আন্তর্জাতিক বিষয়াবলী – পৃথিবীর অন্যান্য ভৌগোলিক তথ্যাবলী

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) থেকে – পৃথিবীর অন্যান্য ভৌগোলিক তথ্যাবলী ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলী) – পৃথিবীর অন্যান্য ভৌগোলিক তথ্যাবলী



বিশ্বের প্রধান খালসমূহ :

খালসংযুক্ত করেছে অন্যান্য
গ্র্যান্ডখাল (চীন)
বিশ্বের দীর্ঘতম খাল (২২৫০ বর্গকিমি)
পানামা খাল (পানামা) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর খনন করা হয়- ১৯১৩ সালে
বিশ্বের গভীরতম খাল (১৪ মিটার)
আমেরিকা পানামার কাছে হস্তান্তর করে- ১৯৯৯
সুয়েজ খাল (মিশর) লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর খালের দৈর্ঘ্য- ১৬২ কি.মি.
খনন করা হয়- ১৮৬৯
জাতীয়করণ করা হয়- ১৯৫৬


বিশ্বের বিখ্যাত দ্বীপসমূহ :

বিখ্যাত দ্বীপ অবস্থান মালিকানা গুরুত্বপূর্ণ তথ্য
গ্রিনল্যান্ড
ডেনমার্ক পৃথিবীর বৃহত্তম দ্বীপ
সুমাত্রা ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া
জাভা ভারত মহাসাগর ইন্দোনেশিয়া
হোক্কাইডো জাপান মহাসাগরে জাপান গ্রেট ব্রিটেনের পশ্চিমে
হনসু জাপান মহাসাগরে জাপান
কিনশু জাপান মহাসাগরে জাপান
শাখালিন জাপানের দক্ষিণে রাশিয়া রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে
কুরিল প্রশান্ত মহাসাগর রাশিয়া রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে
মিন্দানাও পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরে ফিলিপাইন
আবমুসা পারস্য  উপসাগর ইরান ইরান ও আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে
ফকল্যান্ড আটলান্টিক মহাসাগর বৃটেন বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে


প্রধান জলপ্রপাতসমূহ :


জলপ্রপাত দেশ
আয়তনে সবচেয়ে বড় নায়াগ্রা যুক্তরাষ্ট্র-কানাডা
উচ্চতম/ সর্বোচ্চ অ্যাঞ্জেল ভেনিজুয়েলা
পানি প্রবাহের দিক দিয়ে বৃহত্তম গুয়ারিয়া ব্রাজিল

ভিক্টোরিয়া জিম্বাবুয়ে


প্রধান পর্বত ও পর্বতশৃঙ্গ :

পর্বত/ পর্বতশৃঙ্গ অবস্থান উচ্চতা
পর্বতশৃঙ্গ
মাউন্ট এভারেস্ট হিমালয় (নেপাল ও তিব্বত) ৮৮৫০ মিটার
কাঞ্চন জংঘা হিমালয় (ভারত ও নেপাল)
কিলিমানজারো আফ্রিকা (তাঞ্জানিয়া)
পর্বত/ পর্বতমালা
হিমালয় দক্ষিণ এশিয়া (নেপাল ও ভারত)
ককেশাস ইউরোপ
আল্পস ইউরোপ
আন্দিজ দক্ষিণ আমেরিকা
রকি উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো)


প্রধান মরুভূমি :

মরুভূমি অবস্থান
সাহারা (বৃহত্তম মরুভূমি) আফ্রিকা
থর ভারত ও পাকিস্তান
কালাহারি দক্ষিণ আফ্রিকা
গোবি এশিয়া


বিখ্যাত গিরিপথ :

গিরিপথ অবস্থান
বোলান পাকিস্তান
খাইবার পাকিস্তান-আফগানিস্তান


বিখ্যাত অন্তরীপ :

অন্তরীপ অবস্থান
উত্তমাশা অন্তরীপ
(Cape of Good Hope)
দক্ষিণ আফ্রিকা; আটলান্টিক মহাসাগর
কামাউ অন্তরীপ ভিয়েতনাম

বিখ্যাত হ্রদ :
বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ (রাশিয়া)

বিখ্যাত মালভূমি :
গোলান মালভূমি- এটি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিরোধ চলছে


অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post