ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) থেকে – রাজনৈতিক ও আঞ্চলিক জোট ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – রাজনৈতিক ও আঞ্চলিক জোট
কমনওয়েলথ (Commonwealth)
যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ
কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার
কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা
কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)
ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান
সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯)
ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়)
ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১
পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে
পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে
সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯)
নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে
কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে)
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন:
জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- মোহাম্মদ হুসেন টারটায়ি
NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা
NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে)
NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া)
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
ইসলামী সম্মেলন সংস্থা(OIC)
ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
আরব লীগ (League of Arab States)
আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে)
আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে
আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়)
আরব লীগের সদর দপ্তর- কায়রো
আরব লীগের বর্তমান/ নবনির্বাচিত মহাসচিব- নাবিল আল আরাবি (৮ম)
সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে)
পরবর্তী সম্মেলন ইরাকের বাগদাদে হওয়ার কথা ছিল; ২০১২ সালের মার্চ পর্যন্ত এই সম্মেলন স্থগিত করা হয়েছে
সার্ক(SARRC)
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC
SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation
SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)
SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ)
ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত)
SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)
SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)
SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান
SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি
SARRC এর ষোড়শ বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে, ২৮-২৯ এপ্রিল, ২০১০
এই সম্মেলনে আলোচিত বিষয়- পরিবেশ/পরিবেশ বিপর্যয়
SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে
SARRC এর অন্তর্ভূক্ত যে দেশে SARRC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান
SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩
SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে
SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে
SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ
ইউরোপিয়ান ইউনিয়ন(EU)
ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU
ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
EU এর বর্তমান সদস্য- ২৭ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
EU এর বর্তমান প্রেসিডেন্ট- Heran Van Rompuy
ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- Jen-Claude Trichet (ফ্রান্স)
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- Jerzy Buzek
ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল
ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে
আফ্রিকান ইউনিয়ন (AU)
আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU
AU এর পূর্ণরূপ- African Uninon
আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো
OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে
OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে
AU এর বর্তমান সদস্য- ৫৪ টি
AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া)
বর্তমান প্রধান- বিঙ্গু ওয়া মুথারিকা
ওপেক (OPEC)
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC
OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries
OPEC এর বর্তমান সদস্য- ১২ টি
OPEC এর সদর দপ্তর- ভিয়েনা
OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া
সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া
G-8
G-8 এর পূর্ণনাম- Group of Eight
G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া)
G-8 এর সদর দপ্তর- নেই
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫
সদস্য সংখ্যা- ১৫৩
সদর দপ্তর- জেনেভা
পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)
(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)
GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে
GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে
বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)
বিশ্বব্যাংক (World Bank)
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে)
বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- রবার্ট জোয়েলিক
বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে
বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;
সম্প্রতি নিজেদেরকে বিশ্বব্যাংক থেকে প্রত্যাহার করেছে- ভেনিজুয়েলা ও ইকুয়েডর
জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)
সদস্য রাষ্ট্র- ১৮৭
সর্বশেষ সদস্য- টুভ্যালু
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)
সদস্য রাষ্ট্র- ১৭১
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)
সদস্য রাষ্ট্র- ১৮২
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)
সদস্য রাষ্ট্র- ১৭৫
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)
সদস্য রাষ্ট্র- ১৪৪
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে
ADB এর বর্তমান সদস্য- ৬৭ টি
ADB এর সদর দপ্তর- ম্যানিলা
পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম)
BIMSTEC
BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation
BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
BIMSTEC এর পূর্বনাম- BISTEC
BIMSTEC এর সদর দপ্তর- ব্যাংকক
BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার
BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার
আসিয়ান (ASEAN)
পূর্ণ নাম- Association of Southeast Asian Naions
সদর দপ্তর- জাকার্তা
বর্তমান সদস্য- ১০ টি
সিরডাপ (CIRDAP)
CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯
CIRDAP এর সদস্য- ১৫ টি
CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)
CIRDAP এর সদর দপ্তর- ঢাকা
CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific
জাতিসংঘের অঙ্গসংগঠন
আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)
জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা
প্রতিষ্ঠা- ১৯১৯ সালে
সদর দপ্তর- জেনেভা
জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)
এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন
IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.
প্রতিষ্ঠাকাল- ১৯৮৮
নির্বাহী প্রধান- রাজেন্দ্র কে পাটোরি(ভারত)
নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল
UN Women
জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম)
অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯
কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১
পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women
প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব)
সদর দপ্তর- নিউইয়র্ক
ন্যাটো (NATO)
NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
বর্তমান সদস্য- ২৮টি
সদর দপ্তর- ব্রাসেলস
১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে
মহাসচিব- এন্ডার্স ফগ রাসমুসেন
ইন্টারপোল (INTERPOL)
পুলিশের আন্তর্জাতিক সংগঠন
পূর্ণরূপ- International Criminal Police Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে
প্রাথমিক সদস্য- ৫০টি
বর্তমান সদস্য- ১৮৮টি
সদর দপ্তর- প্যারিসের লিঁও
বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে
International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে
বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO
চিকিৎসাক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন
পুরো নাম- International Red Cross and Red Crescent Movement
প্রতিষ্ঠিত হয়- ১৮৬৩ সালে
প্রথম রেডক্রস প্রতিষ্ঠার চিন্তা করেন/ প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (১৯০১ সালে প্রথম শান্তিতে নোবেল পান)
সদর দপ্তর- জেনেভা
বর্তমান সদস্য- ১৮৫ (রেডক্রস ও রেডক্রিসেন্ট মিলিয়ে)
রেডক্রস দিবস- ৮ মে (হেনরি ডুনান্টের জন্মদিন)
রেডক্রসের প্রতীক- লাল ক্রস
মুসলিম বিশ্বে রেডক্রসের নাম- রেড ক্রিসেন্ট
রেড ক্রিসেন্টের প্রতীক- লাল অর্ধাকৃতি চাঁদ
আনুমানিক ভলান্টিয়ার সদস্য- প্রায় ৯ কোটি ৭০ লক্ষ
রোটারি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠিত হয়- ১৯০৫ সালে
সদর দপ্তর- ইভান্সটন, ইলিয়নিস (শিকাগো) (উত্তরে ইভান্সটন না থাকলে শিকাগো দিতে হবে; ইভান্সটন শহরটি শিকাগোর ১০ মাইল উত্তরে অবস্থিত)
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International; a.k.a.- Amnesty, AI)
মানবাধিকার সংরক্ষণে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও- Non-governmental organisation)
প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে
সদর দপ্তর- লন্ডন
বর্তমান মহাসচিব- সলিল শেঠী (ভারত)
প্রাক্তন মহাসচিব- আইরিন খান (বাংলাদেশ)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বর্তমান চেয়ারপার্সন- ড. হিউগেট লেবেল
আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন-
* (+ ) এর মাঝে উল্লিখিত চুক্তিগুলো একই সালে সম্পাদিত হওয়ায় মনে রাখার সুবিধার্থে এখানেও দেওয়া হলো।
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – রাজনৈতিক ও আঞ্চলিক জোট
কমনওয়েলথ (Commonwealth)
যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | মহাসচিব | চেয়ারপার্সন | বাংলাদেশ | সম্মেলন |
কমনওয়েলথ (Commonwealth) | ১৯৪৯ | লন্ডনের মার্লবরো হাউজ | ৫৪টি | কমলেশ শর্মা (ভারত) | কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো) | সদস্য | সর্বশেষ- অস্ট্রেলিয়া (পার্থ) পরবর্তী- শ্রীলংকা (হাম্বানটোটা) |
কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার
কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা
কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)
ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান
সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯)
ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়)
ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১
পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে
পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে
সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯)
নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে
কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে)
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন:
সাল | তারিখ/সময় | স্থান | |
২০০৯ | ২৭-২৯ নভেম্বর | ত্রিনিদাদ এন্ড টোব্যাগো (পোর্ট অফ স্পেন) | ২১তম |
২০১১ | ২৮-৩০ অক্টোবর | অস্ট্রেলিয়া (পার্থ) | ২২তম |
২০১৩ | শ্রীলংকা (হাম্বানটোটা) | ২৩তম | |
২০১৫ | মরিশাস (পোর্ট লুইস) | ২৪তম |
জোট নিরপেক্ষ আন্দোলন(NAM)
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | চেয়ারম্যান | এশিয়ার ভিসি | সম্মেলন |
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM- Non Aligned Movement) | ১৯৬১ | বান্দুং | ১২০ পর্যবেক্ষক সদস্য- ১৭ |
হোসনি মোবারক | শেখ হাসিনা | সর্বশেষ- পরবর্তী- |
NAM এর পূর্ণরূপ- Non Aligned Movement.
NAM প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে (বেলগ্রেডে)
NAM এর সদর দপ্তর- বান্দুং(ইন্দোনেশিয়া) (NAM- এর কার্যত কোন সদর দপ্তর নেই, শুধু নামেমাত্র সদর দপ্তর)
NAM এর চেয়ারম্যান- মোহাম্মদ হুসেন টারটায়ি
NAM- এর এশিয়ার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান- শেখ হাসিনা
NAM এর সর্বশেষ (১৫তম/পঞ্চদশ) সম্মেলন অনুষ্ঠিত হয়- ১১-১৬ জুলাই ২০০৯ সালে (মিসরের শারম আল শেখে)
NAM পরবর্তী (১৬তম/ষোড়শ) সম্মেলন অনুষ্ঠিত হবে- ২৩-২৭ মে, ২০১১ (বালি, ইন্দোনেশিয়া)
NAM এর শীর্ষনম্মেলন বসে- ৩ বছর পর পর
ইসলামী সম্মেলন সংস্থা(OIC)
ইসলামিক রাষ্ট্রগুলোর জোট- OIC
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | মহাসচিব | বাংলাদেশ | সম্মেলন |
Organization of Islamic Cooperation (OIC) | ১৯৬৯ | জেদ্দা | ৫৭ | একমেলেদ্দিন এহসানোগলু | সদস্য (১৯৭৪) | সর্বশেষ- ডাকার, সেনেগাল পরবর্তী- স্থগিত (শারম আল শেখ, মিশর) |
OIC- এর পূর্ণরূপ- Organization of Islamic Cooperation
OIC এর আদিনাম- Organization of the Islamic Conference
OIC এর বর্তমান সদস্য- ৫৭ টি
OIC এর সর্বশেষ সদস্য- আইভোরিকোস্ট (২০০১)
OIC এর সদর দপ্তর- জেদ্দা
বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে
অমুসলিম রাষ্ট্র হয়েও OIC এর সদস্য- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক
আরব লীগ (League of Arab States)
আরব রাষ্ট্রগুলোর জোট, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী দেশগুলোর জোট- আরব লীগ (পরবর্তীতে দূরবর্তী অনেক দেশও এর সদস্য হয়েছে)
আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ, ১৯৪৫ সালে
আরব লীগ এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি (ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, ইয়েমেন, লেবানন ও সৌদিআরব) (৫ মে ইয়েমেন ৭ম সদস্য হিসেবে যোগ দেয়)
আরব লীগের সদর দপ্তর- কায়রো
আরব লীগের বর্তমান/ নবনির্বাচিত মহাসচিব- নাবিল আল আরাবি (৮ম)
সম্প্রতি আরব লীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৭-২৮ মার্চ, ২০১০(লিবিয়ার সার্তে)
পরবর্তী সম্মেলন ইরাকের বাগদাদে হওয়ার কথা ছিল; ২০১২ সালের মার্চ পর্যন্ত এই সম্মেলন স্থগিত করা হয়েছে
সার্ক(SARRC)
দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার আঞ্চলিক জোট SAARC
নাম | প্রতিষ্ঠাকাল | সচিবালয় | সদস্য | মহাসচিব | বাংলাদেশ | সম্মেলন |
South Asian Association for Regional Co-Operation | ১৯৮০ উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান |
কাঠমুন্ডু | ৮টি | ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ) | উদ্যোক্তা রাষ্ট্র | সর্বশেষ- ২০১০; ভূটানের থিম্পুতে পরবর্তী- ২০১১; মালদ্বীপ |
SARRC এর পূর্ণরূপ- South Asian Association for Regional Co-Operation
SARRC এর সচিবালয়- কাঠমুন্ডুতে (নেপাল)
SAARC এর বর্তমান মহাসচিব- ফাতিমা ধিয়ানা সায়েদ (মালদ্বীপ)
ফাতিমা ধিয়ানা সায়েদ সার্কের- ১০ম মহাসচিব (১ মার্চ ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত)
SAARC এর বর্তমান চেয়ারম্যান- জিগমে ওয়াই থিনলে (ভুটানের প্রধানমন্ত্রী)
SARRC এর বর্তমান সদস্য- ৮ টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান)
SARRC এর সর্বশেষ সদস্য দেশ- আফগানিস্তান
SARRC এর পর্যবেক্ষক সদস্য- অস্ট্রেলিয়া, চীন, ইরান, জাপান, কোরিয়া, মরিশাস, মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (অস্ট্রেলিয়া ও মায়ানমার ২০১০ সালেই প্রথম সার্ক সম্মেলনে অংশ নেয়)
SARRC এর সদস্য হতে আগ্রহী- চীন, ইরান, মায়ানমার
SARRC পর্যবেক্ষক হতে আগ্রহী- ইন্দোনেশিয়া ও রাশিয়া
SAARC এর অন্তর্ভূক্ত যে দেশে সামরিক বাহিনী নেই- মালদ্বীপ ও ভুটান
SAARC এর অন্তর্ভূক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- আফগানিস্তান, নেপাল ও ভুটান
SAARC এর সহযোগিতার ক্ষেত্র- ১৩ টি
SARRC এর ষোড়শ বা সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ভুটানের থিম্পুতে, ২৮-২৯ এপ্রিল, ২০১০
এই সম্মেলনে আলোচিত বিষয়- পরিবেশ/পরিবেশ বিপর্যয়
SAARC এর পরবর্তী সম্মেলন হবে- ২০১১ সালে মালদ্বীপে
SARRC এর অন্তর্ভূক্ত যে দেশে SARRC এর সম্মেলন হয়নি- আফগানিস্তান
SARRC এর বানিজ্য চুক্তি SAPTA স্বাক্ষরিত হয়- ১১ এপ্রিল, ১৯৯৩
SAPTA চুক্তি কার্যকরী হয়- ৮ ডিসেম্বর,১৯৯৫
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয়- ৬ জানুয়ারি, ২০০৪ সালে
SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয়- ১ জুলাই, ২০০৬ সালে
SAIC (সার্ক কৃষি তথ্য কেন্দ্র) অবস্থিত- বাংলাদেশে
SMRC (সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত- বাংলাদেশ
ইউরোপিয়ান ইউনিয়ন(EU)
ইউরোপীয়ান দেশগুলোর, মূলত অর্থনৈতিক সহযোগিতার জোট- EU
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | প্রেসিডেন্ট |
European Union | ১৯৯৩ | ব্রাসেলস | ২৭ | Heran Van Rompuy |
ইউরোপিয়ান জোটগুলোর মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক জোট- ইউরোপিয়ান ইউনিয়ন(EU)।
EU এর পূর্ব নাম- EC (EEC)
EU প্রতিষ্ঠিত হয়- ১ নভেম্বর, ১৯৯৩ সালে
EU প্রতিষ্ঠাকালীন সদস্য- ১৫ টি
EU এর বর্তমান সদস্য- ২৭ টি
EU এর সদর দপ্তর- ব্রাসেলস(বেলজিয়াম)
ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর- জার্মানির ফ্রাঙ্কফুটে
ইউরোপীয় পার্লামেন্ট অবস্থিত- স্টাসবার্গে (ফ্রান্স) এবং ব্রাসেলস (বেলজিয়াম)
EU এর বর্তমান প্রেসিডেন্ট- Heran Van Rompuy
ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- Jen-Claude Trichet (ফ্রান্স)
ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট- Jerzy Buzek
ইউরো মূদ্রার জনক- রবার্ট ম্যান্ডেল
ইউরো মুদ্রা বাজারে আসে- ২০০২ সালে
আফ্রিকান ইউনিয়ন (AU)
আফ্রিকান দেশগুলোর আঞ্চলিক জোট- AU
AU এর পূর্ণরূপ- African Uninon
আফ্রিকার দেশ হয়েও AU র সদস্য নয়- মরক্কো
OAU প্রতিষ্ঠিত হয়- ২৫ মে, ১৯৬৩ সালে
OAU পরিবর্তিত হয়ে AU হয়- ৯ জুলাই, ২০০২ সালে
AU এর বর্তমান সদস্য- ৫৪ টি
AU এর সদর দপ্তর- আদ্দিস আবাবায় (ইথিওপিয়া)
বর্তমান প্রধান- বিঙ্গু ওয়া মুথারিকা
ওপেক (OPEC)
তেল উৎপাদনকারী দেশগুলোর জোট- OPEC
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য |
Organization of Petroleum Exploring Countries | ১৯৬০ | ভিয়েনা | ১২ |
OPEC এর পূর্ণ নাম- Organization of Petroleum Exploring Countries
OPEC এর বর্তমান সদস্য- ১২ টি
OPEC এর সদর দপ্তর- ভিয়েনা
OPEC এর অন্তর্ভূক্ত অনারব দেশ- ইরান, ভেনেজুয়েলা, নাইজেরিয়া
সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়াতে OPEC ত্যাগ করে- ইন্দোনেশিয়া
G-8
G-8 এর পূর্ণনাম- Group of Eight
G-8 এর সদস্য- ৮ টি (ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া)
G-8 এর সদর দপ্তর- নেই
বাণিজ্যিক ও অর্থনৈতিক সংস্থা, সংগঠন ও জোট
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | বাংলাদেশ | মহাপরিচালক |
World Trade Organization | ১৯৯৫ | জেনেভা | ১৫৩ | সদস্য (১৯৯৫) | প্যাসকেল ল্যামি (ফ্রান্স) |
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়- ১ জানুয়ারি, ১৯৯৫
সদস্য সংখ্যা- ১৫৩
সদর দপ্তর- জেনেভা
পূর্বনাম/পূর্ব স্বত্ত্বা- GATT (General Agreement on Tariffs and Trade)
(মূলত GATT ছিল একটি বাণিজ্য চুক্তি; পরবর্তীতে UN র কোন বাণিজ্য সংস্থা কার্যকর না হতে পারায় এটিকেই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা হিসেবে রূপদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization) নাম দেয়া হয় ।)
GATT প্রতিষ্ঠিত হয়- ১৯৪৭ সালে
GATT বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৯৯৩ সালে
বাংলাদেশ GATT স্বাক্ষর করে- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে
সর্বশেষ সদস্য- কেপ ভার্দে (২৩ জুলাই ২০০৮) (ইউক্রেন সদস্য হয় ১৬ মে ২০০৮ সালে)
বিশ্বব্যাংক (World Bank)
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে
বিশ্বব্যাংকের সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি (সকল সংস্থার সদর দপ্তরও ওয়াশিংটন ডিসিতে)
বিশ্বব্যাংকের বর্তমান সদস্য- ১৮৭
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট- রবার্ট জোয়েলিক
বিশ্বব্যাংকের গঠিত হয়- ব্রিটন উডস চুক্তির মাধ্যমে
বিশ্বব্যাংকের মূল সংস্থা- ৫টি;
- ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (International Bank for Reconstruction and Development) (IBRD)
- ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (International Development Association) (IDA)
- ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (International Finance Corporation) (IFC)
- মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (Multilateral Investment Guarantee Agency) (MIGA)
- ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (International Centre for Settlement of Investment Disputes) (ICSID)
সম্প্রতি নিজেদেরকে বিশ্বব্যাংক থেকে প্রত্যাহার করেছে- ভেনিজুয়েলা ও ইকুয়েডর
জাতিসংঘের সদস্য না হয়েও বিশ্বব্যাংকের সদস্য- কসোভো
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকন্স্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট (IBRD)
সদস্য রাষ্ট্র- ১৮৭
সর্বশেষ সদস্য- টুভ্যালু
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (IDA)
সদস্য রাষ্ট্র- ১৭১
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (IFC)
সদস্য রাষ্ট্র- ১৮২
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA)
সদস্য রাষ্ট্র- ১৭৫
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)
সদস্য রাষ্ট্র- ১৪৪
সদর দপ্তর- ওয়াশিংটন ডিসি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
ADB প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ সালে
ADB এর বর্তমান সদস্য- ৬৭ টি
ADB এর সদর দপ্তর- ম্যানিলা
পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট- হারাহিকো কুরোদা (৮ম)
BIMSTEC
BIMSTEC এর পূর্ণ নাম- Bay of Bengal Initiative for Multi-Sector Technical and Economic Cooperation
BIMSTEC গঠিত হয়- ৬ জুন, ১৯৯৭ সালে
BIMSTEC এর পূর্বনাম- BISTEC
BIMSTEC এর সদর দপ্তর- ব্যাংকক
BISTEC এর নাম BIMSTEC হয় যে দেশ যোগ দেয়ার পরে- মায়ানমার
BIMSTEC এর সদস্য- বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, ভূটান, নেপাল (৭টা)
বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র- মায়ানমার
আসিয়ান (ASEAN)
পূর্ণ নাম- Association of Southeast Asian Naions
সদর দপ্তর- জাকার্তা
বর্তমান সদস্য- ১০ টি
সিরডাপ (CIRDAP)
CIRDAP প্রতিষ্ঠিত হয়- ১৯৭৯
CIRDAP এর সদস্য- ১৫ টি
CIRDAP এর সর্বশেষ সদস্য- ফিজি (জুন ২০১০)
CIRDAP এর সদর দপ্তর- ঢাকা
CIRDAP এর পূর্ণনাম- Centre on Integrated Rural Development for Asia and the Pacific
জাতিসংঘের অঙ্গসংগঠন
আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)
জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা
প্রতিষ্ঠা- ১৯১৯ সালে
সদর দপ্তর- জেনেভা
জাতিসংঘ পরিবেশবাদী সংস্থা (IPCC)
এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক অঙ্গ সংগঠন
IPCC এর পূর্ণ রূপ- Inter Governmental Panel on Climate Change.
প্রতিষ্ঠাকাল- ১৯৮৮
নির্বাহী প্রধান- রাজেন্দ্র কে পাটোরি(ভারত)
নোবেল পুরস্কার লাভ- ২০০৭ সাল
UN Women
জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম)
অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯
কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১
পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women
প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব)
সদর দপ্তর- নিউইয়র্ক
সামরিক জোট
ন্যাটো (NATO)
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | মহাসচিব |
North Atlantic Treaty Organization | ১৯৪৯ | ব্রাসেলস | ২৮টি | এন্ডার্স ফগ রাসমুসেন |
NATO-র পূর্ণরূপ- North Atlantic Treaty Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
বর্তমান সদস্য- ২৮টি
সদর দপ্তর- ব্রাসেলস
১৯৬৬ সালের আগ পর্যন্ত NATO-র সদর দপ্তর ছিল- প্যারিসে
মহাসচিব- এন্ডার্স ফগ রাসমুসেন
ইন্টারপোল (INTERPOL)
পুলিশের আন্তর্জাতিক সংগঠন
নাম | প্রতিষ্ঠাকাল | সদর দপ্তর | সদস্য | বাংলাদেশ |
International Criminal Police Organization | ১৯২৩ | প্যারিসের লিঁও | ১৮৮টি | সদস্য (১৯৭৬) |
পূর্ণরূপ- International Criminal Police Organization
প্রতিষ্ঠিত হয়- ১৯২৩ সালে
প্রাথমিক সদস্য- ৫০টি
বর্তমান সদস্য- ১৮৮টি
সদর দপ্তর- প্যারিসের লিঁও
বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে
International Criminal Police Commission থেকে International Criminal Police Organization হয়- ১৯৫৬ সালে
বিলুপ্ত হয়ে যাওয়া সামরিক জোটসমূহ- WARSAW PACT, SEATO, CENTO
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা
রেড ক্রস (Red Cross)চিকিৎসাক্ষেত্রে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন
নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা/ স্বপ্নদ্রষ্টা | সদর দপ্তর | সদস্য |
Red Cross | ১৮৬৩ | হেনরি ডুনান্ট | জেনেভা | ১৮৫টি |
পুরো নাম- International Red Cross and Red Crescent Movement
প্রতিষ্ঠিত হয়- ১৮৬৩ সালে
প্রথম রেডক্রস প্রতিষ্ঠার চিন্তা করেন/ প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (১৯০১ সালে প্রথম শান্তিতে নোবেল পান)
সদর দপ্তর- জেনেভা
বর্তমান সদস্য- ১৮৫ (রেডক্রস ও রেডক্রিসেন্ট মিলিয়ে)
রেডক্রস দিবস- ৮ মে (হেনরি ডুনান্টের জন্মদিন)
রেডক্রসের প্রতীক- লাল ক্রস
মুসলিম বিশ্বে রেডক্রসের নাম- রেড ক্রিসেন্ট
রেড ক্রিসেন্টের প্রতীক- লাল অর্ধাকৃতি চাঁদ
আনুমানিক ভলান্টিয়ার সদস্য- প্রায় ৯ কোটি ৭০ লক্ষ
রোটারি ইন্টারন্যাশনাল
প্রতিষ্ঠিত হয়- ১৯০৫ সালে
সদর দপ্তর- ইভান্সটন, ইলিয়নিস (শিকাগো) (উত্তরে ইভান্সটন না থাকলে শিকাগো দিতে হবে; ইভান্সটন শহরটি শিকাগোর ১০ মাইল উত্তরে অবস্থিত)
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International; a.k.a.- Amnesty, AI)
মানবাধিকার সংরক্ষণে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও- Non-governmental organisation)
প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে
সদর দপ্তর- লন্ডন
বর্তমান মহাসচিব- সলিল শেঠী (ভারত)
প্রাক্তন মহাসচিব- আইরিন খান (বাংলাদেশ)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বর্তমান চেয়ারপার্সন- ড. হিউগেট লেবেল
আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন-
সংগঠন | সদর দপ্তর | বিবরণ |
অক্সফাম | লন্ডন | বৃটেন ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা; মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা পুনর্নির্মাণে সহায়তা করেছিল |
পিস কর্পস | ওয়াশিংটন | মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা |
কেয়ার | যুক্তরাষ্ট্র | যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা |
অরবিস | ভাসমান (Flying) চক্ষু হাসপাতাল (যুক্তরাষ্ট্র) | |
গ্রিন পিস | নেদারল্যান্ডভিত্তিক পারমাণবিক বিস্ফোরণ বিরোধী পরিবেশবাদী গ্রুপ | |
Abolition 2000 | পারমাণবিক অস্ত্র বিলোপ সাধনে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা | |
ওয়ার্ল্ড ওয়াচ | যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী গ্রুপ | |
ডেমোক্রেসি ওয়াচ | বাংলাদেশভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা | |
ফ্রিডম হাউস | ওয়াশিংটন ডিসি | যুক্তরাষ্ট্রভিত্তিক বুদ্ধিজীবীদের সংগঠন |
বিভিন্ন সংস্থা, জোট ও সংগঠনের প্রতিষ্ঠাসাল
১৮৬৬ | Red Cross |
১৯০৫ | Rottery Int’l |
১৯১৯ | ILO (+২য় ভার্সাই চুক্তি) |
১৯২৩ | INTERPOL |
১৯৪৫ | UN, UNESCO, IMF, আরব লীগ, WB, FAO |
১৯৪৮ | WHO (+মানবাধিকার চুক্তি) |
১৯৪৯ | COMMONWEALTH, NATO (+জেনেভা কনভেনশন) |
১৯৫৩ | UNICEF |
১৯৫৫ | WARSHAW PACT (বিলুপ্তি- ১৯৯১) |
১৯৬০ | OPEC, IDA |
১৯৬১ | NAM, Amnesty Int’l |
১৯৬৩ | OAU(পরে AU, ২০০২ সালে) |
১৯৬৬ | ADB (+তাসখন্দ চুক্তি) |
১৯৬৭ | ASEAN |
১৯৬৯ | OIC |
১৯৭৩ | IDB (+প্যারিস চুক্তি) |
১৯৮৫ | SAARC |
১৯৯৫ | WTO, EU(ম্যাসট্রিক্ট চুক্তি- ১৯৯২) (+ডেটন চুক্তি) |
১৯৯৭ | BIMSTEC, D-8 (+শান্তিচুক্তি, কিয়োটো, অটোয়া চুক্তি) |
২০০২ | AU(পূর্বে- OAU) |
* (+ ) এর মাঝে উল্লিখিত চুক্তিগুলো একই সালে সম্পাদিত হওয়ায় মনে রাখার সুবিধার্থে এখানেও দেওয়া হলো।
বাংলাদেশের সদস্যপদ লাভ
১৯৭২ | COMMONWEALTH (৩২), IMF |
১৯৭৪ | UN (১৩৬), OIC |
১৯৭৬ | INTERPOL |
১৯৮০ | WOA (World Olympic Assoc.) |
১৯৯৫ | WTO (১২৪) |
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
Tags
HSC G.K