সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বন

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – বন ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বন


বনাঞ্চলকে- ৪ ভাগে ভাগ করা যায়
সামাজিক বনায়ন কর্মসূচী- ১৯৭৯ সালে
জাতীয় বননীতি- ১৯৯৪ সালে

বন আইন - ১৯৯২ ও ২০০২ সালে
রাষ্ট্রীয় বন নেই- ২৮টি জেলায়
দীর্ঘতম বৃক্ষ- বৈলাম বৃক্ষ(বান্দরবানে জন্মে)

বন গবেষণা কেন্দ্র- চট্টগ্রামে
হরিণ প্রজনন কেন্দ্র- কক্সবাজারের ডুলাহাজরায়

শাল গাছের জন্য বিখ্যাত- ভাওয়াল ও মধুপুরের বন
বরেন্দ্রভূমি- রাজশাহীতে

সুন্দরবন
বাংলাদেশের জাতীয় বন- সুন্দরবন
বিশ্ব ঐতিহ্য (World Heritage)- সুন্দরবন
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে- UNESCO (১৯৯৭ সালে) (৫২২তম)
মোট বনভূমি- ২৫ লক্ষ হেক্টর/ ২৫ হাজার বর্গকিমি
বনভূমি মোট ভূমির- ১৭.৫০%
সুন্দরবনের আয়তন - ৫৭৪৭ বর্গকিমি(অথবা ৫৫৭৫ বর্গকিমি)/ ২৪০০ বর্গমাইল
বাংলাদেশে সুন্দরবনের- ৬২% (বাকি ৩৮% ভারতে)
সুন্দরবনকে স্পর্শ করেছে- ৫টি জেলা
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন (সুন্দরবন টাইডাল বনও বটে)
সুন্দরবনের ৩টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
সুন্দরবনের প্রধান গাছ- সুন্দরী

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post