সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – দ্বীপ

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – দ্বীপ ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – দ্বীপ


পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ- সুন্দরবন
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ- ভোলা (৩৪০৩ বর্গকিমি)
বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা- ভোলা
সর্ব দক্ষিণের দ্বীপ- ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)
[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ । তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]
একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ- সেন্ট মার্টিন দ্বীপ
নিঝুম দ্বীপ অবস্থিত- মেঘনা নদীর মোহনায়
নিঝুম দ্বীপের পুরোনো নাম- বাউলার চর
দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন- ৮ বর্গকিমি)
দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ- বাংলাদেশ ও ভারতের
ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়- ১৯৮১ সালে
একমাত্র পাহাড়ি দ্বীপ- মহেশখালি
মন্দির আছে- মহেশখালিতে (আদিনাথ মন্দির)
মনপুরা দ্বীপ অবস্থিত- ভোলা জেলায়
হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট- সুন্দরবনে অবস্থিত
বাতিঘরের জন্য বিখ্যাত- কুতুবদিয়া
প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল- সন্দ্বীপ


বৃহত্তম দ্বীপ
একমাত্র দ্বীপ জেলা
ভোলা
সর্ব দক্ষিণের দ্বীপ ছেঁড়া দ্বীপ
সামুদ্রিক প্রবাল দ্বীপ
পূর্বনাম/ অপর নাম- নারিকেল জিঞ্জিরা
সেন্ট মার্টিন
পাহাড়ি দ্বীপ
আদিনাথ মন্দির অবস্থিত
মহেশখালি
বাতিঘরের জন্য বিখ্যাত কুতুবদিয়া
প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল সন্দ্বীপ
সাতক্ষীরা জেলায়
হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
আয়তন - ৮ বর্গকিমি
অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
১৯৮১ সালেভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়
দক্ষিণ তালপট্টি দ্বীপ
মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়
সুন্দরবনে অবস্থিত হিরণ পয়েন্ট
সুন্দরবনে অবস্থিত টাইগার পয়েন্ট
সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপ থেকে কুয়াকাটা


অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post