ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এইচ এস সি
সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) থেকে – বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল ধারণা নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল
বাংলার প্রথম নবাব- মুর্শিদকুলী খান
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন- মুর্শিদকুলী খান
সিরাজ-উদ-দৌলা
বাংলার নবাব হন- ১৭৫৬ সালে
বাংলার প্রথম স্বাধীন নবাব- মুর্শিদকুলী খান
বাংলার শেষ স্বাধীন নবাব- সিরাজ-উদ-দৌলা
কলকাতার নাম রাখেন- আলিনগর
অন্ধকূপ হত্যা(১৭৫৬)
একটি মিথ্যা অভিযোগ
হলওয়ে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে বৃটিশদের ফোর্ট উইলিয়াম দূর্গে ১২৩ জন ইংরেজকে আটকে রেখে নির্মমভাবে হত্যার মিথ্যা অভিযোগ/কাহিনী প্রচার করে। এটাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে।
পলাশীর যুদ্ধ (২৩ জুন, ১৭৫৭; পলাশীর প্রাণ্তর)
পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ
পরাজিত পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা
সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মূল কারণ- প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
সিরাজ-উদ-দৌলার হত্যাকারী- মোহাম্মদী বেগ
বক্সারের যুদ্ধ
সময়- ১৭৬৪ সাল
পক্ষ- ইংরেজ ও মীর কাসিম
পরাজিত পক্ষ- মীর কাসিম
বৃটিশ ভাইসরয়দের গুরুত্বপূর্ণ কাজ/অবদান/ঘটনা
বৃটিশ আমলে ধর্ম ও সমাজ সংস্কারকগণ
কংগ্রেস
কংগ্রেস প্রতিষ্ঠা- ১৮৮৫
প্রতিষ্ঠাতা- এ্যালান অক্টোভিয়ান হিউম
মুসলিম লীগ- ১৯০৬
প্রতিষ্ঠাতা- নবাব সলিমুল্লাহ
প্রকৃত নাম- নিখিল ভারত মুসলিম লীগ
বৃটিশ আমলে রাজনৈতিক আন্দোলন ও গুরুত্বপূর্ণ ঘটনা :
অহিংসা ও অসহযোগ আন্দোলনের প্রবক্তা- মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে- ১৯১৯
রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন- জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
খেলাফত আন্দোলন সংঘটিত হয়- ১৯২০ সালে
নেতৃত্ব দেন- মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী
বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন- মাস্টারদা সূর্যসেন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন- ১৮ এপ্রিল, ১৯৩০
মাস্টারদা’কে ফাঁসি দেয়া হয়- ১৯৩১
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফাঁসি দেয়া হয়- ক্ষুদিরামকে
‘প্রীতিলতা ওযাদ্দেদার’ জড়িত ছিলেন- মাস্টারদা সূর্যসেনের সঙ্গে বৃটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে
ভারত ছাড় আন্দোলনের সূচনা হয়- ১৯৪২
বাংলায় দূর্ভিক্ষ/পঞ্চাশের মন্বন্তর- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা- মুহম্মদ আলী জিন্নাহ (১৯৩৯)
লাহোর প্রস্তাবের প্রবক্তা- এ কে ফজলুল হক (১৯৪০)
ঋন সালিসী আইন- এ কে ফজলুল হক
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী/অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- এ কে ফজলুল হক
ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ভারত-পাকিস্তান বিভক্তির জন্য গঠিত কমিশন- র্যাডক্লিফ কমিশন (লিঙ্ক : সীমান্ত লাইন, র্যাডক্লিফ লাইন)
ভারত-পাকিস্তান বিভক্তির সময় বৃটিশ গভর্নর- লর্ড মাউন্টব্যাটেন
ভারত ও পাকিস্তানের স্বাধীনতা
পাকিস্তান স্বাধীন হয়- ১৪ আগস্ট ১৯৪৭
ভারত স্বাধীন হয়- ১৫ আগস্ট ১৯৪৭
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
এইচ এস সি সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) – বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল
বাংলায় ইউরোপীয়দের আগমন
ক্রমানুসারে জাতির নাম | গুরুত্বপূর্ণ তথ্য |
পর্তুগিজ |
|
ওলন্দাজ |
|
দিনেমার |
|
ইংরেজ |
|
ফরাসি |
|
বাংলার প্রথম নবাব- মুর্শিদকুলী খান
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন- মুর্শিদকুলী খান
সিরাজ-উদ-দৌলার বীরত্ব, মীর জাফর গংয়ের বিশ্বাসঘাতকতা ও বাংলায় ইংরেজ প্রভূত্ব প্রতিষ্ঠা
সিরাজ-উদ-দৌলা
বাংলার নবাব হন- ১৭৫৬ সালে
বাংলার প্রথম স্বাধীন নবাব- মুর্শিদকুলী খান
বাংলার শেষ স্বাধীন নবাব- সিরাজ-উদ-দৌলা
কলকাতার নাম রাখেন- আলিনগর
অন্ধকূপ হত্যা(১৭৫৬)
একটি মিথ্যা অভিযোগ
হলওয়ে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে বৃটিশদের ফোর্ট উইলিয়াম দূর্গে ১২৩ জন ইংরেজকে আটকে রেখে নির্মমভাবে হত্যার মিথ্যা অভিযোগ/কাহিনী প্রচার করে। এটাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে।
পলাশীর যুদ্ধ (২৩ জুন, ১৭৫৭; পলাশীর প্রাণ্তর)
পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ
পরাজিত পক্ষ- বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা
সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মূল কারণ- প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা
সিরাজ-উদ-দৌলার হত্যাকারী- মোহাম্মদী বেগ
বক্সারের যুদ্ধ
সময়- ১৭৬৪ সাল
পক্ষ- ইংরেজ ও মীর কাসিম
পরাজিত পক্ষ- মীর কাসিম
বৃটিশ ভাইসরয়দের গুরুত্বপূর্ণ কাজ/অবদান/ঘটনা
নাম | কাজ/অবদান/ঘটনা | সাল |
লর্ড ক্লাইভ | দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন (মোঘল সম্রাট শাহ আলমের সঙ্গে চুক্তি করেন) | ১৭৬৫ |
লর্ড কার্টিয়ার | ’৭৬-র মন্বন্তর | ১৭৭০ (১১৭৬বঙ্গাব্দ) |
লর্ড ওয়ারেন হেস্টিংস
|
দ্বৈত শাসন ব্যবস্থা রহিত | ১৭৭২ |
৫ শালা বন্দোবস্ত | ||
১ শালা বন্দোবস্ত | ||
রাজধানী মুর্শিদাবাদ থেকে কোলকাতায় স্থানান্তর | ||
রাজস্ব বোর্ড গঠন | ||
লর্ড কর্নওয়ালিস | দশশালা বন্দোবস্ত | ১৭৯০ |
চিরস্থায়ী বন্দোবস্ত + সূর্যাস্ত আইন | ১৭৯৩ | |
সিভিল সার্ভিস পরীক্ষা | ||
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | সতীদাহ প্রথা বিলোপ (রাজা রামমোহন রায়) | ১৮২৯ |
আদালতে আরবির বদলে ফার্সি ভাষা প্রচলন | ১৮৩৫ | |
লর্ড ডালহৌসি | রেল যোগাযোগ | ১৮৫৩ |
বিধবা বিবাহ (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) | ১৮৫৬ | |
স্বত্ববিলোপ নীতি | ||
লর্ড ক্যানিং | কাগজের মুদ্রা প্রচলন | ১৮৫৭ |
সিপাহী বিদ্রোহ | ১৮৫৭ | |
ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি রাণী ভিক্টোরিয়ার হাতে | ১৮৫৮ | |
পুলিশ সার্ভিস | ১৮৬১ | |
১ম বাজেট | ১৮৬১ | |
লর্ড রিপন
|
১ম আদমশুমারি | ১৮৬১ |
লর্ড কার্জন | বঙ্গভঙ্গ নতুন বাংলা প্রদেশের রাজধানী- ঢাকা |
১৯০৫ |
বাংলা প্রদেশের ১ম লেফটেন্যান্ট গভর্নর- ব্যামফিল্ড ফুলার | ১৯০৫ | |
লর্ড হার্ডিঞ্জ (২য়) | বঙ্গভঙ্গ রদ | ১৯১১ |
রাজধানী কোলকাতা হতে দিল্লীতে স্থানান্তর | ||
হার্ডিঞ্জ ব্রিজ (পদ্মা) | ১৯১৫ | |
লর্ড লিনলিথগো | ভারত ছাড় আন্দোলন | ১৯৪২ |
পঞ্চাশের মন্বন্তর | ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) | |
লর্ড মাউন্টব্যাটেন
|
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বৃটিশ বিরোধী আন্দোলন
আন্দোলন | সময়কাল | প্রধান নেতা | গুরুত্বপূর্ণ তথ্য |
ফকির আন্দোলন | ফকির মজনু শাহ অন্যান্য- ভবানী পাঠক |
||
তিতুমীরের আন্দোলন | তিতুমীর
|
|
|
ফরায়েজী আন্দোলন | হাজী শরীয়তউল্লাহ
|
||
সিপাহী বিদ্রোহ | ১৮৫৭ |
|
|
নীল বিদ্রোহ | অবসান ঘটে- ১৮৬০ |
|
|
চাকমা বিদ্রোহ | ১৭৭৬-৮৭ | জুম্মা খান | |
সাঁওতাল বিদ্রোহ | ১৮৫৫-৫৬ | ২ ভাই- কানু আর সিদু |
বৃটিশ আমলে ধর্ম ও সমাজ সংস্কারকগণ
রাজা রামমোহন রায় | ব্রাহ্ম সমাজ’ প্রতিষ্ঠা- ১৮২৮ ‘ব্রাহ্ম ধর্ম’ প্রবর্তন (একেশ্বরবাদ প্রবর্তন ও প্রচার) সতীদাহ প্রথা রহিতকরণে ভূমিকা- ১৮২৯ (লর্ড বেন্টিঙ্কের আমলে) রাজা উপাধি দেন- সম্রাট দ্বিতীয় আকবর |
হাজী মুহম্মদ মুহসীন | হুগলির ইমামবাড়া নির্মাণ করেন মুসলমানদের শিক্ষার জন্য সর্বস্ব দান করেন |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা- ১৯৫৬ (লর্ড ডালহৌসী) নিযুক্ত ছিলেন- ফোর্ট উইলিয়াম কলেজ, সংস্কৃত কলেজ |
নওয়াব আব্দুল লতিফ | মোহামেডান লিটারেরি সোসাইটি’ প্রতিষ্ঠা- ১৮৬৩ মুসলিম সাহিত্য সমাজ- ১৮৬৩ ১ম মুসলমান আইন পরিষদের সদস্য |
সৈয়দ আমীর আলী | সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন- ১৮৭৭ ভারতীয় উপমহাদেশের ১ম প্রিভি কাউন্সিল সদস্য গ্রন্থ- ‘দি স্পিরিট অফ ইসলাম’, ‘এ শর্ট হিস্টোরি অফ দি সেরাসিনম’ |
স্যার সৈয়দ আহমদ খান | আলীগড় আন্দোলন আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ- ১৮৭৭ আলীগড় মোহামেডান এডুকেশন কনফারেন্স- ১৮৮৬ |
কংগ্রেস
কংগ্রেস প্রতিষ্ঠা- ১৮৮৫
প্রতিষ্ঠাতা- এ্যালান অক্টোভিয়ান হিউম
মুসলিম লীগ- ১৯০৬
প্রতিষ্ঠাতা- নবাব সলিমুল্লাহ
প্রকৃত নাম- নিখিল ভারত মুসলিম লীগ
বৃটিশ আমলে রাজনৈতিক আন্দোলন ও গুরুত্বপূর্ণ ঘটনা :
অহিংসা ও অসহযোগ আন্দোলনের প্রবক্তা- মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম- মোহনদাস করমচাঁদ গান্ধী
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে- ১৯১৯
রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন- জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে
খেলাফত আন্দোলন সংঘটিত হয়- ১৯২০ সালে
নেতৃত্ব দেন- মাওলানা মুহম্মদ আলী ও মাওলানা শওকত আলী
বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন- মাস্টারদা সূর্যসেন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন- ১৮ এপ্রিল, ১৯৩০
মাস্টারদা’কে ফাঁসি দেয়া হয়- ১৯৩১
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ফাঁসি দেয়া হয়- ক্ষুদিরামকে
‘প্রীতিলতা ওযাদ্দেদার’ জড়িত ছিলেন- মাস্টারদা সূর্যসেনের সঙ্গে বৃটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে
ভারত ছাড় আন্দোলনের সূচনা হয়- ১৯৪২
বাংলায় দূর্ভিক্ষ/পঞ্চাশের মন্বন্তর- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ)
দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা- মুহম্মদ আলী জিন্নাহ (১৯৩৯)
লাহোর প্রস্তাবের প্রবক্তা- এ কে ফজলুল হক (১৯৪০)
ঋন সালিসী আইন- এ কে ফজলুল হক
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী/অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- এ কে ফজলুল হক
ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ভারত-পাকিস্তান বিভক্তির জন্য গঠিত কমিশন- র্যাডক্লিফ কমিশন (লিঙ্ক : সীমান্ত লাইন, র্যাডক্লিফ লাইন)
ভারত-পাকিস্তান বিভক্তির সময় বৃটিশ গভর্নর- লর্ড মাউন্টব্যাটেন
ভারত ও পাকিস্তানের স্বাধীনতা
পাকিস্তান স্বাধীন হয়- ১৪ আগস্ট ১৯৪৭
ভারত স্বাধীন হয়- ১৫ আগস্ট ১৯৪৭
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. ….। (প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা প্রযন্ত)
Skype id – wschoolbd.
Tags
HSC G.K