এইচ এস সি পর্দাথবিজ্ঞান – শব্দের গতিবেগ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – শব্দের গতিবেগ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – শব্দের গতিবেগ


সমীকরণ প্রতীক পরিচিতি ও একক

1.
2.v = 4n (l1+x)
3.
4.vt=vo(1/2 αt )
5.v=4nl
6.v = 2n (l2l1)
7.v = 4n (l1 +0.6r)
8.v = 4n (l1 +0.3d)
9.
উৎস স্থির, শ্রোতা উৎসের দিকে গতিশীল ।
10.
উৎস স্থির, শ্রোতা উৎসের বিপরীত দিকে গতিশীল
11.
গতিশীল উৎসের স্থির শ্রোতার দিকে ।
12.
উৎস গতিশীল শ্রোতার বিপরীত দিকে

13.

14.
15.v∞√T
16.
17.


v = গ্যাসীয় মাধ্যমে বেগ (ms-1)



x = গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক
r = নলের অন্ত ব্যাস (m)
n = উৎস কর্তৃক উৎস শব্দের কম্পাঙ্ক (Hz)
vs = উৎসের বেগ (ms-1)
vt = t°C তাপমাত্রায় শব্দের বেগ (ms-1)
n = শ্রুত শব্দের আপাত কম্পাঙ্ক (Hz)
vw = বাতাসের বেগ (ms-1)
vo = 0°C তাপমাত্রায় শব্দের বেগ
T = মাধ্যমের পরম উষ্ণতা (K)
ρ = ঘনত্ব (Kgm-3)
K = আয়তন গুণাঙ্ক (Nm-2)


গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. তামার ইয়ং-এর গুণাঙ্ক 13×1010Nm-2 এবং ঘনত্ব 8890kgm3 হলে তামাতে শব্দের বেগ কত?

সমাধান :

v = √(y/ρ)                                             y = 13×1010Nm-2
  = √{(13×1010)/8890}                          ρ = 8890kgm-
v = 3824ms-1                [ans]

২. 250Hz কম্পাঙ্কের একটি সুরশলাকাকে আঘাত করে একটি অনুনাদী বলের সামনে ধরায় বাতাসের 0.31 দৈর্ঘ্যে অনুনাদ পাওয়া গেল । শব্দের দ্রুতি 332ms-1 হলে বলের ব্যাস কত?

সমাধান :

v = un(l+0.3d)                                      l = .31
⟹ 332 = 4×250(.31+.3d)                    n = 250Hz
⟹ .31+.3d = .332
⟹ d = (.332-.31)/.3
∴ d = .0733m                           [ans]

৩. স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?

সমাধান :

v = √(γP/θ)                                                       P = 1.031×105 Nm-2  
  = √{(1.4×1.013×105)/1.293}                          γ = 1.293kgm-3  
∴ v = 331.2ms-1           [ans]

৪.  একটি সাইরেন হতে উদ্ভূত শব্দের কম্পাঙ্ক 120Hz । তোমার নিকট হতে সাইরেনটি 15ms-1 বেগে সরে আসতে থাকলে তুমি যে শব্দ শুনবে তার কম্পাঙ্ক কত হবে?

সমাধান :

n' = {(V+VL)/(V-VS)×n                                                VL = 0ms-1
  = {(350+0)/(350-15)}×120                            V = 350ms-1
∴ n' = 115Hz                [ans]                            Vs = 15ms-1
                                                                                    n = 120Hz
                                                                                    n' = ?

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post