্পাঙ্ক
১৪.আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য
১৫.কার্য অপেক্ষক
১৬.LASER
১৭.লেজার রশ্মির বৈশিষ্ট্য

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

1. একটি 100MeV ফোটনের কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর ।

সমাধানঃ

এখানে, E = hv = 100×106×1.6×10-19 J ;
V = ? ;
λ = ?
আমারাজানি, E = hv
⇨ v = E / h = 2.41 × 1022 Hz  [ h = 6.63×10-34 Js]
আবার, E = h ( c / λ)
⇨ λ = h ( c / E ) = 1.24×10-14m   Ans
অথবা, c = vλ
⇨ λ = c / v = 1.24 × 10-14 m     Ans

2. একটি 60W এর বাল্ব হতে সবুজ আলো বিকিরিত হচ্ছে ।বাল্বটির তড়িৎ শক্তির মাত্র 2% যদি আলোক শক্তিতে রুপান্তরিত হয়।তবে প্রতি সেকেন্ডে বাল্বটি হতে কত সংখ্যক ফোটন নির্গত হবে ।সবুজ আলোর λ = 5550×10-10 m .

সমাধানঃ

এখানে, P = 60W ;
t =  1s ;
λ = 5550 × 10-10 m ;
আমারা জানি, W = Pt = 60j
যেহেতু বাল্বটির তড়িৎ শক্তির 2% আলোক শক্তিতে রুপান্তরিত হয় সেহেতু মোট আলোকশক্তি
3% of 60j = 1.2 J
আবার, প্রতিটি ফোটনের শক্তি যদি E হয় তবে, E = h (c / λ) = 3.58×10-19 J
তাহলে,প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা
= মোট শক্তি /প্রতিটি ফোটনের সংখ্যা
= 3.35×1018  Ans

3. 50KV এ চালিত এক্সরে নল থেকে উৎপন্ন এক্সরে –এর বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত ?
[h = 6.63 × 10-34 Js and e = 1.6× 10-19 s ]

সমাধানঃ

এখানে, v = 50×103 V ;
h = 6.63×10-34 Js ;
e = 1.6×10-19c ;
λmin­ = ?
আমারা জানি, hλmin = ev
⇨ h× (c / λmin) = ev
⇨ λmin = hc / ev = 2.48×10-11m      Ans.

4. কোন ধাতুর উপর নিবৃত্তি বিভবের মান কত হলে ঐ ধাতু হতে নিঃসৃত ইলেকট্রনের বেগ 2×106ms-1 হবে ?

সমাধানঃ

এখানে, vm = 2×106ms-1 ;
m = 9.1 × 10-31 kg ;
e = 1.6×10-19 c ;
V0 = ?

আমারা জানি, ½ mvm2 / 2e = 11.38 V   ans.

5. সোডিয়ামের সূচন তরঙ্গদৈর্ঘ্য 6800Å ।এর কার্যা পেক্ষক নির্ণয় কর ।

সমাধানঃ

এখানে, λ0 = 6800Å = 6800 × 10-10 m ,
ϕ = ?
আমারা জানি, ϕ = hv0 = h(c/λo) = 2.93 × 10-19 J   Ans

6. কোন ধাতুর উপর 2500Å তরঙ্গদৈর্ঘ্যর অতিবেগুনী রশ্মি ফেলা হল ।ধাতুর কার্য অপেক্ষক 2.3 ev হলে নি:সৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত ?

সমাধানঃ

এখানে, λ = 2500 Å = 2500×10-10m;
ϕ = hv0 = 2.3eV = 2.3×1.6×10-19 c
vm = ?
আমারা জানি,km = hυ-hυo
⇨ ½ mvm2 = h (c/λ) – hυo
⇨ ½ mvm2 = 4.27×10-19
∴ vm = 968.8×103 ms-1    (Ans)

7. কম্পাঙ্কের বিকিরণ কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রণ নির্গত হয়।ঐ ধাতুর সূচন কম্পাঙ্ক কত ?

সমাধানঃ

এখানে, υ = 4×1015 Hz;
km = 3.6×10-19 c ;
υo = ?
আমারা জানি, km = h (υ-υo)
⇨ h υo = hυ - km
⇨ υo = υ – km / h = 3.45×1015 Hz Ans

8. পটাসিয়াম ধাতু হতে ইলেকট্রন নি:সরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যর মান 4400Å ।এর উপর 1500Å তরঙ্গদৈর্ঘ্যর অতি বেগুণী রশ্মি আপতিত হলে,নি:সৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে ?

সমাধানঃ

এখানে, λ0 = 4400 × 10-10m ;
λ = 1500 × 10-10m ;
km = ?
আমারা জানি,km = h (v – v0)
= h (c / λ – c / λ0)
= hc ( 1/λ – 1/λ0 )
=   8.737 × 10-19 J        ans

9. একটি ইলেকট্রণকে স্থির অবস্থান থেকে 1200V বিভবের ভিতর দিয়ে ত্বরিত করা হলে এর চূড়ান্ত বেগ নির্ণয় কর ।

সমাধানঃ

এখানে, V = 1200V ; vm = ?
আমারা জানি, ½ mvm2 = ev
⇨ vm = √ (2ev / m) = 2.05× 107 ms-1            Ans

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post