ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার প্রথম সূত্র ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার প্রথম সূত্র
সূত্র :
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. 1×105Nm-2 স্থির চাপে কোন আদর্শ গ্যাসের আয়তন 0.04m3 থেকে প্রসারিত হয়ে 0.05m3 হলো । বহিঃস্থ কাজের পরিমাণ কত?
সমাধান:
২. 200m উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার ব্যবধান নির্ণয় কর।
সমাধান:
৩. 200ms-1 বেগ প্রাপ্ত একটি সীমার বুলেট কোথাও থামিয়ে দেয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো । বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
সমাধান:
৪. একটি গতি সম্পন্ন বুলেটকে হঠাৎ কোথাও থামিয়ে দেয়ায় সমস্ত গতিশক্তি তাপে পরিনত হলো । বুলেটটির তাপমাত্রা 100°C বৃদ্ধি পাবে। বেগ কত ছিল?
সমাধান:
৫. 0°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে আয়তন অর্ধেক করা হলো । চূড়ান্ত তাপমাত্রা কত হবে?(Υ=1.4)
সমাধান:
৬. বায়ুকে প্রসারিত করে এর আয়তন দ্বিগুণ করা হলো, যদি প্রাথমিক চাপ 1atm হয়, তবে চূড়ান্ত চাপ কত?(Υ=1.4)
সমাধান:
৭. 27°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে । চূড়ান্ত তাপমাত্রা কত হবে?(Ύ=1.4)
সমাধান:
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি পর্দাথবিজ্ঞান – তাপগতিবিদ্যার প্রথম সূত্র
সূত্র :
সমীকরণ | প্রতীক পরিচিতি ও একক |
1.∆U = ∆Q-∆W ⇨ dQ = dU+dW =dU+pdV 2.∆W = P(V2 –V1) 3.PVγ = ধ্রুবক; P1V1γ = P2V2γ 4.TVγ-1 = ধ্রুবক 5. 6.PV = ধ্রুবক 7. 8.Cp –Cv =R 9.C = Sp × M 10.C = Sv × M 11.γ = Cp / Cv 12.T1V1γ-1 = T2V2γ-1 13.1/2 mv2 = m.s.∆T 14.W = JQ |
dQ = গৃহীত তাপ শক্তি (J) dU = অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন (J) dW = কৃতকাজ (J) T = তাপমাত্রা (K) V = আয়তন (m3) M = আণবিক ভর (kg) Sv = স্থির আয়তনে গ্যাসের আঃ তাপ (Jkg-1K-1) Cv = স্থির আয়তনে গ্যাসের মোলার আঃ তাপ (Jkg-1K-1) Sp = স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ(Jkg-1K-1) Cp = স্থির চাপে গ্যাসের মোলার আঃ তাপ (Jkg-1K-1) R = সর্বজনীন গ্যাস ধ্রুবক J = জুল তুল্যাঙ্ক (Jcal-1) Q = উৎপন্ন তাপ (cal) |
গাণিতিক সমস্যা ও সমাধানঃ
১. 1×105Nm-2 স্থির চাপে কোন আদর্শ গ্যাসের আয়তন 0.04m3 থেকে প্রসারিত হয়ে 0.05m3 হলো । বহিঃস্থ কাজের পরিমাণ কত?
সমাধান:
বহিঃ কাজ, W=PΔV
=1×105×(0.05-0.04) ΔV=0.05-0.04
∴W=1000J [ans]
২. 200m উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার ব্যবধান নির্ণয় কর।
সমাধান:
w=mgh
⟹msΔT=mgh h=200m
⟹ΔT=gh/s=(9.8×200)/4200 s=4200Jkg-1k-1
∴ ΔT=0.46k বা 0.46°C [ans]
সমাধান:
1/2mv2=ms ΔT v=200ms-1
⟹ ΔT=v2/2s=2002/(2×126) s=126Jkg-1k-1
∴ ΔT=158.7k
সমাধান:
v = √(2s ΔT)=√(2×126×100) s =126Jkg-1k-1
∴ v = 158.7ms-1 [ans] ΔT =100°C
৫. 0°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ প্রসারিত করে আয়তন অর্ধেক করা হলো । চূড়ান্ত তাপমাত্রা কত হবে?(Υ=1.4)
সমাধান:
T1V1Υ-1=T2V2 Υ-1 T1=0°C=273k
⟹ T2=T1×(V1/V2)Υ-1 V2=v
=273×{v/(v/2)} 1.4-1 V1=v/2
∴T2=360.225k [ans] T2=?
সমাধান:
P1V1Ύ=P2V2Ύ P1=1atm
⟹ P2= P1(V1/V2)Ύ=1×(v/2v)1.4 V1=v
∴P2=0.3789atm [ans] V2=2v
P2=?
৭. 27°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে দ্বিগুণ আয়তন লাভ করে । চূড়ান্ত তাপমাত্রা কত হবে?(Ύ=1.4)
সমাধান:
T1V1Ύ-1=T2V2Ύ-1 T1=27°C=300k
⟹ T2=T1×(V1/V2)Υ-1 V1=v
=300×(v/2v)1.4-1 V2=2v
∴T2=227.3k [ans] T2=?
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
Tags
HSC Physics1