এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র

সূত্র:

সমীকরণ প্রতীক পরিচিতি ও একক
১.কাজ,W = Q1-Q2 ;
η = W /Q ;n = -Q2/Q1 = 1 –T2/T1
২.দক্ষতা,η = 1 –T2 /T1
৩.একই তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন,
dS = dQ/T;dQ=mL
৪. ভিন্ন তাপমাত্রায় এনট্রপির পরিবর্তন,

৫.দক্ষতার শতকরা রূপ,
η = 1 – (T2-T1)×100%
৬.Q1/Q2 = T1/T2
η = ইঞ্জিনের তাপীয় দক্ষতা
dQ =mL  (থ)
dS = এনট্রপির পরির্বতন (JK-1)
L = আপেক্ষিক সুপ্ততাপ (JK-1)
m = (kg)
S = আপেক্ষিক তাপ (Jkg-1K-1)
T1-T2 = ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজ (K)
T1 = ইঞ্জিনে উৎপন্ন তাপের সমতুল্য কাজ (K)


গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 227 ⁰C । এর তাপগ্রাহকের তাপমাত্রা 27⁰C , ইঞ্জিনের দক্ষতা কত?

সমাধান:

η=× 100%                                                           T1=227 ͦ C =500K
                                                                                      T2=27 ͦ C =300K 
     =× 100%
     η=40% (ans)

২. একটি ইঞ্জিনে 3400j তাপগ্রহন করে ও 2400j তাপ বর্জন করে।ইঞ্জিনটি দ্বারা উতপাদিত কাজের পরিমান ও ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।

সমাধান:

W =Q1-Q2=3400-2400            Q1=3400 j
    W =1000 j (ans)              Q2=2400 j
    η=×100%
            =×100%
          η=29.41 % (ans)

৩. একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%।যদি তাপ উৎসের তাপমাত্রা 400k হয়,গ্রাহকের তাপমাত্রা কত?

সমাধান:

η=×100%                                          T1=400k
 ⟹                                                                                                     η=60%
  (ans)

৪. 100⁰C তাপমাত্রার 1kgপানিকে 100⁰C তাপমাত্রায় বাস্পে পরিনত হতে এন্ট্রপির পরিবর্তন  কত হয়।নির্ণয় কর।
(LV=2.26×106 JKg-1)

সমাধান:

ds==                                                         m=1 kg
               =                                                    Lv=2.26×106 Jkg-1       
          ds =6059 JK-1 (ans)

৫.  0⁰C তাপমাত্রায় 5 kg পানিকে 100⁰C তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় কর।(S=4.2×103 Jkg-1)

সমাধান:

ds=
      =
     = ms
     =5×4200
      =21000 ln ()
     =6.56×103 jk-1(ans)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post