সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – দাবা

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – দাবা ধারণা নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – দাবা

বাংলাদেশের দাবার গ্র্যান্ডমাস্টার- ৫ জন


নাম সাল
১ম নিয়াজ মোরশেদ* ১৯৮৭
২য় জিয়াউর রহমান** ২০০২
৩য় রিফাত বিন সাত্তার ২০০৬
৪র্থ আব্দুল্লাহ আল রাকিব ২০০৭
৫ম এনামুল হোসেন রাজিব ২০০৮

* দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার
** বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাটিংধারী দাবাড়ু

বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার- জিল্লুর রহমান
বাংলাদেশের ফিদে মাস্টার- রেজাউল হক, জামিলুর রহমান, ইউনুস হাসান, সৈয়দ তাহমিদুর রহমান,

বাংলাদেশের একমাত্র মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার- রাণী হামিদ
বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার- সৈয়দা শাবানা পারভিন, তনিমা পারভিন, জাকিয়া সুলতানা,

বাংলাদেশের সেরা নারী দাবাড়ু- রাণী হামিদ
জাতীয় মহিলা দাবায় রাণী হামিদ চ্যাম্পিয়ন হন- ১৭ বার
রাণী হামিদের ছেলে- কায়সার হামিদ (বিখ্যাত ফুটবলার)
বাংলাদেশের প্রথম দাবা লিগে মহিলা চ্যাম্পিয়ন- রাণী হামিদ

জাতীয় লিগ
বাংলাদেশের প্রথম দাবা লিগে মহিলা চ্যাম্পিয়ন- রাণী হামিদ
বাংলাদেশের প্রথম দাবা লিগে পুরুষ চ্যাম্পিয়ন- মিয়া আব্দুস সালেক
বর্তমান মহিলা চ্যাম্পিয়ন- শারমিন সুলতানা শিরিন (২০০৯)
বর্তমান পুরুষ চ্যাম্পিয়ন- জিএম জিয়াউর রহমান (২০০৮)
২০০৮ লিগে মহিলা চ্যাম্পিয়ন- আইএম  রাণী হামিদ

প্রথম বিভাগ দাবা লিগ
সবচেয়ে সফল ক্লাব- বাংলাদেশ বিমান (১৩ বার চ্যাম্পিয়ন)
প্রথম চ্যাম্পিয়ন- মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৯৭৭); মোট- ৪ বার (১৯৭৭, ৮১, ৯৫, ৯৬)
বর্তমান চ্যাম্পিয়ন- ডেসটিনি লিমিটেড (প্রথম বারের মত চ্যাম্পিয়ন)
অন্যান্য উল্লেখযোগ্য ক্লাব- ব্রাদার্স ইউনিয়ন, লিওনাইন চেস ক্লাব, তিতাস ক্লাব, বেঙ্গল গ্রুপ, বাংলাদেশ আনসার

ইগর রাউসিস- ২০০৩-০৭ সালে বাংলাদেশের কোচ কাম খেলোয়াড় হিসেবে কাজ করেন; ইউক্রেনিয়ান এই দাবাড়ু তার আগে লাটভিয়ার হয়ে দাবা খেলতেন, বাংলাদেশের পরে তিনি চেক প্রজাতন্ত্রের কোচ হিসেবে কাজ করেন

[দাবা ফেডারেশন (ফিদে) খেলোয়াড়দের পারফর্মেন্সের ভিত্তিতে কিছু টাইটেল/নর্ম দেয়; ক্রমানুযায়ী নর্মগুলো হল-
ক্যান্ডিডেট মাস্টার (সিএম); প্রয়োজনীয় রেটিং- ২২০০+
ফিদে মাস্টার (এফএম ) ; প্রয়োজনীয় রেটিং- ২৩০০+
ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম ) ; প্রয়োজনীয় রেটিং- ২৪০০-২৫০০
গ্র্যান্ডমাস্টার (জিএম); প্রয়োজনীয় রেটিং- ২৫০০+

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post