এইচ এস সি পর্দাথবিজ্ঞান – প্রবাহী পদার্থ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি পর্দাথবিজ্ঞান – প্রবাহী পদার্থ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি পর্দাথবিজ্ঞান – প্রবাহী পদার্থ

সূত্র:

সমীকরণ প্রতীক পরিচিতি ও একক
1.T = F /L
2.T = hrρg / 2
3.
4.F = 6πηrv
5.W = E = ∆A × T = 4π (r2-R2)× T
6.
7.
8.E =T
9.
10.
11.V = EA = TA
12.
13.E = ∆A×T
14.∆P = 2T /R
15.p = 4T /R
T = পৃষ্ঠটান (Nm-1)
F = বল (N)
L = দৈর্ঘ্য (m)
h = তরলের আরোহন (m)
r = ব্যাসার্ধ (m)
ρ = ঘনত্ব (kgm-3)
E = পৃষ্ঠশক্তি (j)
A = ক্ষেত্রফল (m2)
η = সান্দ্রতাঙ্ক (kgm-1s-1)
θ = স্পর্শ কোণ (°)
dv = প্রান্ত বেগ (ms-1)
dv /dx = বেগের নতি (s-1)
v = বেগ (ms-1)
g = মাধ্যাকর্ষণজনিত ত্বরণ (ms-2)
R = ফোঁটার ব্যাসার্ধ (m)
∆A = ক্ষেত্রফলের পরিবর্তন (m2)
E = নির্গত শক্তি (j)
σ =  মাধ্যমের ঘনত্ব (kgm-3)


গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. 20°C তাপমাত্রায় পানির উপরিতল হতে 0.05 লম্বা একটি অনূভুমিক তারকে টেনে তুলতে  যে সর্বাধিক তলের প্রয়োজন তার মান 7.28×10-3 N ,পানির পৃষ্ঠটান বের কর । তারের ওজন নগণ্য ।

সমাধান:

T=F/L=(7.28×10-3)/(2×.05)                   [তারের দৈর্ঘ্য দুপাশের দৈর্ঘ্য বিবেচনা করে]  
∴ T=7.2×10-2 Nm-1 [ans]                     

২. সাবান পানির দ্বারা 5×10-2m ব্যাসার্ধের একটি বুদবুদ ফুলাতে কৃত কাজের পরিমান নির্ণয় কর।[পৃষ্ঠটান =50Nm-1]

সমাধান:

কৃতকাজ=T×A
                        =50×2×4(5×10-2)2
                        =3.14 J [ans]

৩. 1×10-3m ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গোলক একটি তরলের মধ্যদিয়ে 2×10-2ms-1প্রান্ত বেগে পড়ছে । তরলের সান্দ্রতাংক 0.003kgm-1s-1।সান্দ্রবল নির্ণয় কর।

সমাধান:

F=6πrηv                                                           r=10-3m
            =6π×10-3×0.003×2×10-2                                            η=0.003 kgm-1s-1
            ∴F=1.1304×10-6N [ans]                                  v=2×10-2ms-1


৪. 2×10-3m ব্যাসের একটি ক্ষুদ্র গোলক একটি তরলেরমধ্য দিয়ে 4×10-2 ms-1 প্রান্তবেগে পড়ছে।গোলকের উপর ক্রিয়ারত সান্দ্রবল 3×10-6N।তরলের সান্দ্রতাংক নির্ণয় কর।

সমাধান:

F=6πrηv                                                                      F=3×10-6N
            ⟹η=F/(6πrv)                                                             v=4×10-2 ms-1
                    =(3×10-6)/(6π×10-3×4×10-2)                                d=2×10-3m
            ∴ η=3.98×10-3kgm-1s-1 [ans]                                      r=10-3m

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post